Mediverse

Mediverse digital creator

আমার ছোটভাই হাফিজুর রহমান হাফিজ গতকাল দুপুর থেকে মিসিং। ছবিটি তার ফোনে সর্বশেষ তোলা ছবি, গতকাল সকাল ১০:৪৫ এ তার হোস্টেল ...
31/10/2025

আমার ছোটভাই হাফিজুর রহমান হাফিজ গতকাল দুপুর থেকে মিসিং। ছবিটি তার ফোনে সর্বশেষ তোলা ছবি, গতকাল সকাল ১০:৪৫ এ তার হোস্টেল থেকে বের হওয়ার আগের ছবি।

গতকাল সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পর থানায় জিডি করি। কেও তার সন্ধান দিতে পারলে কৃতজ্ঞ থাকবো।

হোস্টেল: মোহাম্মদপুর বিসিআই হোস্টেল, সেন্ট জোসেফ এর অপজিটে। ১/২ আসাদ এভিনিউ ১২০৭ মোহাম্মদপুর।

©উবায়দুর রহমান হাসিব

30/10/2025

ভাইরে প্রেম করা আর বিয়ে করা এক জিনিস নারে!
বাপের হোটেলে খেয়ে ৮-১০ টা প্রেম চাইলেই করা যায়! কারণ মেয়েও তখন বাপের হোটেলেই খায়! দায়িত্ব যখন নিজের কাঁধে আসে তখনই এদের আসল রূপ বেরিয়ে আসে! সো আবেগের থেকে বাস্তবতাকে বেশি গুরুত্ব না দিলে সারা জীবন পস্তাতে হবে! লাইফে অনেক মেয়ের ডাউনফল দেখেছি যারা প্রেম করে পালিয়ে বিয়ে রেখেছে! নিজে সাক্ষী!

এই লোকটি ম'রার আগে নিজের কিডনি,,ফুসফুস,,লিভার এবং চোখের কর্নিয়া দান করে দেন! আজ লোকটি মা'রা যাওয়ার পর ডাক্তাররা অরগান গু...
30/10/2025

এই লোকটি ম'রার আগে নিজের কিডনি,,ফুসফুস,,লিভার এবং চোখের কর্নিয়া দান করে দেন! আজ লোকটি মা'রা যাওয়ার পর ডাক্তাররা অরগান গুলো সংগ্রহ করছেন!

মার্ক করা জিনিসটাকে বলা হয় Intra-uterine device(IUD) বা গর্ভনিরোধক যন্ত্র! এটার কার্যকারিতা প্রায় ৯৯% মানে এটা কোন মহিলা...
30/10/2025

মার্ক করা জিনিসটাকে বলা হয় Intra-uterine device(IUD) বা গর্ভনিরোধক যন্ত্র! এটার কার্যকারিতা প্রায় ৯৯% মানে এটা কোন মহিলার জরায়ুতে স্থাপন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা প্রায় জিরো পার্সেন্ট!

আল্লাহ চাইলে সেই জিরো পার্সেন্ট সম্ভাবনা থেকেও বাচ্চা দিতে পারেন! ছবিতে আমরা এরকমই একটা বিরল ঘটনা দেখতে পাচ্ছি!

খুব মানসিক ভারাক্রান্ত হয়েই পোস্টটা করলাম!!আমি একজন ইন্টার্ন ডাক্তার, গত ৩.৫ মাস হলো আমার বিয়ে হয়েছে এমবিবিএস পড়ুয়া এক ৪...
30/10/2025

খুব মানসিক ভারাক্রান্ত হয়েই পোস্টটা করলাম!!
আমি একজন ইন্টার্ন ডাক্তার, গত ৩.৫ মাস হলো আমার বিয়ে হয়েছে এমবিবিএস পড়ুয়া এক ৪র্থ বর্ষের মেয়ের সাথে!!
আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার স্ত্রীর 1st timestar চলছে (১০ সপ্তাহ);
সমস্যা টা হয়েছে আমার শ্বশুর বাড়িতে তার বড় মেয়ের ছেলের Chicken Pox হয়েছে;
আর এদিকে আমার ওয়াইফ আমার কাছে, আমার বাসায় ছিলো এবং সে আগে কখনো এতে আক্রান্ত হয় নি;
অতএব তার যেহেতু এটার এগেইনস্টে ইমিউনিটি নাই এবং পেটেও বাচ্চা আছে;
তাই আমি চাচ্ছিলাম না যে আপাতত দুই বাড়ির কোন সদস্য একজন আরেক জনের বাসায় আসা-যাওয়া করুক...
এটাই নাকি আমার অপরাধ হয়ে গেছে যে আমি কেন আমার শ্বশুরকে এ বিষয়ে বারন করলাম!!
এ নিয়ে আমার শ্বশুরবাড়ি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এমনকি আমার ওয়াইফের সাথেও রাগ করে কথা বলে না!!



