ইকামাহ পাবলিকেশন্স

ইকামাহ পাবলিকেশন্স জ্ঞান বিপ্লবের ধারা
(2)

ঈদ মোবারক
10/04/2024

ঈদ মোবারক

যেমন তরুণ চাই স্টক চলে এসেছে এখন থেকে রেগুলার পাওয়া যাবে।
15/02/2024

যেমন তরুণ চাই স্টক চলে এসেছে এখন থেকে রেগুলার পাওয়া যাবে।

12/01/2024

দৈনন্দিন জীবনে মানুষের জন্য দোয়া ও যিকির খুবই গুরুত্বপূর্ণ যা আমলকে ভারী করে এবং নাজাতের উসিল হতে পারে....
সহি দলিলসহ দৈনন্দিন জীবনে দোয়া ও যিকির প্রিয় নবীর সাঃ প্রিয় আমল বইটি পেয়ে যাচ্ছেন বিশেষ ছাড় মূল্যে...

বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01646-625997 নম্বরে।

বই দিয়েই যদি শুরু হয় আলাপন তাহলে সভ্যতা বিনির্মাণে বইটিই অসাধারণ।
29/11/2023

বই দিয়েই যদি শুরু হয় আলাপন তাহলে
সভ্যতা বিনির্মাণে বইটিই অসাধারণ।

ওস্তাজ ছাত্রের আলাপনে যেমন তরুণ চাই বইটি নিয়ে। লেখক মাসুদ রাণা সাগর বই মূল্য :৭০৳(ফিক্সড)
03/11/2023

ওস্তাজ ছাত্রের আলাপনে যেমন তরুণ চাই বইটি নিয়ে।
লেখক মাসুদ রাণা সাগর
বই মূল্য :৭০৳(ফিক্সড)

19/10/2023

একটি জাতির বুদ্ধিবৃত্তিক উন্নয়ন আর মানসিক পরিপক্কতা না হলে তাদের যথার্থ উন্নয়ন সম্ভবপর নয়। আর এই বুদ্ধিবৃত্তিক উন্নয়ন আর মানসিক পরিপক্কতা নিরবিচ্ছিন্ন জ্ঞানচর্চা ও জ্ঞানের ক্ষেত্রে স্বচ্ছতা অর্জন ছাড়া কখনোই সম্ভব হয় না।

একটি মহান আদর্শ হিসেবে ইসলাম বিশ্বসমাজের সামনে এই অর্থবহ উন্নয়নের যে রোডম্যাপ তুলে ধরে, তার সর্বপ্রথম নির্দেশনাই হলো: পড়ো। মানুষ আজীবন এক কাজটা করে যেতে আদিষ্ট, নিরবিচ্ছিন্নভাবে, আমৃত্যু।

কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো, এই জ্ঞানচর্চা বিশ্বের মানুষের মধ্যে, বিশেষ করে, যাদের উপরে নারী-পুরুষ নির্বিশেষে জ্ঞানার্জন ও জ্ঞানচর্চা করা সার্বক্ষণিকভাবে ফরজ, সেই মুসলমানদের মধ্যেই সবচেয়ে কম দৃশ্যমান। এটা খুবই দুঃখজনক আর আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে এ অবস্থা আরও শোচনীয় পর্যায়ে। উৎসাহী পাঠক বিশেষ করে, আগামী প্রজন্মকে এই দিকটি সন্মন্ধ্যে সচেতন করে তোলার জন্যই এই বই রচনা। উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে বা কতটা সফল হয়েছি সেটা সময়ই বলে দেবে। এবং তা বিচার করবেন শ্রদ্ধেয় পাঠকবৃন্দ।

আমি কেবল আমার এ প্রচেষ্টাটুকু যেন আল্লাহপাক কবুল করে আমার পাপ মার্জনা করেন, আমাকে ক্ষমা করেন, সেই প্রত্যাশায় রইলাম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের এ বাসনাটুকু জানেন এবং তিনি তাঁর কোন বান্দাহকেই নিরাশ করেন না।

বিনয়াবনত
জিয়াউল হক স্যার....

