The Notify

The Notify Providing you with vital news and essential information, sourced from verified channels

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) প্রবর্তনের দাবি জানিয়েছে। শুক্রবার ...
19/09/2025

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) প্রবর্তনের দাবি জানিয়েছে। শুক্রবার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সংস্কারের আইনি ভিত্তি তৈরি করা জরুরি। একই সঙ্গে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজনের দাবি জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করতে পারছে। আওয়ামী লীগ নানাভাবে সংগঠিত হচ্ছে, সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে। একইসঙ্গে দল হিসেবে তাদের বিচার কাজ শুরু করা উচিত বলেও মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি আবু সাদিক কায়েম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্র...
18/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি আবু সাদিক কায়েম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিটি স্তরে দলীয় সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব সিন্ডিকেট ভেঙে নীতিমালা প্রণয়ন এবং বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের মতো নিয়মিত ডাকসু নির্বাচনের সময় নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রতিবছর নির্বাচন আয়োজন করে ডাকসুকে প্রকৃত গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কায়েম ডুজার সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, জুলাই অভ্যুত্থান থেকে নির্বাচনকালীন সময় পর্যন্ত গণতন্ত্র রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি প্রতিষ্ঠানে রূপ দিতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট পদ্ধতির উদ্যো...
18/09/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট পদ্ধতির উদ্যোগ নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় এক কোটি ৩০ লাখ বাংলাদেশির মধ্যে অন্তত ৫০ লাখকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। এই প্রক্রিয়ার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।

ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রবাসীরা অনলাইনে নিবন্ধনের পর ডাকযোগে ব্যালট পাবেন। ব্যালটে শুধু রাজনৈতিক দলের প্রতীক থাকবে। ভোট শেষে ব্যালট জেলা ট্রেজারিতে সংরক্ষণ করে নির্বাচনের দিন গণনা করা হবে। এই উদ্যোগ দীর্ঘদিনের প্রবাসী ভোটাধিকার দাবিকে পূর্ণতা দেবে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশের মতো এনআইডি আছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে অর্ধেক ভোটারের সাড়া পাওয়া যাবে বলেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও বিশ্বে প্রবাসী ভোটের হার সাধারণত ২০-২২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে।

বাংলাদেশের জুলাই আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল’ ভারতে ইউটিউবে ব্লক করা হয়েছে। সরকারি আদেশ...
18/09/2025

বাংলাদেশের জুলাই আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল’ ভারতে ইউটিউবে ব্লক করা হয়েছে। সরকারি আদেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৌমিত্র দস্তিদার, যা প্রথম প্রদর্শিত হয় ৪ আগস্ট ঢাকার একাত্তর টিভিতে।

প্রামাণ্যচিত্রে কর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার রয়েছে। দস্তিদার বলেন, তিনি ঝুঁকি জেনেই নির্মাণ করেছেন। তবে ভারতে সেন্সরের এই আচরণে হতাশা প্রকাশ করেন এবং একে বৈষম্যমূলক বলে অভিহিত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বাজারে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টে...
18/09/2025

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বাজারে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টায় প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ পাঠানো হয়। এটি সরকারের ঘোষিত ১ হাজার ২০০ মেট্রিক টন রপ্তানির অংশ।

রপ্তানিকারক প্রতিষ্ঠান মাহতাব এন্টারপ্রাইজ ইলিশ পাঠায় এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল কনস্ট্রাকশন। প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে ১২.৫ মার্কিন ডলার। আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মান পরীক্ষা শেষে ছাড়পত্র দেওয়া হয়। আগামী ৫ অক্টোবরের মধ্যে আরও চালান রপ্তানির পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে র‌্যাংগস জেড স্কয়ারে আধুনিক ভিসা কেন্দ্র উদ্বোধন কর...
18/09/2025

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে র‌্যাংগস জেড স্কয়ারে আধুনিক ভিসা কেন্দ্র উদ্বোধন করেছে ফ্রান্স। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রটি উদ্বোধন করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। বুধবার থেকে আবেদনকারীরা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন জমা দিতে পারবেন।

রাষ্ট্রদূত জানান, এতে আবেদনকারীদের সময় ও খরচ দুটোই কমবে, সেবা হবে দ্রুত ও আধুনিক। ভিএফএস গ্লোবাল নথি সংগ্রহ করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফ্রান্স দূতাবাস। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা ম...
18/09/2025

