Arav khan officiial 65

Arav khan officiial 65 Arav Khan Offiicial 65

02/08/2025
02/08/2025
02/08/2025
01/08/2025

প্রচুর বৃষ্টি হচ্ছে

01/08/2025
31/07/2025

প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা

30/07/2025

বাচ্চা হুজুরেরা কি করতেছে দেখেন

 #ফটোগ্রাফির ইতিহাস – 💕🥰✍️ছবির পেছনের গল্পটা জানলে, প্রতিটি ক্লিক আরও বেশি অর্থবহ হয়ে ওঠে! 🌟ফটোগ্রাফির শুরু হয়েছিল দুইটি...
30/07/2025

#ফটোগ্রাফির ইতিহাস – 💕🥰✍️

ছবির পেছনের গল্পটা জানলে, প্রতিটি ক্লিক আরও বেশি অর্থবহ হয়ে ওঠে! 🌟

ফটোগ্রাফির শুরু হয়েছিল দুইটি গুরুত্বপূর্ণ আবিষ্কার দিয়ে—
🔹 প্রথমটি ছিল Camera Obscura—এক ধরনের যন্ত্র যা বাইরে দেখা দৃশ্যকে ভেতরে প্রজেক্ট করতে পারত।
🔹 দ্বিতীয়টি ছিল আবিষ্কার যে, আলোর সংস্পর্শে কিছু পদার্থের রং বা গঠন বদলে যায়।

📜 ১৭১৭ সালে জোহান হেইনরিখ শুলজ প্রথম আবিষ্কার করেন, হালকা সংবেদনশীল পদার্থে আলোর প্রভাব ফেলে ছবি তৈরি করা যায়। কিন্তু তখনও সেগুলো স্থায়ী করা যেত না।

🧪 পরে থমাস ওয়েডগউড ১৮০০ সালের দিকে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করেন, কিন্তু তিনিও তা স্থায়ী করতে ব্যর্থ হন।

📷 অবশেষে ১৮২৬ সালে Nicephore Niépce ইতিহাসে প্রথমবারের মতো ক্যামেরা দিয়ে স্থায়ীভাবে একটি ছবি তুলতে সক্ষম হন! এই ছবিটি ছিল জানালার বাইরে দেখা একটি সাধারণ দৃশ্য, কিন্তু এর পেছনে ছিল যুগান্তকারী আবিষ্কার!

⚙️ এরপর Louis Daguerre নিয়ে আসেন Daguerreotype Process, যা ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল ফটোগ্রাফি পদ্ধতি।
এই পদ্ধতিতে ছবি তুলতে সময় লাগত মাত্র কয়েক মিনিট, এবং ফলাফল ছিল স্পষ্ট ও বিস্ময়কর!

📅 ১৯ আগস্ট ১৮৩৯, এই দিনেই প্যারিসে ড্যাগেররিওটাইপ পদ্ধতিটি বিশ্ববাসীর সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় — আর এই দিনটিকেই ধরা হয় ফটোগ্রাফির জন্মদিন! 🎉📸

আজ আমরা যখন ফোন তুলে একটা মুহূর্ত ধরে ফেলি, তখন ভাবতেও পারি না—এই জাদুটা কত বছর ধরে গড়ে উঠেছে!
এক ক্লিক, হাজার গল্প… 💖



Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Arav khan officiial 65 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share