মুদ্রিত মূল্য ১৮৫৳

তরুণ প্রজন্মের কাছে পৈাছে যাক ইমাম মওদুদীর চিন্তা ধারা।
18/10/2023

তরুণ প্রজন্মের কাছে পৈাছে যাক ইমাম মওদুদীর চিন্তা ধারা।

একজন তরুণ এর কেমন হওয়া উচিৎ? তার কোথায় কেমন অবদান রাখা উচিৎ? নাকি তারুণ্যের বয়সটাই হ্যালায় দুলায় কাটাবে। বই: যেমন তরুণ চ...
15/10/2023

একজন তরুণ এর কেমন হওয়া উচিৎ? তার কোথায় কেমন অবদান রাখা উচিৎ? নাকি তারুণ্যের বয়সটাই হ্যালায় দুলায় কাটাবে।

বই: যেমন তরুণ চাই
লেখক: মাসুদ রানা সাগর
মূল্য :৭০৳ ফিক্সড

বই যদি হয় সফর এর সঙ্গী তাহলে সময়ের সংঘ কেটে যাবে বইয়ের সাথে। চিন্তার জগতে নতুন পথও খুলে দিবে বই।
14/10/2023

বই যদি হয় সফর এর সঙ্গী তাহলে সময়ের সংঘ কেটে যাবে বইয়ের সাথে।
চিন্তার জগতে নতুন পথও খুলে দিবে বই।

আলহামদুলিল্লাহ প্রকাশিত হলো আমার লিখিত তরুণ সিরিজের ৩য় বই "যেমন তরুণ চাই"তরুণ প্রজন্মকে নিয়ে মাঠে-ময়দানে কাজ করার অভিজ্ঞ...
13/10/2023

আলহামদুলিল্লাহ প্রকাশিত হলো আমার লিখিত তরুণ সিরিজের ৩য় বই "যেমন তরুণ চাই"

তরুণ প্রজন্মকে নিয়ে মাঠে-ময়দানে কাজ করার অভিজ্ঞতার আলোকে এই সিরিজটি লেখার কাজে হাত দিয়েছি। বর্তমান তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা থেকে মৌলিক সমস্যাগুলো আইডেন্টিফাই করে তার সমাধানমূলক লেখার চেষ্টা করে যাচ্ছি। বেশকিছু সিমিলার টপিক নিয়ে খন্ড খন্ড আকারে বইগুলো আপনাদের সামনে হাজির করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বই সম্পর্কে ধারণা পেতে শর্ট পিডিএফ পড়ুন: https://drive.google.com/file/d/1KBxdjtx0GXJbupqYoh1AAWsSONoCegA0/view?usp=drivesdk

ইসলামি বইমেলা স্টল নং ৬২ ( বাইতুল মোকাররম দক্ষিণ গেট প্রাঙ্গনে, ঢাকা)

অনলাইন বুক শপ:
ওয়াফিলাইফি লিংক:
https://www.wafilife.com/shop/books/jemon-torun-chai

Chuadanga Book Shop ( +8801904903521)

▪️
বারান্দা শপ ( পাইকারি/খুচরা সেল সেন্টার)
01648-927568
01911-011170
৩৪ নর্থব্রক হল রোড, মাদ্রাসা মার্কেট (২য় তলা)
বাংলাবাজার- ঢাকা

বিস্তারিত যোগাযোগ:
ইকামাহ পাবলিকেশন্স
01646-625997

দক্ষিণ এশিয়ার ভারতবর্ষের ইসলামী  আন্দোলনের এক সংগ্রামী ব্যাক্তির নাম আল্লামা ইমাম মওদুদী। তার চিন্তা কর্ম সম্পর্কে জানতে...
13/10/2023

দক্ষিণ এশিয়ার ভারতবর্ষের ইসলামী আন্দোলনের এক সংগ্রামী ব্যাক্তির নাম আল্লামা ইমাম মওদুদী।
তার চিন্তা কর্ম সম্পর্কে জানতে অবশ্যই বইটি পড়ুন।

বই মূল্য :২৫৪৳
ইসলামী বইমেলায় ইকামাহ পাবলিকেশন্স এর সকল বই পাবেন বাইতুল মোকাররম দক্ষিণ গেইট ৬২নং স্টলে।

যেমন তরুণ চাই বইয়ের পাঠ উন্মোচনে প্রথম পাঠকবৃন্দ।
11/10/2023

যেমন তরুণ চাই
বইয়ের পাঠ উন্মোচনে প্রথম পাঠকবৃন্দ।

Address

Jatrabari
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইকামাহ পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইকামাহ পাবলিকেশন্স:

Share

Category