Noman's Programmer Zone

Noman's Programmer Zone Here have web design & development course. Ex: HTML, CSS, Bootstrap, Java , Python, Django.

জ্যাঙ্গো প্রজেক্টের ডাটাবেস সেটিংস কনফিগার করতে গেলে, আপনার প্রজেক্টের সেটিংস ফাইলে (settings.py) DATABASES সেটিংসে পরিব...
30/04/2024

জ্যাঙ্গো প্রজেক্টের ডাটাবেস সেটিংস কনফিগার করতে গেলে, আপনার প্রজেক্টের সেটিংস ফাইলে (settings.py) DATABASES সেটিংসে পরিবর্তন করতে হবে। নিচে, প্রতিটি ডাটাবেসের জন্য কিভাবে সেটিংস কনফিগার করতে হয় তা সম্পর্কে নির্দেশ দেওয়া হলো।
SQLite3:
ডাটাবেসটি জ্যাঙ্গোর ডিফল্ট ডাটাবেস হিসেবে ব্যবহার করা হয়, এবং এটি ডেভেলপমেন্ট বা ছোট পরিস্কার অ্যাপ্লিকেশনের জন্য উপযোগী। জ্যাঙ্গো একটি ডাটাবেস ফাইল আপনার প্রজেক্ট ডিরেক্টরিতে তৈরি করে।
DATABASES = {
'default': {
'ENGINE': 'django.db.backends.sqlite3',
'NAME': BASE_DIR / 'db.sqlite3',
}
}
MySQL:
আপনি যদি মাইসকুয়েল ব্যবহার করতে চান তবে আপনাকে mysqlclient প্যাকেজটি ইনস্টল করে নিতে হবে এবং নিম্নলিখিত কনফিগারেশন করতে হবে।
DATABASES = {
'default': {
'ENGINE': 'django.db.backends.mysql',
'NAME': 'আপনার_ডাটাবেস_নাম',
'USER': 'আপনার_মাইসকুয়েল_ব্যবহারকারীনাম',
'PASSWORD': 'আপনার_মাইসকুয়েল_পাসওয়ার্ড',
'HOST': 'localhost', # অথবা আপনার মাইসকুয়েল হোস্ট
'PORT': '3306', # অথবা আপনার মাইসকুয়েল পোর্ট
}
}
PostgreSQL:
পোস্টগ্রেসকিউএল ব্যবহার করার জন্য, আপনাকে psycopg2 বা psycopg2-binary প্যাকেজ ইনস্টল করতে হবে। তারপর নিম্নলিখিত কনফিগারেশন করতে হবে।
DATABASES = {
'default': {
'ENGINE': 'django.db.backends.postgresql',
'NAME': 'আপনার_ডাটাবেস_নাম',
'USER': 'আপনার_পোস্টগ্রেসকিউএল_ব্যবহারকারীনাম',
'PASSWORD': 'আপনার_পোস্টগ্রেসকিউএল_পাসওয়ার্ড',
'HOST': 'localhost', # অথবা আপনার পোস্টগ্রেসকিউএল হোস্ট
'PORT': '5432', # অথবা আপনার পোস্টগ্রেসকিউএল পোর্ট
}
}
DATABASES সেটিংস কনফিগার করার পরে, আপনি জ্যাঙ্গো ম্যানেজমেন্ট কমান্ড ব্যবহার করে ডাটাবেস স্কিমা সেট আপ করতে পারবেন, যেমন manage.py makemigrations এবং manage.py migrate।

28/04/2024

🛑 FREE রেজিস্ট্রেশন 🛑
যারা Basic Python or Web Development কিছুই জানেন না কিন্তু Python দিয়ে web development এ দক্ষ হতে চান, এবং শেখার প্রতি অনেক ডেডিকেটেড শুধুমাত্র তাদের জন্য আমরা STUDY MART থেকে শুরু করতেছি ১২ ঘন্টার 100% Free Django Boot-camp. এই বুটক্যাম্পে পুর্ব কোন web development এর অভিজ্ঞতা ছাড়াও সকলেই অংশগ্রহণ করতে পারেন। আশা করি এখান থেকেই আপনার Django দিয়ে Web Development এর জার্নিটা শুরু হবে। আমরা সবাইকে একটি Messenger গ্রুপ এ যুক্ত করবো, যাতে বিভিন্ন সমস্যা সমাধান সহ সম্পূর্ন গাইড করা নিশ্চিত করা আমাদের জন্য সহজ হয়৷ যদি আপনার ভিতর শেখার তীব্র মনোবল থাকে এবং রেগুলারিটি ও কন্সিসটেন্সি মেইনটেইন করতে পারেন তাহলে আপনাকে আমাদের এই ১২-ঘন্টার বুটক্যাম্পে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা হোক মাতৃভাষায়। বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

ইন্সট্রাক্টর:
Abu Noman Basar
Software Engineer (Python), eAppair Ltd.
Django Instructor at aiQuest Intelligence.

