Sabrina Vs Kabir

Sabrina Vs Kabir My birthday is 06 September

নাম জুদি আল-আরুর। বয়স মাত্র ৬ মাস বয়স, একদম সুস্থভাবে জন্মেছিল এই পৃথিবীতে। কিন্তু আজ সে নেই। ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণ...
08/08/2025

নাম জুদি আল-আরুর। বয়স মাত্র ৬ মাস বয়স, একদম সুস্থভাবে জন্মেছিল এই পৃথিবীতে। কিন্তু আজ সে নেই। ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে ধীরে ধীরে শুকিয়ে মৃত্যু হয়েছে তার।

কোনো জটিল রোগ ছিল না, কোনো বড় দুর্ঘটনাও নয়।
শুধু খাবার ছিল না। দুধ ছিল না। সাহারা ছিল না।

মাত্র চার-পাঁচ দিন আগে, ওর মা কাঁদতে কাঁদতে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন—"প্লিজ, ক্রসিং খুলে দিন…
আমাদের বাচ্চাদের খাবার ও সাপ্লিমেন্ট প্রবেশ করতে দিন।
নাহয় আমার জুদি মরে যাবে।"

কিন্তু কেউ শুনেনি। কেউ উত্তর দেয়নি।
একটা মায়ের আর্তনাদ, একটা শিশুর নিঃশব্দ মৃত্যুর চেয়ে নীরব ছিল এই পৃথিবী।

জুদি মারা গেছে।আরও পাঁচ হাজার শিশু মৃত্যুর পথে হাঁটছে।ধীরে ধীরে, ক্ষুধায়, পিপাসায়, চিকিৎসাহীনতায়।

সবাই দোয়া করবেন গাঁজা বাসির জন্য।

এই পৃথিবীতে নিঃস্বার্থ একজন যোদ্ধা হলেন মা 💜পরিবারের সাতজনকে হারানো বাহার উদ্দিনের কথা শুনছিলাম৷উনাকে জিজ্ঞেস করা হলো বা...
08/08/2025

এই পৃথিবীতে নিঃস্বার্থ একজন যোদ্ধা হলেন মা 💜
পরিবারের সাতজনকে হারানো বাহার উদ্দিনের কথা শুনছিলাম৷উনাকে জিজ্ঞেস করা হলো বাকিদের বের করা গেলো না কেনো৷ উনি যে কথাটা বললেন এটা শুনে দুনিয়ার সবার ভালোবাসা তুচ্ছ মনে হচ্ছে৷ বাহার উদ্দিন বের হওয়ার পর উনার স্ত্রীকে বের হওয়ার জন্যে টানতেছে কিন্তু তিনি নিজ বাচ্চাকে রেখে বের হতে চায়নি৷ উনার ভাবিকে টানতেছে তিনিও তার সন্তান রেখে বের হচ্ছে না৷ উনার মাকে টানতেছে উনার মা ও উনার নানুকে ধরে রাখছে৷

হায়রে মা! হায়রে মমতা! মায়েরা ভাবছে বের হলে একসাথে বের হবো৷ বাচ্চাকে ছাড়া কিভাবে আসি৷ এতোটা স্বার্থপর তো না যে নিজে বেঁচে যাব সন্তানকে রেখে যাব৷ তারা হয়তো বুঝতেও পারে নাই নিজেরা বের হতে না পারলে বাচ্চারাও বের হতে পারবে না৷

একটি মর্মান্তিক ঘটনা ওমান ফেরত প্রবাসী বাসায় ফেরার সময় গাড়িচালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পানিতে পড়ে যায়,...
06/08/2025

একটি মর্মান্তিক ঘটনা
ওমান ফেরত প্রবাসী বাসায় ফেরার সময় গাড়িচালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পানিতে পড়ে যায়, গাড়িতে ১০ জন লোক ছিল পুরুষ চারজন বের হতে পারলেও অতিরিক্ত পানির কারনে মহিলা ও শিশুরা বের হতে পারেনি।এক ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে তিনজন মহিলা ও চারজন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🥹🥹

02/08/2025

আমাদের বাঙ্গালি স্ত্রীদের প্রতি স্বামীরা কেন আগ্রহ হারিয়ে ফেলে?!
দিন, রাত, মাস বছর এক সাথে থাকার পরেও কেন তাদের ভেতর অনেক দূরত্ব তৈরি হয়?!

