Dilouar Hossain

Dilouar Hossain I am Dilouar Hossain
▼ Follow Me on Social▼
Linkedin/Instagram/Twitter/Pinterest/Youtube:

09/08/2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে নিচের বইগুলো পড়ুন

1. যা দেখেছি যা শুনেছি যা করেছি- কর্নেল (অবঃ) শরিফুল হক ডালিম
https://drive.google.com/file/d/1bbzUoEjJNZt1Dly16LDw9PYP8fL_nS9w/view?usp=drive_link

2. মূলধারা '৭১- মঈদুল হাসান
https://drive.google.com/file/d/1bmyWovksF32yCtkrt6sFTr25lMC_VYv2/view?usp=drive_link

3. A Legacy of Blood- Anthony Mascarenhas
https://drive.google.com/file/d/1cyPQ970VadS_X_iwYmCgZkZN3aQqKFCT/view?usp=drive_link

4. আমার ফাসি চাই- মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু
https://drive.google.com/file/d/17xSKtHflknwuMjQIlZ8wOHjipO3dPPUT/view?usp=drive_link

5. দ্যা রেইপ অব বাংলাদেশ- Anthony Mascarenhas
https://drive.google.com/file/d/1beDt9wXLHusASVxrDNGHpEbMl8KJkr3W/view?usp=drive_link

6. ১৯৭১-ভেতরে বাইরে- এ কে খন্দকার
https://drive.google.com/file/d/1c7W0nJ7fWsg8yT2FTq7BU7ydLDD7vT74/view?usp=drive_link

7. A Stranger in My Own Country- Major General Khadim Hussain Raja
https://drive.google.com/file/d/1dMJj25TRG60VS-gabjfHkGAqD6qak4Z5/view?usp=drive_link

8. Surrender at Dacca - Birth of a Nation- JFR. Jacob
https://drive.google.com/file/d/1ccRtK4CmteTX4tFJKAGPsvEQsXMlFyDF/view?usp=drive_link

9. দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- লে. জে. এ. এ. কে. নিয়াজি
https://drive.google.com/file/d/1ct724Qxp-GeQEUhGUBkJbIwktfBTtHyR/view?usp=drive_link

10. The Black Coat- Neamat Imam
https://drive.google.com/file/d/1dh2C07k1dW8wlfYEDe3Z_1uhsBz7xMAy/view?usp=drive_link

11. আমার দেখা রাজনীতির ৫০ বছর- আবুল মনসুর আহমদ
https://drive.google.com/file/d/1RxJ7FVu0bhuO-zjHbZO7fWlxz1hR7s_7/view?usp=drive_link

12. আমি মেজর ডালিম বলছি
https://drive.google.com/file/d/1dln3v5WCQW3n2BQK2VSjOL5co8Mcd4lj/view?usp=drive_link

13. এক জেনারেলের নীরব সাক্ষ্য- মেজর জে. মইনুল হোসেন (বীরবিক্রম)
https://drive.google.com/file/d/1cvgw8fawl3aZTJDwuF4X1jLxhYSelGou/view?usp=drive_link

14. গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ- মুহাম্মদ হাবিবুর রহমান
https://drive.google.com/file/d/1c9AP-g_uzSevVDCLoLI0w4tUTkuplNHx/view?usp=drive_link

15. জাসদের উথান পতনঃ অস্থির সময়ের রাজনীতি- মহিউদ্দিন আহমদ
https://drive.google.com/file/d/1bgqRpy0RTwDXm2FbFGdzlsIubO496Zba/view?usp=drive_link

16. তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা- লে. কর্ণেল এম. এ. হামিদ
https://drive.google.com/file/d/1bb8_IufezLHk7sild-BflXhRFQku5ZJx/view?usp=drive_link

17. তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা- শারমিন আহমদ
https://drive.google.com/file/d/1bhNhlEgxCcvLeJRIan3LLXbWGRvcyXDu/view?usp=drive_link

