18/05/2024
উপমহাদেশে একটা মজার প্যাটার্ন আছে।
এইখানে ফ্লারিশ করতে চাইলে আপনি ছোটভাই, বড়ভাই, ওইভাই, হ্লারভাই তথা যে ভাই বা বোন হন না কেন, আপনাকে আগে একটা কাল্ট বিল্ড আপ করতে হবে। এইটার জন্য লাগবে চেহারা। ফর্সা হইলে বেস্ট। আর লাগবে কনভিন্সিংলি কথা বলার স্কিল। উচ্চমার্গীয় না, পাবলিক খায় এই রকম আরকি। তারপর দেখবেন আসল মজা। আপনি যত বড় অপকর্ম করে আসেন একদল মানুষ আপনার পাশে সবসময় দাঁড়ায়ে যাবে। ইনফ্যাক্ট এইসব মানুষ যত বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তাদের জন্য তত বেশি লাভ। কাল্ট আরো বড় হয়। শুধু একবার কাল্ট বানাইতে পারলেই কেল্লা ফতে। বাকি জিন্দেগিতে শুধু মজাই মজা। বাংলাদেশে ফ্যান ফলোয়ার শব্দটাতেই ব্যাপক ঝামেলা আছে। বাঙালি যখন নিজেকে কারো ফ্যান দাবি করে সাথে সাথে নিজের বিবেককে,চিন্তার ক্ষমতাকে,নিরপেক্ষতাকে জবাই করে।সোজা বাংলায় নিজের মাথা বর্গা দেয়। আগেকার দিনে সম্পদশালীরা টাকা দিয়ে গোলাম/দাস কিনতেন।যাদেরকে রাজা নিজের মতো করে পরিচালিত করতেন।সময়ের পরিবর্তন অনলাইনে এদেরকে বিনামূল্যে পাবেন।এরা বিনামূল্যে বেহায়ার মতো পা চাটতে চাটতে জিবার চামড়া ক্ষয় করে ফেলবে।