The Notify

The Notify Providing you with vital news and essential information, sourced from verified channels

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এক বিস্ফোরক জবানবন্দিতে জানিয়েছেন, ব্যারিস্টার আরমানের গুম এবং টিএফআই সেলে বন্দি...
30/07/2025

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এক বিস্ফোরক জবানবন্দিতে জানিয়েছেন, ব্যারিস্টার আরমানের গুম এবং টিএফআই সেলে বন্দিত্বের বিষয়ে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকি সরাসরি নির্দেশনা দিতেন। তিনি বলেন, গুম-আটকের মতো ঘটনাগুলো পুলিশের আইজিপি হয়েও তার অজানা থাকত এবং এসব কর্মকাণ্ডের অনেকটা গোয়েন্দা সংস্থার মাধ্যমেই বাস্তবায়িত হতো।

তিনি জানান, ব্যারিস্টার আরমানকে অনেক আগে থেকেই টিএফআই সেলে আটক রাখা হয়েছে এবং এই তথ্য তাকে তার পূর্বসূরি ও র‍্যাবের কর্মকর্তারা অবহিত করেছিলেন। তিনি স্বীকার করেন, র‌্যাবের নির্যাতন, বিনা বিচারে আটক এবং গুম কার্যক্রমে তিনি সচেতন থাকলেও কোনো ব্যবস্থা নেননি, কারণ এসব সিদ্ধান্ত অন্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই আসত, যা তিনি ঠেকাতে পারতেন না।

রংপুরের গংগাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা...
30/07/2025

রংপুরের গংগাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বসতিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় পুলিশের ওপরও হামলা হয় বলে জানানো হয়েছে। রবীন্দ্রনাথ রায় নামের এক ভুক্তভোগী প্রায় ১২০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে রুজু করা মামলায় একাধিক ধারায় অপরাধ গঠন করা হয়েছে এবং যৌথ অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে।

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামে এইচএসসি পরীক্ষার্থী তনু রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার কারণ...
30/07/2025

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামে এইচএসসি পরীক্ষার্থী তনু রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন। সোমবার জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শেষে বাসায় ফিরে সে অস্থির আচরণ করে এবং পরে কীটনাশক পান করে। রাত ৯টার দিকে বিষক্রিয়ায় ছটফট করতে দেখে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তনু তজুমদ্দিন মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। চিকিৎসকের বরাতে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং এটি নিশ্চিতভাবে কীটনাশক পানে হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু'র ৫ম তম মৃত্যু বার...
29/07/2025

আজ মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু'র ৫ম তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
Source: The Business Standard

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প...
29/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন। আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ১২ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৯ আগস্ট এবং চূড়ান্ত তালিকা ২৫ আগস্ট।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং ২৪ ঘণ্টা টহলে রয়েছে প্রক্টোরিয়াল টিম। আজ (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করা হয়, যেখানে সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শামীম রেজাসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ফরিদপুরের নগরকান্দায় একটি মাইক্রোবাসে থাকা ভুয়া র‍্যাব সদস্যদের সন্দেহভাজন হিসেবে আটক করে মারধর করেন স্থানীয়রা। কিছুক্ষণ...
29/07/2025

ফরিদপুরের নগরকান্দায় একটি মাইক্রোবাসে থাকা ভুয়া র‍্যাব সদস্যদের সন্দেহভাজন হিসেবে আটক করে মারধর করেন স্থানীয়রা। কিছুক্ষণ পর প্রকৃত র‍্যাব-১০ সদস্যরা আরেকটি মাইক্রোবাসে এসে ঘটনাস্থলে পৌঁছালে, সাদাপোশাকে থাকায় তাঁদেরও ভুয়া র‍্যাব ভেবে গণপিটুনি দেন উত্তেজিত জনতা।

পরে পুলিশ ও র‍্যাব সদস্যরা এসে উভয় পক্ষকে উদ্ধার করে থানায় নিয়ে যান। র‍্যাব জানায়, ওই ভুয়া র‍্যাব সদস্যরা মুন্সিগঞ্জ থেকে সোনা ব্যবসায়ীর টাকা লুট করে পালিয়ে যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, র‍্যাব-১০–এর হেডকোয়ার্টার থেকে একটি টিম ডাকাত দলকে ধাওয়া করে আসছিল। স্থানীয় লোকজন ভুল বুঝে উভয় পক্ষের ওপর চড়াও হন। কিছু র‍্যাবের সদস্যরা সাদাপোশাকে থাকায় উত্তেজিত লোকজন তাঁদের তাৎক্ষণিকভাবে প্রকৃত র‍্যাব বলে চিনতে ভুল করেন।

২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে সংঘটিত গণআন্দোলনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এই অন্তর্বর্তী সরকারের আমলেই সম্পন্ন হবে বলে জ...
29/07/2025

২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে সংঘটিত গণআন্দোলনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এই অন্তর্বর্তী সরকারের আমলেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে, হতাশ হওয়ার কিছু নেই। শহীদ পরিবাররা এই সরকারের সময়েই ন্যায়বিচার পাবে।

