Saiyara's Deen Corner

Saiyara's Deen Corner সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।
(2)

03/10/2025

বাংলাদেশের জাতীয় খাবার কী?

02/10/2025

একটি থ্রি-পিস স্যুট যা আপনার স্টাইলের গেমকে পরবর্তী স্তরে নিয়ে যাবে 🔥। এই স্যুটটি আপনাকে দিবে এক চমৎকার এবং পেশাদারী লুক 👔👌। সবার নজর আপনার উপরই থাকবে! 😍

ভাইরাল কেক বিক্রেটা কট!!!!বাঙালি যেটা নিয়ে লাগে সেটার শেষ দেখেই ছাড়ে।মানি সে কেন দিনে ৬০/৭০ টা  কেক বেঁচে উঠে পরে লাগছে।...
28/09/2025

ভাইরাল কেক বিক্রেটা কট!!!!

বাঙালি যেটা নিয়ে লাগে সেটার শেষ দেখেই ছাড়ে।

মানি সে কেন দিনে ৬০/৭০ টা কেক বেঁচে উঠে পরে লাগছে।এখন কথা হইলো সে যদি বেচঁতে পারে বেচুক।চুরি ডাকাতি করে নি।শেষমেশ তারে বাসায় নিয়ে গিয়ে প্রমান দিতে হইলো।
আর কিছু ব্যাকাস এর কথা না বললে না মানি তাদের কথা অনুযায়ী আমি পারি না ১০ টা কেক বানাইতে সে কেমনে ৭০টা কেক বানাই ডেইলি।
ভাই এখন কথা হইলো আমি যেটা পারবো সেটা আপনি
পারবেন বা পারতেই হবে এটা কোথায় লিখা আছে।
বাহ বাহ দেন সে নতুন কিছু করতেছে।

আর কিছু ব্লগার, ইউটিউবার মানি এই জিনিসটা এমন অবস্থা করছে যে মানুষরে বিরক্ত বানাই ফেলছে।

যাক কথা হইলো যে হালাল ভাবে ব্যবসা করে তারে নিচে ফেলানোর হ্মমতা এক আল্লাহর ছাড়া কারোর নাই❤️

ঘটনা কিন্তু আসলে কেক বানানো নিয়ে না! ঘটনা অন্য জায়গায়, ঘটনা হচ্ছে কেন সে চল্লিশটা কেক একদিনে বিক্রি করতে পারে! একেকটা...
28/09/2025

ঘটনা কিন্তু আসলে কেক বানানো নিয়ে না! ঘটনা অন্য জায়গায়, ঘটনা হচ্ছে কেন সে চল্লিশটা কেক একদিনে বিক্রি করতে পারে! একেকটা কেক আট পিস, ১ টা কেকের দাম হচ্ছে ৮০০ টাকা, তাহলে চল্লিশটা থেকে একদিনে কত টাকা পাওয়া যাবে, তার কত লাভ হয়ে যাচ্ছে আর এই লাভের জন্যই এত গবেষণা!

তার কেন এত লাভ হয়ে যাচ্ছে এটা বাকি যারা কেক বানায় তাদের এটা সহ্য হচ্ছে না!

এই কেক বানানো baker-রাও কিন্তু হয়তো ভালো কেক বানায়, খুবই ভালো কেক বানায় কিন্তু জানে না কি করে বাজিমাত করতে হয়!
এদের রাগ একটাই যে আমাদের মাথায় এতদিন ধরে idea আসলো না কেন??!! আমরা তো এতদিন ধরে কেক বানানোর পরেও এত বড় ব্যবসা করতে পারলাম না!