18. দেয়াল- হুমায়ুন আহমেদ
https://drive.google.com/file/d/1dfmumfCjbgYLWt9z0jkDTLON_nvb5o5u/view?usp=drive_link

19. বলেছি বলছি বলবো- শাহ মোয়াজ্জেম হোসেন
https://drive.google.com/file/d/1ckNXJy_0eSrgFomY3sW6F2OUNRBd-wZi/view?usp=drive_link

20. মার্কিন দলিলে মুজিব হত্যাকান্ড- মিজানুর রহমান খান
https://drive.google.com/file/d/1cZ36_biNWwQwtlB1f3AzoAToAFZ00wlr/view?usp=drive_link

21. ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান
https://drive.google.com/file/d/1nM6XzFUbQa9paQ5Fs18HNMBn7k2D6ldr/view?usp=drive_link

22. জোছনা ও জননীর গল্প - হুমায়ূন আহমেদ
https://drive.google.com/file/d/1M4GVzNIzTHU3KyLFW-Yd3pXDNsRUEjlG/view?usp=drive_link

23. রাইফেল, রোটি, আওরাত- আনোয়ার পাশা
https://drive.google.com/file/d/1tKJ0PTktvl08j9LEjKqtdm_PgsNTakBm/view?usp=drive_link

24. লাল সন্ত্রাস- মহিউদ্দিন আহমদ
https://drive.google.com/file/d/1czuobVyrOj-BO3RsBDoxT2c6iqyql0dY/view?usp=drive_link

25. স্বাধীনতা উত্তর বাংলাদেশ- পিনাকি ভট্টাচার্য
https://drive.google.com/file/d/1dj48u1-aLoi8R6aopGmRhEHW9ls3MnLx/view?usp=drive_link

26.আত্মসমর্পণের সাক্ষী (উইটনেস টু সারেন্ডার)- সিদ্দিক সালিক
https://drive.google.com/file/d/1yn9hh2MC_CBfgL_41T-2fGKmMrveqCKY/view?usp=drive_link

08/08/2024
05/08/2024

৩৬শে জুলাই ২০২৪ বাংলাদেশ স্বাধীন । 🇧🇩🇧🇩

পুরুষের যৌনতাকে সম্মান কর।পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছ...
06/07/2024

পুরুষের যৌনতাকে সম্মান কর।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

Collect from Marzuk Russell

06/07/2024

Married life এর অপ্রিয় সত্যি কথা!!

৯০ শতাংশ ক্ষেত্রে এই কথাগুলো সত্যি।

এক. বিবাহিত জীবন কখনও খুব মধুর। আবার কখনও হতাশার। কখনও মনে হবে আহ্ কি চমৎকার একটা জীবন পেয়েছি, কখনও মনে হবে ঘানি টানতে জীবন শেষ!! এই দুই ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসে। ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন; দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন। কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন।

দুই. আপনি যদি পার্টনারকে প্যারা দেন, সেও আপনাকে প্যারা দিবে। বেশী প্যারায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন। আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন। কখনও ভুল করে ভাবতে পারেন মানুষটা হয়ত gaslughting করছে। তাই ভুলতে ও ক্ষমা করতে শিখুন। সামনে এগিয়ে যান। জীবনে সুখের কিন্তু শেষ নেই!!

তিন. আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালবাসা হতে হবে সমান সমান। ঠিক আছে। কিন্তু এটা 50/50 না। এটা হবে 100/100। দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউই জিতবে না। আপনি যদি একাই 100 দিয়ে বসে থাকেন, আপনি হেরে যাবেন। ভালবাসার অর্ধেক বলে কিছু নেই; পুরাটাই নয়ত কিছুই না। দাম্পত্য জীবনে এই ভালবাসাটাই সমান সমান হয় না। অসমান ভালবাসায় আমরা ঘর বাঁধি, হেরে গিয়ে সাথে থাকি।

