জনগণের কথা

জনগণের কথা জনগণের কথা
Provides the up to date content related to all entertainment and many more category. We are Wacky!! We do only Entertainment. See less

শিক্ষার্থীদের হাতে উঠেছে ভাস বদলে যাবে গোটা সমাজ🌄
ছাত্র-ছাত্রী নেমেছে মাঠে পাল্টে দিতে বাংলাদেশ আমরা সবাই থাকবো পাশে তারা যেন হয় না শেষ।
👬🧑‍🤝‍🧑👫👬👭👬👬🇧🇩🧑‍🤝‍🧑👫👭👬🧑‍🤝‍🧑👭👫👬 Providing a good direction toward life and many more things to set up a good life will be made available on
জনগণের কথা
We actually don't read people's mind but our content will make sure that we actually do!! Dream story
is a start-

up page, where you can get content, created especially for the audience, across genres, We are crazy!! We are
জনগণের কথা
That's what we are, our productions are on the same line. You may also share your ideas, thoughts with us OR can contribute in our content by sharing your thoughts. We will broadcast it to the global audience. It's your place to chill, to smile, to get off through bad days, We are always there for entertainment.

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল...
17/04/2025

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নির্বাচন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আজ ১৭ এপ্রিল, বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন।

যদি ড. ইউনুস এই মুহূর্তে হতাশা নিয়ে দেশের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এবং দেশ ছেড়ে চলে যান, তাহলে গোটা দেশ এক গভীর শূন্যত...
17/04/2025

যদি ড. ইউনুস এই মুহূর্তে হতাশা নিয়ে দেশের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান এবং দেশ ছেড়ে চলে যান, তাহলে গোটা দেশ এক গভীর শূন্যতায় ডুবে যাবে। এই দেশের মানুষ, বিশেষ করে ছাত্রসমাজ, যারা তাদের জীবন বাজি রেখে একটি নতুন আশার আলো জ্বালিয়েছিল, তারা অসহায় বোধ করবে।

দেশজুড়ে মানুষের মনে কষ্ট আর অনুশোচনার ঢেউ উঠবে। রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়ায়, পাড়ায় পাড়ায় একটাই কথা ঘুরবে—“আমরা তাকে ধরে রাখতে পারলাম না।” ছাত্ররা কাঁদবে, অনেকেই হয়তো রাস্তায় মোমবাতি প্রজ্বালন করবে, তার ফিরে আসার দাবি জানাবে। মানুষ বলবে, "যিনি দেশটাকে সত্যিকার অর্থে বদলাতে চেয়েছিলেন, আমরা তাকেই ধরে রাখতে পারলাম না।"

রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য যে চাপ তৈরি করেছিল, সেই চাপের মূল্য দিতে হবে গোটা জাতিকে। রাজনীতিতে আবার শুরু হবে দুষ্টচক্র—লুটপাট, দলাদলি, দুর্নীতি। সংস্কারের স্বপ্ন মিলিয়ে যাবে ধোঁয়ায়। সাধারণ মানুষ বুঝবে, ড. ইউনুসের মত একজন নীতিবান, চিন্তাশীল নেতা পাওয়া কতটা দুর্লভ ছিল।

শুধু রাজনৈতিক বা প্রশাসনিক দিক থেকেই না, মনস্তাত্ত্বিক দিক থেকেও জাতি এক গভীর হতাশায় ডুবে যাবে। অনেকে বলবে, “আমরা একটা সুযোগ হারালাম—শুধু একটু ধৈর্য না ধরার কারণে।”

আর ইতিহাস একদিন লিখে রাখবে—একজন মানুষ এসেছিলেন, যিনি সত্যিই বদলাতে চেয়েছিলেন দেশকে। কিন্তু আমরা তার হাত শক্ত করে ধরিনি।

ময়মনসিংহের গৌরিপুরে এমন এক ঘটনা ঘটেছে, যা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। অথচ, মিডিয়ায় এটা কাভারেজ করছে না। কেউ এটা নিয়ে ...
17/04/2025

ময়মনসিংহের গৌরিপুরে এমন এক ঘটনা ঘটেছে, যা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। অথচ, মিডিয়ায় এটা কাভারেজ করছে না। কেউ এটা নিয়ে কোনো টু-শব্দ করছে না। কারণ, ভিক্টিমরা বোরকাপরা পরদানশিন মেয়ে!