আমার কিছু বোনেরা আমাকে অনেক কষ্ট থেকে প্রশ্ন করে, যাদের বিয়ের বয়স দেড় কি দুই বছর! প্রশ্ন করে, তাদের স্বামীরা এখন আর সময় দেয়না, গল্প করে না। কিছু শুনতেও চায়না, ভুল বোঝে, ঝগড়া হয়। কি করবে?! ছেড়ে চলে আসতে ইচ্ছে করে, কিন্তু লোকটাকে তো ভালোবাসি। কিংবা একটা বাচ্চা আছে।

আপনিই বলুন কিভাবে আমাদের সমাজে দাম্পত্য জীবন সুখের হবে? জইন ফ্যামিলি রুলসের মধ্যে একটা মেয়ে চাইলেই কি আর নিজের মতো করে স্বামীর কাছে রিপ্রেজেন্ট করতে পারে নিজেকে?
সে যে ভোর পাঁচটা থেকে রাত ১২ টা টানা পরিশ্রম দেয় একটা মানুষ, এরপর মধ্যরাতে এসে সে আপনাকে বিছানায় কিভাবে সুখ দেবে? একটা যুক্তি দিন।

কিভাবে সে নিজেকে গুছিয়ে রাখবে? একটু সুন্দর করে চুল বাঁধবে, একটা ম্যাগী হাতের ব্লাউজ পরবে ম্যাচিং শাড়ি বা চুড়ির সাথে, এরপর হয়তো রান্নাঘর থেকে ডাক আসবে চা করে দাও, ভাত বসাও, রুটি বানাও, টেবিল গোছাও, অমুক আসবে, তমুক যাবে। একজন কনজার্ভেটিভ মাইন্ডের মেয়ের পক্ষে কি এভাবে খোলামেলাভাবে ১০ জনের সাথে সংসার করা সম্ভব?
এখন কি করা লাগবে? তার শাড়ি চুড়ি আর ঠোঁটের লিপস্টিক মুছে লাইক জরিনার মা হয়ে বেড রুম থেকে বেড়িয়ে যেতে হবে। এরপর যখন রাতে এই সংসার ছুটি দেয়, তখন কি আর শক্তি থাকে যে একটু চুলে চিরুনি চালাতে? কিংবা একটা নতুন ড্রেস গায়ে জড়াতে!! বিছানায় পিঠ জড়ানোর সাথে সাথে মনে হতে থাকে হাড় গুলো সব জোড়া নিচ্ছে, কোথায় তলিয়ে যাচ্ছে দেহ, ঘুম এসে ক্লান্তির আবেশে চোখ বুঝে দেয়। স্বামী নাকম হার্ড কপিটার কথা আর কি মনে থাকে???

এরপর দিনে দিনে ইচ্ছের মৃত্যুতে বয়সের ভারে যৌবন যখন ফ্যাকাসে হতে শুরু করে, আমাদের পুরুষসঙ্গীর আর মন জুড়োয় না,প্রাণ ভরে না টাইপ অবস্থা।
এই জায়গায় এসে আপনি খাট্টা ইংরেজি সালের মা চাচীদের মতো তাদের জীবনের উদাহরণ টানতে পারেন চাইলে। তাহলে আমিও বলব, ভাই সে যুগের বাপ চাচাদের মোবাইল আসক্তি ছিল না, এত পরকীয়া আর অফিস কলিগও ছিল না।

কড়া পারফিউম মেখে আপনার বাপ চাচারা অফিসের সুন্দরী রমনীর সাথে প্রতি সপ্তাহে এক দুইবার লাঞ্চে যেতো না।
আবার আপনাদের এই ব্যাপারে কিছু বললেই চ্যাৎ করে উঠে বলে বসেন- তোমার জন্য কি আমি চাকরি বাকরি করব না?

মাওলানা তারিক জামিলের একটা বক্তব্য খুব মনে লেগেছে - জইন ফ্যামিলি সিস্টেম আমাদের স্বামী স্ত্রীদের ভেতর সম্পর্ক নষ্ট করে দেয়। আর এই কারণেই আমাদের সমাজে এত এত দাম্পত্যকলহ। এক ঘরে ১৪ জন থাকে, একজন কাজের লোকের মতো খাটে এরপর ওই লোকটাই আবার সমালোচনার স্বীকার , বিচারের সম্মুখীন। পরের বাড়ি মেয়ে বলে কথা, ছেলে পক্ষ নিলেই, ওমা জাদু জানে এই মেয়ে তাবিজ কি কারিশমা বলে কানাকানি শুরু।

আমি বলি কি, এমন তাবিজ করা আসলে সব স্ত্রীদের উচিত। অন্তত একটা হালাল সম্পর্ক মধুর তো থাকবে। তাবিজ করে পারলে জামাই নিয়ে পাতালে চলে যাওয়া উচিত। এতে করে এসব টক্সিক মার্কা ফ্যামিলি মেম্বারদের থেকে তো বাঁচা যাবে!

