10/04/2025
৭৫টিরও বেশি দেশে শুল্ক স্থগিত, বাংলাদেশ পাচ্ছে লাভ | Donald Trump | Tariff
#ট্রাম্প #যুক্তরাষ্ট্র #বাংলাদেশ #শুল্কস্থগিত #আন্তর্জাতিকবাণিজ্য #আমদানিরপ্তানি #অর্থনীতি #সুসংবাদ #বিশ্ববাণিজ্য #আন্তর্জাতিকসংবাদ #ট্রাম্পেরঘোষণা #বাংলাদেশঅর্থনীতি #ট্রাম্পবনামচীন #শুল্কসুবিধা #ব্যবসায়িকখবর
সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্কপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশী পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র আরোপিত করে শুল্ক ছিল 15 শতাংশ তা বাড়িয়ে 37 শতাংশ করার ঘোষণা দেন তিনি । ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বের 50 টিরও বেশি দেশ তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন । এরই ধারাবাহিকতায় 75 টির বেশি দেশের উপর ধার্য করা শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট । বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প বলেন 90 দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত
অজানারে জানি –
এটি আপনার জন্য সেরা ইউটিউব চ্যানেল যেখানে আপনি পাবেন আন্তর্জাতিক খবর (International News) বাংলায়। আমরা প্রতিদিনের বিশ্ব সংবাদ (World News) এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা (International Events) সম্পর্কে আপডেট নিয়ে আসি। আমাদের চ্যানেলে আপনি পাবেন বিশ্ব রাজনীতি (World Politics), আন্তর্জাতিক খবর বাংলা (International News in Bengali), আন্তর্জাতিক বিশ্লেষণ (International Analysis), এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি (Current Global Situation)।
আমরা সরাসরি আন্তর্জাতিক রাজনৈতিক খবর (International Political News) এবং বিশ্বের গুরুত্বপূর্ণ খবর (Important World News) নিয়ে আলোচনা করি, যা আপনাকে আন্তর্জাতিক বিশ্বের সব গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে পরিচিত করিয়ে দেয়। চ্যানেলটি নিয়মিত বিশ্ব খবর (World News) এবং বৈশ্বিক পরিস্থিতি (Global Conditions) সম্পর্কে বিস্তারিত আপডেট দেয়।
এখানে আপনি পাবেন আন্তর্জাতিক নীতিমালা (International Policies) এবং আন্তর্জাতিক টেনশন (International Tensions) সম্পর্কেও বিস্তারিত আলোচনা। সবশেষে, আমাদের লক্ষ্য হল পৃথিবীর প্রধান খবর (Top World News) বাংলায় সরবরাহ করা, যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না করেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করুন!! 🚀✨
#আন্তর্জাতিক খবর
#ইসরায়েল
#ফিলিস্তিন
#ইরান
#ট্রাম্প
#অজানারে_জানি