Laila Ratri

Laila Ratri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Laila Ratri, Digital creator, Lalmatia, Dhaka.

26/09/2025

বাচ্চাকে তাড়াতাড়ি কীভাবে ঘুম পাড়াবেন 🤔🤔

19/09/2025

শিশুর বুদ্ধির বিকাশে মায়ের ভুমিকা 🥰🤔

15/09/2025

সন্তান অভিমান করেছে! কী করবেন 🤔🤔

30/08/2025

১৪/১৫ বছর বয়সী বাচ্চারা ঘরে বাবা মা'র কাছে মনোযোগ না পেলে বাইরে ঝুকিপূর্ণ কাজে বা সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। 🤔🤔

28/08/2025

বাচ্চা দেরীতে কথা বলছে?? 🤔🤔 কী করণীয় 🤔

কবির মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা
27/08/2025

কবির মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা

কবির জন্য শ্রদ্ধা!!
কবি নজরুল ঘুমিয়ে আছেন এই বাংলাদেশের মাটিতে। কবি এখানেই চির নিদ্রায় শায়িত হতে চেয়েছিলেন।
"নম নম নম বাংলাদেশ মম!
এই দেশের মাটি জল ও ফুলে ফলে,
যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে,
এই মায়ের বুকে হেসে খেলে সুখে
ঘুমাব এই বুকে স্বপ্নাতুর॥ "
---- কাজী নজরুল ইসলাম।

 #বিষয়টি_মনোযোগ_দিয়ে_পড়ুন
25/08/2025

#বিষয়টি_মনোযোগ_দিয়ে_পড়ুন

#বিষয়টি_মনোযোগ_দিয়ে_পড়ুন_কারণ_এটি_আপনার_জন্য_দরকারী
যখন ১২/১৩ বছরের বাচ্চা কোন বিষয়ে ভুল করে আর মা চিৎকার করে বকা দেয়, তখন বাচ্চার মনে নানা নেতিবাচক প্রভাব পড়ে।
১. বাচ্চা ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায় এবং নিজেকে একা মনে করে।
২. মায়ের প্রতি ভয়ের অনুভূতি তৈরি হয়, যা ভালোবাসার সম্পর্ককে দুর্বল করে।
৩. নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায় এবং মনে হয় সে কিছুই ঠিকমতো করতে পারে না।
৪. বাচ্চা অভিমানী হয়ে যেতে পারে এবং মায়ের সাথে খোলামেলা কথা বলতে সংকোচ বোধ করে।
৫. আস্তে আস্তে বাচ্চার মনে দুঃখ, ভীতি ও অবিশ্বাস জমতে থাকে।
কিন্তু চিৎকার করে বকাঝকা না করে বাচ্চাকে যদি বুঝিয়ে শান্তভাবে বলা হয় তাহলে সেটা বাচ্চার জন্য ভালো হয়। বাচ্চা যাতে ভুল না করে বা ভুল করে ফেললেও পরবর্তীতে যেন সেটা না হয় সেজন্য মা বা অভিভাবক যা যা করতে পারেন,

১. ভুল করলে বাচ্চাকে শান্তভাবে বোঝাতে হবে, যেন সে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারে।
২. চিৎকার না করে ধৈর্যের সাথে বাচ্চার দিকটাও শোনা জরুরি যে কেন এমন হলো এবং ঐ সময় বাচ্চার সাথে কোন খারাপ রিয়াক্ট না করা।
৩. বাচ্চার ভালো কাজগুলোকে প্রশংসা করলে তার আত্মবিশ্বাস বাড়ে ও ভুল করার প্রবণতা কমে।
৪. ভুলকে শেখার সুযোগ হিসেবে তুলে ধরলে বাচ্চা ইতিবাচকভাবে গ্রহণ করে।
৫. ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে শাসন করলে মা–মেয়ের সম্পর্ক আরও গভীর হয়।

শুভ রাত্রি ❤️❤️🥰🥰
24/08/2025

শুভ রাত্রি ❤️❤️🥰🥰

শুভ রাত্রি ❤️❤️🦋🦋

22/08/2025

#ভিডিওটি_শেষ_পর্যন্ত_দেখুন
ভয় না দেখিয়েও বাচ্চাকে শেখানো যায়, শাসন করা যায় 🥰🥰

Address

Lalmatia
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laila Ratri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laila Ratri:

Share