MRM World

MRM World ''MRM World'' একটি তথ্যমূলক পেজ। ''MRM World" হচ্ছে একটি তথ্যমূলক পেজ।
(2)

28/05/2025

বিশ্বে এমন কিছু বিমানবন্দর রয়েছে যেগুলোতে অবতরণের আগে আপনি একশোবার ভাববেন। দূর থেকে এসব বিমনাবন্দরগুলোর বিপদজনক ও স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে দেখে আপনার শক্তিশালী স্নায়ুশক্তি দুর্বল হ*য়ে যে*তে পারে। এমনকি আপনার আত্মারাম খাঁচাছাড়া হতে পারে!

দর্শক, MRM World এর আজকের ভিডিওতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর গুলোর সম্পর্কে জানাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন।

কিম জং উন নিজ হাতে তার ঐতিহ্যবাহী হেয়ার স্টাইল ডোনাল্ড ট্রাম্পকেও করে দিচ্ছেন।😄ছবিটি (AI) এর মাধ্যমে তৈরি করেছি। কেমন হল...
24/04/2025

কিম জং উন নিজ হাতে তার ঐতিহ্যবাহী হেয়ার স্টাইল ডোনাল্ড ট্রাম্পকেও করে দিচ্ছেন।😄
ছবিটি (AI) এর মাধ্যমে তৈরি করেছি। কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রফাইলে শেয়ার করে রাখবেন।

18/04/2025

পানামা খাল— পৃথিবীর বুকে এক আশ্চর্য জলপথ, যা দুটি বিশাল মহাসাগর, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরকে একত্রিত করেছে। পানামা খাল শুধু একটি জলপথ নয়—এটি মানবসৃষ্ট বিস্ময়, প্রকৌশলের মহাকাব্য যা শুধু জাহাজ চলাচলের পথই সুগম করেনি, বদলে দিয়েছে বিশ্ব বাণিজ্যের গতিপথ, প্রকৌশল বিদ্যার সক্ষমতাকে তুলে ধরেছে অনন্য উচ্চতায়। আর এই বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে প্রা/ণ হারিয়েছিল আনুমানিক ২৫,০০০ হাজার শ্রমিকের।

MRM World এর আজকেরে এই বিশেষ আয়জনে, পানামা খালের জানা অজান বিষ্ময়কর সকল তথ্য জানাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন।

18/03/2025

পৃথিবীর মানচিত্রে একাকী দাঁড়িয়ে থাকা এক মহাদেশ— অ্যান্টার্কটিকা। যেন সাদা ক্যানভাসের উপর আঁকা এক স্বপ্নিল জগৎ, যেখানে নীরবতা কথা বলে, আর বরফের স্তব্ধতা শতাব্দীর ইতিহাস বহন করে। এখানে প্রকৃতির রাজত্ব—নির্বাক, নিষ্ঠুর, অথচ অপূর্ব সুন্দর। এটিই অ্যান্টার্কটিকা, পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো স্থায়ী মানববসতি নেই। কোনো দেশের সীমানা নেই, কোনো রাষ্ট্রের অধিকার নেই। শুধু আছে বরফ, আর বরফ। কিন্তু এই বরফের নিচে লুকিয়ে আছে এমন সব রহস্য, যা মানবসভ্যতাকে চমকে দিতে পারে বারবার। দর্শক, MRM World এর আজকের এই বিশেষ আয়জনে আমরা জানবো অ্যান্টার্কটিকা মহাদেশের জানা-অজানা বিস্ময়কর সব তথ্য। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন।

07/03/2025

মহাকাশের সবচেয়ে কাছের এবং পৃথিবীর সবচেয়ে উঁচু শহর। যেখানে সোনা দিয়েই শুরু হয় দিন, সোনাতেই শেষ হয় রাত। সোনার গদিতে ঘুমায়! হয়তবা সোনা খেয়েই বেঁচে থাকে সেখানকার মানুষ! জেনে অবাক হবেন, এখানকার মানুষের গড় আয়ু মাত্র ৩০-৩৫ বছর। বলছি স্বর্ণের খনি সমৃদ্ধ ‘লা রিনকোনাডা’ র কথা।

দর্শক, MRM World এর আজকের এই বিশেষ আয়জনে অদ্ভুত এই শহর সম্পর্কে জানাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন।