সব কিছুই যেন এখন অজানা লাগছে...
কেউ কি বলবেন যে এখানে কি আদৌ আমার ভুল ছিলো কিছু্‌??

©Anonymous

তাইলে আমার খারাপ স্টুডেন্টটা কোথায়?🥲
29/10/2025

তাইলে আমার খারাপ স্টুডেন্টটা কোথায়?🥲

29/10/2025

এদের এইডস হবেনা তো কাদের হবে?!
সাধারণ পথযাত্রীরাও এদের জন্য ম'রবে!

গতকাল রাতেই উনার সিএনজি দিয়ে নীলা মার্কেট থেকে কুড়িল বিশ্বরোড আসলাম! আর আজকেই পোস্টটা সামনে আসলো! Whatta coincidence! এস...
29/10/2025

গতকাল রাতেই উনার সিএনজি দিয়ে নীলা মার্কেট থেকে কুড়িল বিশ্বরোড আসলাম! আর আজকেই পোস্টটা সামনে আসলো! Whatta coincidence!

এসব প্রতারক চক্র থেকে সাবধান থাকুন!
কয়েকদিন আগে এক মেয়ে আমাকে নক দিয়েছিল,,সে ঢাকা মেডিকেলের এক ইন্টার্ন ডাক্তারকে বিয়ে করেছে,, ৬ মাস সংসারও হয়ে গেছে,,তো মেয়ের কেন জানি সন্দেহ হতো কজ পোলা এক্সট্রিম লেভেলের ছেসড়া ছিল!

পরে খোঁজ নিয়ে জানা গেল পোলা পড়ে হচ্ছে তিতুমীর কলেজে! বাসা থেকে এপ্রোন পরে বের হয়ে তার দুলাভাইয়ের সাথে রাজমিস্ত্রীর কাজ করতে যায়! সত্যিটা জানার পর মেয়ে আমাকে বলে,, "ভাইয়া প্লিজ হেল্প করেন,,আমি ওরে ডিভোর্স দিতে চাই!"

দ্যান আমি বিয়ের পেপারস গুলো নিয়ে আমার এক উকিল বন্ধুকে দিয়ে চেক করিয়ে দেখি বিয়ের পেপারস গুলোও ভুয়া!
মানে প্রতারণার লেভেল দেখেছেন?! এরকম অসংখ্য কেইস পেয়েছি! সো সাবধান থাকুন গার্লস!

এদের কাজই হচ্ছে,,শিবির যেটা করতেছে সেটার বিরোধিতা করা whatever it is! ধরেন কিছু মানুষ হুট করে গু খাওয়া শুরু করলো এবং দিন...
28/10/2025

এদের কাজই হচ্ছে,,শিবির যেটা করতেছে সেটার বিরোধিতা করা whatever it is!
ধরেন কিছু মানুষ হুট করে গু খাওয়া শুরু করলো এবং দিনকে দিন এটা এতোটাই আসক্তির লেভেলে চলে গেল যে ওদের তিনবেলা গু না খেলে হয়না! গু খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরেও! এখন ধরেন,,শিবির গিয়ে ওদের গু খেতে নিষেধ করলো! গুয়ের সোর্স গুলো উচ্ছেদ করলো বা যারা গু সাপ্লাই দিতো তাদের উচ্ছেদ করলো। তখন বামপন্থীরা গিয়ে গু খাওয়ার পক্ষে আন্দোলনে করবে। ওদের আন্দোলনের মুল বিষয় এটা না যে গু খাওয়া মানুষের জন্য উপকারি বরং শিবির যেটা করতেছে সেটার বিরোধীতা করা!

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না,,ঢাকা মেডিকেলের আশেপাশের এলাকাসহ অত্র এলাকা মাদকের কারখানা বলা যায়! আমি প্রতিদিন রাতে টিউশন থেকে হেঁটে হেঁটে হোস্টেলে আসি,,টিএসসি থেকে শুরু করে বকশিবাজার পর্যন্ত যারাই রাস্তার পাশে শুয়ে থাকে দিনের বেলায়,,, রাতে এরা সবাই মাদক সাপ্লাই করে,নিজেরাও খায়! ফুটপাত রাতে হয়ে যায় গঞ্জিকাপট্টি,,ইভেন এক মেয়েকে হিরোইন খেতেও দেখেছি! আজকেও যখন আসতেছিলাম,,মিনিমাম ৫০-৬০জনকে দেখেছি গাঁজা হাত বদল করতে,,একজনের হাত থেকে তো পুটলাই পড়ে গেল আমার সামনে! যেগুলো আমি নিজ চোখে প্রতিনিয়ত দেখে যাচ্ছি,,ওরা কেমনে দিব্যি এগুলোকে অস্বীকার করতে পারে?!

