Farjana Raj

Farjana Raj Hi, i am Farjana Raj.This is my vlog page for entertainment purpose only. Follow it and stay tuned.
(1)

হুমায়ূন আহমেদ বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় কিংবা...
30/06/2025

হুমায়ূন আহমেদ বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় কিংবা দখল করে নেয়।

কথাটা সত্য না। কিছু শূন্যস্থান আজীবন শূন্যই রয়ে যায়। পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও সেসব শূন্যস্থান আর পূর্ণ হয় না, কিছুতেই হয় না, কোনোদিন হয় না!🖤

অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না।অবহেলা, মিথ্যা, এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দ...
27/06/2025

অনুভূতি নষ্ট হয়ে গেলে, মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না।
অবহেলা, মিথ্যা, এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়।

যেখানে যত্ন, সম্মান, এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে হয়, আগের মতো ভালোবাসা আর ফিরে আসে না।

এমনকি যতই চেষ্টা করা হোক না কেন, সেই টান আর থাকে না!🖤

এখন  আর কাউকে বেঁধে রাখিনা, কারোর প্রতিও আর রাখিনা কোনো প্রত্যাশা।নিজের দীর্ঘ জীবনের নানা ওঠা পড়ায়, নানা অভিজ্ঞতায় জেনেছ...
26/06/2025

এখন আর কাউকে বেঁধে রাখিনা, কারোর প্রতিও আর রাখিনা কোনো প্রত্যাশা।

নিজের দীর্ঘ জীবনের নানা ওঠা পড়ায়, নানা অভিজ্ঞতায় জেনেছি কাউকে কখনো ধরে রাখা যায়না।

যে যাওয়ার সে নির্দ্বিধায় যাক। যে থাকার সে তার সবটুকু নিয়ে থাক।
কারোর থেকে আমার আর বিশেষ কিছু চাওয়ার না আছে কাউকে বিশেষ কিছু দেওয়ার।
যে থাকার সে অল্পেতেই থেকে যাবে। যে যাওয়ার সব উজাড় করে দিলেও চলে যাবে!🖤

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে....🥹🥺
26/06/2025

তুমি আর আমি যাই ক্রমে সরে সরে....🥹🥺

Good night 🥱
14/11/2024

Good night 🥱

Alhamdulillah
14/11/2024

Alhamdulillah

Address

Rupnagor Abashik
Dhaka
1216

Telephone

+8801973671930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farjana Raj:

Share