28/02/2025

পৃথিবীর দীর্ঘতম রেলপথ, নাম তার ট্রান্স-সাইবেরিয়ান। এটি শুধু একটি রেলপথ নয়, এটি যেন রাশিয়ার আত্মা, ইতিহাস আর প্রকৃতির এক মেলবন্ধন। আটটি টাইম জোন, দুটি মহাদেশ, অসংখ্য শহর, গ্রাম, নদী, হ্রদ আর অরণ্য পেরিয়ে এই রেলপথ চলে গেছে ৯,০০০ কিলোমিটারেরও বেশি পথ। এই রেলপথের দৈর্ঘ্য এত বেশি যে এটি চাঁদের এক চতুর্থাংশ পথ অতিক্রম করতে পারে! এ যেন এক জীবন্ত কিংবদন্তী, যা আজও ভ্রমণপিপাসুদের হাতছানি দিয়ে ডাকে। ম্যাগাজিনের পাতা উল্টালে যেমন আকর্ষণীয় ফিচার চোখে পড়ে, তেমনই MRM World এর এই বিশেষ আয়জনে, আজ আমরা ডুব দেব ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের গভীরে। জানব এর অজানা, অচেনা, আর বিস্ময়কর সব তথ্য। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন।

21/02/2025

এটা কোনো সাধারণ ঝালমুড়ি নয়!

10/02/2025

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত একটি ছোট গ্রাম, “অয়মিয়াকন”, যা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থানের মর্যাদা পেয়েছে। এখানে শুধু হাড় হিম করা ঠান্ডাই নয় এটি অত্যন্ত দুর্গম ও বটে। শীতকালে “অয়মিয়াকন” গ্রামটি এতোটাই ঠান্ডা হয় যে, ফুটন্ত গরম পানি যদি উপরে ছুড়ে মারা হয়, তাহলে তা নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায়। এখানে কলা ও অন্যান্য ফলফলালি ঠান্ডায় জমে লোহার মত শক্ত হয়ে যায়, যা দিয়ে খুব সহজেই হাতুরির কাজ চালানো যায়।

10/02/2025

কি অদ্ভুত মেশিন দিয়ে ধার করা হচ্ছে বটি!

21/01/2025

পৃথিবীতে এমন অনেক দেশ আর অঞ্চল রয়েছে যেখানে শীত মানেই শুধু বেঁচে থাকার সংগ্রাম। তেমনি একটি রহস্যময় অঞ্চল হলো পৃথিবীর উত্তর মেরু। এই অঞ্চলে সূর্যের আলো প্রায় আসেনা বললেই চলে। সারাবছরই বরফে ঢাকা থাকে এই অঞ্চল। যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -৫০‘ সেলসিয়াসেরও নিচে। আর এই অঞ্চলেই এস্কিমো নামের এক সম্প্রদায় বাস করে। MRM World এর আজকের এই বিশেষ আয়জনে, এস্কিমোদের রহস্যময় জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন।

30/12/2024

"পারমাণবিক শক্তি"—একটি এমন প্রযুক্তি যা সভ্যতার উন্নয়ন যেমন ত্বরান্বিত করেছে, তেমনই নিয়ে এসেছে ভয়াবহ ধ্বং/সের শ/ঙ্কা। তবে এই শক্তির বিশ্ব ব্যবস্থাপনায় একটি নাম বারবার শীর্ষে উঠে আসে—রাশিয়া। MRM World এর আজকের ডকুমেন্টারিতে আমরা জানব, কেন রাশিয়া পারমাণবিক শক্তিতে সেরা এবং কীভাবে তারা পৃথিবীর পারমাণবিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে।

28/11/2024

তেল আবিব—ইসরায়েলের প্রাণকেন্দ্র, একটি শহর যা একইসঙ্গে প্রাচীন ইতিহাস এবং আধুনিকতার মিলনস্থল। তবে এটি শুধু ইসরায়েলের প্রযুক্তি এবং অর্থনীতির কেন্দ্রীয় শহর নয়; এটি ‘পাপের নগরী’ নামেও পরিচিত। কেন এই শহরকে পাপের নগরী বলা হয়? কেন তেল আবিব আজ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে? আর এ শহরের অজানা এবং বিস্ময়কর দিকগুলোই বা কী?
MRM World এর আজকের এই ডকুমেন্টারিতে আমরা তেল আবিবের আলোচিত এবং অজানা দিকগুলো বিশ্লেষণ করব। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন।

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when MRM World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MRM World:

Share

Category