22/07/2025
আমি চুপ করে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি বুকের ভেতর সবকিছু চেপে রাখার চেষ্টা করছি। এই দেশ তার নিজের মানুষদের কারণেই অভিশপ্ত। আর আমি বারবার বলে যাই, আমরা আমাদের প্রাপ্য মৃত্যুই পাচ্ছি। হোক সেটা ভবন ধসে পড়ে মারা যাওয়া, ট্রাকের নিচে চাপা পড়া, বাসে মাথা চূর্ণ হওয়া, কনস্ট্রাকশন মেশিন থেকে কংক্রিট পড়ে মৃত্যু, স্কুলের উপর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া যেটাকে বলা হয় “ট্রেইনিং ফ্লাইট”, কিংবা ত্রুটিপূর্ণ প্যারাস্যুট বা প্লেনের কারণে পাইলটদের মৃত্যু,সবই আমরা প্রাপ্য বলে মনে করি।
আমরা প্রতিদিন সবকিছু উপেক্ষা করি, কারণ সেটা আমাদের সাথে ঘটেনি। কিন্তু যখন ঘটে, আমরা কাঁদি, অনুতপ্ত হই, তারপর আবার ভুলে যাই। আমরা এই মৃত্যুরই যোগ্য, কারণ আমরা দেশটাকে এভাবে চলতে দিচ্ছি। যখন কেউ কিছু বলে না, আর যারা বলে, তারাও ক্লান্ত হয়ে যায় এই অজ্ঞতার সামনে,তখন এটা এক ধরণের অভিশপ্ত চক্রে পরিণত হয়।
তাই বসে থাকো, কেঁদে নাও, আর আশা করো কোনো মিরাকল ঘটে যাবে। ভেতর থেকে মরে যাচ্ছি এটা দেখে যে, একজন মানুষও নেই যে উঠে দাঁড়িয়ে বলে, “এবার যথেষ্ট হয়েছে, এবার বদলানোর সময়।” একজনও না।