Mediverse

Mediverse digital creator

নাসুমের বাবা নাকি ৮ হাজার টাকা স্যালারিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে,,এটা কি সত্যি?!যেখানে ছেলে প্রতিমাসে লাখ লাখ টাকা ...
06/09/2025

নাসুমের বাবা নাকি ৮ হাজার টাকা স্যালারিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে,,এটা কি সত্যি?!

যেখানে ছেলে প্রতিমাসে লাখ লাখ টাকা ইনকাম করে! এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই।🫠

নিজের কাইল্লা চেহারা নিয়ে হতাশ ছিলাম। উনাদের দেখার পর এখন একটু ভাল লাগতেছে,,ধন্যবাদ আপনাদের হতাশা দূর করে দেওয়ার জন্য।
06/09/2025

নিজের কাইল্লা চেহারা নিয়ে হতাশ ছিলাম। উনাদের দেখার পর এখন একটু ভাল লাগতেছে,,
ধন্যবাদ আপনাদের হতাশা দূর করে দেওয়ার জন্য।

শিবিরের জন্য শুভকামনা,,,,,শিবির জিতলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে।ঢা.বির স্টুডেন্টরা অনেক স্মার্ট,, নিশ্চয় তারা কোন ভুল...
05/09/2025

শিবিরের জন্য শুভকামনা,,,,,
শিবির জিতলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে।
ঢা.বির স্টুডেন্টরা অনেক স্মার্ট,, নিশ্চয় তারা কোন ভুল মানুষকে ইলেক্টেড করবেনা।

04/09/2025

কর্তৃপক্ষকে পেলে কানে এমন থা'প্পড় দিতাম সারাদিন কানে শো শো করে গান বাজতো।🙂দ্যান গানের মজা বুঝতো

ডাক্তারের বিয়ে যখন ঔষধ কোম্পানির মালিকের মেয়ের সাথে হয়🥲🫠
04/09/2025

ডাক্তারের বিয়ে যখন ঔষধ কোম্পানির মালিকের মেয়ের সাথে হয়🥲🫠

04/09/2025

দীর্ঘ ১৩ ঘন্টার প্রচেষ্টার পর অপারেশন সাকসেসফুল। মানুষ সফলতা অর্জন করিলে,
চোখে পানি এমনিতে চলে আসে। এটা হলো সফলতার কান্না। রোগীর সমস্যা ছিল গলগণ্ড রোগ। যার ওজন ছিল ১১ কেজি।

রোগীর পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আমার বাবাকে ভারতে নিয়েছিলাম, উনারা অপারেশন করতে বলেছিল। কিন্তু তিনি ভয়ে অপারেশন না করিয়ে আবার দেশেই ফিরে আসেন।

Dr. Bashudeb Kumar Saha ❤️

MBBS, BCS (Health), MS (ENT)
ENT Specialist & Head Neck Surgeon
Endoscopic Sinus & Skull Base Surgery (Fellow, India)
Trained in Micro Ear Surgery,
Senior Consultant & Head of the Department,
ENT & Head Neck Surgery Department,
Central Police Hospital, Rajarbag, Dhaka.
Chief Consultant

কবিরাজের কাছ থেকে বিশেষ উদ্দেশ্যে আংটি নিয়ে গোপনাঙ্গের গোড়ায় পরে রাখে। যখন সেটি পঁচে ফুলতে শুরু করে সে ভাবে আংটি কাজ করা...
02/09/2025

কবিরাজের কাছ থেকে বিশেষ উদ্দেশ্যে আংটি নিয়ে গোপনাঙ্গের গোড়ায় পরে রাখে। যখন সেটি পঁচে ফুলতে শুরু করে সে ভাবে আংটি কাজ করা শুরু করেছে! কিন্তু ব্যথা ছিল অনেক!
কবিরাজ বুঝিয়েছে, "কষ্ট করলে কেষ্ট মেলে"।

অবশেষে যখন সেটি পঁচে গোপনাঙ্গ কেটে ভেতরে ঢুকে যাচ্ছিল তখন আমাদের কাছে আসে। সব চেষ্টা ব্যর্থ হলে এই হেক্সো ব্লেড দিয়ে সতর্কতার সাথে আংটি কেটে বের করে আনি। আশা করছি গোপনাঙ্গ রক্ষা পাবে।

কবিরাজি অপচিকিৎসা বন্ধ করুন। সমস্যা যত গোপনই হোক না কেন, ডাক্তারি পরামর্শ নিন।

©Dr. Sohanur Rahman

এই লোকটা দাঁড়িয়ে ছিল,হুট করে পেইন শুরু হয়। একজন উঠে জায়গা দিল বসার জন্য।উনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল,,সিভিয়ার...
02/09/2025

এই লোকটা দাঁড়িয়ে ছিল,হুট করে পেইন শুরু হয়। একজন উঠে জায়গা দিল বসার জন্য।উনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল,,সিভিয়ার পেইন হচ্ছে,,,আমি শুধু উনার দিকেই তাকিয়েছিলাম,, আর পর্যবেক্ষণ করতেছিলাম,,বাট আমার সাহস হচ্ছিলনা উনাকে বলতে যে,,শাহবাগে নেমে ইব্রাহিম কার্ডিয়াকে একটা ECG আরেকটা Troponin I করান,,কজ এটা বলতে গেলে মানুষ বলবে এই যে দালাল চলে আসছে,,আগেই টেস্টের কথা বলতেছে,,তাই নিরুপায় হয়ে শুধু উনার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম🫠

