জামিয়া টাইম'স - jamia time's

জামিয়া টাইম'স - jamia time's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়া টাইম'স - jamia time's, News & Media Website, Gendaria, Dhaka.

কে এই হাটহাজারী মাদ্রাসার নতুন মুহতামিম আল্লামা মুফতী খলীল আহমাদ কুরাইশী কাসেমী হাফি.??তিনি উম্মাহর এক অনুপম আদর্শ রাহবা...
03/06/2023

কে এই হাটহাজারী মাদ্রাসার নতুন মুহতামিম আল্লামা মুফতী খলীল আহমাদ কুরাইশী কাসেমী হাফি.??

তিনি উম্মাহর এক অনুপম আদর্শ রাহবার। উম্মাহ দরদী প্রাণপুরুষ , সাদাসিধে জীবনযাপনে একেবারে সাহাবায়ে কেরামদের নমুনা।
সালাফের গুণে গুনান্বিত একজন নির্ভরযোগ্য রুহানি উস্তায ও মুরব্বি পেয়ে আমরা সৌভাগ্যবান হলাম। আলহামদুলিল্লাহ

হযরত একই সাথে কুরাইশী নসবের শরাফত ও রুহানী ইলমের দৌলত প্রাপ্ত। কেননা, তিনি হাটহাজারী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও মুহতামিম; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হযরত থানভী র. এর সুহবতপ্রাপ্ত : শায়খূল ইসলাম আল্লামা হাবীবুল্লাহ কুরাইশী রহ এর নাতী এবং শায়খূল ইসলামের ইলম, রুহানিয়াত নুরানিয়াত ও নসবের যথাযোগ্য উত্তরসূরী।

হযরতুল উস্তাযের পিতা আল্লামা হাবীবুল্লাহ কুরাইশী রহ এর সাহেবযাদা হযরতুল আল্লাম ওমর কুরাইশী রহ. ছিলেন হাটহাজারী মাদ্রাসার সাবেক উস্তাদ।
প্রয়াত মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া আলমপুরী এবং শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ সাহেব (বারাকাল্লাহু ফী হায়াতিহিমা) সহ অনেকেই হলেন তাঁর শাগরিদ ।‌

হযরত কাফিয়া থেকে শুরু করে তাখাসসুস ফীত তাফসির সহ দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন। সাথে সাথে হিন্দুস্তানের ছাহেবে নিসবত বুযুর্গদের খেদমতে হাজির হন। তাদের নিবিড় সোহবতে সিক্ত হন। বিশেষত ফক্বীহুল উম্মত আল্লামা মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. ও আরেফ বিল্লাহ আল্লামা ছিদ্দীক আহমাদ বান্ধয়ী রহ. এবং আরেফ বিল্লাহ হাকীম মুহাম্মাদ আখতার সাহেব রহ. ছিলেন তাঁর সোহবতের কেন্দ্রস্থল।

পড়াশোনা ও সোহবতের মারহালা সমাপ্ত করে উস্তাদদের নির্দেশক্রমে হিন্দুস্তানেই খেদমতে মনোনিবেশ করেন।
সর্বশেষে তিনি ভারতের বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান; জমিয়তে উলামায়ে হিন্দের সাবেক সভাপতি :
মুফতীয়ে আযম হিন্দ আল্লামা মুফতী কেফায়াতুল্লাহ দেহলভী রহ. প্রতিষ্ঠিত ও স্মৃতি বিজড়িত
#জামিয়া আমীনিয়া দিল্লীর সদরুল মুদাররিসিন এবং প্রধান মুফতী ছিলেন এবং বুখারী শরীফের দরস দেন।
এই প্রতিষ্ঠানের প্রাক্তন উস্তাদগনের তালিকায় রয়েছে খাতামুল মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ্ কাশ্মীরী এবং শায়খূত তাফসির আল্লামা ইদরীস কান্দলবী ও প্রখ্যাত ইতিহাসবিদ কালজয়ী বহুগ্রন্থ প্রণেতা
হযরতুল আল্লাম মুহাম্মাদ মিয়া রহিমাহুমাল্লাহ সহ জগতখ্যাত আলেমরা। তাদের কেউ কেউ শুরুর দিকে জামিয়া আমিনীয়াতে তাদরীসের খেদমত আনজাম দেন। পরবর্তীতে ইলমে দ্বীনের চাঁদ ও সূর্য হিসেবে উদিত হয়ে দারুল উলুম দেওবন্দেও খেদমত আনজাম দেন।

