12/05/2025
বন্ধুত্বের মধুর ছোঁয়ায়, ভরে উঠুক মন,
হাসি, মজা, আড্ডার মাঝে কাটুক রাতের ক্ষণ।
স্মৃতির পাতায় লিখে রাখি, সেই সব গল্প গাঁথা,
মিলে মিশে তৈরি করি, জীবনের সেরা প্রহরকথা।
হাসির ঝলক, খুনসুটি, সময় যেন থেমে যায়,
বন্ধুর সাথে পথচলা, কখনো কি ভোলা যায়।
শুভ রাত্রি 🫶🫶🫶❤️❤️❤️