এক বোন জানালো- আপু সপ্তাহে একদিন আমার উনি ছুটি পায় কিন্তু ওইদিন আমার ননদ নন্নাস ৫ জনই আমাদের বাসায় চলে আসে। আমি যে একটা দিন আমার বরের সাথে কাটাব সেই সময়টাও পাইনা। উনি একা একা রুমে ফোন টিপে আর আমি রান্নাঘরে ১৫ জন মানুষের পেটের খাবারের ব্যবস্থা করি। এই বয়সে যদি আমি তাকে কাছেই না পাই তাহলে আমার চামড়া কুচকে যাওয়ার বয়সে কি তাকে প্রয়োজন হবে?

আমি জাস্ট স্পীচলেস হয়ে শুনলাম আর তার গাল বেয়ে গড়ানো চোখের পানি দেখলাম। এই পানিগুলো কখনো বৃথা যাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।

আরেকজন বলল- প্রায় দিন ফজরের নামাজের সময় আমার শাশুড়ি রুমের দরজায় এসে জোরে জোরে বাড়ি দিতে থাকে। যতক্ষণ আমরা দরজা খুলিনা। ফজরের নামাজের জন্য। বিবাহিত দম্পতির কি সব দিন ফজর পড়ার অবস্থা থাকে? উনি কি বোঝে না? নাকি ইচ্ছেকৃত করেন!

আমার একজন শিক্ষকের স্ত্রীকে জিগ্যেস করেছিলাম আপু আপনার বিয়ের ১৩/১৪ বছর পর ওয়াহিদ (ছদ্মনাম বয়স ৩) হয়েছে এর আগে ওর কোনো ভাই বোন হয়েছিল? উনার দেখলাম চোখ লাল হয়ে গেছে, এরপর বলল- তোমার স্যারকেই তো পাইনি কাছে। বিয়ের দিন রাত থেকে আমার শাশুড়ি যে তাহাজ্জুদের বাহানা দিয়ে দরজায় টোকা দিতেন সে দরজা ৩/৪ বছর আর লাগানো গেলো না। এরপর বাপের বাড়ি চলে গেলাম, আলাদা হওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করলাম তারপর ৮ বছর পর তোমার স্যারের সুবুদ্ধি হলে তিনি আমার জন্য বাসা নিলেন। আর ওয়াহিদ হয়েছে আমার শাশুড়ি নাতিকে এখনো কোলেও নেয়নি। ছোট বাচ্চাটাকে সুযোগ পেলেই মারতে থাকে। এই হিংসা কেন বলতে পারবে?

অথচ স্যার চরম ধার্মিক মানুষ। সবই জানেন সবই বোঝেন কিন্তু মা তো সব জানার উপর। তার উপর তো কথা বলা যাবে না।

আমি এর কোনো উত্তর দিতে পারিনি।
কত কত যে অভিযোগ আমাদের নতুন সংসারে ঢোকা মেয়েদের। আহ আল্লাহ সবার মনে শান্তি দিক।

একজন বলল, কয়েকটা টি শার্ট কিনেছিলাম বিয়ের আগে জামাইর সামনে পরব। কিন্তু পরার মতো পরিবেশ পাইনি। আমরা তো আর অতি আধুনিক না যে, রাস্তা ঘাটে এসব পরে ঘুরে বেড়িয়েছি। একজনের জন্য সব আয়োজন করব বলে জমা রেখেছিলাম, কিন্তু সংসার জীবন আর কল্পনা দুই মেরুর গল্প। এখানে বরটাও আমার না, ঘরটাও আমার না।

আমি ভাবছি আল্লাহ কেন বলেছেন যে, জাহান্নামের অধিকাংশ নারী হবে! অতপর উত্তর পেলাম, তাদের কেউ ননদ,কেউ শাশুড়ি, কেউ মামী, কেউ চাচী, কেউ জা, কেউ ভাবী।

এসব থেকে নিয়ত করলাম, ইনশাআল্লাহ আমার ছেলেদের ব্যাপারে আমি এমন কিছুই হতে দেব না। যে মেয়েটা আসবে সে প্রথম থেকেই নিজের বর আর নিজের ঘর দুইটাই পাবে।
এই কাজটা আমি নিজের স্বার্থেই করব, অন্তত আল্লাহর সামনে যেদিন দাঁড়াতে হবে সেদিন কারো হক নষ্টের দায় নিতে হবে না ইনশাআল্লাহ।

