চাউর

চাউর নতুন তথ্যে-নতুন ছন্দে সর্বদা আপনাদের পাশে

11/11/2025

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ।

05/11/2025

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে টার্গেট করেই এ হামলা করা হয়েছে।

02/11/2025

বিএনপির মহাসমাবেশ নাকি, কিন্তু দর্শক খুঁজতে দূরবীন লাগবে!
নারায়ণগঞ্জ–৪ আসনে মনির হোসেন কাসেমীর নির্বাচনী সভায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রাণপণে বক্তৃতা দিচ্ছেন, আর মাঠে দাঁড়িয়ে আছে—কিছু চেয়ারের ওপর রোদ, আর সামনে কেবল মিডিয়ার ক্যামেরা।

28/10/2025

হায়রে সাম্বাদিক

ঘটনার শুরু হয়েছিল গতকাল থেকে।  সিটি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট মটরসাইকেলে অবস্থানরত অবস্থায় ড্যাফোডিলের একজন স্টুডেন...
27/10/2025

ঘটনার শুরু হয়েছিল গতকাল থেকে। সিটি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট মটরসাইকেলে অবস্থানরত অবস্থায় ড্যাফোডিলের একজন স্টুডেন্টের গায়ে থুতু দিলে সেখানে তাদের মধ্যে বাগ বিতন্ডা সৃষ্টি হয় । এই ঘটনাকে কেন্দ্র করে সিটি বিশ্ববিদ্যালয়ের একদল উগ্র উশৃংখল শিক্ষার্থী গিয়ে সেই বাড়িতে ভাংচুর চালায়! দল বেধে সেখানে মাস্তানি দেখাতে যায় তারা!! তারা দেশীয় অস্ত্র নিয়ে ব্যাচেলর প্যারাডাইস হামলা করে বলে অভিযোগ আছে। ব্যাচেলর প্যারাডাইসে অবস্থান করছিল ড্যাফোডিলের শিক্ষার্থীরা ।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। এখানে উল্লেখ্য সিটি বিশ্ববিদ্যালয়ের উশৃংখল শিক্ষার্থীরা যে ভবনে ভাংচুর চালিয়েছে তা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এর অবকাঠামো না, তারা নিজেদের মাস্তানি দেখাতে গিয়ে একজন স্থানীয় মানুষের ব্যক্তিগত সম্পদের ক্ষতি করেছে!

একই সাথে রাতে ড্যাফোডিল এর কিছু শিক্ষার্থীকে সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটকে রেখে নির্যাতন করা হয়! যা ঘটনাকে আরও উস্কে দেয়।

এখানে ক্ষমতা প্রদর্শনের রেশারেশিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ভবনের মালিক আর এরপর একটা বিশ্ববিদ্যালয়! আহত হয়েছে ড্যাফোডিল এর প্রায় শতাধিক শিক্ষার্থী, একই সাথে আহত হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়ের ও অনেক শিক্ষার্থী!

এর শেষ গিয়ে ঠেকেছে রাতের ভয়াবহতায়। সিটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর যেমন ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে ড্যাফোডিল এর মতন আপরাইজিং একটা বিশ্ববিদ্যালয়ের সুনামের ও।

কোন অবস্থাতেই নিজেদের রেশারেশিতে সৃষ্টি হওয়া সমস্যা স্বাভাবিক সমাধান না করে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থনের সুযোগ নেই। সিটি বিশ্ববিদ্যালয়ের উশৃংখল যে শিক্ষার্থীদের হাত ধরে এই সমস্যার সৃষ্টি হয়েছে তাদের কেও যেমন আইনের আওতায় নিয়ে আসতে হবে, একই সাথে ড্যাফোডিল এর যে সকল উগ্র উশৃংখল শিক্ষার্থী ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। উভয় পক্ষের কারও অন্যায় কর্মকান্ড কে নুন্যতম বৈধতা দেয়ার সুযোগ নেই।

এরা উভয় পক্ষই উভয় বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর। তাই তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে।
© PUSAB

22/10/2025

ডাবওয়ালা ডাব মেরে লীগ ধরে, রিক্সাওয়ালা পেটায়, পাবলিক ইট দিয়ে মারে।

যারা এখনও স্বপ্ন দেখেন লীগ ব্যাক আসবে, তারা এই ভিডিওটা দেখেন।

দেশের সর্বস্তরের জনগণ আওয়ামীলীগকে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রত্যাখ্যান করেছে। আওয়ামীলীগের ব্যাক করার সম্ভাবনা ০%।

যারা ভাবছেন লড়াই-সংগ্রাম করে দুঃসময়ের নেতা হবেন- তারা বোকার স্বর্গে বাস করছেন। জীবন-যৌবন এভাবে রাস্তায় শেষ না করে কাজে লেগে যান, বিদেশে গিয়ে রেমিট্যান্স পাঠান।

20/10/2025

আল্লাহ তাকে জান্নাতবাসী করুন

19/10/2025

ধানের শীষে ভোট দিলে অবশ্যই জান্নাতুল ফেরদৌসের আশা করতে পারেন।

14/10/2025

সাংবাদিক শাদি আবু সিদোকে বন্দি অবস্থায় বলা হয়েছিল “তোমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে।”
ওটা ছিল তাকে মানসিকভাবে ভেঙে ফেলার এক নির্মম কৌশল …
কিন্তু মুক্তি পেয়ে বাড়ি ফিরে তিনি দেখলেন, সবাই বেঁচে আছেন!
বাড়ির সিঁড়িতে অপেক্ষায় মা, স্ত্রী আর সন্তানরা …
সেই মুহূর্তে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না,
পাগলের মতো ছুটে গেলেন, সন্তানের পা জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন, চোখ ভরে কান্না আর হাসি একসাথে …
কী অপার্থিব দৃশ্য! সুবহানাল্লাহ, মাশাআল্লাহ …
মুক্তির দিন : ১৩ অক্টোবর ২০২৫

14/10/2025

বন্দীদশা থেকে মুক্তি পেয়ে বাসের জানালা দিয়ে সন্তানকে চুমু খেলেন ফিলিস্তিনি বাবা।

12/10/2025

"দল ক্ষমতায় না আসলে কিছু পাবেন না, গত এক বছরে ছোট ছোট চাঁদাবাজি আমি হইতে দিছি। গত ১৭ বছর আমার নেতাকর্মীরা কিছু খায় নাই। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো।"
- সরফুদ্দিন আহম্মেদ সান্টু
বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাউর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share