Modern Maven

Modern Maven Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Modern Maven, Digital creator, dhaka, Dhaka.
(1)

"MODERN MAVEN"মডার্ন মেইভেন" এর বাংলা অর্থ হল "আধুনিক বিশেষজ্ঞ" বা "আধুনিক পারদর্শী"। "মেইভেন" শব্দটি দ্বারা সাধারণত কোনো বিষয়ে গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, যাকে আধুনিক প্রেক্ষাপটে একজন বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি হিসেবে গণ্য করা যায়।

ইলিশ ভিক্ষুক ইলিশের জো তে যখন অনেক ইলিশ ধরা পড়ে তখন গণহারে জেলেরা মাছ ধরে ফিরতে থাকে। অনেক মাছ পেয়ে জেলেদের মন মেজাজও থা...
30/07/2025

ইলিশ ভিক্ষুক

ইলিশের জো তে যখন অনেক ইলিশ ধরা পড়ে তখন গণহারে জেলেরা মাছ ধরে ফিরতে থাকে। অনেক মাছ পেয়ে জেলেদের মন মেজাজও থাকে ফুরফুরা। তাই অনেকেই ছোটখাটো একটা মাছ দান করতে কার্পণ্য করেন না। তাই উদ্ভব হয় ইলিশ ভিক্ষুকের। ভিক্ষা পাওয়া একটু বড় সাইজের মাছগুলো ব্যাগে লুকিয়ে রাখেন। একজিবিশনে রাখেন তুলনামূলক ছোটগুলো। দিনশেষে উনারাও কয়েক কেজি মাছ বিক্রি করতে পারেন। দারুন না? ❤️❤️

29/07/2025

অন্যকে হারানোর চিন্তা নয়, নিজেকে জেতানোর চেষ্টা করুন, কারণ আপনার আসল প্রতিযোগী আপনি নিজেই।

29/07/2025

পেজের এনগেজমেন্টট বাড়াতে এক্টিভ নতুন ইউজারদের সাথে যুক্ত হয়ে যান সবাই 👈

27/07/2025

🛑 গত ৫০ বছরে ধ্বং-স করা হয়েছে একটি শহরকে —
যার নাম ঢাকা! 🛑

এক সময়ের সবুজ, প্রাণবন্ত, নদীমাতৃক ঢাকা আজ দম বন্ধ হয়ে আসা এক কংক্রিটের শহর।
👇 কীভাবে ধ্বং-স হলো এই শহরটি?

🌊 নদী বিলুপ্তির ষ-ড়যন্ত্র:
বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা — একে একে সব নদী শুকিয়ে খালে পরিণত হয়েছে। দখল, দূষণ আর অনিয়ন্ত্রিত বর্জ্যে আজ নদীগুলো ময়লার স্তূপ।

👥 জনসংখ্যা বি-স্ফোরণ:
নিয়ন্ত্রণহীনভাবে বাড়ানো হয়েছে জনসংখ্যা — কোন পরিকল্পনা ছাড়াই। প্রতিদিন লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করছে, কিন্তু শহর প্রস্তুত নয়।

🏭 কল-কারখানার দৌরাত্ম্য:
নদীর পাড়ে গড়ে উঠেছে শত শত কারখানা। তারা ফেলে দিচ্ছে রাসায়নিক বর্জ্য — যেটা মেরে ফেলেছে পানির প্রাণ।

🏢 অর্থহীন ভবন নির্মাণ:
একটার পর একটা বিল্ডিং, শপিং মল, হাইরাইজ। কোনো ছাঁদ নেই, সবুজ নেই, পানি যাওয়ার রাস্তা নেই — ঢাকাকে বানানো হয়েছে এক দমবন্ধ জেলখানা।

🚦 যানজটের শহর:
যানবাহনের চাপ এমন পর্যায়ে পৌঁছেছে — মানুষ এখন "শহর" নয়, "জ্যাম" চিনেই ঢাকা বোঝে।

---

👉 এই শহরটা কার জন্য?
👉 উন্নয়নের নামে ধ্বং-সের হিসেব কে দেবে?

🧠 সময় এসেছে জেগে ওঠার। প্রশ্ন করার। ভবিষ্যতের প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখার।
--------------------------------------------------------------------
লেখা- মোঃ নাঈম ভুইয়া
এডমিন - ঢাকার গণপরিবহন

#ঢাকার_বি_পর্যয়

কি পাখি নাম জানি না।তবে কোনটা বেডা কোনটা বেডি সেটা বুঝতে পারছি।🤭🤭🍂শুভঃ সকাল
25/07/2025

কি পাখি নাম জানি না।তবে কোনটা বেডা কোনটা বেডি সেটা বুঝতে পারছি।🤭🤭

🍂শুভঃ সকাল

24/07/2025
24/07/2025

নিজের মায়েরে লয়া দুই লাইন জীবনে লেখে নাই, অথচ "পরিমনী একজন মা" বইলা সব নিউজের কমেন্টে দরদের ঝোল ফালানো মাইয়ালোকের অভাব নাই দেশে।

24/07/2025

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন, "একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?" তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন।

কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে।

ততদিনে, আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন; আরও অনেক বল রয়েছে তাদের জন্য।

একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে।

তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়; অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

23/07/2025

মন থেকে উঠে যাওয়া মানুষ সামনে এসে বসে থাকলেও নজরে লাগে না।

🍂শুভঃ রাত্রি 🍂

Address

Dhaka
Dhaka

Telephone

+8809638269088

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern Maven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share