Ayesha Islam Esha

Ayesha Islam Esha Hi Everyone! Please do like/follow to my page. You can do inbox for collaboration/promotional work.
(20)

✨ প্রতিটি মেয়ের জীবনে প্রতিষ্ঠিত হওয়া দরকার ✨মেয়ে মানেই শুধু সংসার বা দায়িত্ব নয়, একজন মানুষ হিসেবেও তার স্বপ্ন আছে, লক্...
05/10/2025

✨ প্রতিটি মেয়ের জীবনে প্রতিষ্ঠিত হওয়া দরকার ✨

মেয়ে মানেই শুধু সংসার বা দায়িত্ব নয়, একজন মানুষ হিসেবেও তার স্বপ্ন আছে, লক্ষ্য আছে, আর নিজের জায়গা তৈরি করার অধিকারও আছে।
আজকের পৃথিবীতে শুধু পরিবার নয়, নিজের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ধরে রাখতে একজন মেয়ের আর্থিকভাবে ও মানসিকভাবে প্রতিষ্ঠিত হওয়া খুব জরুরি।

✅ প্রতিষ্ঠিত হলে—

পরিবারে সম্মান আরও বাড়ে

নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা আসে

কষ্টের সময় কাউকে নির্ভর করতে হয় না

অন্যদের সাহায্য করার শক্তি পাওয়া যায়

মেয়েরা যদি নিজেদের অবস্থান শক্ত করতে পারে, তবে পরিবার থেকে শুরু করে সমাজ—সব জায়গাতেই ইতিবাচক পরিবর্তন আসবে।
তাই, শিক্ষা + দক্ষতা + আত্মবিশ্বাস = প্রতিষ্ঠিত নারী 💪🌸

আসসালামু আলাইকুম।শুভ সকাল এবং জুম্মা মুবারক ❤️পজেটিভ চিন্তা করার উপায়🤷‍♀️✔️চোখ কান খোলা রাখতে হবে।✔️লক্ষ্যগুলো লিখে রাখ...
03/10/2025

আসসালামু আলাইকুম।
শুভ সকাল এবং জুম্মা মুবারক ❤️

পজেটিভ চিন্তা করার উপায়🤷‍♀️

✔️চোখ কান খোলা রাখতে হবে।

✔️লক্ষ্যগুলো লিখে রাখুন, সময়সীমা ঠিক করুন এবং বড় লক্ষ্যকে ছোট ছোট লক্ষে ভাগ করুন।

✔️অবচেতন মনকে পজিটিভ চিন্তার মধ্যে নিয়ে আসুন।

✔️খারাপ অভ্যাস বদলান, ভালো অভ্যাস রপ্ত করুন।

✔️হাল না ছেড়ে ভুলগুলো খুজে বের করার চেষ্টা।

゚viralシfypシ゚viralシalシ

স্বপ্ন বড় করো❤️কাজ শুরু করো ছোট থেকে—কারণ ছোট ছোট পদক্ষেপই একদিন তোমাকে বড় সফলতার দিকে নিয়ে যাবে।          ゚viralシfypシ゚v...
02/10/2025

স্বপ্ন বড় করো❤️
কাজ শুরু করো ছোট থেকে—কারণ ছোট ছোট পদক্ষেপই একদিন তোমাকে বড় সফলতার দিকে নিয়ে যাবে।

゚viralシfypシ゚viralシalシ

🌿 গল্প: দুটি বীজএকটি বাগানের মাটিতে পাশাপাশি দুটি বীজ পড়ে ছিল।প্রথম বীজটি ভাবল—“আমি বড় হবো, আকাশ ছুঁবো, ফুলে-ফলে ভরে উঠব...
01/10/2025

🌿 গল্প: দুটি বীজ

একটি বাগানের মাটিতে পাশাপাশি দুটি বীজ পড়ে ছিল।

প্রথম বীজটি ভাবল—
“আমি বড় হবো, আকাশ ছুঁবো, ফুলে-ফলে ভরে উঠবো। এজন্য আমাকে মাটির ভেতর থেকে মাথা তুলে আলো-হাওয়ার দিকে এগোতে হবে।”
তারপর সে ধীরে ধীরে গজিয়ে উঠল, পাতায় সবুজ রঙ ছড়িয়ে দিল।

