Mediverse

Mediverse digital creator

15/07/2025

"পাঠাও" এর বাইকে উঠলে আমার টার্গেট একটাই থাকে যেমনেই হোক হেলমেট টাকে বাঁচাতে হবে।🥲

আপনি কি জানেন,আপেলের বীজ খেলে আপনি মা'রাও যেতে পারেন!হ্যাঁ,,এটা একদম সত্যি! আপেলের বীজে অ্যামিগডালিন (amygdalin) নামে এক...
15/07/2025

আপনি কি জানেন,আপেলের বীজ খেলে আপনি মা'রাও যেতে পারেন!
হ্যাঁ,,এটা একদম সত্যি!

আপেলের বীজে অ্যামিগডালিন (amygdalin) নামে একটি যৌগ থাকে, যা শরীরে গিয়ে সায়ানাইড (cyanide)-এ রূপান্তরিত হতে পারে। সায়ানাইড একটি প্রাণঘাতী বিষ!

একজন মানুষকে মা'রার জন্য প্রতি কেজি শরীরের ওজনের বিপরীতে প্রয়োজন ০.৫-৩.৫ মিলিগ্রাম সায়ানাইড!

তবে আশার বাণী হচ্ছে কেবলমাত্র চিবিয়ে খেলেই বডিতে সায়ানাইড তৈরি হতে পারে,,আস্তো গিলে ফেললে সায়ানাইড উৎপন্ন হতে পারেনা এবং একটা মানুষকে মা'রার জন্য মিনিমাম ১০০টা আপেলের বীজ চিবিয়ে খাওয়াতে হবে! যা সচরাচর সম্ভব না।

শুধু আপেল থেকেই নয়,, বরই,,নাশপাতি, পীচ ফলের বীজেও সামান্য পরিমাণে সায়ানাইড থাকে! তাই ওসব বীজও খাওয়া যাবেনা।

15/07/2025

এই সেই বিখ্যাত আস্তো মোরগ পোলাও🥲

আজকে ব্যবসায়ীরা অনেক স্বস্তিতে ছিল কেননা চাঁ'দাবাজরা মিছিলে ছিল!সূত্র: চাঁদাবাজ দমন কমিশন( চাঁদক)
14/07/2025

আজকে ব্যবসায়ীরা অনেক স্বস্তিতে ছিল কেননা চাঁ'দাবাজরা মিছিলে ছিল!

সূত্র: চাঁদাবাজ দমন কমিশন( চাঁদক)

ঢা.বি. এরকম একটা জায়গা যেখানে আপনি সব পাবেন! যেখানে ওয়াক্তি নামাজেও অনেক মসজিদে এতো মানুষ হয়না!
13/07/2025

ঢা.বি. এরকম একটা জায়গা যেখানে আপনি সব পাবেন! যেখানে ওয়াক্তি নামাজেও অনেক মসজিদে এতো মানুষ হয়না!

পুকুরের মাছ যখন সমুদ্রে গিয়ে পড়ে তখন খাবি খায়! এইলোকের অবস্থাও সেইম হইছে! উনার মেন্টালিটি অনুযায়ী গ্রামের ঝগড়াটে চাচি হও...
11/07/2025

পুকুরের মাছ যখন সমুদ্রে গিয়ে পড়ে তখন খাবি খায়! এইলোকের অবস্থাও সেইম হইছে! উনার মেন্টালিটি অনুযায়ী গ্রামের ঝগড়াটে চাচি হওয়ার কথা ছিল! বাট উনি হয়ে গেছেন একটা বিখ্যাত বইয়ের লেখক!