তিনি আরও জানান, সাক্ষ্য ও নথিপত্র এমনভাবে রাখা হবে, যাতে ভবিষ্যতে কেউ বিচার ব্যাহত করতে না পারে। যেই দলই ক্ষমতায় আসুক, নির্যাতিতদের সুবিচার নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চীন সরকার তিন বছরের কম বয়সী শিশুদের জন্য বছরে ৩৬০০ ইউয়ান (প্রায় ৫০০ মার্কিন ডলার বা ৪০ হাজার টাকা) নগদ ভর্তুকির ঘোষণা দি...
29/07/2025

চীন সরকার তিন বছরের কম বয়সী শিশুদের জন্য বছরে ৩৬০০ ইউয়ান (প্রায় ৫০০ মার্কিন ডলার বা ৪০ হাজার টাকা) নগদ ভর্তুকির ঘোষণা দিয়েছে। জন্মহার হ্রাস ঠেকাতে এবং শিশুপালনের খরচ কমাতে এই প্রথম জাতীয় পর্যায়ে এমন উদ্যোগ নেওয়া হলো। ২০২৪ সালের শুরু থেকে এই নীতি কার্যকর হবে, এবং ২০২২–২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রেও আংশিক সহায়তা মিলবে।

এই পদক্ষেপে প্রায় ২ কোটি পরিবার আর্থিকভাবে উপকৃত হবে। চীন আগে থেকেই বিভিন্ন প্রদেশে জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা চালু করেছিল। বর্তমানে দেশটি ভয়াবহ জনসংখ্যাগত সংকটের মুখে রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, টানা তৃতীয় বছরের মতো ২০২৪ সালে চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। বিশাল জনসংখ্যার একটি বড় অংশ এখন বৃদ্ধ বয়সের দিকে এগোচ্ছে, যা বেইজিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসচেতনতামূলক র‍্যালিতে জানানো হয়, দেশে প্রা...
28/07/2025

বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসচেতনতামূলক র‍্যালিতে জানানো হয়, দেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। প্রতিবছর এই ভাইরাসঘটিত রোগে মারা যান ২০ হাজারের বেশি মানুষ। উদ্বেগজনক বিষয় হলো, ১০ জন আক্রান্তের মধ্যে ৯ জন জানেন না যে তারা হেপাটাইটিসে আক্রান্ত। এ বছরের প্রতিপাদ্য “হেপাটাইটিস: বাধা ভেঙে ফেলি”।

বিশেষজ্ঞরা জানান, হেপাটাইটিস শুধু একটি ভাইরাসজনিত সংক্রমণ নয়, এটি মানবাধিকার, স্বাস্থ্য সমতা এবং সামাজিক ন্যায়ের বিষয়। হেপাটাইটিস বি ও সি ভাইরাস লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের প্রধান কারণ। জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধমূলক টিকা, নিরাপদ রক্তদান, জীবাণুমুক্ত চিকিৎসা যন্ত্র ব্যবহার এবং সচেতনতা জরুরি। বিশেষত গর্ভাবস্থায় পরীক্ষা ও নবজাতককে টিকা দেওয়া হলে সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। তিনি অভিযোগ করেছেন, এনসিপিতে...
28/07/2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। তিনি অভিযোগ করেছেন, এনসিপিতে নারী নিপীড়নের ঘটনায় বিচার না হওয়ায় এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দলটিতে থাকা সম্ভব নয়।

সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।” এনসিপিতে অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দল ছাড়ার ঘোষণা দিয়ে ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা ...
28/07/2025

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই রাতে মিরপুরে তাসকিন সৌরভ নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে কিল-ঘুষি মারেন এবং হুমকি দেন।

তবে তাসকিন দাবি করেছেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং শত্রুতা করে তাকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। তিনি পাল্টা অভিযোগ করে জানান, সৌরভ ও তার বন্ধুরা তার এক বন্ধুকে মারধর করেছে। বিসিবি ইতোমধ্যে ঘটনাটি তদন্ত করছে এবং এটিকে দুঃখজনক বলেছে।

28/07/2025

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি কৃষিপণ্য বাজারে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের পাঁচজনই ছিলেন বাজারটির নিরাপত্তারক্ষী। পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য ও বন্দুকধারীর পরিচয় তদন্তাধীন।

ঘটনাটি ঘটে সোমবার, ব্যাং স্যু জেলায় অবস্থিত একটি বাজারে, যেখানে মূলত কৃষিপণ্য কেনাবেচা হয়। পুলিশ জানায়, হামলাকারী ঘটনাস্থলে নিজের জীবনও নিজেই কেড়ে নেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, সাদা টুপি পরা ও সামনে ব্যাগ ঝুলিয়ে রাখা একজন ব্যক্তি বাজারের পার্কিং লটে হাঁটছেন। তার দিকেই সন্দেহের তীর পুলিশের।

Address

Dhaka
1209

Telephone

+8801408950095

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Notify posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share