05/08/2025
Facebook এ content monetization করতে হলে কিছু নির্দিষ্ট Community Standards, Content Monetization Policies এবং Partner Monetization Policies মানতে হয়। এগুলোর যেকোনো একটি না মানলেই আপনার account suspend বা demonetize হয়ে যেতে পারে।
নিচে গুরুত্বপূর্ণ কিছু কারণ বা guideline point দিলাম, যেগুলো ভাঙলে account suspend হওয়ার ঝুঁকি থাকে:
✅ ১. মূলতবোধ (Originality) না থাকা অন্যের ভিডিও, ছবি বা লেখা কপি করে পোস্ট করলে।
Reused content বেশি থাকলে (যেমন: TikTok/YouTube থেকে ডাউনলোড করে পোস্ট করা)।
✅ ২. Violent বা Sensational Content রক্ত, মারামারি, যুদ্ধ, দুর্ঘটনার বাস্তব দৃশ্য দেখানো।
আতঙ্ক বা সহিংসতার প্রচার।
✅ ৩. নগ্নতা বা যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়বস্তু নগ্ন ছবি বা ভিডিও (চাইলেই হোক বা কৌশলে দেখানো হোক)। অশ্লীল ক্যাপশন বা অঙ্গভঙ্গি।
✅ ৪. Clickbait বা ভুল তথ্য দেওয়া Misleading title/caption (যেমন: “দেখলেই কাঁদবেন!” বা “শেষ মুহূর্তের ভিডিও!” অথচ ভেতরে অন্য কিছু)।ভুয়া তথ্য, গুজব, বা কোনো যাচাই না করা সংবাদ ছড়ানো।
✅ ৫. Hate Speech বা ধর্ম, জাতি, রাজনীতি নিয়ে বিদ্বেষ ছড়ানো কোনো সম্প্রদায়, গোষ্ঠী বা রাজনৈতিক দলের বিরুদ্ধে ঘৃণামূলক কথা বলা। ধর্মীয় অনুভূতিতে আঘাত।
✅ ৬. Community Guidelines ভাঙা অন্যকে হেয় করা, বুলিং বা হুমকি দেওয়া।কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া শেয়ার করা।
✅ ৭. Engagement Bait Like, Share, Tag, Comment করার জন্য জোর করা (যেমন: “১০ সেকেন্ডের মধ্যে কমেন্ট না করলে সমস্যা হবে”)।
✅ ৮. Limited originality in reels/shorts যদি ভিডিওতে মুখ দেখা না যায়, কথা না বলা হয় বা শুধু slideshow হয় — তবে সেটাকে low-quality ধরা হয়।
✅ ৯. মিউজিক কপিরাইট ভাঙা অন্যের গান বা background music ব্যবহার করা যার কপিরাইট আপনার নেই।
✅ ১০. Spammy আচরণ একই কনটেন্ট বারবার পোস্ট করা।একদিনে অনেক বেশি পোস্ট করা বা ফলোয়ার বাড়ানোর জন্য বট ব্যবহার করা।
✔️ টিপস:
সব সময় নিজের তৈরি (original) ভিডিও, লেখা বা ছবি ব্যবহার করুন।যেকোনো গান ব্যবহার করার আগে Facebook-এর Music Library থেকে লাইসেন্স চেক করুন।
অশ্লীলতা, সহিংসতা ও ভুল তথ্য এড়িয়ে চলুন।