My View

My View Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from My View, Digital creator, Dhaka.
(9)

আমি একজন মুসলিম আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা:

সকাল ৭ঃ০০ পোস্ট
দুপুর ১২ঃ০০ রিলস
বিকাল ৩ঃ০০ পোস্ট
রাত ৮ঃ৩০ রিলস
রাত ১০ঃ০০ ছবি

বৃষ্টি ভেজা দুপুরে বেলি ফুলের হাসিআষাঢ়ের এক বৃষ্টি ভেজা দুপুর। মেঘের কান্নায় চারদিক স্যাঁতসেঁতে, কাকভেজা চারপাশ। গ্রাম...
03/08/2025

বৃষ্টি ভেজা দুপুরে বেলি ফুলের হাসি
আষাঢ়ের এক বৃষ্টি ভেজা দুপুর। মেঘের কান্নায় চারদিক স্যাঁতসেঁতে, কাকভেজা চারপাশ। গ্রামের এক কোণায় দাদি রান্নাঘরে খুন্তি নাড়ছেন, আর উঠোনে একা দাঁড়িয়ে আছে ছোট্ট রিমি। হাতে একটা ছাতি, তাও অর্ধেক ভিজে গেছে।
রিমি হঠাৎ দেখল, বেলি গাছটার নিচে ছোট ছোট সাদা কলি একটু একটু করে ফুটে উঠছে। বৃষ্টির ফোঁটায় ভিজে গিয়ে ফুলগুলো আরও বেশি স্নিগ্ধ, আরও বেশি সাদা মনে হচ্ছে। গন্ধটা মেখে যাচ্ছে বাতাসে। সে হাঁটতে হাঁটতে গাছটার কাছে গিয়ে দাঁড়াল। ছোট্ট একটা ফুল তুলে কানের পাশে গুঁজে দিল। মনে হলো এই একটুখানি বেলি ফুল যেন বৃষ্টির সব ক্লান্তি মুছে ফেললো।
হঠাৎ পেছন থেকে দাদির ডাক এই রিমি! আবার ভিজছো! ঠান্ডা লাগবে!রিমি হেসে বলল,দাদি, বেলি ফুল ফুটেছে! জানো, ওরা বৃষ্টির গান শুনে হাসছে! দাদি জানালা দিয়ে তাকিয়ে হাসলেন, বললেন,ফুল তো বৃষ্টির মতোই—চুপিচুপি এসে মনের ভিতরে গান গায়। বৃষ্টির ছাঁটে ভিজতে ভিজতে রিমি দাদির কোলে ফিরে গেল, হাতে একমুঠো বেলি ফুল—বৃষ্টির উপহার।

সকাল সকাল আকাশের সাথে একটা সেলফি তুললাম আকাশের মন ভালো নেই।
03/08/2025

সকাল সকাল আকাশের সাথে একটা সেলফি তুললাম আকাশের মন ভালো নেই।

নিভৃতে বসে আছি ঘাসের বুকে, মনে হয় রাতটাও কিছু বলতে চায়।
02/08/2025

নিভৃতে বসে আছি ঘাসের বুকে, মনে হয় রাতটাও কিছু বলতে চায়।

আষাঢ়ের শেষ দিক। দুপুরবেলা যেন একটু চুপচাপ, আকাশে মাঝে মাঝে ভেসে যাচ্ছে সাদা সাদা মেঘ। গ্রামের পাশে সেই চিরচেনা মাঠে এবা...
02/08/2025

আষাঢ়ের শেষ দিক। দুপুরবেলা যেন একটু চুপচাপ, আকাশে মাঝে মাঝে ভেসে যাচ্ছে সাদা সাদা মেঘ। গ্রামের পাশে সেই চিরচেনা মাঠে এবারও দুলে উঠেছে পাটের সবুজ শস্য। পাতা ঝরেছে কিছু, তবু সবুজের ছোঁয়া এখনো তাজা। রাহেলা খালা আর তার ছেলে করিম গিয়েছিল পাট কাটতে। দুপুরের রোদ একটু কমতেই খালুই হাতে তারা নামল খেতে। করিম পাট কাটছে, আর খালা পাট গুছাচ্ছেন। বাতাসে ভেসে আসছে শুকনো পাতার গন্ধ, পাটের কাঁচা ঘ্রাণ। একটু দূরে ডোবার কাছে বাচ্চারা দল বেঁধে খেলা করছে। কেউ কেউ পাটের পাতা ছিঁড়ে ফেলে হাসছে, কেউ আবার পাটগাছ হাতে তলোয়ার বানিয়ে যুদ্ধ করছে। মাঠ জুড়ে একটা উৎসবমুখর আমেজ—নীরব দুপুরের মাঝেও কেমন যেন প্রাণবন্ত। পাট গাছ কাটার ফাঁকে করিম হঠাৎ বলল,মা, পাট ধোয়ার সময় আমরা কি আবার আগের মতো সবাই মিলে ডোবায় নামব?রাহেলা খালা হেসে বললেন,নামব রে। কিন্তু আগের মতো পাট ধোয়া এখন অত মজার না, বুঝলি? তখন কত হাসি-আনন্দ হইত। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই তারা পাটগুলো নিয়ে রওনা দিল ডোবার দিকে। পাট ধোয়া, ভেজানো, আর গন্ধে ভরে উঠল চারপাশ। পাটশস্য শুধু ফসল না—এটা যেন গ্রামের জীবনের এক খণ্ড স্মৃতি, এক টুকরো গল্প।
এইভাবেই একটা মাটির কাছাকাছি দুপুর, পাটের সবুজ ছোঁয়ায় হয়ে উঠল আরও আপন, আরও ঘরোয়া।