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগারগাঁওয়ে একই দিনে সকাল ও বিকালে দুটি মিছিল হওয়ায় সংশ্লিষ্ট পেট্রোল ইনচার্জ ও সহকারী কমিশনারকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এর আগে শেরেবাংলা নগর থানার এক পরিদর্শককে ক্লোজ করা হয়।

ওয়্যারলেস বার্তায় ডিএমপি কমিশনার বলেন, ‘আমি বুঝতে পারছি না আপনারা কী করছেন। মিটিংয়ে আমি আগেই বলে দিয়েছি—যদি কোনো এলাকায় ঝটিকা মিছিল হয়, তাহলে সংশ্লিষ্ট ওসি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিকল্প নেই।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে যাত্রাবাড়ীর এক শ্রমিক হত্যা মামলায় বুধবার ঢাকার মহ...
17/09/2025

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে যাত্রাবাড়ীর এক শ্রমিক হত্যা মামলায় বুধবার ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আদালতে হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আনা হলেও পরে তা খুলে ফেলা হয় এবং বয়স ও অসুস্থতার কারণে বসার জন্য টুল দেওয়া হয়।

শুনানিতে আমুর আইনজীবী তার স্বাস্থ্যগত কারণে ডায়েট কোক, স্যান্ডউইচ ও পানি খাওয়ানোর অনুমতি চান। রাষ্ট্রপক্ষ নিরাপত্তা ও খাবার টেস্টিংয়ের যুক্তি দেখিয়ে আপত্তি করলে আদালত আবেদন নামঞ্জুর করেন। বর্তমানে বিভিন্ন থানায় আমুর বিরুদ্ধে একাধিক মামলা চলছে।

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়...
17/09/2025

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ‘ছোটখাটো হিটলার’ আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও গুম-খুন সংঘটিত হয়েছে।

জুলাই-আগস্টের আন্দোলনে নিহত অন্তত ১,৪০০ পরিবার এবং প্রায় ২০ হাজার আহত ব্যক্তি ন্যায়বিচার প্রত্যাশা করছে বলে তিনি উল্লেখ করেন। মাহমুদুর রহমান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন ‘নেভার এগেইন’ বলা হয়েছিল, বাংলাদেশেও এমন ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি যেন আর না ঘটে।

বিশ্বব্যাংক বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০টি প্রকল্প অনুমোদনের তাগিদ দিয়েছে, যার মাধ্যমে আগামী দুই অর্থবছরে ২...
16/09/2025

বিশ্বব্যাংক বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০টি প্রকল্প অনুমোদনের তাগিদ দিয়েছে, যার মাধ্যমে আগামী দুই অর্থবছরে ২.৭ বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে পাঠানো চিঠিতে জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নীতিগত সিদ্ধান্তে ৯০ দিনের স্থগিতাদেশ কার্যকর হতে পারে, তাই প্রকল্প অনুমোদন বিলম্বিত হলে জট তৈরি হবে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইডিএ২১ সাইকেলে বাংলাদেশের জন্য ২.১৮৪ বিলিয়ন ডলারের প্রাথমিক বরাদ্দ রাখা হয়েছে, যা আগের চেয়ে কম। তবে নতুন ঋণ কাঠামোয় বাজারভিত্তিক সুদহার প্রযোজ্য হলেও আইবিআরডি থেকে বৃহত্তর অর্থায়নের সুযোগ তৈরি হবে। এতে খরচ কিছুটা বাড়লেও, দ্বিপাক্ষিক বা বাণিজ্যিক ঋণের তুলনায় তা এখনো তুলনামূলকভাবে সুবিধাজনক।

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় এসে তিনি ব্...
16/09/2025

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় এসে তিনি ব্র্যান্ডের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলার প্রচারণায় অংশ নেবেন। অবস্থানকালে তিনি বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন।

বাংলাদেশ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা নিতে যাচ্ছে। এ জন্য ৫৫ কোটি ডলার ঋণ চাওয়া হয়েছে বেইজিংয়ের কাছ...
16/09/2025

বাংলাদেশ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা নিতে যাচ্ছে। এ জন্য ৫৫ কোটি ডলার ঋণ চাওয়া হয়েছে বেইজিংয়ের কাছে। সোমবার ঢাকায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, কয়েক মাসের মধ্যেই একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে প্রকল্পটি যাচাই করবে।

তিস্তা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ডলার, যার মধ্যে চীনের ঋণ ও সরকারি অর্থায়ন থাকবে। ২০২৬ সালে কাজ শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। অতীতে এ প্রকল্পে ভারতের সহায়তা চাইছিল আওয়ামী লীগ সরকার।

Address

Dhaka
1209

Telephone

+8801408950095

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Notify posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share