Bangla News 24

Bangla News 24 “Bangla News 24 আপনাকে পৌঁছে দেয় প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও ব্রেকিং নিউজ। গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন।”

28/10/2025

ডাকসুর ভিপি থেকে পুরস্কার নিচ্ছেন ভাইরাল শিক্ষিকা শেহরীন আমিন মোনামি

জামায়াতে ইসলামীর আমীরের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসল...
28/10/2025

জামায়াতে ইসলামীর আমীরের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

#আজকেরখবর #খবর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ই'ন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না...
28/10/2025

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ই'ন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি দেশের জন্য গৌরব বয়ে আনেন। এ ছাড়াও তিনি এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’সহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

#খবর #আজকেরখবর

চিত্রনায়ক সালমান শাহ হ*ত্যা মা'ম'লার প্রধান আ'সা'মি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন তার ...
28/10/2025

চিত্রনায়ক সালমান শাহ হ*ত্যা মা'ম'লার প্রধান আ'সা'মি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইকোর্টে উপস্থিত থাকতে দেখা যায় তাকে।

এদিন সকাল ৯টার দিকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় সামিরা হকের বর্তমান স্বামীকে। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে, সালমান শাহের সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে গতকাল সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

#খবর #আজকেরখবর

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমের মধ্যে এক মাদরাসা ছাত্রকে বিভৎসভাবে জ*বা*ই করে হ*ত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছ...
27/10/2025

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমের মধ্যে এক মাদরাসা ছাত্রকে বিভৎসভাবে জ*বা*ই করে হ*ত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আ*ট*ক করা হয়েছে।

নি*হত মো. নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অপরদিকে, আ*ট*ক আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসার আবাসিক বিভাগে থেকে নাজিম ২২ পারা ও ছায়েদ ২৩ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে। গত ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু ছায়েদের মধ্যে ঝ'গ'ড়া হয়। পরে মাদরাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেয়। কিন্তু এ ঘটনার জের ধরে নাজিমের ওপর ক্ষি'প্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে ৩০০ টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে আসে ছায়েদ। প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদরাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক। রাত আড়াইটার দিকে অন্য ছাত্রদের অগোচরে ছায়েদ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে নাজিমকে জবাই করে দেয়। ওই সময় নাজিমের গলার গোঙরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র-শিক্ষক ঘুম থেকে জেগে উঠে এ ঘটনা দেখতে পায়।

#খবর #আজকেরখবর

27/10/2025

আফগানিস্তানের একটি বাজারের দৃশ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কা'টতে গিয়ে এক নারী শিক্ষার্থীর মৃ*ত্যু হয়েছে। নি*হ*ত শিক্ষার্থীর নাম স...
27/10/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কা'টতে গিয়ে এক নারী শিক্ষার্থীর মৃ*ত্যু হয়েছে।
নি*হ*ত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কা'টতে নামলে সায়মা পানিতে ডুবে যান। পরে সহপাঠীরা ও উপস্থিত ব্যক্তিরা তাকে উ'দ্ধা'র করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থী সায়মা হোসেন সাঁতার কা'টতে গিয়ে পানিতে ডুবে যায়। দ্রুত উদ্ধার করে রামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

#খবর

বরিশালে গৃহবধূকে ধ*র্ষ*ণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে মৃ*ত্যু*দ*ণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে...
26/10/2025

বরিশালে গৃহবধূকে ধ*র্ষ*ণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে মৃ*ত্যু*দ*ণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নি'র্যা'ত'ন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই আদেশ দেন।