সেখানকার তৎকালীন শায়খুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা আব্দুর রহমান সাহেব রহ. ইন্তেকালের পূর্বে বার্ধক্য ও অসুস্থতার দরুণ বুখারী শরীফ ছানীর দরস ও প্রধান মুফতির কার্যক্রম তাঁর যিম্মায় দিয়ে দেন। দেশে ফিরে আসার আগ পর্যন্ত তিনি সেখানকার সদরুল মুদাররিসিন এবং শায়খুল হাদীস ও প্রধান মুফতীর যিম্মাদারী আঞ্জাম দেন।

এ সময়ে হযরতুল উস্তায হিন্দুস্তানের অনেক মাদ্রাসার সারপুরস্ত বা পৃষ্ঠপোষক এবং উপদেষ্টা হিসেবে খেদমত আনজাম দিন।

হিন্দুস্তানের এই তাদরীসি যিন্দেগীতে ইন্ডিয়া ফিকহ একাডেমীর 'ফিকহী সেমিনারে একজন বাহিস ও নাক্বেদ ( গবেষক ও আলোচক ) এর হাইসিয়াতে হযরত কে আমন্ত্রণ জানানো হতো।
হযরত ও সবিস্তারে বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করতেন।
অনেক সময় এমন হত যে, পুরো মজলিসের মত বা 'রুজহান' এক দিকে আর হযরতুল উস্তাযের রুজহান ও ফতওয়া দালায়েলের আলোকে অন্যদের মতের বিপরীতে হয়ে যেতো। কিন্তু পরিশেষে পর্যালোচনা করে হযরতের রায়ের উপরেই সিদ্ধান্ত নেওয়া হতো।

এ সব কিছু ছাড়িয়ে হযরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তাঁর নিরহংকার বিনম্র সরল অথচ সুস্থির অকৃত্রিম গম্ভীর ব্যক্তিত্যই অন্যের জন্য আত্মশুদ্ধির বড় সবক। নিভৃতি নির্জনতাই তাঁর যেনো ফিতরত।

দীর্ঘকাল হিন্দুস্তানে থাকা ও তাঁর নির্জনপ্রিয় ব্যক্তিত্যের কারণেই এতকাল আমরা বাংলাদেশীরা তাকে জানতে পারিনি। তাঁর ইলমী ও রুহানি ফুয়ুয থেকে বঞ্চিত থেকেছি।

আজ থেকে প্রায় একযুগ পূর্বে হযরতকে দারুল উলুম হাটহাজারীর জন্য আল্লামা শাহ্ আহমদ শফী রহঃ কর্তৃক ঢাকা হয়েছিলো। তিনিও ঢাকে সাড়া দিয়ে দেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু একটি ষড়যন্ত্রের মাধ্যমে দারুল উলুম হাটহাজারীতে তাঁর প্রবেশ রুদ্ধ করা হয়।যেহেতু তিনিও নিভৃতচারী সরল মানুষ। কোনো ষড়যন্ত্রে নিজেকে জড়াতে চাননি। তাই অবস্থা বুঝে নিজ থেকে কেটে পড়েছিলেন। আফসোস, সেই রেহলায় ইলম ও রুহানিয়াতের এই যাত্রা শুরু আর হলো না।

তবে সাথে সাথে বাংলাদেশ ও হাটহাজারী মাদ্রাসার প্রথম শায়খুল হাদীস ও শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ এর ছাত্র হযরত আল্লামা সাঈদ আহমদ সন্দীপী রহ এর প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম চারিয়া এই রত্নকে মুহাদ্দিস হিসেবে নিজেদের করে নেয়।
তিনিও অত্যন্ত সুনামের সাথে চারিয়া মাদরাসায় দরস তদরীস চালিয়ে যান। শেষ পর্যন্ত চারিয়া মাদ্রাসায় শায়খুল হাদীস হিসেবে নিযুক্ত থাকেন।
পরবর্তীতে হাটহাজারী হযরতের ইন্তেকালের পরে মুফতি আযম আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী রহ. এর ইচ্ছা ও প্রচেষ্টায় তিনি হাটহাজারী মাদ্রাসায় যুক্ত হন।

হযরত মুফতী আব্দুস সালাম চাটগামী সাহেব রহ. তাকে পূর্ব থেকেই চিনতেন এবং তার ইলমী প্রাজ্ঞতা ও অবদান সম্পর্কে সবিস্তারে ওয়াকিফ ছিলেন।
এই জানাশোনার পেছনে অবশ্য প্রধান ভূমিকা ছিল জামিয়া আমীনিয়া দিল্লীর তৎকালীন প্রধান মুফতী আল্লামা মুফতী আব্দুর রহমান সাহেব রহ.

