Sabikun's life

Sabikun's life ✅মনে রাখবেন আমার আল্লাহ যখন দেওয়া শুরু করবেন, শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবেন না।🌿
🌸আলহামদুলিল্লাহ🌸
(32)

19/10/2025

বিল্ডিং এর এক আন্টি বাসায় এসেছেন মরিচ নিতে।
আমি তখন মাত্র প্রতি ঘরের ফ্যান মুছে ফ্যানের নিচে বসেছি।
কাঁচা মরিচ উনাকে একটা বাটিতে দেয়ার পর উনি চলে যাওয়ার সময় বললেন - সকাল থেকে ঘর ই গুছাইছো? রান্না করো নাই?
আমি বললাম করছি আন্টি। এখন জুবিনকে গোসল করিয়ে খাওয়াবো। তারপর আমি গোসল করে খাবো।
আন্টি থেমে গেলো।
দরজার হাতল ধরে বলল - এইটা ভুল মা।
আমি একটু থতমত খেয়ে গেলাম।
আর জিজ্ঞেস করলাম - কেন আন্টি?
তিনি বলল - তোমার খিদা লাগে নাই?
আমি বললাম - লেগেছে। কিন্তু ওকে না খাওয়ায় তো আমি খাই না।
তিনি বলল - এটাই ভুল। আমরা সব মায়েরা এই ভুল করি। বাচ্চাকে এই অভ্যাসে অভ্যস্ত করি যে তুমি আমার প্রথম প্রায়োরিটি। এই অভ্যাস টা থেকেই যায়। বড় হলে ছেলে যখন তোমাকে একটুও ছিটাফোঁটা কোন অবহেলা আঘাত করবে তখন তুমি এই দিনের কথা মনে করে কষ্ট পাবে। ভাববে ওকে না খাইয়ে আমি খাই নাই। কত কষ্ট করছি। কিন্তু উচিৎ হচ্ছে ছোট থেকেই বুঝানো ক্ষুধা তোমারও লাগে। আর একসাথে খেতে হয়। বাড়ির একজন কাজ করলে আরেকজনের অপেক্ষা করতে হয়। কারণ এটা ফ্যামিলি। সবাই একসাথে খাওয়ার অভ্যাস না করলে ও যখন বড় হবে তখন নিজের পরিবারের সাথেও একই কাজ করবে। ভাববে আমাকে আমার বৌ আগে খেতে দিবে। যেভাবে আমার আম্মু করতো। এরপর সে খাবে। ক্ষুধা শুধু তার একা লাগে না। সবার লাগে। এটা তোমাকে আস্তে আস্তে ওকে বুঝাতে হবে। দুইজন গোসল করে একসাথে খেতে বসো। এক নলা ওকে দিবা এক নলা নিজে খাবা। আর খাওয়ার সময় বলবা - আম্মু আজকে অনেক কাজ করেছি। তুমি যে আম্মুর কাজ শেষ হওয়ার জন্য ওয়েট করেছো এইজন্য থ্যাংকিউ। দেখবা ও উৎসাহ পাবে। সবসময় একসাথে খাবা। খাওয়ার সময় গল্প করবা। এতে বন্ডিং বাড়বে। আগেও খেতে বসবা না আবার পরেও না।আর এটাতেই ও অভ্যস্ত হবে।
আমি শুধু শুনলাম। কিছু বললাম না।
নরমালি আমার আলগা উপদেশ খুব বেশি পছন্দ না। কিন্তু আজকে উনি এতো সুন্দর করে বুঝিয়ে গেলেন যা সত্যিই আমাকে ভাবাচ্ছে। এভাবে তো কোনদিন ভেবে দেখি নাই।
আমি উনাকে শুধু থ্যাংকিউ বললাম।
সত্যিই কত কিছু শেখার বাকি জীবনে।

18/10/2025

মেয়েরা ৪০ বছর হয়ে গেলে আর বেশি সংসার সংসার করবেন না। আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন, এখন ভুলেও হিসাব মেলাতে যাবেন না। এগুলো করতে হবেই যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসাব-নিকাশ থেকে বেরিয়ে আসুন। ছেড়ে দিন। ছেড়ে দেওয়াটা শিখুন। আশা না করাটা শিখুন। দোষারোপ করা বন্ধ করে নিজের ভুলের দিকে তাকান। শোধরানোর সুযোগ নেই তাই ভুলে যান। জীবনের যেদিন চলে গেছে সেইদিন আর ফিরে পাবেন না। পস্তানোটা গিলে ফেলুন Just. কিছু স্বার্থপর হোন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হচ্ছে।
দিনরাত ঘর-কন্যা করবেন না। কোমড় ব্যথা তৈরি হবে, বাড়তে থাকবে। যাবতীয় ক্যালসিয়াম, Vitamin D এই কোমড় ব্যথা সারাতে অক্ষম। ঘর একটু অগোছালো থাকলে কিছু হবে না। তাকাবেন না। মোটামুটি পরিষ্কার থাকলেই হবে। আপনি বরং সময় পেলে আকাশ দেখুন, জানলা বন্ধ না করে বৃষ্টি উপভোগ করুন। নদীর ধারে বাড়ি হলে কয়েকদিন পর পর নদী দেখতে যান। পারলে মাঝে মাঝে দূর থেকে কবর দেখে আসুন। কবর আপনাকে আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটিয়ে দিবে। দিন দিন একা হচ্ছেন, আরোও হবেন তাই একাত্বিতটা Practice করুন। একটু আধটু দার্শনিক হোন। নিজেই টুকটাক বেড়াতে বের হোন। নিজের মনের যত্ন নিজেই নিন। শরীরের যত্ন নিন। স্বাস্থ্যকর খাবার খান। পশু-পাখিদের খাওয়ান। আবার একদম সন্তান স্নেহে পালন করবেন না। কদিন পর ছেড়ে চলে যাবে তাই কিছু খাবার বাইরে রেখে দিন, ওরা নিজেরাই খেয়ে নিবে। মনে রাখবেন, যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট। তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন, ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না কষ্ট পাবেন।

