Qawmibazar - কওমি বাজার

Qawmibazar - কওমি বাজার আসসালামু আলাইকুম
সবাইকে কওমি বাজার ওয়েবসাইটে যুক্ত হওয়ার আহ্বান করছি
www.qawmibazar.com

18/05/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?

বাংলাদেশের আকাশে রমাদানের চাঁদ উঠেছে।আলহামদুলিল্লাহ।খোশ আমদেদ, মাহে রমাদান।হে আল্লাহ, এবারের রমাদানকে জীবনের সেরা রমাদান...
01/03/2025

বাংলাদেশের আকাশে রমাদানের চাঁদ উঠেছে।
আলহামদুলিল্লাহ।

খোশ আমদেদ, মাহে রমাদান।
হে আল্লাহ,
এবারের রমাদানকে জীবনের সেরা রমাদান বানিয়ে দিন,
ঈমানের স্বাদ উপভোগ করার তাওফিক দিন।

https://www.qawmibazar.com/listing/thai-medi-xpress
23/10/2024

https://www.qawmibazar.com/listing/thai-medi-xpress

Qawmi Bazar is the new run largest online marketplace in Bangladesh. This marketplace has multi-vendor buy and sells facilities for all Bangladeshi consumers anywhere from the remote areas of the country. Qawmi Bazar is also known for selling a wide variety of goods, including agricultural products,...

আলহামদুলিল্লাহ।ালআমি তেলাওয়াত করেছি, আপনি ও তেলাওয়াত করুন।
13/09/2024

আলহামদুলিল্লাহ।
ালআমি তেলাওয়াত করেছি, আপনি ও তেলাওয়াত করুন।

আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আমরা সকলেই যেভাবে পারি সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ তায়ালা তৌফিক দান ক...
22/08/2024

আসসালামু আলাইকুম
প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আমরা সকলেই যেভাবে পারি সহযোগিতা করার চেষ্টা করি।
আল্লাহ তায়ালা তৌফিক দান করুক আমিন

আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা দেশের এই নাজুক অবস্থায় আপনারা ধৈর্য ধারণ করুন। বেশী বেশী দোয়া করুন।রিজিকের মা...
03/08/2024

আসসালামু আলাইকুম
প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা দেশের এই নাজুক অবস্থায় আপনারা ধৈর্য ধারণ করুন। বেশী বেশী দোয়া করুন।রিজিকের মালিক আল্লাহ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। মাজলুমের পক্ষে কথা বলুন

সকল উদ্যোক্তাদের সুস্থতা কামনা করছি।
সকল উদ্যোক্তাদের জন্য বিজনেস করার মত সুস্থ পরিবেশ আবার ফিরে আসুক, সেই প্রত্যাশা করছি।

আশুরা এটি আরবী শব্দ।  মহররমের দশম দিন কে আশুরা বলা হয়।  আশুরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ  এই দিনে রোজা রাখা মুস্তাহাব।...
15/07/2024

আশুরা এটি আরবী শব্দ। মহররমের দশম দিন কে আশুরা বলা হয়। আশুরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে রোজা রাখা মুস্তাহাব।

আশুরার রোজা...
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন আশুরার দিন রোজা রাখতেন। আর তিনি মদীনা মুনাওয়ারায় যাওয়ার পর নিজেও রোজা রাখতেন এবং অন্যকেও রোজা রাখার নির্দেশ দিতেন।

প্রথমত,আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফল রোজা হিসেবে নির্ধারিত হয়। তবে অন্যান্য নফল রোজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা:বলেছেন আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান
ও আশুরার রোজা যেরুপ গুরুত্ব সহকারে রোজা রাখতে দেখেছি অন্য কোন রোজা এত গুরুত্বের সাথে রাখতে দেখি নাই।

যেভাবে আশুরার রোজা রাখবেন....

