11/07/2025
আমাকে যদি কেউ বলে সবচেয়ে খারাপ দল কোনটা?
১. বিএনপি
২.আওয়ামী-লীগ
আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও যা করার সাহস পায়নি বিএনপি ক্ষমতা ছাড়াই তা করতেছে!
এই সরকার অসহায় এদের কাছে! দেশের ৯৫ মানুষ রাজনীতি করেনা,,এসব নিয়ে মাথাও ঘামায় না,,যে কারণে বিগত ১৭ বছর আওয়ামী ছিল স্বৈরাচারী, এখন সেই পথে বিএনপি!
জুলাই আন্দোলনে রাজনীতি না করা ৯৫% জেগে উঠেছিল যে কারণে আওয়ামী লীগ ঠিকতে পারেনাই,,আন্দোলন শেষ এই ৯৫% আবার নিজেদের অবস্থানে চলে গেছে।
৫% বিএনপি আবার মাঠে তান্ডব চালাচ্ছে!আর এই তান্ডব দিয়ে এরা চাঁ*দাবাজি করে,,ইনকাম করে,,এটা এদের পেশা,,এই টাকায় লোক ভাড়া করে সমাবেশে আনে,, দেশের ৯৫% জনগণ রাজনীতি থেকে টাকা কামায় না,,তাই রাজনীতিতে সক্রিয় থাকেনা।
বাট যখন দেয়ালে পিঠ ঠেকে যায় এই ৯৫% দাঁড়িয়ে যায়! এদের সামনে ১৯৭১ সালে পাক হানাদাররা ঠিকতে পারেনাই! এদের সামনে ৯০ এর এরশাদ ঠিক পারেনাই! ২৪ এ সবচেয়ে ক্ষমতাশালী শেখাছিনাও ঠিকতে পারেনাই!
আর বিএনপির এগেইনস্টে যদি একবার এই ৯৫% দাঁড়িয়ে যায়! আগামী ১০০বছর বিএনপি নামে যে একটা দল ছিল সেটাও ফিউচার প্রজন্ম জানতে পারবেনা! সাবধান! লা'শের উপর নৃত্য করার আগে অতীতে একটু ফ্ল্যাশ ব্যাক করেন!
এখনো সময় আছে সমস্ত ইসলামী দল গুলো একত্রিত হয়ে এই নব্য স্বৈরাচারদের বিরুদ্ধে দাঁড়ান!
নিজেদের ভিতরের ভেদাভেদ ভুলে যান,,শিয়া-সুন্নি -আহলে হাদিস-জামায়াত-হেফাজত-চরমোনাই এরা কি লা*শের উপর নৃত্য করা বিএনপির থেকেও খারাপ?!
একমাত্র ইসলামি দলই পারে এই আওয়ামী-বিএনপি ফ্যাসিস্ট এর হাত থেকে দেশকে বাঁচাতে!