Black Heart 彡

Black Heart 彡 কতকিছু লিখতে ইচ্ছা করে। লিখি। মুছে দেই। ফের লিখি, মুছি। বলতে ইচ্ছা হয়। বলা হয় না।
মনে হয়,"কী দরকার! নিজে ভালো তো জগৎ ভালো আর কি লাগে।
(4)

ভালোবাসলেও পারতে..!! কত করে বললাম, আমি তোমাকে ভালোবাসি।
26/09/2025

ভালোবাসলেও পারতে..!! কত করে বললাম, আমি তোমাকে ভালোবাসি।

এক জীবনে মানুষ শুধু 'দেখা হবা'র অপেক্ষায় থাকে। -যে মানুষটি আজ আপনার সাথে আছে কাল সে আপনার চেয়ে বেটার কারো দেখা পেলেআপনাক...
22/09/2025

এক জীবনে মানুষ শুধু
'দেখা হবা'র অপেক্ষায় থাকে।
-যে মানুষটি আজ আপনার সাথে আছে
কাল সে আপনার চেয়ে বেটার কারো দেখা পেলে
আপনাকে ছেড়ে চলে যাবে।
-আজ যে প্রতিষ্ঠানে চাকরি করছে
কাল তারচেয়েও ভালো কোনো—
প্রতিষ্ঠান আর ভালো বেতন পেলে
কর্মরত প্রতিষ্ঠানকে বিদায় বলে দেবে..।
-ভালো কোনো ভবিষ্যতের দেখা পেলে
মানুষ সাজানো বর্তমানকে বলে দেয় বিদায়।

কলঙ্কের দাগও পাইলাম বিচ্ছেদের যন্ত্রণাও পাইলাম, পাইলাম না শুধু তোমারে💔🥀❤️
13/09/2025

কলঙ্কের দাগও পাইলাম বিচ্ছেদের যন্ত্রণাও পাইলাম,
পাইলাম না শুধু তোমারে💔🥀❤️

টাকা হলে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়.!! যদি এই পরিবর্তনটা তার মনের হতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। আপনার টাকা না থ...
04/09/2025

টাকা হলে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়.!! যদি এই পরিবর্তনটা তার মনের হতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। আপনার টাকা না থাকলে আপনার মামা ,খালু যতই আপন হোক , তাদের কাছে আপনি মূল্যহীন।

আপনজন মানেই বিশ্বাস, ভরসা আর নির্ভরতার আরেক নাম। জীবনের প্রতিটি ধাপে আমরা খুঁজি সেই মানুষগুলোকে, যাদের সামনে মন খুলে কাঁ...
03/09/2025

আপনজন মানেই বিশ্বাস, ভরসা আর নির্ভরতার আরেক নাম। জীবনের প্রতিটি ধাপে আমরা খুঁজি সেই মানুষগুলোকে, যাদের সামনে মন খুলে কাঁদা যায়, না বলা কথাগুলো বলা যায়। কিন্তু সময়ের সাথে অনেক আপনজনই বদলে যায়, দূরে সরে যায়, অথবা আমরাই বুঝতে পারি—যাকে আপন ভেবেছিলাম, সে ছিল না কখনোই আমাদের! তবু কিছু সম্পর্ক চিরন্তন, কিছু আপনজন হারিয়ে গেলেও থেকে যায় স্মৃতিতে।

যারা অসংখ্য মানুষকে মোহিত করতে পারে; তারা নিজের মানুষকেই মুগ্ধ করতে পারে না !     ゚
02/09/2025

যারা অসংখ্য মানুষকে মোহিত করতে পারে; তারা নিজের মানুষকেই মুগ্ধ করতে পারে না !

মিথ্যা হাসি দিয়ে লুকিয়ে রাখি ক্ষ'ত বাহিরটা যত খুশি আমার ভিতরটা ততই আ'হ'ত!😊💔
31/08/2025

মিথ্যা হাসি দিয়ে লুকিয়ে রাখি ক্ষ'ত বাহিরটা যত খুশি আমার ভিতরটা ততই আ'হ'ত!😊💔

আপাতত আমার একটু "মানসিক শান্তি" ছাড়া আর কিছুই দরকার নেই!"🙂🌺
30/08/2025

আপাতত আমার একটু "মানসিক শান্তি" ছাড়া আর কিছুই দরকার নেই!"🙂🌺

শরীর নয়, আত্মা ছুঁয়ে যাও—সেই ভালোবাসা চিরকাল টিকে থাকে,ভালোবাসা মানেই একে অপরকে চাওয়া, কিন্তু সব চাওয়াই যদি গিয়ে থামে শ...
29/08/2025

শরীর নয়, আত্মা ছুঁয়ে যাও—সেই ভালোবাসা চিরকাল টিকে থাকে,
ভালোবাসা মানেই একে অপরকে চাওয়া, কিন্তু সব চাওয়াই যদি গিয়ে থামে শুধু শরীরের ভাঁজে—তবে সেটা আসলে চাওয়া নয়, ক্ষণিকের উত্তাপ মাত্র।
ভালোবাসা মানে বিছানার মধ্যে মিশে যাওয়ার আগেও পাশে বসে বলা, “তুমি ঠিক আছো তো?”
ভালোবাসা মানে, কোনো রাত যদি নিঃশব্দ হয়, তবে শব্দ না করেই তাকে জড়িয়ে ধরা।
ভালোবাসা মানে, সাড়া দেওয়ার আগে তার সম্মতি বোঝা—শুধু ঠোঁটের নয়, চোখের ভাষাও।