উত্তম পন্থা হলো মুহাররমের ৯ এবং ১০ তারিখ রোযা রাখা।

🎋দ্বিতীয় পন্থা ১০ এবং ১১ তারিখ রোযা রাখা।

শুধুমাত্র ১০ তারিখ রোযা রাখা উত্তম নয়। যেহেতু ইয়াহুদীরা ১০ তারিখ রোযা রাখে।

[ঢাকা জেলার জন্য সাহরী-ইফতারের সময়সূচি]
৯ মুহাররম/১৬ জুলাই মঙ্গলবার
সাহরি শেষ সময় ৩:৫০
ইফতার ৬:৫১

১০ মুহাররম/১৭ জুলাই বুধবার
সাহরি শেষ সময় ৩:৫১
ইফতার ৬:৫১

১১ মুহাররম /১৮ জুলাই বৃহস্পতিবার
সাহরি শেষ সময় ৩:৫১
ইফতার ৬:৫০

🤲 আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক নসীব করেন এবং কবুল করেন। আমীন

যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তা'আলা তাকে তিনটি ফজিলত মর্যাদা দান করবেন.মহাননী সা: বলছেন.....
05/07/2024

যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তা'আলা তাকে তিনটি ফজিলত মর্যাদা দান করবেন.

মহাননী সা: বলছেন..
১.যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তা'আলা তাঁর পা থেকে অর্থাৎ জমীনথেকে সাত আসমান পর্যন্ত নূর আলো দ্বারা আলোকিত করে দিবেন।

২.পরবর্তী শুক্রবার পর্যন্ত আট দিন সে যাবতীয় মুসিবত যাবতীয় ফেতনা থেকে হেফাজতে থাকবে ইংশা আল্লাহ।

৩.পরবর্তীতে আট দিন, যদি দাজ্জালও বের হয় আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন ।
তাই যাদের হিম্মত হয় মোহাব্বত হয় তারা অবশ্যই জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ আল্লাহ তা'আলা আমাদেরকে তৌফিক দান করুন।

আসছে ঈদুল আযহা ও কুরবানি। যারা আমরা কুরবানি দিব তাদের নখ-চুল ইত্যাদি কাটা বিষয়ক একটি মাসনূন আমল রয়েছে যা একটু চেষ্টা করল...
07/06/2024

আসছে ঈদুল আযহা ও কুরবানি। যারা আমরা কুরবানি দিব তাদের নখ-চুল ইত্যাদি কাটা বিষয়ক একটি মাসনূন আমল রয়েছে যা একটু চেষ্টা করলেই করতে পারি।

কুরবানি দাতার জন্য একটি বিশেষ আমল হচ্ছে:

জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানি আদায় করার আগ পর্যন্ত নখ, চুল, গোফ ও শরীরের কোনো পশম না কাটা। পশু কুরবানি হয়ে যাওয়ার পর এগুলো কাটা যাবে। তাই জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই নখ, চুল, গোফ বা এরকম অন্যান্য কাজগুলো সেরে ফেলা উচিত

ঈদের দিন কুরবানি হয়ে যাওয়ার পর আবার এগুলো কেটে পরিচ্ছন্ন হওয়া। হাদীসের আলোকে জানা যায় উক্ত মুস্তাহাব আমলটি যারা কুরবানি দিবেন না তারাও চাইলে করতে পারেন। এতে ইনশাআল্লাহ তারাও সওয়াবের অংশীদার হবেন।

নখ-চুল কবের মধ্যে কাটতে হবে?