কেননা তিনি বানূরী টাউনে মুফতী আব্দুস সালাম চাটগামী সাহেব রহ. এর সাথী ছিলেন। তিনিই তাকে বাংলাদেশী এই ইলমী ও রুহানি ব্যক্তিত্যের বিষয়ে বিশেষভাবে অবগত করেছিলেন
মৃত্যুর পূর্বে মুফতি আবদুস সালাম চাটগামী রহ.
বলেছিলেন,এই মাওলানা খলিল আহমেদকে তোমরা মূল্যায়ন কর।
চাটগামী রহ. পুত্র ইসমাইল সাহেবকে একদিন বলেন,
ইসমাইল তুমি এ-ই মুফতি খলিল সাহেব থেকে ইস্তিফাদা (জ্ঞান চর্চা) করিও। আমি আর কদিন বেঁচে থাকি ঠিক নাই "
আজ তিনিই হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আলহামদুলিল্লাহ ❤️❤️❤️

আমাদের দুআ ও প্রত্যাশা হল,
এই সিদ্ধান্তের কারণে হাটহাজারী মাদ্রাসার তালিমী কাঠামো আরও সুসংহত হবে এবং তালিবুল ইলম হযরতের ইলমী ও রুহানি ফুয়ুয থেকে আরও বেশি উপকৃত হওয়ার সুযোগ পাবে। ইনশাআল্লাহ।

মহান আল্লাহ তায়ালা আমাদের উপর হযরতের ছায়া দীর্ঘমেয়াদি করুন, আমীন

হোসাইন আহমদ জাবের
সংকলক;তাকরীরে মুসলিম শরহে সহীহ মুসলিম

আলহামদুলিল্লাহ,দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম হিসেবে মনোনীত হলেন জামেয়ার প্রতিষ্ঠাতা আল...
03/06/2023

আলহামদুলিল্লাহ,

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম হিসেবে মনোনীত হলেন জামেয়ার প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রঃ এর নাতি আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী হাফিযাহুল্লাহ।

নায়েবে মুহতামিম মনোনীত হয়েছেন আল্লামা শোয়াইব জমিরি সাহেব হাফিযাহুল্লাহ।

আল্লাহ উভয় হজরতকে সুস্থতার সাথে,ইখলাসের সাথে উম্মুল মাদারিসকে এগিয়ে নেওয়ার তাওফিক দান করুন।

আল্লামা শাহ ইয়াহ ইয়া সাহেবের জানাযায় যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য গাড়ি পার্কিং নির্দেশনা:* মাদরাসার পশ্চ...
03/06/2023

আল্লামা শাহ ইয়াহ ইয়া সাহেবের জানাযায় যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য গাড়ি পার্কিং নির্দেশনা:
* মাদরাসার পশ্চিমে আবাসিক ভবন এলাকার মাঠে ‌
* রেলস্টেশন সংলগ্ন খালি জায়গায়।
* হাটহাজারী কলেজ মাঠ।

আল্লামা শাহ ইয়াহ ইয়া সাহেবের ইন্তেকাল। হযরতের কফিন এখন হাটহাজারী মাদ্রাসায়। হযরত কে এক নজর দেখার জন্য ছাত্রদের দীর্ঘ ...
03/06/2023

আল্লামা শাহ ইয়াহ ইয়া সাহেবের ইন্তেকাল।

হযরতের কফিন এখন হাটহাজারী মাদ্রাসায়। হযরত কে এক নজর দেখার জন্য ছাত্রদের দীর্ঘ লাইন।

জানাযা বাদ মাগরিব জামিয়ার মাঠে অনুষ্ঠিত হবে।

03/06/2023

এক নজরে আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া রহ.
☞ জন্ম : ১৫ জুন, ১৯৪৭ ঈ.
☞ মৃত্যু : ৩ জুন, ২০২৩ ঈ.
☞ প্রাথমিক-দাওরা পর্যন্ত পড়াশোনা : হাটহাজারী মাদরাসা।
☞ ১৯৭৩ সালে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।

