17/11/2025
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গু/লি করে হ/ত্যা
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় গোলাম কিবরিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ ও পেছনের ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।