রেললাইনের দিকে তাকালেই মনে হয়— আজকের সকালটা কেমন অজানার আশায় ভরা।
02/08/2025

রেললাইনের দিকে তাকালেই মনে হয়— আজকের সকালটা কেমন অজানার আশায় ভরা।

রাতের নিস্তব্ধতা আমার সবচেয়ে আপন— এখানে আমি আমাতে ফিরে যাই।
01/08/2025

রাতের নিস্তব্ধতা আমার সবচেয়ে আপন— এখানে আমি আমাতে ফিরে যাই।

মেঘলা আকাশের নিচেরাহাত স্কুল থেকে ফিরছিল একলা পায়ে হেঁটে। আকাশটা আজ ভীষণ মেঘলা—সাদা আর ধূসর মেঘের খেলা। রোদ নেই, তবু একট...
01/08/2025

মেঘলা আকাশের নিচে
রাহাত স্কুল থেকে ফিরছিল একলা পায়ে হেঁটে। আকাশটা আজ ভীষণ মেঘলা—সাদা আর ধূসর মেঘের খেলা। রোদ নেই, তবু একটা নরম আলো ছড়িয়ে আছে চারপাশে। সে থেমে দাঁড়াল মাঠের ধারে, মাথা তুলে তাকাল আকাশের দিকে। মেঘগুলো কেমন ধীরে ধীরে ভেসে যাচ্ছে—কেউ যেন তুলির টানে এঁকে দিচ্ছে ছবি। হঠাৎ তার মনে হল, এই আকাশটা যেন তার মনের মতো। মাঝে মাঝে গুমোট, আবার কখনো শান্ত। রাহাত চোখ বন্ধ করে ভাবল,এই মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলেই মনে হয়, সব চিন্তা যেন একটু হালকা হয়ে যায়। একটা হালকা বাতাস এল,মেঘ একটু সরে গেল, খানিক রোদও দেখা দিল।
রাহাত হাসল। ঠিক যেমন আমি,” ভাবল সে। “মাঝে মাঝে মনটা মেঘে ঢাকা থাকলেও, কোথাও না কোথাও একটুখানি রোদ ঠিকই থাকে। সে হাঁটা শুরু করল, মেঘলা আকাশটাকেই সঙ্গী করে।

সূর্য উঠেছে—তুমিও উঠো, নতুন কিছু হোক আজ, সবাই কে জানাই পবিত্র জুম্মা মোবারক।
01/08/2025

সূর্য উঠেছে—তুমিও উঠো, নতুন কিছু হোক আজ, সবাই কে জানাই পবিত্র জুম্মা মোবারক।

:পেঁপে গেছে পাড়ার বাগান থেকে, আর আমি হারিয়েছি সেই মিষ্টি দুপুরের স্বাদ।
31/07/2025

:
পেঁপে গেছে পাড়ার বাগান থেকে, আর আমি হারিয়েছি সেই মিষ্টি দুপুরের স্বাদ।

31/07/2025

আসসালামু আলাইকুম দুপুরের লাইভে যুক্ত হয়ে গেলাম।

আজ বৃষ্টিভেজা আকাশটাকে একটা লাল টুকটুকি রক্ত জ্ববাবাও আর দিলাম সবাইকে জানালাম সুপ্রভাত।
31/07/2025

আজ বৃষ্টিভেজা আকাশটাকে একটা লাল টুকটুকি রক্ত জ্ববাবাও আর দিলাম সবাইকে জানালাম সুপ্রভাত।

দুপুরটা ছিল কেমন যেন নীরব। গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল ছোট্ট রিফাত। হাতে একটা পুরনো লাটাই আর কাঁধে বেঁধে রাখা...
30/07/2025

দুপুরটা ছিল কেমন যেন নীরব। গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল ছোট্ট রিফাত। হাতে একটা পুরনো লাটাই আর কাঁধে বেঁধে রাখা ঘুড়ি। আকাশে মেঘ নেই, রোদের ঝিলিক গায়ে লেগে যেন একটা সোনালি চাদর বাঁশবাগানের পাশে দাঁড়িয়ে ঘুড়িটা উড়াতে লাগল সে। হাওয়ার টানে ঘুড়িটা যত ওপরে উঠল, রিফাতের মুখেও ঠিক ততটা হাসি। হঠাৎই পেছন থেকে এক মেয়ে এসে বলল, তুমি একা খেলছো হুঁ আমার সাথের বন্ধুরা সবাই শহরে চলে গেছে। মেয়েটি তার নাম বলল—রাফা। শহর থেকে দাদার বাড়ি এসেছে। সেদিন দুপুরে ঘুড়ির সুতো ছুঁয়ে দুইটা নতুন বন্ধু খুঁজে পেল একে অপরকে। এভাবেই বাঁশবাগানের ছায়া, রোদের আলো আর খোলা আকাশের নিচে লেখা হল এক চুপচাপ দুপুরের মধুর গল্প।

Address

Dhaka
1229

Website

http://www.facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when My View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share