পৃথিবীতে থাকতে আসেননি, অতিথি হয়ে এসেছেন, কিছুদিন পর চলে যাবেন সবসময় এই চিন্তা মাথায় রাখুন। জীবনের মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মাঝে মনে করুন। হিংসে, লোভ, প্রতিযোগিতা এই তিনটি জিনিস জীবন থেকে বাদ দিন বরং নিয়ম করে প্রচুর পানি খান, সুন্দর পোশাক পরুন, ভালো থাকুন......❤️

ধৈর্যের  পরিক্ষা ,, দেখি কোন মুসলমান পুরোটা পড়ার সাহস রাখে,,১.সুবাহানআল্লাহ ২.আলহামদুলিল্লাহ ৩.লা ইলাহা ইল্লাল্লাহু মুহা...
23/09/2025

ধৈর্যের পরিক্ষা ,,
দেখি কোন মুসলমান পুরোটা পড়ার সাহস রাখে,,
১.সুবাহানআল্লাহ
২.আলহামদুলিল্লাহ
৩.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
৪.আল্লাহু আকবর
৫.আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
৬.আস্তাগফিরুল্লাহ
৭.সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
৮.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৯.আল্লাহুমাগফিরলি
১০.আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
১১.ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
১২.ইয়া জাল জালালি ওয়াল ইকরাম
১৩.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
১৪.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
১৫.আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
১৬.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
১৭.ইয়া হালালাল মুশকিলাত
১৮.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
১৯.ইয়া আরহামার রাহিমীন
২০.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
২১.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
২২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
২৩.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
২৪.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
২৫.লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
২৬.লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
২৭.ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
২৮.ইয়া ওয়াদুদু
২৯.রাব্বি হাবলি মিনাস সলিহিন
৩০.ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
৩১.ইন্নাল্লাহা মাআ সবেরীন
৩২.হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল
৩৩. ইয়া রাব্বিগ ফিরলি
৩৪. সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
৩৫.আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম

সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম🤍
"লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন"
"রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা,
ওয়াফিল আখিরাতি হাসানা,
ওয়াকিনা আজাবান্নার"
"আল্লাহুম্মা-হা-সিবনি
হিসাবাই-ইয়াসিরা"
“কাল্লা- ইন্না রব্বী মা"ইয়াছা ইয়্যাহদীন"
"আল্লাহুমা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিন্নার"
"আস্তাগফিরুল্লাহ্" ☘
"ইয়া হাইয়্যু, ইয়া ক্বাইয়্যুম"
বিরাহমাতিকা আস্তাগিস 🕋🤲
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার 🕋
"আল্লাহুম্মা হাসসানতা খলকি, ফাহসিন খুলকি"
"ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম"🕋
"ইয়া জাল' জালালি ওয়াল ইকরাম"🤲
"আল্লাহুম্মার জুকনা হুসনাল খওয়াতিম"
"আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা 🕋
اللهم لك الحمد، كما ينبغي لجلال وجهك، واعطيني سلطانك،،،
"আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়াম বাগিলি জালালি ওয়াজ হি ওয়াজিমি সুলতানি "
রাব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির "🤲
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফুওয়া ফাআফু আন্নী"
আল্লাহুম মাগফিনীহিম বিমা শি'হতা..
কত মানুষ কত কিছুর প্রস্তাব দেয় 🙂
আমি না হয় পাচ ওয়াক্ত নামাজের
প্রস্তাব দিলাম,🥰🕋
পড়বেন তো,,,?🥺
টেনশন দূর করতে নেশা নয়.!
পাঁচ ওয়াক্ত নামাজই যথেষ্ট!🖤
পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ🌸

18/09/2025

কিছু নেই আপনার,
আপনি একা!

