Multiple Thoughtz By Antora

Multiple Thoughtz By Antora মজার মজার তথ্য জানতে ও ফানি কনটেন্ট দেখতে আমার পেজের সাথেই থাকুন | আমাকে জ্ঞান দিতে না এসে নিজে সেই জ্ঞান এ গুণী হও | নামাজ পরে আল্লাহ কে স্মরণ করো |
(5)

অন্যের দোষ খুঁজে বের করার থেকে ভালো নিজের দোষ সম্পর্কে খুঁটিয়ে দেখো, এবং নিজের চরকায় তেল দেয়া শেখ | তোমার গলাবাজি দেখে অন্য কেও চুপি আছে তার মানে এই না যে তুমি জিতে গেছো |

নামাজ পরে আল্লাহ কে স্মরণ করো মন রেখো আল্লাহ সব দেখছেন এবং তোমার কবরের শাস্তি তোমাকেই পেতে হবে |

মেহমান কখনো আপনার রিজিকে ভাগ বসাতে আসে না তারা রিজিককে চল্লিশ দিন আগে নিয়ে আসে।তারা এসে আরো আপনার রিজিকের বরকত ময় করে ...
07/08/2025

মেহমান কখনো আপনার রিজিকে ভাগ বসাতে আসে না তারা রিজিককে চল্লিশ দিন আগে নিয়ে আসে।

তারা এসে আরো আপনার রিজিকের বরকত ময় করে দিয়ে
যায়।

রাসূল (সঃ) বলেছেন :
"তোমাদের ঘরে যখন কোনো মেহমান আসে, সে তার রিজিকসহ আসে এবং যখন ফিরে যায়, তখন তোমাদের গুনাহ মাফ করে দিয়ে যায়।"

🥬আজকের বিকেলের নাস্তায় বানিয়ে ফেললাম চিকেন 🔥উইংস বারবিকিউ 🍗Chicken Wings Barbecue 🍖
06/08/2025

🥬আজকের বিকেলের নাস্তায় বানিয়ে ফেললাম চিকেন 🔥উইংস বারবিকিউ 🍗

Chicken Wings Barbecue 🍖

এই বছরের জন্য শেষ আম খাওয়া
06/08/2025

এই বছরের জন্য শেষ আম খাওয়া

🆘মানুষ কি সত্যিই বদলে যায় বড়লোক হলেই?‼️নাকি আমাদের চোখটাই বদলে যায় তখন❓যে মানুষটা একদিন অভাবের মাঝে ছিল,আজ একটু ভালো ...
06/08/2025

🆘মানুষ কি সত্যিই বদলে যায় বড়লোক হলেই?‼️

নাকি আমাদের চোখটাই বদলে যায় তখন❓
যে মানুষটা একদিন অভাবের মাঝে ছিল,
আজ একটু ভালো আছে, নিজের জায়গায় দাঁড়িয়েছে—
তাকে দেখেই আমরা বলি,
"ভাষা পাল্টে গেছে",
"চেনাই যায় না আগের মত",
"ভাব ধরে, দূরে সরে গেছে..."

কিন্তু একবার মনে করুন—
যখন সে চুপচাপ থাকতো, আপনার সম্মান পেত কি?
যখন সে নিচে ছিল, আপনি কি একটিবার পাশে দাঁড়িয়েছিলেন?

তখন আপনি আলোয় ছিলেন,
সে ছিল ছায়ায়—
আপনি মাইকে, সে ছিল নীরবে শ্রোতা।

আজ যখন সে নিজের যোগ্যতায় উঠেছে,
নিজেকে গড়ে তুলেছে,
তখন আপনি বলছেন — "ও বদলে গেছে!"

আসলে ও বদলায়নি...
আপনি ওর উজ্জ্বলতায় চোখ ধাঁধিয়ে গেছেন,
কারণ আপনি এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছেন।

সত্যি বলতে,✅
হিংসা এমন এক আগুন,
যেটা সবচেয়ে বেশি জ্বলে পরিচিত কোনো গরিব মানুষটা সফল হয়ে উঠলে।

তাই দোষারোপের আগে—
একবার আয়নায় নিজের চোখে তাকান।
হয়তো উত্তর সেখানেই আছে...

05/08/2025

Facebook এ content monetization করতে হলে কিছু নির্দিষ্ট Community Standards, Content Monetization Policies এবং Partner Monetization Policies মানতে হয়। এগুলোর যেকোনো একটি না মানলেই আপনার account suspend বা demonetize হয়ে যেতে পারে।
নিচে গুরুত্বপূর্ণ কিছু কারণ বা guideline point দিলাম, যেগুলো ভাঙলে account suspend হওয়ার ঝুঁকি থাকে:

✅ ১. মূলতবোধ (Originality) না থাকা অন্যের ভিডিও, ছবি বা লেখা কপি করে পোস্ট করলে।
Reused content বেশি থাকলে (যেমন: TikTok/YouTube থেকে ডাউনলোড করে পোস্ট করা)।

✅ ২. Violent বা Sensational Content রক্ত, মারামারি, যুদ্ধ, দুর্ঘটনার বাস্তব দৃশ্য দেখানো।
আতঙ্ক বা সহিংসতার প্রচার।

✅ ৩. নগ্নতা বা যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়বস্তু নগ্ন ছবি বা ভিডিও (চাইলেই হোক বা কৌশলে দেখানো হোক)। অশ্লীল ক্যাপশন বা অঙ্গভঙ্গি।