☞ হযরতের উল্লেখযোগ্য উস্তাদবৃন্দ :

মুফতী আজম ফয়জুল্লাহ রহ., শায়খুল হাদীস আল্লামা আব্দুল আজীজ রহ., আল্লামা আব্দুল কাইয়ুম রহ., মুফতী আহমদুল্লাহ রহ., মাওলানা হামেদ রহ., আল্লামা নাদেরুজ্জাম রহ., মাওলানা ইব্রাহীম আলমপুরী রহ. ও শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. প্রমুখ।

☞ ১৯৭৩ ইংরেজীতে শিক্ষাজীবন সমাপ্ত করে হাটহাজারীর অন্তর্গত গড়দুয়ারা মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

☞ গড়দুয়ারা মাদরাসায় ১০ বছর শিক্ষকতা করেন।

☞ ৩ বছর মাদার্শা মাদরাসায় শিক্ষকতা করেন।

☞ ৬ বছর ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদরাসায় শিক্ষকতা করেন।

☞ ১৯৯১ ইংরেজিতে হাটহাজারী মাদরাসায় নিয়োগপ্রাপ্ত হন।

☞ ২০ সেপ্টেম্বর ২০২০ ঈ. হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে আল্লামা ইয়াহিয়াকে ৩ সদস্য বিশিষ্ট মজলিসে ইদারি (মাদরাসা পরিচালনা কমিটির) এর সদস্য নির্বাচিত করা হয়।

☞ ৮ সেপ্টেম্বর, ২০২১ ঈ. মজলিসে শুরার সর্বসম্মতিক্রমে আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া সাহেবকে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

☞ খলীফা, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ.

☞ চেয়ারম্যান, নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ।

☞ সভাপতি, আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ।

☞ সভাপতি, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

☞ সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
☞ সিনিয়র নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ।

☞ লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ৩রা জুন রাত ১টার দিকে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ...।

☞ আজ (৩ জুন, শনিবার) বাদ মাগরিব হাটহাজারী মাদরাসার মাঠে হযরতের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং জামিয়ার কবরস্থানে হযরতকে দাফন করা হবে।
আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং পরিবার-পরিজন, ছাত্র, ভক্তবৃন্দের ধৈর্যধারণ করার তাওফিক দান করুন আমিন!

হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ ইয়াহ ইয়া সাহেবের ইন্তেকাল। জানাযা নামাজ শনিবার বাদ মাগরিব জামিয়ার মাঠে অনুষ্...
03/06/2023

হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ ইয়াহ ইয়া সাহেবের ইন্তেকাল।

জানাযা নামাজ শনিবার বাদ মাগরিব জামিয়ার মাঠে অনুষ্ঠিত হবে।

শফিক মঞ্জিলের নিচে রাখা হবে হুজুরের মরদেহ সাধারণ মানুষের দেখার জন্য।

জামিয়ার মাকবারায় পুরাতন মসজিদের মেহরাবের সামনে হবে হুজুরের কবর।

রহিমাহুল্লাহু রহমাতান ওয়াসিয়া!

02/06/2023

ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১.৩০ মিনিটে ইন্তেকাল করেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইয়াহ ইয়া সাহেব।

আল্লাহ হযরতের খেদমত কে কবুল করে নেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন।

02/06/2023

হাটহাজারী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ইয়াহ ইয়া সাহেব ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার কেরাত বিভাগে ভর্তি চলছে... #ভর্তি_তথ্য_jt
30/04/2023

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার কেরাত বিভাগে ভর্তি চলছে...

#ভর্তি_তথ্য_jt

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ এর ইফতা বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা:
30/04/2023

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ এর ইফতা বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা:

29/04/2023

জামিয়া ফরিদাবাদের মেশকাত-দাওরার কোটা প্রায় শেষের দিকে। যে কোনো সময় মেশকাত-দাওরার ভর্তি বন্ধ করে দেওয়ার ঘোষণা আসতে পারে।

আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।

দারুল উলুম দেওবন্দ মাদরাসার ভর্তি পরীক্ষার দৃশ্য:
29/04/2023

দারুল উলুম দেওবন্দ মাদরাসার ভর্তি পরীক্ষার দৃশ্য:

Address

Gendaria
Dhaka
1210

Telephone

+8801997853595

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া টাইম'স - jamia time's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জামিয়া টাইম'স - jamia time's:

Share