30/03/2025

[আন নূরঃ আয়াত নং ১০]

وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ وَأَنَّ اللَّهَ تَوَّابٌ حَكِيمٌ

অর্থঃ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে এবং আল্লাহ তওবা কবুল কারী, প্রজ্ঞাময় না হলে কত কিছুই যে হয়ে যেত।

[আন নূরঃ আয়াত নং ১১]

إِنَّ الَّذِينَ جَآءُو بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ ۚ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم ۖ بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ ۚ لِكُلِّ امْرِئٍ مِّنْهُم مَّا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ ۚ وَالَّذِى تَوَلّٰى كِبْرَهُۥ مِنْهُمْ لَهُۥ عَذَابٌ عَظِيمٌ

অর্থঃ যারা মিথ্যা অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্যে খারাপ মনে করো না; বরং এটা তোমাদের জন্যে মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্যে ততটুকু আছে যতটুকু সে গোনাহ করেছে এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে, তার জন্যে রয়েছে বিরাট শাস্তি।

পারিবারিক অশান্তি শেষ করে দেয় জীবন।পারিবারিক অশান্তিতে বড় হওয়া সন্তানরা খুব কমই খুশি থাকে।মা-বাবার ঝগড়া দেখতে দেখতে তাদে...
22/03/2025

পারিবারিক অশান্তি শেষ করে দেয় জীবন।পারিবারিক অশান্তিতে বড় হওয়া সন্তানরা খুব কমই খুশি থাকে।মা-বাবার ঝগড়া দেখতে দেখতে তাদের জীবনে কোন আনন্দ থাকেনা।শেষ হয় একটি পরিবার। ভালো থাকেনা সেখানে কেউই, থাকে কেবল দুঃখ।💔
একজন দায়িত্ববান বাবা সন্তানের ভবিষ্যত নষ্ট হবে এমন কোন কাজ কখনো করেন না।পরিবারের কর্তা হিসেবে একজন বাবা ক্ষমতা রাখে একটি সুন্দর পরিবার কিভাবে গড়ে ওঠবে।
লেখা-কপি

একজন মহিলা একজন বৃদ্ধ বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন: "আপনি এই ডিমগুলো কত করে বিক্রি করেন?" বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন: "প্রত...
21/03/2025

একজন মহিলা একজন বৃদ্ধ বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন: "আপনি এই ডিমগুলো কত করে বিক্রি করেন?" বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন: "প্রতিটি ডিমের দাম 5 টাকা ম্যাডাম।"

মহিলা বললেন: “আমি ৬টা ডিম ২৫ টাকায় নেব, নাহলে আমি চলে যাব এবং কিছুই নেব না।”

বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন: “আপনি যে দামে চান তাতেই কিনতে পারেন।” এটা আমার জন্য ভালো শুরু, কারণ আজ আমি একটাও ডিম বিক্রি করতে পারিনি এবং আমার পরিবারের খাবার জোগাড় করতে সবকিছু বিক্রি করতে হবে।

মহিলা তার পছন্দের দামে ডিমগুলো কিনলেন এবং মনে করলেন যেন তিনি জিতে গেছেন।

তিনি তার সুন্দর গাড়িতে উঠলেন এবং তার প্রেমিকের সাথে একটি বিলাসবহুল রেস্টুরেন্টে গেলেন।

তিনি এবং তার বন্ধু যা চেয়েছিলেন তাই অর্ডার করলেন। তারা সামান্য খেলেন এবং তাদের অর্ডারের বেশিরভাগই ফেলে দিলেন।

তাদের ১৮০০ টাকার বিল দেওয়া হলো। মহিলা ২০০০ টাকা দিয়ে এলেন এবং মার্জিত রেস্টুরেন্টের মালিককে বললেন বাকিটা টিপস।

এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের শেফের জন্য স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ডিম বিক্রেতার কাছে খুবই অন্যায়...

প্রশ্ন হল:

আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে তার জিনিস কিনি তখন কেন সবসময় তার উপর ক্ষমতা জাহির করতে হয়?

আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই?

আমি কোথাও পড়েছিলাম:

"আমার বাবা গরীবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন যদিও তার এই জিনিসের প্রয়োজন ছিল না।

তিনি কখনও কখনও তাদের বেশি দাম দিতেন। আমি হতবাক হয়ে গেলাম। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, "বাবা, তুমি এটা কেন করছ?"

আমার বাবা উত্তর দিলেন:

"এটা শুধু দান নয় , সম্মান দিয়ে দান করা ।"

আমি জানি আপনাদের অনেকেই এই বার্তা শেয়ার করবেন না, কিন্তু যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা এই গল্পটি পড়ার জন্য সময় দিয়েছেন তাহলে দয়া করে এই গল্পটি শেয়ার করুন। সম্ভবত আপনি একটি ভালো বীজ বপন করছেন ...

01/03/2025

রাসূল(সাঃ) বলেন জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম (রোজা) পালনকারীরাই প্রবেশ করবে।

-সহীহ বুখারী-রাসূল(সাঃ) বলেন জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম (রোজা) পালনকারীরাই প্রবেশ করবে।

-সহীহ বুখারী-

06/02/2025

আসসালাতু আসসালামুয়ালাইকা ইয়া রাসুলুল্লাহ
আসসালাতু আসসালামুয়ালাইকা ইয়া হাবিব আল্লাহ
আসসালাতু আসসালামুয়ালাইকা ইয়া রহমাতুল্লিল আলামিন, ১০ বার, স্কিনশট নিতে পারেন পরে পড়তে পাঠ করতে পারবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabikun's life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share