
30/07/2025
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এক বিস্ফোরক জবানবন্দিতে জানিয়েছেন, ব্যারিস্টার আরমানের গুম এবং টিএফআই সেলে বন্দিত্বের বিষয়ে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকি সরাসরি নির্দেশনা দিতেন। তিনি বলেন, গুম-আটকের মতো ঘটনাগুলো পুলিশের আইজিপি হয়েও তার অজানা থাকত এবং এসব কর্মকাণ্ডের অনেকটা গোয়েন্দা সংস্থার মাধ্যমেই বাস্তবায়িত হতো।
তিনি জানান, ব্যারিস্টার আরমানকে অনেক আগে থেকেই টিএফআই সেলে আটক রাখা হয়েছে এবং এই তথ্য তাকে তার পূর্বসূরি ও র্যাবের কর্মকর্তারা অবহিত করেছিলেন। তিনি স্বীকার করেন, র্যাবের নির্যাতন, বিনা বিচারে আটক এবং গুম কার্যক্রমে তিনি সচেতন থাকলেও কোনো ব্যবস্থা নেননি, কারণ এসব সিদ্ধান্ত অন্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই আসত, যা তিনি ঠেকাতে পারতেন না।