আমার মতই একটু দূরে আরেকজন বসে পর্যবেক্ষণ করতেছিলেন,,উনি ইব্রাহিম কার্ডিয়াকের হৃদরোগ বিশেষজ্ঞ,, শাহবাগে নামার সময় সামনে এসে বলতেছেন,,"আপনি এইখানে(শাহবাগে) নেমে যান,,ইব্রাহিম কার্ডিয়াকে ইজিসি আর Troponin I টেস্ট ২টা করান,," বলে উনি নেমে গেলেন যেহেতু উনি এখানেই নামবেন।

বাট আমরা বাঙালি ডাক্তারকে বিশ্বাস করিনা,,উনি বুকে হাত দিয়ে বসেই রইলেন,,সাথে আম পাবলিক উনাকে সাজেশন দিচ্ছেন উনি ওই গুলো মনোযোগ দিয়ে শুনতেছেন,,,🥲 এভাবে শুনতে শুনতেই হুট করে চিৎপটাং হয়ে যাবেন,,
কয়েকদিন আগেও শুনেছিলাম মেট্রোতে একজন হার্ট অ্যাটাক করে মা'রা গিয়েছিলেন।

তাই তো বলি,,বাংলাদেশে ভুয়া ২০ হাজার ডাক্তার আর লাখ লাখ কবিরাজ ভাত পায় কেমনে?!🥲 কমেন্টেই আছে তার রহস্য!👇

জুলাই যোদ্ধা আইডি কার্ড কিসের ভিত্তিতে দেওয়া হয়ছিলো?আজকে দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন কার্ড নিয়ে আসছে,তার এক ...
01/09/2025

জুলাই যোদ্ধা আইডি কার্ড কিসের ভিত্তিতে দেওয়া হয়ছিলো?আজকে দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন কার্ড নিয়ে আসছে,তার এক আত্নীয়ের সব টেস্ট ফ্রি করানোর জন্য,দেখলাম রেজিস্ট্রারের সাইনও দেওয়া।গল্প করার এক সময় বললাম আহত হয়েছিলেন আপনি নাকি,পরে বলতেছে আন্দোলন করছে,সেই হিসাবে তো সবাই আন্দোলন করেছে!

বি:দ্র: উক্ত কার্ডটি গুগল থেকে নেওয়া,,আজকের ব্যক্তির নয়!

বিশ্ব এগিয়ে যাচ্ছে। মেডিকেল সাইন্স ব্রান্স থেকে ব্রান্সে বিভক্ত হচ্ছে।যেমন Cardiologist , Neurologist etc.সময়ের সাথে তাল...
31/08/2025

বিশ্ব এগিয়ে যাচ্ছে। মেডিকেল সাইন্স ব্রান্স থেকে ব্রান্সে বিভক্ত হচ্ছে।যেমন Cardiologist , Neurologist etc.
সময়ের সাথে তাল মিলিয়ে কবিরাজি তেও এর ছোয়া লেগেছে। আজ দেখলাম Stroke কবিরাজ। কাল হয়তো দেখবো বাত কবিরাজ বা হার্ট কবিরাজ। Appreciate করার মতো ব্যাপার।By the way , লক্ষ্য করলাম Stroke কবিরাজ সাহেবের মোবাইল নাম্বারের মধ্যেও #420 সংখ্যা টা আছে। কাকতালীয় ব্যাপার।

©Dr. Sawgat Ahsan

সব সময় মানুষের পিছনে হাত দিলে এমনই হবে🥲কেউ বলে ঘা হইছে,,কেউ বলে সিফিলিস,,কেউ বলে কাউজ্জনি, চুলকানি, কেউ বলে বেশি বেশি খা...
30/08/2025

সব সময় মানুষের পিছনে হাত দিলে এমনই হবে🥲
কেউ বলে ঘা হইছে,,কেউ বলে সিফিলিস,,কেউ বলে কাউজ্জনি, চুলকানি, কেউ বলে বেশি বেশি খারাপ মানুষের সাথে হ্যান্ডশেইক করার সাইড ইফেক্ট!

কারণ যাই হোক না কেন,মোড়ের ফার্মেসি ডাক্তারের থেকে ফুসিড প্লাস,লুলিজল,ডার্মাসল, লরিক্স,ফাঞ্জিডাল,ড্যানসেল একসাথে ইউজ না করলে ভালো হবার কথা না এইটা,,🥲🥲🥲

আজকে এনাম মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগে আমরা একটি জরুরী জীবন বাচানো অপারেশন সম্পূর্ণ করেছি।৩০ বছরের পুরুষ হোটেল...
30/08/2025

আজকে এনাম মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগে আমরা একটি জরুরী জীবন বাচানো অপারেশন সম্পূর্ণ করেছি।

৩০ বছরের পুরুষ হোটেল বয় তার আরেক কলিগের সাথে কথা কাটাকাটির সময় হঠাট করেই গ্রীল কাবাবের গরম শিক বুকের পেছন দিক দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। রোগীকে দ্রুত সিটি স্ক্যান করে দেখা গেল রড ফুসফুসের লোয়ার লোব দিয়ে ঢুকে মেরুদণ্ড এর (বডি অফ ভার্টিবার) পর্যন্ত চলে গেছে। আমার থোরাসিক সার্জারী টিম নিয়ে আমি অপারেশন শুরু করি।

আলহামদুলিল্লাহ নিরাপদে লোহার রড সরানো গিয়েছে কোনো বড় ধরনের ক্ষতি ছাড়া। রোগী ভালো আছেন।
সার্জারী টিমের সকলকে ধন্যবাদ &
Mashukur Rahman Chisty (Thoracic surgeon)
Asaduzzaman Nur Nahid ( Hepatobilliary Surgeon)
Masud Rana Nehal (Orthopedic)
Tarafder Habibullah (General surgeon)
Ashok Sarker (General surgeon)
Ifran Ahmed (Anesthesiologist).
©©©

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mediverse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share