বাট উনার বই ছাড়া যে দুনিয়া অচল এমনটাও না,,আমরাও পড়ালেখা করে আসছি,,উনার বই তখন ছিলই না! আমাদের স্যাররা যে ইংলিশ শেখাইছে আজীবন মনে থাকবে।স্টিল নাও উনার বই পড়িনাই।

উনার ম্যাক্সিম পোস্টই থাকে যারা বাজে কমেন্ট করে তাদের রিপ্লাই দিয়ে!😆 সাথে কেউ হাহা দিলে ওদেরকেও ব্লক করে দেয়। মানলাম উনার কোন দোষ নাই,,মানুষ হুদাই উনাকে খোঁচায়,,, উনার কাজ হবে সিম্পলি ইগ্নোর করা,,তা না করে উনি আরো বড় বড় গা*লি দেয়!

কয়দিন পর মানুষ উনাকে "গালি মাস্টার" নামে চিনবে।🥲

আমাকে যদি কেউ বলে সবচেয়ে খারাপ দল কোনটা?১. বিএনপি২.আওয়ামী-লীগ আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও যা করার সাহস পায়নি বিএনপি ক্ষমতা ...
11/07/2025

আমাকে যদি কেউ বলে সবচেয়ে খারাপ দল কোনটা?
১. বিএনপি
২.আওয়ামী-লীগ

আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও যা করার সাহস পায়নি বিএনপি ক্ষমতা ছাড়াই তা করতেছে!

এই সরকার অসহায় এদের কাছে! দেশের ৯৫ মানুষ রাজনীতি করেনা,,এসব নিয়ে মাথাও ঘামায় না,,যে কারণে বিগত ১৭ বছর আওয়ামী ছিল স্বৈরাচারী, এখন সেই পথে বিএনপি!

জুলাই আন্দোলনে রাজনীতি না করা ৯৫% জেগে উঠেছিল যে কারণে আওয়ামী লীগ ঠিকতে পারেনাই,,আন্দোলন শেষ এই ৯৫% আবার নিজেদের অবস্থানে চলে গেছে।

৫% বিএনপি আবার মাঠে তান্ডব চালাচ্ছে!আর এই তান্ডব দিয়ে এরা চাঁ*দাবাজি করে,,ইনকাম করে,,এটা এদের পেশা,,এই টাকায় লোক ভাড়া করে সমাবেশে আনে,, দেশের ৯৫% জনগণ রাজনীতি থেকে টাকা কামায় না,,তাই রাজনীতিতে সক্রিয় থাকেনা।

বাট যখন দেয়ালে পিঠ ঠেকে যায় এই ৯৫% দাঁড়িয়ে যায়! এদের সামনে ১৯৭১ সালে পাক হানাদাররা ঠিকতে পারেনাই! এদের সামনে ৯০ এর এরশাদ ঠিক পারেনাই! ২৪ এ সবচেয়ে ক্ষমতাশালী শেখাছিনাও ঠিকতে পারেনাই!

আর বিএনপির এগেইনস্টে যদি একবার এই ৯৫% দাঁড়িয়ে যায়! আগামী ১০০বছর বিএনপি নামে যে একটা দল ছিল সেটাও ফিউচার প্রজন্ম জানতে পারবেনা! সাবধান! লা'শের উপর নৃত্য করার আগে অতীতে একটু ফ্ল্যাশ ব্যাক করেন!

এখনো সময় আছে সমস্ত ইসলামী দল গুলো একত্রিত হয়ে এই নব্য স্বৈরাচারদের বিরুদ্ধে দাঁড়ান!
নিজেদের ভিতরের ভেদাভেদ ভুলে যান,,শিয়া-সুন্নি -আহলে হাদিস-জামায়াত-হেফাজত-চরমোনাই এরা কি লা*শের উপর নৃত্য করা বিএনপির থেকেও খারাপ?!

একমাত্র ইসলামি দলই পারে এই আওয়ামী-বিএনপি ফ্যাসিস্ট এর হাত থেকে দেশকে বাঁচাতে!