অন্য বীজটি ভয় পেল।
সে ভাবল—
“যদি আমি বাইরে বের হই আর সূর্যের তাপে পুড়ে যাই!
যদি বৃষ্টি এসে আমাকে ভিজিয়ে দেয়!
যদি পাখিরা এসে আমাকে খেয়ে ফেলে!
না, আমি নিরাপদে মাটির নিচেই থাকব।”
সে তাই মাটির ভেতরেই থেকে গেল।

কিছুদিন পর একটি মুরগি এসে মাটির নিচে লুকিয়ে থাকা বীজটিকে ঠোকর দিয়ে খেয়ে ফেলল।

📖 শিক্ষা:

যারা সাহস করে ঝুঁকি নেয়, তারাই বেড়ে ওঠে এবং সাফল্য পায়।
আর যারা ভয় পেয়ে স্থির হয়ে থাকে, তারা কখনোই সম্ভাবনা দেখতে পায় না।

゚viralシfypシ゚viralシalシ

Eid Mubarak Everyone ❤️✨             ゚viralシfypシ゚viralシalシ
08/06/2025

Eid Mubarak Everyone ❤️✨
゚viralシfypシ゚viralシalシ

Chad Raat Mubarak ✨🌙         ゚viralシfypシ゚viralシalシ
06/06/2025

Chad Raat Mubarak ✨🌙

゚viralシfypシ゚viralシalシ

আমি একজন উদ্যোক্তা, তাই যেখানে উদ্যোক্তাদের নিয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখি সেখানে আমি আছি, সবাই চায় তার কাজের পরি...
04/06/2025

আমি একজন উদ্যোক্তা, তাই যেখানে উদ্যোক্তাদের নিয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখি সেখানে আমি আছি, সবাই চায় তার কাজের পরিধি বাড়ুক। তার নিজস্ব ব্র্যান্ডিং এর পরিধি একটু একটু করে সবার সামনে এগিয়ে যাক❤️
Exclusive Up ❤️

゚viralシfypシ゚viralシalシ

03/06/2025

Alhamdulillah ❤One step closer to one of my dream✨Keep me in your prayers everyone🥺Exclusive Up ゚viralシfypシ゚viralシalシ

আপনি পারবেন বলে বিশ্বাস করলে, কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আর আপনি যদি বলেন - "সবার দ্বারা সব কিছু হয়না ", তবে সত্যিই ...
02/06/2025

আপনি পারবেন বলে বিশ্বাস করলে, কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আর আপনি যদি বলেন - "সবার দ্বারা সব কিছু হয়না ", তবে সত্যিই আপনাকে দিয়ে কিছু হবেনা। কারণ আপনার বিশ্বাস "সবার দ্বারা সব কিছু হয়না ",তার মানে আপনি ভাবছেন আপনার দ্বারাও হবেনা। এমন নেগেটিভ ভাবনা কাজের প্রতি এটেনশান কমিয়ে দেয়। ফাইনালি এটেনশান ছাড়া কাজে আপনি সফলও হবেন না। আপনি যদি বলেন- আপনি পারবেন না। তবে কে এসে আপনার কাজটি করে দিবে? সফলতা নিজে নিজে আসেনা। সফলতা ছিনিয়ে আনতে হয়।

゚viralシfypシ゚viralシalシ

My business is my biggest strength & I love my passion. Though I have various passion but this is like my baby & I can’t...
01/06/2025

My business is my biggest strength & I love my passion. Though I have various passion but this is like my baby & I can’t imagine how my own brand grow up little by little. My clients/ customer give me lots of good feedback about my products, about my own brands & without any hesitation they purchases products from Exclusive Up ❤️It’s a blessed thing for me.
Everyone pray for me & follow my page & join my group Exclusive Up ❤️

゚viralシfypシ゚viralシalシ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha Islam Esha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayesha Islam Esha:

Share