এই যে ওরা করে ফেললে, আরও বড় কথা হচ্ছে স্বামী তার বউকে এত প্রশংসা করে, স্বামী তার বউকে এভাবে এগিয়ে নিচ্ছে,ওদের হাসবেন্ড ওদেরকে একটু হেল্প করে না।

এই এত সব হিংসা তো মোটামুটি এই ভদ্রলোকের পেছনে লাগার কারণ হলো প্রথমত উনি দিনে অনেক টাকা earn করে ফেলছেন,
দ্বিতীয়ত উনি যদি পারে আমরাও পারতাম, কিন্তু আমাদের মাথায় তো আইডি আসলো না
তৃতীয়ত একজন মানুষের এত সাফল্য এটা তো সহ্য করা যাবে না

তাই সবাই ঝাঁপিয়ে পড়লেন ভদ্রলোকের উপরে আর ভদ্রলোকের বউ এর উপরে!
বানানো সম্ভব কি অসম্ভব, তা তো আপনারা চোখের সামনেই দেখছেন! তাহলে কেন বারবার প্রশ্ন—কেমন করে বানান, কীভাবে বানান! একটু ভালো করলেই পা ধরে টেনে নিচে নামাবে! এই দেশের লোকেরা এতটাই অলস যে কেউ যদি এত পরিশ্রম করে কিছু বানায়, সেটাও মানতে নারাজ। চোখের সামনে প্রমাণ দেখার পরেও!

©

সুলতান আল্প আরসালান এর জন্মভুমি
23/09/2025

সুলতান আল্প আরসালান এর জন্মভুমি

আপনার ঠোঁটে কোনটি লেগে থাকে!?
22/09/2025

আপনার ঠোঁটে কোনটি লেগে থাকে!?

Premium Jamdani Saree Combo✨💌 ভালোবাসা শব্দে নয়, প্রকাশ পাক উপহারে 💌✨প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য আসুক একটি ভিন্ন আয়...
22/09/2025

Premium Jamdani Saree Combo

✨💌 ভালোবাসা শব্দে নয়, প্রকাশ পাক উপহারে 💌✨

প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য আসুক একটি ভিন্ন আয়োজন।

বিশেষ মুহূর্তে বিশেষ মানুষকে দিন প্রিমিয়াম জামদানি শাড়ির কম্বো সেট
যেখানে প্রতিটি আইটেম বেছে নেওয়া হয়েছে যত্ন আর ভালোবাসার ছোঁয়ায়। 💕

উম্মাহ!😅
21/09/2025

উম্মাহ!😅

20/09/2025
🌟 প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সফট সিল্ক 🌟✨ ডিজিটাল প্রিন্ট✨ রং কশ উঠবে না✨ কাপড়ের থিকনেস: ১২০ GSM✨ ওজন: ৩৬০ গ্রাম🧵 সাইজ:লং:...
18/09/2025

🌟 প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সফট সিল্ক 🌟

✨ ডিজিটাল প্রিন্ট
✨ রং কশ উঠবে না
✨ কাপড়ের থিকনেস: ১২০ GSM
✨ ওজন: ৩৬০ গ্রাম

🧵 সাইজ:

লং: ৪৩

বডি সাইজ: ৩৮, ৪২, ৪৬

প্লাজু লং: ৩৮

ওড়না লং: ৮০ ইঞ্চি

🔥 অর্ডার করতে ইনবক্স করুন!

✨🌸 নতুন কালেকশন অ্যালার্ট 🌸✨🧵 Zam Zam Lawn – সুপার হিট ডিজাইন🔥 Ready for Delivery | Limited Quantity Only!💖 ইউনিক প্রিন্...
15/09/2025

✨🌸 নতুন কালেকশন অ্যালার্ট 🌸✨

🧵 Zam Zam Lawn – সুপার হিট ডিজাইন
🔥 Ready for Delivery | Limited Quantity Only!

💖 ইউনিক প্রিন্ট, ট্রেন্ডি কালার কম্বিনেশন আর কমফোর্টেবল ফ্যাব্রিক – সবকিছু একসাথে!
👉 এখনই অর্ডার দিন, না হলে মিস করবেন এই হট কালেকশন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiyara's Deen Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category