✅ ৪. Clickbait বা ভুল তথ্য দেওয়া Misleading title/caption (যেমন: “দেখলেই কাঁদবেন!” বা “শেষ মুহূর্তের ভিডিও!” অথচ ভেতরে অন্য কিছু)।ভুয়া তথ্য, গুজব, বা কোনো যাচাই না করা সংবাদ ছড়ানো।

✅ ৫. Hate Speech বা ধর্ম, জাতি, রাজনীতি নিয়ে বিদ্বেষ ছড়ানো কোনো সম্প্রদায়, গোষ্ঠী বা রাজনৈতিক দলের বিরুদ্ধে ঘৃণামূলক কথা বলা। ধর্মীয় অনুভূতিতে আঘাত।

✅ ৬. Community Guidelines ভাঙা অন্যকে হেয় করা, বুলিং বা হুমকি দেওয়া।কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া শেয়ার করা।

✅ ৭. Engagement Bait Like, Share, Tag, Comment করার জন্য জোর করা (যেমন: “১০ সেকেন্ডের মধ্যে কমেন্ট না করলে সমস্যা হবে”)।

✅ ৮. Limited originality in reels/shorts যদি ভিডিওতে মুখ দেখা না যায়, কথা না বলা হয় বা শুধু slideshow হয় — তবে সেটাকে low-quality ধরা হয়।

✅ ৯. মিউজিক কপিরাইট ভাঙা অন্যের গান বা background music ব্যবহার করা যার কপিরাইট আপনার নেই।

✅ ১০. Spammy আচরণ একই কনটেন্ট বারবার পোস্ট করা।একদিনে অনেক বেশি পোস্ট করা বা ফলোয়ার বাড়ানোর জন্য বট ব্যবহার করা।

✔️ টিপস:
সব সময় নিজের তৈরি (original) ভিডিও, লেখা বা ছবি ব্যবহার করুন।যেকোনো গান ব্যবহার করার আগে Facebook-এর Music Library থেকে লাইসেন্স চেক করুন।
অশ্লীলতা, সহিংসতা ও ভুল তথ্য এড়িয়ে চলুন।

Cia Seed Processing CIA এর বীজ নিজের হাতে বপন করেছিলাম।এখন দেখি গাছটা বেশ ভালোই উঠতেছে! 😍মজা লাগে যখন ভাবি – নিজের হাতেই...
05/08/2025

Cia Seed Processing

CIA এর বীজ নিজের হাতে বপন করেছিলাম।
এখন দেখি গাছটা বেশ ভালোই উঠতেছে! 😍
মজা লাগে যখন ভাবি – নিজের হাতেই লাগাইছি, নিজের চোখের সামনেই বড় হচ্ছে।

অনেকেই জিজ্ঞেস করে CIA seed খেলে কী উপকার হয়, বিশেষ করে মেয়েদের জন্য?
➤ মেয়েদের হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করে
➤ পিরিয়ড অনিয়ম থাকলে সেটার উপর ভালো প্রভাব ফেলে
➤ ত্বক ভালো রাখে, চুলও ঝলমলে করে
➤ গর্ভধারণে সাহায্য করতে পারে (যাদের সমস্যা আছে)
➤ শরীর ভিতর থেকে পরিষ্কার রাখে

👉 আসলে এটা একটা প্রাকৃতিক বীজ, যেটা নিয়ম করে খেলে অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায়।
তবে হ্যাঁ, যেকোনো কিছু শুরু করার আগে নিজের শরীর বুঝে খাওয়া উচিত।

কারা কারা CIA seed খাচ্ছো? রেজাল্ট কেমন পাচ্ছো?

05/08/2025

🌸 শুভ সকাল!
হাসিমাখা সকাল হোক,
ভালোবাসায় ভরে উঠুক দিনটা। ☀️💖

বগুড়ার অর্জিনাল দৈ ঢাকায় কোথায় কোথায় পাওয়া যায়?
04/08/2025

বগুড়ার অর্জিনাল দৈ ঢাকায় কোথায় কোথায় পাওয়া যায়?

🔥বৃষ্টির দিনে বিকালের নাস্তায় বানিয়েছিলাম     চিকেন ফ্রাই 🍗
04/08/2025

🔥বৃষ্টির দিনে বিকালের নাস্তায় বানিয়েছিলাম
চিকেন ফ্রাই 🍗

🔥বৃষ্টির দিনে খিচুড়ির সাথে রোস্ট আর চাইনিজ সব্জি কিন্তু খারাপ হয়না 🍛
04/08/2025

🔥বৃষ্টির দিনে খিচুড়ির সাথে রোস্ট আর চাইনিজ সব্জি কিন্তু খারাপ হয়না 🍛

04/08/2025

ইয়া রব!
আমার গুছিয়ে বলতে না পারা দোয়াগুলো কবুল করুন। আমিন
Good Morning ☀️😃

03/08/2025

এই ৭টি ভুল তোমার উন্নতি আটকে দিচ্ছে

১. দেরি করা

২. সবার কথা ভাবা

৩. একটানা সময় নষ্ট করা

৪. না বলার সাহস না থাকা

৫. নিজের গুরুত্ব না বোঝা

৬. ছোট ছোট সাফল্য উদযাপন না করা

৭. নেতিবাচক চিন্তা

Address

Uttara, Airport Dhaka
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Multiple Thoughtz By Antora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Multiple Thoughtz By Antora:

Share