16/06/2025
আপনি যদি জীবনে প্রিন্সেস ট্রিটমেন্ট চান তাহলে স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ এই দুটা জিনিস ভুলে যেতে হবে। আপনি যাস্ট পারেন না এই দুটা জিনিস এভাবে চলতে হবে।
এতো বছরের জীবনে দেখলাম যারা স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ করেনি তারা প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছে। ভাই, ওদের পায়ের নিচে দুনিয়া এনে দেয় ওদের পুরুষরা। ভাবে, আমার প্রিন্সেস টা এটা পারেনা, ওটা পারেনা। সো এভাবেই প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে হবে।
আর যারা জীবনে স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ করছে ওরা পাইছে রাজ্যভরা দুঃখ। ওদের চারপাশের মানুষ, ওদের পুরুষরা ভাবছে "আরে ওতো এভাবে মিনিমাল হয়ে চলতে পারে, ওর লাগবেনা এসব, ওতো একা চলতে পারে ওর এসব সঙ্গ লাগবেনা, ওর ছায়া লাগবেনা"
এবং এই হতভাগিনীরা সবসময় এরকম সাইড ক্যারেক্টার হয়েই পরে থাকে। চোখের সামনে দেখতে থাকে যে মেয়েটা কিছু পারেনা সবাই তাকে যত্ন করতেছে। যারা স্যাক্রিফাইস-কম্প্রোমাইজ করে সুখী হতে চায়, দিনশেষে ওই সুখ টাও কপালে জোটেনা।
আমার মনে আছে, একবার এক বন্ধুর বাসার রাতের দাওযাতে আমার পছন্দের পুরুষ আমার ভাগের বানানো স্পেশাল ডিম অমলেট আরেক মেয়ের পাতে তুলে দিয়েছিলো। অমলেটের কুসুম শক্ত হলে আমি তেমন খেতে পছন্দ করিনা। নরম নরম গলে যাওয়া কুসুম পছন্দ আমার। ওই অমলেট টা আমি কিচেন থেকে আমার জন্য বানিয়ে আনলাম। সে আরেক মেয়ের পাতে তুলে দিলো কারন তার ডিম ছিলোনা, সেই মেয়েই বলেছিলো যে ডিম খাবেনা তাই তার জন্য ভাজা হয়নি। খুব অভিমান হয়েছিলো সেদিন, মন খারাপ করলাম৷ আমার পুরুষ আমাকে বললো "এ আর এমন বড় কি! তুমি তো সব খেতে পারো"
তাকে বুঝাতে পারিনি এটাই অনেক বড় কিছু। ব্যাপার টা শুনতে, দেখতে খুব সিম্পল মনে হলেও এই ছোট ছোট এক্টিভিটিজ প্রমাণ দেয় তার কাছে আমি এবং আমার পছন্দের মূল্য!
অথচ কত পুরুষকে দেখলাম দাওয়াতে যেয়ে তার পছন্দের নারীর জন্য আলাদা হাড়িতে রান্না করতে বলে কারন সেই নারী ঝাল খেতে পারেনা!
জীবনের অনেক পরে এসে বুঝতে পারলাম যে, "If you want to be treated like a princess, then act like a princess who doesn't know how to compromise! "