05/11/2025
“যে ফোনটা তোমার জীবন সহজ করছে, সেটাই ধীরে ধীরে তোমার দেহ ভেঙে দিচ্ছে…”
একটা সময় ছিল, মানুষ মাথা উঁচু করে চলত...
এখন মাথা নিচু করে চলে — শুধু একটা স্ক্রিনের দিকে তাকিয়ে।
এটাই হয়তো আমাদের ভবিষ্যৎ 🦴👇
এক্স-রে ছবিতে দেখা যাচ্ছে —
ঘাড় বাঁকা, পিঠ কুঁজো, চোখ স্ক্রিনে গেঁথে গেছে!
🔻 অতিরিক্ত মোবাইল ব্যবহার শুধু চোখের ক্ষতি নয়,
এটা ধীরে ধীরে তোমার দেহের গঠনই পাল্টে দিচ্ছে!
একটু সময় রাখো নিজের জন্য,
চোখ তুলে চারপাশে তাকাও —
বাস্তবতাই এখন সবচেয়ে বড় হারিয়ে যাওয়া জিনিস