
20/09/2025
গ্রামের পিচঢালা পথের ধারে নানা রকম গাছপালা রোপন করে থাকে পাশের জমির মালিকেরা, অনেক ক্ষেত্রে সরকারীভাবেও গাছ লাগানো হয় বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে। এসকল গাছপালা একদিকে যেমন পথচারীদেরকে ছায়া দেয় তেমনিভাবে রাস্তায় চলাচলরত দুর্ঘটনা কবলিত যানবাহনকেও নিচের গভীর খাত থেকে রক্ষা পাওয়ার জন্য চালকেরা গাড়ি গুলিকে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে বাঁচাতে গাড়ী গুলিকে আটকে দেওয়ার চেষ্টা করেন। এজন্য রাস্তার পাশের গাছগুলো সবার জন্য উপকারী পাশাপাশি রাস্তার পাশে অনেক ফলজগাছ রোপন করা হয় সেই গাছগুলো থেকে ফল ফলাদি হলে সেই ফলগুলো যেমনিভাবে পথচারীরা খেয়ে থাকে পাশাপাশি জমির মালিকেরাও তা ভোগ করে থাকে শুধু তাই নয় ফলজ গাছের ফল পশু পাখিরা খেয়েও জীবন ধারন করে থাকে। গাছপালা একদিকে যেমন পশু পাখিদের অভয়ারণ্য বা আশ্রয়স্থল হিসাবে কাজ করে। তাই আমরা মনে করি রাস্তার দুপাশে বেশি বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান, নিজেরা উপকৃত হউন অন্নদেরও উপকৃত করুন।