লেখা: Sabrina Vs Kabir

02/08/2025

নারীর ভালোবাসা ভয়ংকর রকমের সুন্দর ☺️🌺

30/07/2025

Alhamdulillah ☺️🌺

আল্লাহ যার উপর খুশি হন তাকে কন্যা সন্তান দান করেন আলহামদুলিল্লাহ আমি একজন কন্যা সন্তানের মা আল্লাহর কাছে হাজার কোটি শুকর...
30/07/2025

আল্লাহ যার উপর খুশি হন তাকে কন্যা সন্তান দান করেন
আলহামদুলিল্লাহ আমি একজন কন্যা সন্তানের মা
আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া 🥰
আপনার প্রথম সন্তান ছেলে নাকি মেয়ে ??

29/07/2025

পরপর দুটি মে'য়ে বা'চ্চা হওয়ায়"।মা পর্যন্ত মুখ ফিরিয়ে নিল। কন্যা সন্তান হলো আল্লাহ পাক রব্বুল আলামীন এর দান। আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হয়ে কন্যা সন্তান দান করেন। এটা হলো তার রহমত।

কন্যা সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাব...
24/07/2025

কন্যা সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।

একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে।শখের, পছন্দের কিছুই আর সে পাবে না।

মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে,‘না' শব্দ টা বলবেন না।হতে পারে বিয়ের পর তার সারাজীবন ‘না' শুনেই কাটাতে হবে।

মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায়,তা খেতে নিষেধ করবেব না।হতে পারে বিয়ের পর তার স্বামী, তার পছন্দের খাবার সবসময় খাওয়াতে পারবে না।

মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না। হতে পারে, বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না।

মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না।একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি।

মেয়ে সন্তানকে কখনো নিজেদের থেকে গরীব কারো কাছে বিয়ে দেবেন না।তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না।তাদের কাছে যে জীবন স্বাভাবিক, আপনার মেয়ের কাছে সেটাই হবে অনেক কঠিন।

মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেয়ার চেষ্টা করবেন।বিশ্বাস করুন,আপনার মত করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে না-ও রাখতে পারে,হয়তো সবকিছুর খেয়াল সবসময় রাখবে না।সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না।তাই যতদিন আপনার কাছে থাকে, ততদিন আপনি তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন।

কলা খেলে কি বাচ্চার ঠান্ডা লাগে?কলায় এমন কোনো উপাদান নেই, যা বাচ্চার  ঠান্ডা-সর্দি-কাশি তৈরি করবে।তবে যেসব বাবুদের এলার্...
24/07/2025

কলা খেলে কি বাচ্চার ঠান্ডা লাগে?

কলায় এমন কোনো উপাদান নেই, যা বাচ্চার ঠান্ডা-সর্দি-কাশি তৈরি করবে।

তবে যেসব বাবুদের এলার্জির সমস্যা রয়েছে, যেমন- অ্যাজমা, নাকে পানি ঝরা, একটু ঠান্ডা লাগলে হাঁচি কাশি অথবা যারা ইতিমধ্যে সর্দি-কাশি বা অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত তাদের কলা খাওয়া উচিত নয়। কারণ কলা শ্লেষ্মা বা কফের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

✅ সুস্থ স্বাভাবিক বাচ্চাদের কলা খেতে নিষেধ নেই..

মনে রাখবেন-
১. কলা খেলে সর্দি কাশি শুরু হয়
২. সর্দি কাশি থাকা অবস্থায় কলা না খাওয়া উত্তম

এ দুটি ভিন্ন কথা

আপুরা বাবুকে কোন সাবুদানা টা দাও❓ছবিতে এই স্বচ্ছ সাবু টা নাকি সাদা আটার মত টা?স্বচ্ছ টা তো সব জায়গায় পাওয়া যায়না।কারো প্...
24/07/2025

আপুরা বাবুকে কোন সাবুদানা টা দাও❓
ছবিতে এই স্বচ্ছ সাবু টা নাকি সাদা আটার মত টা?

স্বচ্ছ টা তো সব জায়গায় পাওয়া যায়না।কারো প্রয়োজন এই আমার থেকে নিতে পারো।
এটা গলেনা। বলের মত হয়ে ফুলে থাকে।এই জন্য অনেক বাচ্চারা আনন্দ করে খায় 🥰

24/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার আম্মুর আর্থনাদ😭

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabrina Vs Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabrina Vs Kabir:

Share