গৌরিপুরে পাঁচ বোনকে জোরপূর্বক ঘরে আবদ্ধ করে এক কু'লা'ঙ্গার নিজে সম্পূর্ণ উ'লঙ্গ হয়ে ধর্ষণ করার আপ্রাণ চেষ্টা করেছে। ওই বোনদের কাপড় টেনে খুলে ফেলেছে।

অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে৷ স্থানীয় আলেমদের বলছি, আপনারা এটা নিয়ে সোচ্চার হোন। নইলে সারাদেশের আলেমসমাজের কাছে মুখ দেখাতে পারবেন না।

আইনুক হক কাসেমী

17/04/2025

পালাবার জন্য ইদুরের গর্তও খুজে পাইবানা।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ

নেতা খাটের নিচে পালিয়েছিলেন 😃

দেশব্যাপী গা'জার সমর্থনে ব্যাপক বি'ক্ষোভ, বাংলাদেশের পাসপোর্টে ফিরল একসেপ্ট ই'সরা'ইল !বাংলাদেশের পাসপোর্টে “ইসরাইল ব্যতী...
15/04/2025

দেশব্যাপী গা'জার সমর্থনে ব্যাপক বি'ক্ষোভ, বাংলাদেশের পাসপোর্টে ফিরল একসেপ্ট ই'সরা'ইল !

বাংলাদেশের পাসপোর্টে “ইসরাইল ব্যতীত” শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। গত রবিবার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ব্যতীত। তবে, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়।

ব্রেকিং! সৌদি আরবের কারাগারে ৫ বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন শাইখ আবদুর রহমান আল মাহমুদ।বিন সালমান কর্তৃপক্ষ সৌদি ত...
15/04/2025

ব্রেকিং! সৌদি আরবের কারাগারে ৫ বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন শাইখ আবদুর রহমান আল মাহমুদ।

বিন সালমান কর্তৃপক্ষ সৌদি তরুণদের জন্য বিনোদনের নামে যখন অশ্লীলতার ব্যাপক প্রচার-প্রসার শুরু করে, তখন শাইখ আবদুর রহমান জেনারেল অথরিটি ফর এন্টারটেইনমেন্ট সম্পর্কে সমালোচনা করে বলেছিলেন; এটি সমাজকে কলুষিত করছে।

২০১৯ সালের অক্টোবরে সৌদি আরবে দুর্নীতি ছড়ানোর ব্যাপারে সতর্ক করে প্রকাশ করা একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরে সৌদি কর্তৃপক্ষ শাইখ আবদুর রহমানকে গ্রেপ্তার করেছিল।

প্রেমের ফাঁদে ফেলে ৩ বছর যাবত মুসলিম ছাত্রীকে হিন্দু শিক্ষকের যৌন ভোগ, অতঃপর মুসলিম ছাত্রীর আত্মহত্যানওগাঁর আত্রাই উপজেল...
15/04/2025

প্রেমের ফাঁদে ফেলে ৩ বছর যাবত মুসলিম ছাত্রীকে হিন্দু শিক্ষকের যৌন ভোগ, অতঃপর মুসলিম ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের খনজোর গ্রামে তানিয়া সুলতানা রিতু নামের এক মুসলিম মেয়েকে প্রাইভেট পড়াতেন মোহন্ত কুমার নামের এক হিন্দু শিক্ষক।

প্রাইভেট পড়ানোর সুবাদে সুকৌশলে লাভ ট্র্যাপে ফেলে স্কুল পড়ুয়া মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক শুরু করে মোহন্ত। এভাবেই মেয়েটিকে ভোগ করে ৩ বছর, দেয় বিয়ের প্রলোভন।

মোহন্ত কুমার এখন অন্যত্র বিয়ে করে এবং মুসলিম মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করলে গেলো শনিবার (১২ এপ্রিল) সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিতু নামের এই মুসলিম মেয়ে।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মোহন্ত কুমারের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করেছেন রিতুর বাবা রফিকুল ইসলাম। তবে এখনো মোহন্ত কুমারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

