Multiple Thoughtz By Antora

Multiple Thoughtz By Antora মজার মজার তথ্য জানতে ও ফানি কনটেন্ট দেখতে আমার পেজের সাথেই থাকুন | আমাকে জ্ঞান দিতে না এসে নিজে সেই জ্ঞান এ গুণী হও | নামাজ পরে আল্লাহ কে স্মরণ করো |
(5)

অন্যের দোষ খুঁজে বের করার থেকে ভালো নিজের দোষ সম্পর্কে খুঁটিয়ে দেখো, এবং নিজের চরকায় তেল দেয়া শেখ | তোমার গলাবাজি দেখে অন্য কেও চুপি আছে তার মানে এই না যে তুমি জিতে গেছো |

নামাজ পরে আল্লাহ কে স্মরণ করো মন রেখো আল্লাহ সব দেখছেন এবং তোমার কবরের শাস্তি তোমাকেই পেতে হবে |

✨হারিয়ে যাওয়া মানুষ আর পরীর গল্প✨নব্বইয়ের দশকের সময়টা একটু আলাদা ছিল। তখন হঠাৎ করেই কেউ হারিয়ে গেলে সেটা পুরো এলাকা...
15/10/2025

✨হারিয়ে যাওয়া মানুষ আর পরীর গল্প✨

নব্বইয়ের দশকের সময়টা একটু আলাদা ছিল। তখন হঠাৎ করেই কেউ হারিয়ে গেলে সেটা পুরো এলাকার বড় খবর হয়ে যেত। পত্রিকায় ছবি ছাপানো হতো, টিভিতে প্রচার হতো—“অমুক ব্যক্তি নিখোঁজ, খোঁজ দিলে পুরস্কার দেওয়া হবে।”
সবাই আশা করত একদিন না একদিন সে ফিরে আসবে। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষ আর কখনোই ফেরেনি। যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল তারা।

যখন সাধারণ উপায়ে খোঁজ মেলেনি, তখন শুরু হতো অলৌকিক উপায়ে চেষ্টা। কেউ যেত পীর, ফকির, কবিরাজ বা তাবিজওয়ালার কাছে। তারা আবার খুব রহস্যময়ভাবে বলতো —
“লোকটা গাছের ভেতর কোথাও আছে”,
“সমুদ্রের ধারে আছে”,
“নদীর পাড়ে আছে” ইত্যাদি।
কিন্তু স্পষ্ট করে কিছুই বলতো না।

তবুও হারানো প্রিয়জনের পরিবার তাদের কথায় আশার আলো খুঁজে পেত। কারণ প্রায় সবাই বলতো — “বেঁচে আছে, ফিরে আসবে।”

সবচেয়ে মজার বিষয় ছিল, তখন প্রায়ই মানুষ বিশ্বাস করত — কেউ যদি হঠাৎ হারিয়ে যায়, তবে নিশ্চয় পরীরা ধরে নিয়ে গেছে। এটা কোনো কল্পকথা বলে কেউ ভাবত না। বরং এটা স্বাভাবিক ব্যাখ্যাই মনে করা হতো।

আর আশ্চর্যের কথা হলো, এই পরীর গল্প কেবল পুরুষদের ক্ষেত্রেই শোনা যেত। কোনো মেয়ে হারিয়ে গেলে কখনো বলা হতো না “পরী ধরে নিয়ে গেছে।”

আসলে সেই সময়ে মানুষ পাচার ছিল অনেক বেশি। সাগরপথে, সীমান্ত পথে অনেক মানুষকে ফাঁকি দিয়ে বাইরে পাঠানো হতো। কেউ যদি দূরে কোথাও দুর্ঘটনায় মারা যেত, সেই খবর পাওয়া তখনকার দিনে প্রায় অসম্ভব ছিল। ফোন, ইন্টারনেট বা ক্যামেরার যুগ তো তখনও আসে নাই।
তাই হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে তখনকার সমাজে গড়ে উঠেছিল একধরনের রহস্য আর বিশ্বাস—যা আজ শুনলে অবিশ্বাস্য লাগে, কিন্তু তখনকার মানুষ একে বাস্তব ভাবেই গ্রহণ করত।

একজন নব্বইয়ের দশকে হারিয়ে যাওয়া ব্যক্তির পুরনো ছবি দেখে আজ মনে পড়ে গেল—
সেই হারিয়ে যাওয়া মানুষগুলো কি আসলেই পরীর দেশে পৌঁছে গিয়েছিল? নাকি তারা ছিল এক নির্মম বাস্তবতার শিকার?

