Inspiration of Islam

Inspiration of Islam আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার লক্ষ্য হলো সৃজনশীল এবং শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করা

16/06/2025

আশংকা সত্য হলো । পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে এলো ই*রান এবং সংসদে ভোটের মাধ্যমে বিল পাস করেছে । ই*স*রায়েল ১২০ টি বিমান নিয়ে ৩ টি ফরমেশনে তেহরান জুড়ে জ্বালানী স্টেশনগুলি মাটিতে মিশিয়ে দেয়া শুরু করেছে । এবার সামরিক স্থাপনাতে সীমাবদ্ধ নেই । তেল আবিব আগামী ২ সপ্তাহ লাগাতার হামলার ঘোষণা দিয়েছে এবং খামেনি রেজিমের পতনের জন্য লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে । অন্যদিকে আ*মে-রিকায় নির্বাসিত শাহ পাহলভির ছেলের সাথে বিভিন্ন হাই অফিসিয়ালদের মিটিং দেখা যাচ্ছে । আপাতত মনে হচ্ছে, খামেনি রেজিমকে সরিয়ে পুনরায় শাহ বংশকে ই*রানে ফিরিয়ে আনার জন্য প*শ্চিমা রেজিম কাজ শুরু করেছে ।
ইরান যদি এখুনি ই*স*রায়েলে স্থল হামলা শুরু না করে এবং চারপাশ থেকে ঘিরে না ধরে তাহলে খামেনির পতন হলেও আরেকটা খামেনি হয়ত চলে আসবে কিন্তু রাষ্ট্র হিসাবে ই*রানের অস্তিত্ব মুছে যাওয়া সময়ের ব্যাপার মাত্র ।
আমার কাছে খারাপ লাগছে একটা জিনিস, সেটা হলো, হাদিসে ই*রানের অস্তিত্ব মুছে যাওয়া রয়েছে বলে কি ইরান লড়াই ছাড়াই আত্মসমর্পণ করবে নাকি ? তাদের থিংক ট্যাঙ্কের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা মনে মনে পরাজয় স্বীকার করে নিয়েছে । এখন তারা আজরাইলের অপেক্ষায় রয়েছে ।

ই*রানের জন্য লজ্জা ।

গতরাতের হামলায় তেল আবিবে ধ্বংস হওয়া হিজ্রাইলি সায়েন্টিফিক রিসার্চ সেন্টার 😁
16/06/2025

গতরাতের হামলায় তেল আবিবে ধ্বংস হওয়া হিজ্রাইলি সায়েন্টিফিক রিসার্চ সেন্টার 😁

16/06/2025

ইরান ভবিষ্যৎ হামলায় আরো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে

এজন্য তারা ফাত্তাহ - ২, সিজ্জিল ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ, এবং খোররামশাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।
এই মিসাইলটি ২ টন ওয়ারহেড বহন করতে সক্ষম।

সূত্র - ফারস নিউজ

16/06/2025

একদম নীকট থেকে দেখুন। হাইফাতে ইরানী মিসাইল সফলভাবে আঘাত হানার সরাসরি ভিডিও ফুটেজ।

16/06/2025

⛔ ইরানের বানে শহরে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টাকালে একজন শীর্ষ মোসাদ কর্মকর্তা আটক হয়েছেন।

🇮🇱🇮🇷❗️ই*রানের ফার্স সংবাদ সংস্থা নিশ্চিত করেছে যে, আজকের ই*জ*রাইলি বিমান হামলায় (সম্ভবত আইআরজিসি সদর দপ্তরে) আইআরজিসির ...
16/06/2025

🇮🇱🇮🇷❗️ই*রানের ফার্স সংবাদ সংস্থা নিশ্চিত করেছে যে, আজকের ই*জ*রাইলি বিমান হামলায় (সম্ভবত আইআরজিসি সদর দপ্তরে) আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি জেনারেল হাসান মোহাকিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরিও নিহত হয়েছেন

16/06/2025

ই*স*রায়েলি-অধিকৃত অঞ্চলে ই*রা*নের সর্বশেষ বোমা হামলায় আহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

💪

15/06/2025

🇮🇷⚔🏴‍☠🇺🇸 এই মুহূর্তে হাইফার কারমেল এলাকায় আগুন ও ধ্বংসস্তূপের চিত্র।
ই*রানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব সরাসরি শহরের অভ্যন্তরে অনুভব হচ্ছে।

ই*রানের দ্বিতীয় মিসাইল ব্যারেজ আসতে চলেছে। এবার সমগ্র উত্তর ই*স*রায়েল নিশানা।
15/06/2025

ই*রানের দ্বিতীয় মিসাইল ব্যারেজ আসতে চলেছে। এবার সমগ্র উত্তর ই*স*রায়েল নিশানা।

ই*রা*ন'কে সমর্থন জানাতে তু*র*স্কের রাস্তায় তুর্কিদের মিছিল।
15/06/2025

ই*রা*ন'কে সমর্থন জানাতে তু*র*স্কের রাস্তায় তুর্কিদের মিছিল।

15/06/2025

কিছুক্ষণ পূর্বে হি*জরা*য়েলী সেনারা গা*জার নুসাইরাত ক্যাম্পে বৃহত গণহত্যা চালায়।

04/09/2023

আর যেন কোনো বাচ্চাকে এই ভাবে মরতে না হয় ভুল চিকিৎসায় ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspiration of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inspiration of Islam:

Share

Category