15/04/2025

ঐতিহাসিক ❛মার্চ ফর গাজা❜ কর্মসূচিতে কlলিমা খচিত পতাকা নিয়ে আসায় এক যুবককে হেনস্থা করে সেনা সদস্যরা।

লোকেশনঃ হোটেল সোনারগাঁও

15/04/2025

সারা জীবন খুঁজে ও যারা পাওনি সুখের দেখা
তাদের লাগি আজকে আমার এই কবিতা লেখা।

সত্যিকারের সুখের দেখা চাও যদি ভাই পেতে
রঙের জীবন ছেড়ে তোমায় আসতে হবে পথে।

ঐ যে দেখ সবুজ ধানের ক্ষেতের ভেতর দিয়ে
এঁকে বেঁকে ছোট্ট একটা নদী গেছে বয়ে।

তীর দিয়ে তার হেঁটে হেঁটে গভীর মাঠে যাও
মধ্য মাঠে দাঁড়িয়ে এবার চতুর্দিকে চাও।

দেখবে তুমি তুমি ছাড়া নেই কো সেথা কেউ
ধমকা হাওয়ায় ধানের ক্ষেতে উঠছে শুধু ঢেউ।

দু চোখ বুজে হাওয়ায় এবার মেলে ধরে বুক
এবার বল পাইছ কি না সত্যি কারের সুখ।

ওই যে দেখ বৃদ্ধ চাচা পাকা পথের মোড়ে
রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে কাঠফাটা রুদ্দুরে।

যাও গিয়ে ওই বৃদ্ধ চাচার রিকশায় উঠে যাও
তারে নিয়ে যাও তুমি আজ যেথায় যেতে চাও।

যাত্রা শেষে দেখ এবার রিকশা থেকে নেমে
বৃদ্ধ চাচার ক্লান্ত শরীর কেমনে গেছে ঘেমে।

ক্লান্ত হয়ে কাঁপছে দেখ রিক্সা চালক কাকা
ভাড়া ছাড়াও দাও তাহারে বাড়তি কিছু টাকা।

লক্ষ করে দেখ চাচার কাঁপন গেছে থেমে
বক্ষে চেপে ধরছে তোমায় রিকশা থেকে নেমে।

যেই মুখে তার জড়িয়ে ছিল ক্লান্তি রাশি রাশি
সে মুখ ভরে উঠছে ফুটে মিষ্টি মধুর হাসি।

পরান ভরে দেখ এবার চাচার হাসি মুখ
এবার বল পাইছ কি না সেবার মহাসুখ!

তোমার ছেলে কাঁদছে দেখো চোখ ভরা তার জলে
বলল এসে মারছে তারে নিমাই জেলের ছেলে।

তোমার কত ধন ক্ষমতা নিমাই তাহা জানে
তাইতো নিমাই ভয়ের চোটে কাঁপছে ঘরের কোণে।

ভাবছে নিমাই তুমি তারে সামনে কভু পেলে
পিটিয়ে পিঠের ছাল তুলিবে নয়তো দেবে জেলে।

এবার তুমি ওই নিমাইয়ের বাড়িতে যাও চলে
দেখবে নিমাই তোমার ভয়ে ভাসছে চোখের জলে।

তোমায় দেখে নিমাই ভয়ে হইবে এমন কাবু
পা জড়িয়ে বলবে তোমার মাফ করে দাও বাবু।

বুকের মাঝে জড়িয়ে তারে বল আরে ভাই
পোলাপানের ঝগড়া নিয়ে ভয়ের কিছু নাই।

ওই যে দেখ উঠছে হেসে নিমাই বাবুর মুখ
শীতল হয়ে আসছে তাহার ভয়কাতরে বুক।

নিমাইয়ের ওই শীতল বুকে মিলিয়ে তোমার বুক
এবার বল পাইছ কি না ক্ষমার মহাসুখ।

#সুখের_জীবন

কলমে : Fardos_AHMED

Mortuza Hasan

Address

Dhaka
3900

Alerts

Be the first to know and let us send you an email when জনগণের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জনগণের কথা:

Share