16/06/2025
আশংকা সত্য হলো । পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে এলো ই*রান এবং সংসদে ভোটের মাধ্যমে বিল পাস করেছে । ই*স*রায়েল ১২০ টি বিমান নিয়ে ৩ টি ফরমেশনে তেহরান জুড়ে জ্বালানী স্টেশনগুলি মাটিতে মিশিয়ে দেয়া শুরু করেছে । এবার সামরিক স্থাপনাতে সীমাবদ্ধ নেই । তেল আবিব আগামী ২ সপ্তাহ লাগাতার হামলার ঘোষণা দিয়েছে এবং খামেনি রেজিমের পতনের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে । অন্যদিকে আ*মে-রিকায় নির্বাসিত শাহ পাহলভির ছেলের সাথে বিভিন্ন হাই অফিসিয়ালদের মিটিং দেখা যাচ্ছে । আপাতত মনে হচ্ছে, খামেনি রেজিমকে সরিয়ে পুনরায় শাহ বংশকে ই*রানে ফিরিয়ে আনার জন্য প*শ্চিমা রেজিম কাজ শুরু করেছে ।
ইরান যদি এখুনি ই*স*রায়েলে স্থল হামলা শুরু না করে এবং চারপাশ থেকে ঘিরে না ধরে তাহলে খামেনির পতন হলেও আরেকটা খামেনি হয়ত চলে আসবে কিন্তু রাষ্ট্র হিসাবে ই*রানের অস্তিত্ব মুছে যাওয়া সময়ের ব্যাপার মাত্র ।
আমার কাছে খারাপ লাগছে একটা জিনিস, সেটা হলো, হাদিসে ই*রানের অস্তিত্ব মুছে যাওয়া রয়েছে বলে কি ইরান লড়াই ছাড়াই আত্মসমর্পণ করবে নাকি ? তাদের থিংক ট্যাঙ্কের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা মনে মনে পরাজয় স্বীকার করে নিয়েছে । এখন তারা আজরাইলের অপেক্ষায় রয়েছে ।
ই*রানের জন্য লজ্জা ।