02/02/2024
স্বামী-স্ত্রী দুজনে একটু এ্যাডজাস্ট করলেই কিন্তু সংসার সুখের হয়!🤎
এই যেমন ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল।
আবার স্ত্রীর পছন্দ স্কুটি।
দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন।
একটা স্কুটি নাহয় কিনলেন দুজনে মিলে!
স্বামীর পছন্দ পাহাড়। স্ত্রীর সমুদ্র।
দুজনেই নাহয় একটু এ্যাডজাস্ট করলেন।
সমুদ্রই নাহয় দেখতে গেলেন দুজনে মিলে!
স্বামীর ইচ্ছা সাজেকে যাওয়ার। স্ত্রীর ইচ্ছা সেন্ট মার্টিনে।
দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন।
সেন্ট মার্টিনেই নাহয় গেলেন দুজন!
স্বামীর পছন্দ ফুচকা। স্ত্রীর পছন্দ চটপটি।
দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন।
চটপটিই নাহয় খেলেন দুজন মিলে!
এরকম একটু একটু এডজাস্ট করলেই কিন্তু
অনেক সুখে থাকা যায়!😌
゚viralシ