প্রেম যদি শুধু রাতের চাদরে গড়ায়, তবে সেটা শরীরের আরাম হতে পারে—আত্মার সান্ত্বনা নয়।
আসল ভালোবাসা গড়ে ওঠে তখন, যখন আপনি আপনার সঙ্গীর ভিতরের সবচেয়ে ভাঙা, অন্ধকার, ক্লান্ত জায়গাটাকেও ভালোবাসেন।
যখন সে নিজেকে উন্মুক্ত করে—অতীতের ব্যথা, না বলা কষ্ট, নিজের ভয়গুলো—সব বলে ফেলে আপনাকে, তখন জানবেন, সে শুধু আপনার সঙ্গ পায়নি, সে আপনাকে বিশ্বাস করেছে।
এবং এই বিশ্বাসের ওজন, শরীরের উত্তাপের চেয়ে অনেক বেশি গভীর।

যে সম্পর্ক শুধু শরীর দিয়ে শুরু হয়, তার মেয়াদ সময়ের মতোই ক্ষণস্থায়ী।
কিন্তু যে সম্পর্কের ভিত রচিত হয় বোঝাপড়া, যত্ন আর পারস্পরিক সম্মানের উপর—সেখানে শারীরিক ঘনিষ্ঠতাও হয়ে ওঠে পবিত্র, শক্তিশালী, আর গভীর।

ভালোবাসা মানে শুধু উত্তেজনায় সাড়া দেওয়া নয়—ভালোবাসা মানে তার শরীরের প্রতিক্রিয়ায় সাড়া দেওয়ার আগে তার মনের দোলাচল বোঝা।
ভালোবাসা মানে, যদি সে কোন দিন ক্লান্ত থাকে, তখন তাকে বিছানায় টানার বদলে নিজের বুকটা তার মাথার নিচে দিয়ে বলা—“আজ কিছু না হোক, তবু পাশে থাকো।”

ভালোবাসা মানে সেই মুহূর্তটা, যখন আপনি জানেন—সে শুধুই আপনার পাশে সময় কাটাতে চায়, ছোঁয়ার জন্য নয়, বোঝার জন্য।
সেই কোমল চুপচাপ ভোরের আলোর মতো মুহূর্ত, যেখানে তার শরীর নয়, আত্মা বলে—"তুমি আমার নিরাপদ আশ্রয়।"

ভালোবাসা তখনই পূর্ণ হয়, যখন শরীরের ঘনিষ্ঠতা শুধু দেহের প্রয়োজন মেটায় না, বরং হৃদয়ের একান্ত ভাষাও প্রকাশ করে।
যেখানে ঠোঁট শুধু স্পর্শ করে না, মনের সব না বলা কথাও বলে দেয়।
যেখানে ভালোবাসা ছুঁয়ে যায়, পোশাকের ভাঁজের বাইরে, অন্তরের গভীরে।

শেষে এটুকুই বলি:
একজন মানুষ যদি ভালোবাসে, সে আপনাকে পুরোটা নিয়েই চাইবে—শরীর, মন, অনুভব, দুঃখ, ভয়, ঘাম, ভালোবাসা… সব।
আর আপনি যদি সত্যি ভালোবাসেন, তাহলে কেবল শরীর ছোঁয়ার আগ্রহ নয়, তার ভেতরের পৃথিবীকেও আগলে রাখবেন।
কারণ যে ভালোবাসা শুধু দেহে আটকে থাকে, সে মুছে যায় ঘামের সাথে।
আর যে ভালোবাসা আত্মাকে ছুঁয়ে যায়—সে থেকে যায় আজীবন, নিঃশ্বাসের মতো।

আমাদের দেখা হয় না বহুদিন ।একদিন দুইদিন করে বিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপনে কেটে গেছে ৩টা  বছর !
29/08/2025

আমাদের দেখা হয় না বহুদিন ।একদিন দুইদিন করে বিচ্ছেদের বর্ষপূর্তি উদযাপনে কেটে গেছে ৩টা বছর !

বিশ্বাস করেন, এই দুনিয়া শুধুমাত্র একটা মায়াজাল,দুনিয়ার কোন কিছুই আপনাকে তৃপ্ত বানাবে না.! এই দুনিয়া কোনদিন আপনাকে বুঝতেই...
28/08/2025

বিশ্বাস করেন, এই দুনিয়া শুধুমাত্র একটা মায়াজাল,দুনিয়ার কোন কিছুই আপনাকে তৃপ্ত বানাবে না.! এই দুনিয়া কোনদিন আপনাকে বুঝতেই দিবে না, আপিনি ৬০ বছর না যদি ৬০০ বছরও বেঁচে থেকেও এই পৃথিবী সাজান, এর পরেও মৃত্যুর সময় দেখা যাবে সংসার সাজানোর জন্য প্রয়োজনীয় অনেক কিছু বাকি রয়ে গেছে।

🖤🖤🖤
27/08/2025

🖤🖤🖤

Address

Savar
Dhaka
SAVAR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Black Heart 彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Black Heart 彡:

Share

Category