15/03/2021
ড. আয়েয আল কারনী— দাঈ হিসেবে এক পরিচিত নাম। একজন শ্রদ্ধেয় দাঈ। বিভিন্ন অঙ্গনে দাওয়াতের কাজ করে যাচ্ছেন হরদম। কোনো বিরতি নেই। বক্তৃতা, লেখালেখি- উভয় মাধ্যমেই দাওয়াতের কাজ আঞ্জাম দিচ্ছেন সুচারুরূপে।
তাঁর অসামান্য যে-কাজটি তাঁকে সমগ্র বিশ্বে ব্যাপক পরিচিতি দান করেছে সেটি হলো লা তাহযান। পৃথিবীর বহু ভাষায় অনূদিত, কুরান-হাদিসের আলোকে রচিত এক অনবদ্য রচনা। লেখনীর মাধ্যমে দাওয়াতের অঙ্গনে আরও বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। সেসবের বিষয় যেমন বিচিত্র, তেমনি কুরআন-হাদিসের মর্মসমৃদ্ধ।
রমযানকে সামনে রেখে দাওয়াতি আন্দাযে লেখা ‘সালাসুনা দারসান লিসসাইমিন’ বইটিও সেই তসবিহর একটি দানা কেবল। ‘তোহফায়ে রমযান : আত্মশুদ্ধির তিরিশ পাঠ’ বইটি আয়েয আল কারনীর উপরোক্ত গ্রন্থের অনুবাদ।
ভূমিকাতে প্রথমেই লেখক এই বইয়ের বেশকিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এর প্রধানতম বৈশিষ্ট্য হলো, প্রতিটি পাঠে প্রতিটি কথার সাথে প্রচুর পরিমাণে আয়াত-হাদিস উল্লেখ করেছেন। কুরআন ও হাদিসের নুসুস ব্যতীত ঢালাও আলাপসালাপকে সম্পূর্ণ সচেতনভাবে লেখক এড়িয়ে গেছেন। এবং, হাদিস উল্লেখ করার ক্ষেত্রে মানের বিচারে বিশুদ্ধ হাদিসগুলো এনেছেন।
গল্প কিংবা কেচ্ছাকাহিনি যে লেখক ইচ্ছাকৃত এড়িয়ে গেছেন- সেকথা ভূমিকাতেই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। আংশিক কিছু ঘটনা যা-ও আছে, সেসবের ক্ষেত্রেও বিশুদ্ধতার ব্যাপারে সচেতনতা অবলম্বন করেছেন। এই দিক বিবেচনা করে সাধারণ পাঠকের বিচারে বইটিকে বেশ নিরাপদ ও আস্থাযোগ্য বলা যায়।
বইটিতে লেখক তিরিশটি ছোট-ছোট অধ্যায়ে তিরিশটি ভিন্ন-ভিন্ন বিষয়ের আলোচনা তুলে ধরেছেন। তাতে রোযা ফরয হওয়ার কারণ ও রমযানে নববি নির্দেশনা যেমন আলোচনা করেছেন, তেমনি আলোচনা করেছেন রোযাদারের ফযিলতও। বইয়ের সর্বাংশ জুড়ে যে-বিষয়দুটি ছড়িয়ে রয়েছে সেগুলোকে এককথায় বলা যায় এইভাবে— একজন মুমিনের রমযান মাসের করণীয় কী, বর্জনীয় কী— এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন।
এতে করে দান-সদকা, সিয়াম-কিয়াম ও তওবার কথা যেমন এসেছে, তেমনি এসেছে রমযানে একটি ইসলামি গৃহ কেমন হবে, প্রিয় সন্তানকে কীভাবে লালনপালন করবে- তার সুচারু বর্ণনা। পাশাপাশি অন্তরে ব্যথা ও দরদ নিয়ে উল্লেখ করেছেন আমাদের রমযানের বেহাল দশা ও এর থেকে উত্তরণের উপায়। ঊনত্রিশতম পাঠে ‘রোযাদারের জন্য নববি হাদিয়া’ শিরোনামের অধীনে উল্লেখ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যবাননিসৃত দুআর এক সুবিশাল ভাণ্ডার। হাদিসের ভাণ্ডার থেকে সযত্নে তুলে এনেছেন এইসব দুআ।
সবমিলিয়ে, ১১২ পৃষ্ঠার এক বসায় পড়ে ফেলার মতো ছোট্ট এই বইটি হতে পারে একজন রোযাদারের জন্য পাথেয়; হতে পারে আত্মশুদ্ধির পথনির্দেশিকা।
বইটি অনুবাদ করেছেন আব্দুল্লাহ তালহা। প্রুফসংক্রান্ত কিংবা বানানরীতিসংক্রান্ত কোনো সমস্যা যদি দৃষ্টিগোচর হয়ও, অনুবাদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা আশা করি দৃষ্টিগোচর হবে না। অনুবাদক যথেষ্ট যত্ন নিয়ে, মূলের অনুগামী করে বাংলা ভাষাশৈলীর আশ্রয়ে বইটিকে রূপান্তরের প্রচেষ্টা চালিয়েছেন। এক্ষেত্রে তিনি কতটুকু সফল, তা বিজ্ঞ সমালোচক ও পাঠক ভালো বলতে পারবেন।
বুক-প্রিভিউ- তোহফায়ে রমযান : আত্মশুদ্ধির তিরিশ পাঠ
মূল : ড. আয়েয আল কারনী
অনুবাদ : আব্দুল্লাহ তালহা
প্রকাশনী : দারুল ওয়াফা
মুদ্রিত মূল্য : ১২০ টাকা (বিক্রয় মূল্য : ৯০ টাকা)
ডেলিভারি চার্জ সহ এখন পাচ্ছেন মাত্র ১০০ টাকায়।