Lira's Cake & Bakery

Lira's Cake & Bakery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lira's Cake & Bakery, Digital creator, Dhaka.

গতকালের বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় এভাবেই নিজের স্বপ্নকে পুড়ে যেতে দেখেছেন অনেক মানুষ। আল্লাহ তায়লা তাদের ধৈর্য্য দা...
19/10/2025

গতকালের বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় এভাবেই নিজের স্বপ্নকে পুড়ে যেতে দেখেছেন অনেক মানুষ।
আল্লাহ তায়লা তাদের ধৈর্য্য দান করুক,আর এরকম বিপদ থেকে সবাইকে হেফাজত করুন।
আমিন।

17/10/2025

মাশাআল্লাহ, পেটিস গুলো খুব টেষ্ট হয়েছিলো।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
17/10/2025

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

কলকাতা শহরে গিয়ে যত খাবার খেয়ছি, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাদের এই চা। তবে ওখানকার ফুচকা আমাদের দেশের ধারের কাছেও না...
15/10/2025

কলকাতা শহরে গিয়ে যত খাবার খেয়ছি, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাদের এই চা।
তবে ওখানকার ফুচকা আমাদের দেশের ধারের কাছেও না,যেটা আমার কাছে মনে হয়েছে, অনেকের কাছে ভালোও লাগতে পারে।
জানি না আর যাওয়া হবে কিনা, তবে আল্লাহ তায়ালা রিজিক এ রাখলে হয়ত কলকাতার চা আবার খেতে পারব ইনশাআল্লাহ।

এই বছর ফেব্রুয়ারিতে ছোট বোনের বার্থডে, ক্লাস শেষ করে বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায়,তখন কয়েকদিন যাবৎ কাজের প্রচুুর চাপ ছিলো।...
14/10/2025

এই বছর ফেব্রুয়ারিতে ছোট বোনের বার্থডে, ক্লাস শেষ করে বাসায় আসতে সন্ধ্যা হয়ে যায়,তখন কয়েকদিন যাবৎ কাজের প্রচুুর চাপ ছিলো। আসার সময় ওর জন্য কিছু ফুল নিয়ে আসি, তারপর এই চকলেট বার টা বানাই।
আমার খুব খারাপ লাগছিলো যে একটা কেক বানাতে পারলাম না,
যাই হোক এই ছোট্ট উপহার খানা পেয়ে আমার বোন রাজ্যর
সুখে ডুবে গিয়েছিলো।

আসলে ভালোবাসা তো এমনই হয় তাই না? কাড়ি কাড়ি গিফট পেয়েও কি লাভ? যদি সেই গিফটে ভালোবাসাই না থাকে?
ভালোবেসে দিলে যে কোন সাধারণ উপহারও এক পৃথিবী সমান সুখ দিতে পারে।

Fondant Work.
13/10/2025

Fondant Work.

কথায় আছে না " ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই ভালো"আমার ওভেনের টেম্পারেচার হাই থাকার কারনে, সেদিন এই কেক দুটি পা...
12/10/2025

কথায় আছে না " ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই ভালো"
আমার ওভেনের টেম্পারেচার হাই থাকার কারনে, সেদিন এই কেক দুটি পারফেক্ট হয় নি।
অথচ এই কেক দুটি বাসার সবাই খেয়ে বলছে অনেক টেষ্ট হয়েছে,এরকম ড্রাই টাইপের কেক আমাকে সবাই বলছে আবার বানাতে। কেক দুটি কিন্তু একেবারে ড্রাই হয়নি, আবার সফ্ট ও না।
যাই হোক ভুল থেকে নতুন কিছু শিখলাম।

Blueberry Laila Cake জ্বি, এই কেকটির নাম নাকি Blueberry Laila 🫣আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন😂আমি বলেছিলাম এটা...
11/10/2025

Blueberry Laila Cake
জ্বি, এই কেকটির নাম নাকি Blueberry Laila 🫣
আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন😂
আমি বলেছিলাম এটা Blueberry Lamon Cake.
কেকের নতুন নামটি দিয়েছেন কেকপট্টির একজন কেক বিক্রেতা।
#

এই মহিলাকে কি বলব আপুরা একটু বলেন? আমার পেইজের ছবি নিয়েছে ভালো কথা, আমার নাম টি ইরেজ করে নিজের পেইজের নাম লাগিয়ে দিয়েছে।...
11/10/2025

এই মহিলাকে কি বলব আপুরা একটু বলেন?
আমার পেইজের ছবি নিয়েছে ভালো কথা, আমার নাম টি ইরেজ করে নিজের পেইজের নাম লাগিয়ে দিয়েছে।
মানুষ এমন হয় কিভাবে? এসব জিনিস ও চুরি করতে হয়?

আমি আরও কয়েকজন কে দেখেছি এমন করতে, যেহেতু আমি নিজেই একজন আইনজীবী, এরপর এমন করতে দেখলে আমি আইন অনুযায়ী ব্যাবস্থা নিব।

11/10/2025

কেক দুটি নষ্ট হয়ে গেলো 😢😢

এটা কি থিমের কেক বানাচ্ছি বলতে পারবেন?
11/10/2025

এটা কি থিমের কেক বানাচ্ছি বলতে পারবেন?

শুক্রবার মানেই একটি রহমতের দিন।এই মিষ্টিগুলো আমি না বানালেও একদিন আমার বানানো মিষ্টির ছবি পেইজে দিব ইনশাআল্লাহ।         ...
10/10/2025

শুক্রবার মানেই একটি রহমতের দিন।
এই মিষ্টিগুলো আমি না বানালেও একদিন আমার বানানো মিষ্টির ছবি পেইজে দিব ইনশাআল্লাহ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lira's Cake & Bakery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share