05/12/2025
একজন সাংবাদিক বা আরো স্পেসিফিক করে বললে একজন টক শোর হোস্টের শুধু জ্ঞানী, ঠোঁটকাটা এবং প্রত্যুৎপন্নমতি হলেই হয় না।
বেশকিছুদিন ধরেই বাংলাদেশের অনেক "নামজাদা" টক শো হোস্টদের উদ্ধত আচরণ, তাদের কোনো একটা দলের বিশেষ করে ফ্যাসিস্ট দলের প্রতি প্রীতি এবং সেই জায়গা থেকে প্রচণ্ড আনপ্রোফেশনালভাবে গেস্ট বা আমন্ত্রিত রাজনীতিবিদদের সাথে উদ্ধতপূর্ণ আচরণ দেখে আসলেই অবাক।
খালেদ মহিউদ্দিন যেইভাবে উগ্রতার সাথে এনসিপি এর যেকোনো গেস্টের সাথে চেঁচামেচি করে, যেই ভাষায় রেগে গিয়ে প্রশ্ন করে, তাদের অগোচরে তাদেরকে নিয়ে টিটকিরি করে - এইটা খুবই দৃষ্টিকটু ছিল।
গতকাল রাতে একইভাবে দেখলাম নিকোল তার কন্ঠস্বর এর সর্বোচ্চ দিয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে তার প্রোগ্রামের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ আমন্ত্রিত অতিথিকে শাসিয়ে চলেছে। এইটা তো সাংবাদিকতা না, এইটা কোনো কর্মক্ষেত্রের উপযোগী চরিত্র না, এইটা কোনো বিপ্লবী শো হোস্টের আচরণ ও না। এইটা স্রেফ ফাত্রামি, অদক্ষতা এবং অন্ধ রকমের চাটুকারিতা। আমি পুরো টক শো তে কোথাও শুনলাম ও না বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হলো, তারপরও কথাটা এনে জানি না কাকে খুশি করার জন্য নিকোল এহেন স্ট্যান্টবাজি করল।
তবে এইটা ধরনের সস্তা চাটুকারিতার সংখ্যা বাড়ছে। এদের এই বিশ্বাসঘাতকতা ও "ফ্যাসিস্ট" মহলকে কুসুম কুসুম খুশি করার পাঁয়তারা বন্ধ করতে হবে। একটু খানি পাবলিক স্ট্যান্টবাজি করে ফেমাস হয়ে যাওয়া ভুঁইফোড় সকল শো হোস্টের বিরুদ্ধে আসলে এই টিভি মিডিয়াগুলো কে আগে সোচ্চার হতে হবে। কিছু হাজার ভিউ এর জন্য এই সস্তা বিনোদন এর দরকার এখন অন্তত এই দেশে নেই।