দ*ণ্ডপ্রাপ্ত আ'সা'মি'রা হলো, রাসেল গাজী (৪৪), খোকন খান (৩২), রাজিব জমাদ্দার (৩৪) ও জাহিদ হাওলাদার (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালে ওই গৃহবধূ ধান গবেষণা রোডের নিজ বাসা থেকে শের-ই-বাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। এ সময়, ইজিবাইকে উঠলে চালক তাকে অন্য স্থানে নিয়ে যায়। নগরীর ত্রিশ গোডাউন এলাকার একটি বাগানে পালাক্রমে ধ*র্ষ*ণ করে আ'সা'মি'রা।
পরদিন ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে পরিবার। ১২ নভেম্বর চারজনের বি*রু*দ্ধে মা*ম*লা করেন নি'র্যা'ত'নের শি'কার গৃহবধূ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে, মা*ম*লার রায় দেন আদালত। তবে আ'সা'মি খোকন খান এখনও পলাতক রয়েছে।

#খবর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডু'বে তিন শিশুর ম'র্মা'ন্তি'ক মৃ*ত্যু হয়েছে।শুক্রবা...
25/10/2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডু'বে তিন শিশুর ম'র্মা'ন্তি'ক মৃ*ত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে এ দু'র্ঘ'টনা ঘটে।

নি*হ*ত তিন শিশু হলো—স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (১১), পাশের বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা পারভীন হাবীবা (৭) এবং পারুয়া সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। নিহত সুমাইয়া ও জান্নাত আপন খালাতো বোন এবং নি*হ*ত হাবীবা সুমাইয়ার চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পারুয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। মামা আর বোন গল্প করার সময় দুই খালাতো বোন স্থানীয় মসজিদ পুকুরে গোসল করতে নামে। পরে তাদের সঙ্গে যোগ দেয় শিশু হাবীবাও। গোসল করার একপর্যায়ে তাদের স্বজনরা ঘরে ফিরিয়ে আনলেও পরক্ষণে তারা আবারও সকলের অগোচরে পুকুরে নেমে ত'লি'য়ে যায়। তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে গিয়ে দেখেন তিনজনই ডু*বে ভেসে উঠেছে। এ সময় তাদের উ'দ্ধা'র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃ*ত ঘোষণা করেন।

#খবর

নাটোরের বড়াইগ্রামে একটি গোডাউনে বিপুল পরিমাণ গু*লির খোসা মজুদের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার (২৫ অক্টো...
25/10/2025

নাটোরের বড়াইগ্রামে একটি গোডাউনে বিপুল পরিমাণ গু*লির খোসা মজুদের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার আহমেদপুর বাজারে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই বাছাই করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আহমেদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ এর গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গু*লির খোসা মজুদ করা ছিল। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হলে তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে যাচাই বাছাই করে জানা যায়, ঐ ব্যবসায়ী বৈধভাবেই গু*লির খোসা কি'নে মজুদ করে রেখেছেন।

এ বিষয়ে ব্যবসায়ী সিহাব উদ্দিন বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে এসব গু*লির খোসা ক্র'য় করেন তিনি। ৪০ টাকা কেজি দরে প্রায় সাড়ে ১৩ টন গু*লির খোসা কি'নে মজুদ করেন বলেও উল্লেখ করেন তিনি।

#খবর

টঙ্গী থেকে অ'প'হৃ'ত ইমামকে পঞ্চগড়ে শিকলবাঁ*ধা অবস্থায় উ'দ্ধা'র    #খবর
23/10/2025

টঙ্গী থেকে অ'প'হৃ'ত ইমামকে পঞ্চগড়ে শিকলবাঁ*ধা অবস্থায় উ'দ্ধা'র

#খবর

ফরিদপুরে পি*স্ত*ল ঠে'কি'য়ে এক গৃহবধূর কানের দুল ছি'নিয়ে নিয়েছে দুই ছি'ন'তা'ই'কা'রী। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে ...
22/10/2025

ফরিদপুরে পি*স্ত*ল ঠে'কি'য়ে এক গৃহবধূর কানের দুল ছি'নিয়ে নিয়েছে দুই ছি'ন'তা'ই'কা'রী। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বর্ণের দুল ভেবে ছি'ন'তা'ই করলেও কানের দুল দুটি ছিল ইমিটেশনের। পুরো ঘটনাটি ধরা পরে পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায়।

#খবর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share