It's Jana

It's Jana I am Farjana Hoque(Munmun). This is my personal page..

17/06/2025

নিজেকে সময় দেওয়ার মতো আনন্দের কিছু আর নাই। দিন শেষে কিন্তু আপনি আপনার একান্তই। আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি। এখন পর্যন্ত যাই করছি নিজেকে ভালো রাখার জন্যই করছি।।। হয়তো এই সময় টা কাল নাও পেতে পারি🤲🏼

আপনি যদি জীবনে প্রিন্সেস ট্রিটমেন্ট চান তাহলে স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ এই দুটা জিনিস ভুলে যেতে হবে। আপনি যাস্ট পারেন না ...
16/06/2025

আপনি যদি জীবনে প্রিন্সেস ট্রিটমেন্ট চান তাহলে স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ এই দুটা জিনিস ভুলে যেতে হবে। আপনি যাস্ট পারেন না এই দুটা জিনিস এভাবে চলতে হবে।

এতো বছরের জীবনে দেখলাম যারা স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ করেনি তারা প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছে। ভাই, ওদের পায়ের নিচে দুনিয়া এনে দেয় ওদের পুরুষরা। ভাবে, আমার প্রিন্সেস টা এটা পারেনা, ওটা পারেনা। সো এভাবেই প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে হবে।

আর যারা জীবনে স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ করছে ওরা পাইছে রাজ্যভরা দুঃখ। ওদের চারপাশের মানুষ, ওদের পুরুষরা ভাবছে "আরে ওতো এভাবে মিনিমাল হয়ে চলতে পারে, ওর লাগবেনা এসব, ওতো একা চলতে পারে ওর এসব সঙ্গ লাগবেনা, ওর ছায়া লাগবেনা"

এবং এই হতভাগিনীরা সবসময় এরকম সাইড ক্যারেক্টার হয়েই পরে থাকে। চোখের সামনে দেখতে থাকে যে মেয়েটা কিছু পারেনা সবাই তাকে যত্ন করতেছে। যারা স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ করে সুখী হতে চায়, দিনশেষে ওই সুখ টাও কপালে জোটেনা।

আমার মনে আছে, একবার এক বন্ধুর বাসার রাতের দাওযাতে আমার পছন্দের পুরুষ আমার ভাগের বানানো স্পেশাল ডিম অমলেট আরেক মেয়ের পাতে তুলে দিয়েছিলো। অমলেটের কুসুম শক্ত হলে আমি তেমন খেতে পছন্দ করিনা। নরম নরম গলে যাওয়া কুসুম পছন্দ আমার। ওই অমলেট টা আমি কিচেন থেকে আমার জন্য বানিয়ে আনলাম। সে আরেক মেয়ের পাতে তুলে দিলো কারন তার ডিম ছিলোনা, সেই মেয়েই বলেছিলো যে ডিম খাবেনা তাই তার জন্য ভাজা হয়নি। খুব অভিমান হয়েছিলো সেদিন, মন খারাপ করলাম৷ আমার পুরুষ আমাকে বললো "এ আর এমন বড় কি! তুমি তো সব খেতে পারো"
তাকে বুঝাতে পারিনি এটাই অনেক বড় কিছু। ব্যাপার টা শুনতে, দেখতে খুব সিম্পল মনে হলেও এই ছোট ছোট এক্টিভিটিজ প্রমাণ দেয় তার কাছে আমি এবং আমার পছন্দের মূল্য!

অথচ কত পুরুষকে দেখলাম দাওয়াতে যেয়ে তার পছন্দের নারীর জন্য আলাদা হাড়িতে রান্না করতে বলে কারন সেই নারী ঝাল খেতে পারেনা!