ফাইনালি কেকের বিসনেস ধরে ফেললাম ❤️
13/10/2025

ফাইনালি কেকের বিসনেস ধরে ফেললাম ❤️

08/10/2025

Mid Night Status 🥳

Green view Resort 100 taka entry ticket 200 taka swimming Cost
08/10/2025

Green view Resort

100 taka entry ticket

200 taka swimming
Cost

Green View Resort
06/10/2025

Green View Resort

05/10/2025

Hello 🥰

29/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

27/09/2025

ইয়া মাবুদ আমার চুল পরা কমাই দেও, সুন্দর একটা স্কিন দেও, বস্তা ভর্তি টাকা দেও,আলমারি ভর্তি শাড়ি দেও, দামি ব্লাউজ সাথে যে আমিন বলবে তাকেও সবকিছু দেও। !
Amin

25/09/2025

💻✨ ফ্রিল্যান্সিং নাকি কনটেন্ট ক্রিয়েশন—কোনটা ভালো?
আজকের সময়ে দুটোই জনপ্রিয় উপায় টাকা আয়ের এবং নিজের ক্যারিয়ার গড়ে তোলার।

🔹 ফ্রিল্যান্সিং মানে হলো ক্লায়েন্টের কাজ করা, নির্দিষ্ট সময়ে ডেলিভারি দেওয়া। এখানে তোমাকে বিভিন্ন স্কিল শিখতে হয় যেমন ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং ইত্যাদি। আয় শুরু করা তুলনামূলকভাবে দ্রুত হয়।

🔹 কনটেন্ট ক্রিয়েশন মানে হলো নিজের নাম, নিজের ব্র্যান্ড তৈরি করা। ইউটিউব, ফেসবুক, ব্লগ কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে নিজের কাজ দেখানো। এখানে আয় আসতে সময় লাগে, কিন্তু একবার নিজের অডিয়েন্স তৈরি হয়ে গেলে সেটা দীর্ঘমেয়াদে অনেক বেশি সম্ভাবনা তৈরি করে।

👉 সহজভাবে বললে, ফ্রিল্যান্সিং হলো দ্রুত আয়ের পথ, আর কনটেন্ট ক্রিয়েশন হলো দীর্ঘমেয়াদে নিজের ব্র্যান্ড তৈরির পথ।
তুমি চাইলে দুটোই একসাথে শুরু করতে পারো—ফ্রিল্যান্সিং দিয়ে অভিজ্ঞতা আর আয় তৈরি করো, আর সেই অভিজ্ঞতা দিয়ে কনটেন্ট বানিয়ে নিজের ব্র্যান্ড দাঁড় করাও।
শেষ কথা হলো—কোনোটা ভালো, কোনোটা খারাপ না। আসল বিষয় হলো তোমার আগ্রহ আর ধৈর্য। 🌿

নারিকেলের লাড্ডু ❤️
24/09/2025

নারিকেলের লাড্ডু ❤️

24/09/2025

আমি একটি Freelancing করে কিভাবে ইনকাম করেছিলাম সেটার একটি লেখা পোস্ট করেছিলাম. অনেকেই নক করেছিলেন কিভাবে স্টার্ট করেছি. এই বিষয়ে একটি ডিটেলস ভিডিও পোস্ট করবো.

My New Setup ❤️❤️
23/09/2025

My New Setup ❤️❤️

Address

Uttara, Airport Dhaka
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Multiple Thoughtz By Antora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Multiple Thoughtz By Antora:

Share