21/01/2025
একটা বড় দীর্ঘনিঃশ্বাস!
'অভ্যাসে' পরিনত হয়ে যাওয়া মানুষটার বিদায়! যাকে দেখে শান্তি লাগতো সেই মানুষটা কেই আর দেখা হবেনা!মানুষটার সাথে নিয়ম কইরা আর কথা হবে না। অভিমান করা হবে না, ভালোবাসি বলা হবে না। শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখ টাই সেখানে আর থাকবে না !❤️