আর সোহরাওয়ার্দী উদ্যানের কথা কি আর বলবো! ৩০০-৪০০ মানুষ একসাথে হয়ে গাঁজা খায়!😆 ফার্স্টের দিন দেখে অবাক হইছিলাম! সন্ধ্যার পরে গেলে গাঁজার গন্ধে আর ঠিকা যায়না! আপনার সেবন করা লাগবেনা! ৩০০-৪০০ মানুষের থেকে যে ধোঁয়া আসে সেটা দিয়েই আপনার নেশা হয়ে যাবে!

ওভারঅল এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে গঞ্জিকা নগর বললেও আমার মতে কম হয়ে যাবে!
যারা এসব গঞ্জিকা সাপ্লাইকারিদের পক্ষ নিয়েছে,, আমার মনে হয় এরা গাঁজা খেতে খেতে ঘুমায়,, গাঁজা স্বপ্নে দেখে এবং গাঁজা খেতে খেতে ঘুম থেকে উঠে!
এক্সট্রিম লেভেলের এডিক্টেড না হলে মানুষ এসব সাপোর্ট করেনা,,এটলিস্ট মাস পিপলের কল্যাণের জন্য হলেও ছাড় দিতো! একমাত্র রিহ্যাবে যাওয়ার ভয়ে এরা
মাস পিপলের স্বার্থকে জলাঞ্জলি দিতেও রাজি!

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে।  সিরাজগঞ্জে দুই শতাধিক রোগী HIV positive!!!যত্রতত্র গড়ে ওঠা ব্লাড ব্যাংকগুলোতে রক...
28/10/2025

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জে দুই শতাধিক রোগী HIV positive!!!
যত্রতত্র গড়ে ওঠা ব্লাড ব্যাংকগুলোতে রক্ত স্ক্রিনিং হয়না। এসব রক্ত অপারেশন, ট্রমার রোগীকে দেয়া হচ্ছে। যার ফলে ছড়িয়ে পড়ছে এইডস!

এছাড়াও একই সিরিঞ্জ দিয়ে ড্রাগ নেওয়া, অনিরাপদ যৌ'ন সম্পর্কও এইডস ছড়ায়!
মায়ের বুকের দুধ,,সেলুনে ব্যবহৃত ব্লেড বা ক্ষুর,, অপারেশনের যন্ত্রপাতি ঠিকমত জীবাণু মুক্ত না করা,, এসব কারণেও এইডস ছড়ায়!
মোদ্দাকথা,,এইডস ছড়ায়,,তিনটি তরলের মাধ্যমে
১/ রক্ত
২/বীর্য
৩/ মায়ের বুকের দুধ।
এই তিন তরল এইডস এ আক্রান্ত কোন মানুষ থেকে আপনার শরীরে যেভাবেই যাক না কেন আপনার এইডস ছড়াবেই!

সো এখনি সতর্ক না হলে ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের জন্য!

এই মূ'র্খ নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!!! তো সে যখন ক্লাসে ঢুকবে তখন কোন ছাত্র যদি তাকে সবার সামনে হ'ত্যা করে স্ব...
27/10/2025

এই মূ'র্খ নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক!!!
তো সে যখন ক্লাসে ঢুকবে তখন কোন ছাত্র যদি তাকে সবার সামনে হ'ত্যা করে স্বাধীনতা উৎযাপন করে তাহলে সেটা নিশ্চয় আরো বেশি অ্যাট্রাকটিভ হবে! তাইনা কন?🥱

তাসকিন সেরা,,🫡🫡🫡উইকেটে পারা দিয়ে হলেও ৬ মারছে😔ব্যাটসম্যানরা কোন বা** ও ছিঁড়তে পারেনাই।
27/10/2025

তাসকিন সেরা,,🫡🫡🫡
উইকেটে পারা দিয়ে হলেও ৬ মারছে😔
ব্যাটসম্যানরা কোন বা** ও ছিঁড়তে পারেনাই।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mediverse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share