এ বছর জিলহজ্জ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ৭ জুন শুক্রবার। যদি আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে এরপর থেকে আমরা আর চুল-নখ ইত্যাদি কাটবো না। যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে পরের দিন শনিবারের সূর্যাস্তের আগ পর্যন্ত নখ-চুল ইত্যাদি কাটার সময় পাওয়া যাবে। যেহেতু চাঁদ কবে উঠবে সেটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। তাই আমাদের উচিত হবে যারা কুরবানি দিব, তারা যেন আজ শুক্রবার সূর্যাস্তের আগেই উক্ত কাজগুলো সেরে ফেলি।

হাদীস-১
হযরত উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত:নবী কারিম সা: বলেছেন:
"যখন তোমরা যিলহাজ্জ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল না ছাটে ও নখ না কাটে।"
মুসলিম ৫০১৩; ই. ফা. ৪৯৫৭, ই. সে. ৪৯৬৩

হাদীস-২
আরেকটি হাদীসে আছে, একজন সাহাবী একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চেয়েছেন:
‘আমার একটি মাত্র দুধের বকরি আছে। আমি কি তা কুরবানি করে দেব?’

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘না, তুমি বরং তোমার নখ-চুল কাটো, গোফ ছোট করো আর লজ্জাস্থানের লোম পরিস্কার করো। আল্লাহ পাকের নিকট এটাই তোমার কুরবানির পূর্ণতা হিসেবে বিবেচিত হবে।’

আবু দাউদ, হাদীস : ২৭৯১
আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দান করুক

আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা আমাদের রাজশাহী বিভাগীয় মিটাপ এর প্রস্তুতি মোটামুটি সব কিছুই সম্পন্নর দিকে ছি...
14/05/2024

আসসালামু আলাইকুম
প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা আমাদের রাজশাহী বিভাগীয় মিটাপ এর প্রস্তুতি মোটামুটি সব কিছুই সম্পন্নর দিকে ছিল।
আর মাত্র কয়েকদিন বাকি।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিশেষ কিছু সমস্যার কারণে আমাদের মিটাপ আপাতত স্থগিত করা হচ্ছে।
ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন তারিখ জানানো হবে।

আলহামদুলিল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা Qawmibazar - কওমি বাজার -এর রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের গর্বিত টাইটেল ...
09/05/2024

আলহামদুলিল্লাহ
প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা Qawmibazar - কওমি বাজার -এর রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের গর্বিত টাইটেল স্পন্সর হিসেবে থাকছেন আমাদের সকলের পরিচিত হাফেজ মাও Mahdi Hasan ভাই এর দরদ ফুড

অনেক অনেক ধন্যবাদ কওমি বাজার কে সহযোগিতা করার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে উত্তম প্রতিদান দান করুক এবং দরদ ফুড কে কবুল করুক আমিন

সকলের নিকট দরদ ফুডের জন্য দোয়া চাই আর চলুন সবাই দরদ ফুড ভিজিট করি।

At Dorod Food, we are a dedicated team of individuals who are passionate about providing the highest quality organic food products to our valued customers. We understand the importance of consuming organic and natural products for a healthier and more sustainable lifestyle. With this belief in mind,...

কারও কাছে যদি বার বার সেল করতে পারেন, তাহলে আপনার বিজনেসের সেল বেড়ে যাবে এবং সেই সাথে বিজনেসে জুটবে ফিক্সড কাস্টমার যাকে...
07/05/2024

কারও কাছে যদি বার বার সেল করতে পারেন, তাহলে আপনার বিজনেসের সেল বেড়ে যাবে এবং সেই সাথে বিজনেসে জুটবে ফিক্সড কাস্টমার যাকে বলা হয় লয়্যাল কাস্টমার 🚀

কিভাবে বিজনেসের জন্য লয়্যাল কাস্টমার বানাবেন, সেই জন্য আমরা উদ্যোক্তাদের জন্য Qawmibazar - কওমি বাজার Qawmi Bazar-কওমি বাজার আয়োজন করেছি দরদ ফুড রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন সেখানে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় Content King এর চেয়ারম্যান Mohammad Ekram স্যার
যারা জয়েন করতে আগ্রহী নিচের লিংকের ফর্মটি পূরণ করুন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Qawmibazar - কওমি বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qawmibazar - কওমি বাজার:

Share