G-our family -H

  • Home
  • G-our family -H

G-our family -H Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from G-our family -H, Digital creator, .

16/12/2024

সিস্টেম আগেরটাই, চলার পথও আগেরটাই, শুধু নাম পরিবর্তন।

ইতিহাস থেকে যে শিক্ষা নেয় না, তার জন্য ভয়ঙ্কর সময় অপেক্ষা করে ✍️

02/12/2024

ধনসম্পদের কি মূল্য হতে পারে? যদি তা পুণ্যের কাজে ব্যয় না হয়।
আর বিজয়েরই বা কি মূল্য থাকতে পারে? যদি তা উত্তম চরিত্র দ্বারা অর্জিত না হয়।
আর সেই দুনিয়ারই কি মূল্য? যদি তা দেখে মুখ মলিন করতে হয়।

দেশের মানুষের নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাড়িয়েছে। এ জন্যই বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আর আমরা পেয়েছি চোরের খ...
25/04/2024

দেশের মানুষের নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে দাড়িয়েছে।
এ জন্যই বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আর আমরা পেয়েছি চোরের খনি!!

16/04/2024

পৃথিবীটা খুব জটিল জায়গা। চারিদিকে মিথ্যের চাদর বিছানো। সত্যটাকে খুঁজে নেয়া খুব কষ্টকর।

সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, জয়-পরাজয়, আশা-ভালবাসা নিয়ে মানব জীবন। মানব জীবনকে ধন্য করতে সত্য ও সুন্দরের পক্ষে অবস্হান করাই শ্রেয়। আমার অবস্হানও তাই।

কিন্তু এই দুঃখ ভারাক্রান্ত পৃথিবীতে সত্যিকার বন্ধু খুঁজে পাওয়া খুবই দুস্কর। উপলব্ধি করার মত মন আর অনুভব করার মত উদার হ্নদয় ক'জনের আছে।

বন্ধুত্ব কথাটা খুব ছোট হলেও গভীরতা আকাশ সমান বিশাল। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমরা একা নই। চলার পথে বন্ধুর রাস্তাগুলো বন্ধু ছাড়া চলা প্রায় অসম্ভব।

আর বন্ধুহীনা জীবনটা কেমন তা সেই বুঝতে পারে।

মানবজীবনটা খুবই ক্ষণস্থায়ী। একটি সুন্দর, স্নিগ্ধ, নির্মল সম্পর্ক গড়ে তোলা খুবই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ আর এটা ভেঙ্গে ফেলা ক্ষণিকেই যথেষ্ট।

কথায় আছে না বিপদে বন্ধুর পরিচয়। সবার জীবনে ভাল বন্ধু মেলে না, তৈরী করে নিতে হয়। তাই শুধু বন্ধু হলেই হবে না, তাকে প্রকৃত বন্ধু হতে হবে।

প্রকৃত বন্ধুত্ব কখনো হারায় না, বেঁচে থাকে হৃদয়ে >

30/03/2024

"বেঁচে থাকতে আর উন্নত পার্থিব জীবন লাভ করতে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি। আমরা সবাই দুনিয়ায় এসেছি সময়মতো মারা যেতে এবং গোটা জীবনজুড়ে সফল সুন্দর একটি 'মৃত্যু' অর্জনের সাধনা করতে। যাতে আমরা আল্লাহকে রাজি খুশি করে অনন্ত সুখের চিরস্থায়ী পরকালীন জীবন লাভ করতে পারি।"

25/03/2024

মুসলমানদের ঈমানের পাওয়ায়



ছাগল দিয়ে হালচাষের চিন্তা করলে যা হয় আরকি,তা না হলে এই ছাগল দের মন্ত্রী হওয়ার সামান্য তম যোগ্যতা আছে বলে আমার মনে হয়না।
07/03/2024

ছাগল দিয়ে হালচাষের চিন্তা করলে যা হয় আরকি,
তা না হলে এই ছাগল দের মন্ত্রী হওয়ার সামান্য তম যোগ্যতা আছে বলে আমার মনে হয়না।

05/03/2024

হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন ইনশাআল্লাহ!

12/02/2024

খৃষ্টান ধর্মালম্বীরা যে ভাবে মাটি দেয়

কারো মৃত্যু সংবাদ শুনলে চোখ দুটো বন্ধ করে এক মিনিট নিজের কথা ভাবুন। নিজেকে কল্পনা করুন সেই মৃত ব্যক্তির জায়গায়। কী ভয়ংকর...
31/01/2024

কারো মৃত্যু সংবাদ শুনলে চোখ দুটো বন্ধ করে এক মিনিট নিজের কথা ভাবুন। নিজেকে কল্পনা করুন সেই মৃত ব্যক্তির জায়গায়। কী ভয়ংকর একটা দৃশ্য, তাই না?
হ্যাঁ, এটা এমন এক ভয়ংকর বাস্তবতা যা অপেক্ষা করে আছে আমাদের সকলের জন্যে...!

16/01/2024

মন খুলে হাসতে পারেন ❤️

Address


Telephone

+8801751667819

Website

Alerts

Be the first to know and let us send you an email when G-our family -H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share