এই মেয়েকে নিয়ে মাতামাতি করার মত আমি কিছু দেখছিনা,,বয়স কম,,,মাথায় ভাইরালের নেশা! নৈতিকতা সামাজিকতা শিক্ষা না পাওয়া এক ইংল...
11/07/2025

এই মেয়েকে নিয়ে মাতামাতি করার মত আমি কিছু দেখছিনা,,বয়স কম,,,মাথায় ভাইরালের নেশা! নৈতিকতা সামাজিকতা শিক্ষা না পাওয়া এক ইংলিশ মিডয়ামের ছাত্রী!! ২০ কোটি জনসংখ্যার একটা দেশ! এখানে আপনাকে সবকিছুই দেখতে হবে!

এখানে আপনি যেমন অবাধ যৌ'ন মেলামেশাই বিশ্বাসী তসলিমা নাসরিন কিংবা নাস্তি'কতার নামে ধর্মীয় ঘৃণা ছড়ানো আসাদ নুরকে দেখবেন,,তেমনি দেখতে পাবেন নিজের বাপ অনৈতিক কাজে বাধা দেওয়ার কারণে তাকে হ'ত্যা করে নিজের বাপের বিরুদ্ধেই ধ'র্ষণের অভিযোগ তোলা!

তবে হ্যাঁ,,এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে,,নিজের ছেলে-মেয়ের শুধু ক্যারিয়ারের দিকেই ফোকাস রাখলে হবেনা! সেই সাথে নৈতিকতা, সামাজিকতাও শেখাতে হবে! আজ পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটেছে লাইক হলি আর্টিজানের হাম'লা থেকে শুরু করে বিভিন্ন ধরণের সন্ত্রা'সী কার্যকলাপে কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও ছিল!

সময় এসেছে স্কুল-কলেজ-ভার্সিটিতে "নৈতিকতা ও সামাজিকতা" নামে সাবজেক্ট চালু করার! সেই সাথে এগুলো প্র‍্যাক্টিক্যালি শেখানো! অন্যথায় যত বড় শিক্ষিতই বানাও না কেন,,বৃদ্ধ বয়সে নায়ক রিয়াজের শ্বশুরের মত মাথায় গু'লি করে সুই'সাইডই করতে হবে!

সমস্ত অনলাইন টিচারদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো,,প্লিজ আপনারা কেউ গায়ে গন্ধ নিয়ে লাইভে আসবেন না! আমাদের নাক উত্তেজিত হ...
10/07/2025

সমস্ত অনলাইন টিচারদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো,,প্লিজ আপনারা কেউ গায়ে গন্ধ নিয়ে লাইভে আসবেন না! আমাদের নাক উত্তেজিত হয়ে যায়,,প্লিজ!🙏

আমার গার্ল ফ্রেন্ড বলেছিল তার জন্য গ্রামের বাড়ি থেকে জাম নিয়ে আসার জন্য,,আমি কত কষ্ট করে গাছে উঠে নিজের হাতে তার জন্য জা...
10/07/2025

আমার গার্ল ফ্রেন্ড বলেছিল তার জন্য গ্রামের বাড়ি থেকে জাম নিয়ে আসার জন্য,,আমি কত কষ্ট করে গাছে উঠে নিজের হাতে তার জন্য জাম পেড়ে এনেছিলাম! একমাস হয়ে গেছে এখনো সে নেয়নি!!🫠😥

10/07/2025

SSC তে ৫ লাখ ফেইল!!
পোলাপাইন ক্লাস 10 এ পড়ে,অথচ নিজের বাপের নাম ইংলিশে লিখতে পারেনা! আবার টিকটক ফেসবুকে শুধু,, "বেশি বেশি লাইক করে দেন,,,ফলো করে দেন,,এইখানে যারাই সফল হয়েছে ভালোবাসা দিয়ে সফল হয়েছে, তাই আসুন বেশি বেশি ভালোবাসা দেই!""

এখন সরকার তোমাগো ভালোবাসা একদম জায়গা মত দিয়ে দিয়েছে,,,🥲

তোতা পাখি_GPT🫠
06/07/2025

তোতা পাখি_GPT🫠

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mediverse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share