চার. ঝগড়ার পরে অন্তরঙ্গতাকে (intimacy) না বলার ঘটনাই বেশী ঘটে। কখনও কখনও ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে। এভাবে দূরত্ব বাড়ে, অভিমানের জায়গা হয় প্রশ্বস্ত। কোন ভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হোন। দেখবেন ভালবাসার আরেক অধ্যায় শুরু হয়েছে। আপনি হয়ত নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়বেন।

পাঁচ. বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে, এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে, মন কষাকষি হবে, বাঁধবে স্বার্থের সংঘাত। কিন্তু এটা ঘটবে। সুতরাং ঝগড়ার সময় fair ও logical থাকুন, যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারেন।

ছয়. দুজন এক সাথে দীর্ঘদিন কাটানো বেশ আনন্দ দায়ক। কিন্তু এক সাথে থাকতে থাকতে কখনও কখনও সংসারটা জেলখানার মত মনে হয়। কিছু সময়ের জন্য একা থাকুন, কোথাও ঘুরে আসুন। পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান। আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে। দেখবেন সংসারটা আর জেলখানা মনে হচ্ছে না।

সাত. মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে, আহা কত ভালবাসি মানুষটাকে!! আবার কখনও মনে হবে দূর, একদম ভাল্লাগে না ওকে। এটাই স্বাভাবিক। সুতরাং কিভাবে ভালবেসে সাথে থেকে যেতে হয় তা শিখুন। সংসারে অনেক প্যারা থাকে, কিছু মেনে নিতেও হয়।

আট. আপনার পার্টনার যতই আপনাকে ভালবাসুক, যতই টেক কেয়ার করুক বা হোক সুন্দরী/হ্যান্ডসাম, অন্য কাউকে আপনার ভাল লাগবে। নতুন কাউকে দেখে ভাল লাগার বিষয়টা এড়িয়ে চলাও কঠিন। দিবা স্বপ্ন দেখেন, ঠিক আছে। কিন্তু নতুন মানুষটার পিছে ছুটবেন না। আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন।

নয়. শারীরিক সম্পর্ক আপনার পার্টনারের সাথেই সবচেয়ে বেশী উপভোগ্য হয়। কিন্তু প্রত্যেকবার একই রকম সুখের অনুভূতি হবে না। সময় ও বয়সের সাথে সাথে অনুভূতিতে ভাটাও পড়তে পারে। নতুন কারো সাথে শারীরিক সম্পর্ক উপভোগ্য করে তোলার ভুল চিন্তা থেকে বের হোন। বরং পার্টনারের সাথে সম্পর্ক আনন্দময় করে রাখতে ক্রিয়েটিভ হয়ে নতুন কিছু যোগ করুন।

সবার জন্য শুভ কামনা। জীবনের বাঁকে বাঁকে চ্যালেঞ্জ। সংসার যখন করছেন এই চ্যালেঞ্জ গুলোকেও এক্সসেপ্ট করতে হবে। তবেই দাম্পত্য জীবন সুখের ও শান্তির হবে।

সুন্দর ও সুখী পারিবারিক জীবন আমাদের সবার প্রাপ্য। এটা নিজেকেই তৈরী করে নিতে হয়।

শুভ কামনায়

এখন সময় এসেছে কোটা বাতিলের।  নইলে এমন খবরে সয়লাব হয়ে যাবে পত্রিকার পাতা। মিডিয়া তো সবার সব খবর অনুসন্ধানী প্রতিবেদন আকার...
06/07/2024

এখন সময় এসেছে কোটা বাতিলের। নইলে এমন খবরে সয়লাব হয়ে যাবে পত্রিকার পাতা। মিডিয়া তো সবার সব খবর অনুসন্ধানী প্রতিবেদন আকারে প্রকাশ করছে না। সব খবর আসা দরকার। মন্ত্রণালয় ঘুমায়, জাতিও ঘুমায়। মাঝখানে কিছু ফুলে ফেপে কলাগাছ হয়।

#কোটা #আন্দোলন 2024

28/06/2024

আমরা মৃত মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না !

14/06/2024

13/06/2024

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Dilouar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category