জীবনের অনেক পরে এসে বুঝতে পারলাম যে, "If you want to be treated like a princess, then act like a princess who doesn't know how to compromise! "

আব্বু তোমাকে অনেক মিস করি। অনেক কিছু ই বলার ছিলো বলা আর হয়ে উঠে নাই। বাবা সন্তানের ভালোবাসা কতটা সুন্দর হতে পারে তা আমি ...
15/06/2025

আব্বু তোমাকে অনেক মিস করি। অনেক কিছু ই বলার ছিলো বলা আর হয়ে উঠে নাই। বাবা সন্তানের ভালোবাসা কতটা সুন্দর হতে পারে তা আমি আমার ৪ বছরের ছোট ছেলের মাঝে দেখি। নিজের বাবাকে অনেক মিস করি। ছোট থেকেই আমি বাবাকে অনেক ভয় পেতাম, আর বাবার ব্যস্ততার জন্য সবাই একসাথে সময় ও খুব কম কাটিয়েছি। আজ মনে করি বাবা বেচে থাকলে তার এই অবসর সময়ে কতো কথাই না হতো। আল্লাহ আমার আব্বুকে জান্নাতবাসী করুন এই দোয়া ই করি। এই ৪ বছর দেখছি নিজের চোখের সামনে বাবা ছেলের ভালোবাসা। এক কথায় আমার ছেলে তার আম্মুর থেকে বাবাকে অনেক গুন বেশি ভালোবাসে। আমার এই বিষয়টা অনেক ভালো লাগে। সবাই তো আমরা মাকে নিয়ে ই ব্যস্ত থাকি, দিনশেষে অনেক বাবা একা হয়ে যায়। কিন্তু আমার ছেলের বাবার জীবনে তার এমন এক ছেলে আছে যে তাকে কোনভাবেই চোখের আড়াল করতে দিতে চায় না। বাসায় কখন বাবা আসবে, তাকে নিয়ে কি কি করবে ঘুমানোর আগ পর্যন্ত এসব সারাদিন চলে।।। আল্লাহ বাবা ও ছেলের ভালোবাসা এভাবেই রাখুক আর নেক হায়ত দিক, ছেলেকে নেক মানুষ বানাক, সবাই দোয়া করবেন।।

বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা মুনতাফির পাপা।।
মুনতাফি পাপাকে অনেক ভালোবাসে❤️❤️

This Eid try an organic mehedi.. Just look at color..  So much pleased for color & smell 💕Thnx Sparkling Henna Enchanter...
13/06/2025

This Eid try an organic mehedi.. Just look at color.. So much pleased for color & smell 💕

Thnx Sparkling Henna Enchanters - SHE for this organic mehedi…

একদম সত্যি কথা। তাই সময়ের কাজ সময়েই করা উচিত। আলহামদুলিল্লাহ আমি নিজের সব সখ গুলো সখের সময়েই পূরন  করি।।
12/06/2025

একদম সত্যি কথা। তাই সময়ের কাজ সময়েই করা উচিত। আলহামদুলিল্লাহ আমি নিজের সব সখ গুলো সখের সময়েই পূরন করি।।

জীবনে ভালো থাকাটা অনেক গুরুত্বপূর্ণ 🤲🏼
11/06/2025

জীবনে ভালো থাকাটা অনেক গুরুত্বপূর্ণ 🤲🏼

অনেক বছর পর এবার জাম ভর্তা খেয়েছি। আগে বাসায় নানু করে দিতো। ভুলেও গিয়েছি লাস্ট কবে খেয়েছিলাম। আসলেই সেই ছোট বেলার দিনগুল...
11/06/2025

অনেক বছর পর এবার জাম ভর্তা খেয়েছি। আগে বাসায় নানু করে দিতো। ভুলেও গিয়েছি লাস্ট কবে খেয়েছিলাম। আসলেই সেই ছোট বেলার দিনগুলো কোথায় হারিয়ে গেল😒😒 আগের আমিকেই এখন আর খুজে পাই না।।

Eid Mubarak everyone 💕
07/06/2025

Eid Mubarak everyone 💕

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Jana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Jana:

Share