16/11/2023

For Loop In Java.

09/11/2023

Environment Setup for Java Programming Language.

06/11/2023

Why should learn Java Programming Language?
Future of Java.

 Python Django ফ্রেমওয়ার্ক দিয়ে Web Development একটি ভ্যালুয়েবল ক্যারিয়ার হিসেবে ধরা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা নিয়ে এ...
22/06/2023


Python Django ফ্রেমওয়ার্ক দিয়ে Web Development একটি ভ্যালুয়েবল ক্যারিয়ার হিসেবে ধরা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি Django for Web & AI কোর্স। যেখানু শুধু জিরো থেকে এডভান্সড Django ফ্রেমওয়ার্ক ই নয়। শিখতে পারবেন কিভাবে AI & Machine Learning এর প্রজেক্টকে Web এর সাথে ইন্ট্রিগেট করা যায়। কোর্সটি কোন বোরিং রেকর্ডেট ক্লাস নয়। সম্পুর্ন লাইভ ক্লাস থেকে Django Framework শিখার এটাই সুযোগ।
কমিউনিটি: Study Mart | Learn Data Science Smartly
ব্যাচ নং: ০৩
ক্লাশ শুরু: ২৩ জুন, ২০২৩
✅ কোর্স আউটলাইন: https://www.aiquest.org/courses/django-for-web-ai/
✅ কোর্স রিভিউ: https://youtu.be/WFe3LKCN9S4
✅ কোর্স প্রজেক্টগুলো: https://youtu.be/9B6zJpxJOk4
আমাদের কোর্স সম্পর্কে কিছু কথাঃ
১. কোর্স ইন্সট্রাক্টর Mr. AN Basar, Django Developer
২. স্টুডেন্টস এবং জব হোল্ডার সবার কথা মাথায় রেখে আমাদের কোর্সের সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় রাত ৮.০০-১০.০০ (শুক্রবার + মঙ্গলবার)
৩. প্রতি সপ্তাহে #দুইটি ক্লাস। প্রতিটি ক্লাস লাইভ।
৪. টোটাল Live ক্লাস সংখ্যা 23-24 টি।
৫. যেহেতু ক্লাস রেকর্ড প্রভাইড করা হয়, তাই ক্লাস মিস হলে পরে রেকর্ড দেখে নেয়ার সুযোগ থাকছে।
৫. কোর্স ফি মাত্র ৫০০০ টাকা / ৫০ ডলার/ ৫০ ইউরো।
সুবিধা সমূহঃ
১. লাইভ ক্লাস। তাই লাইভে কথা বলে সব রকমের সমস্যা সলভ করা যায় এবং একটি মেসেঞ্জার গ্রুপ থাকবে।
২. প্রতিটি ক্লাসের রেকর্ড প্রভাইড করা হয়। তাই ক্লাস মিস হলেও চিন্তা নেই। সকল মেটেরিয়াল প্রভাইড করা হবে।
৩. প্রতিটি ক্লাসের শেষে এসাইনমেন্ট সাবমিট করতে হবে। এতে আপনার প্রাকটিস হয়ে যাবে।
৪. প্রথম ৪টি ক্লাস করার পরে যদি মনে হয় ভালো লাগছে না তবে টাকা ফেরত নেয়ার সুযোগ রয়েছে।
৫. ফুল কোর্স শেষে আপনি কম্লিট একমাত্র প্রজেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ।
৬. End to End যেকোন মেশিন লার্নিং মডেল ওয়েবসাইটে ইন্ট্রিগেট করতে পারবেন।
৭. কোর্স শেষে একটি কম্লিট ই-কমার্স প্রজেক্ট সাবমিট করতে হবে। সেটি ভালোভাবে সাবমিট করতে পারলে কোর্স কম্প্লিশন #সার্টিফিকেট প্রদান করা হবে।
৮. লাইভ কোর্স ইন্সট্রাক্টর সাপোর্ট।
এনরোল করতে পারেনঃ
To enroll contact: Sohan Khan
Course Coordinator, AiQuest Intelligence
Mob: 01704-265972
Web: www.aiquest.org

Address

152/2k , Green Road
Dhaka
1205

Telephone

+8801864111779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noman's Programmer Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noman's Programmer Zone:

Share

Category