Raaisa

Raaisa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raaisa, Digital creator, Dhaka.

বর্ষা আপিকে দেখে শিক্ষা নিতে পারেন। এত কিছর পরও এত কনফিডেন্স!! এবার তো নাইকা হয়ে বের হইছে।
25/07/2025

বর্ষা আপিকে দেখে শিক্ষা নিতে পারেন। এত কিছর পরও এত কনফিডেন্স!! এবার তো নাইকা হয়ে বের হইছে।

আহারে যে বাচ্চা গুলো মারা গেছে এসব বাচ্চার  মায়েরা যতদিন বেচে থাকবে তাদের আদরের   সন্তানের এই নির্মম মৃত্যু শোক হয়তো তাদ...
24/07/2025

আহারে যে বাচ্চা গুলো মারা গেছে এসব বাচ্চার মায়েরা যতদিন বেচে থাকবে তাদের আদরের সন্তানের এই নির্মম মৃত্যু শোক হয়তো তাদের প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাবে। একেকজন মা হয়তো জিন্দা লাশের মত বেচে থাকবে।
সোনার টুকরা সন্তান তাদের। আহারে সোনারা। কোথায় তারা। মায়েদের কান্নায় আকাশ বাতাস ও যেন কাদছে। ফুলের মত ছোট ছোট সোনামনিদের এই অবস্থা দেখে আমরাই ঠিক থাকতে পারতেছিনা সেখানে তাদের মা বাবাদের কথা একবার ভাবুন। আল্লাহ তুমি এই মায়েদের অন্তরে শান্তি স্থাপন করে দাও, ধৈর্য দাও। সবাই আমিন বলি।

অনেক আল্লাহর কাছ থেক চাওয়া সন্তান আমার। আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতোনা। ৮-৯ বছর ধরে ছেলে মেয়ে হয়নি। অনেক কষ্ট করে...
24/07/2025

অনেক আল্লাহর কাছ থেক চাওয়া সন্তান আমার। আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতোনা। ৮-৯ বছর ধরে ছেলে মেয়ে হয়নি। অনেক কষ্ট করেছি আমি, অনেক কথা শুনেছি মানুষের। মানুষ আমাকে যা খেতে বলেছে আমি তাই খেয়েছি। তারপর ও আমার ছেলে মেয়ে হতোনা। তারপর আমি নামাজ, রোজা, কোরআন শরীফ পড়তে শুরু করি। আর আল্লাহ্ কে ডাকি আল্লাহ্, তুমি আমাকে কালো কু''ৎ''সি''ত একটা সন্তান দাও, তবুও তুমি আমাকে একটা সন্তান দাও। যে আমাকে "মা" বলে ডাকবে। ডাক্তার, কবিরাজ দেখাতে দেখাতে তখন আমার রাইসা মনি। আমার পেটে আসে। তখন থেকে আমার জীবনটা বদলে যায়। লিফটে উঠবে তখন ও রাইসা আমার দিকে ঘুরে ঘুরে ২-৩ বার তাকাচ্ছিলো। আমার এখনো ওই তাকানো চোখের সামনে ভাসছে!!!
রাইসা মনির মায়ের কথা গুলো শুনে কেমন জানি চাঁপা আ"র্ত"না"দ হচ্ছে বুকের ভিতর। একটা মা যার বাচ্চা হতোনা। কতো কষ্ট করে ৯ বছর পর একটা বাচ্চা হলো। সেই বাচ্চাটাকে আবার ৮ বছর বয়সে ওপারে চলে যেতে হলো।
এতো কম সময় নিয়ে কেনো এসেছিলে রাইসা!!! মায়ের কাছে আরো কয়টা দিন, মাস, বছর কেনো থেকে গেলেনা?

22/07/2025

ছাত্ররা ৬ টা দাবি জানিয়েছে সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও তারা এমন করতেছে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে।

22/07/2025

মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি বিমান দুর্ঘটনা।

21/07/2025
21/07/2025
21/07/2025
13/07/2025

‎কেউ অপমান করলে তাৎক্ষণিক কি করবেন।

‎প্রথমত আপনি কোন রিয়াকশন দেখাবেন না।
শান্ত থাকুন। আপনি কোন প্রতিক্রিয়া দেখালেই সে জিতে যাবে। সে চাইছেই আপনি তার কথায় ক্ষুব্ধ হন। শান্ত ভাবে তার কথার প্রেক্ষিতে উপযুক্ত জবাব দিন। তবে রেগে জাবেন না। সে যখন বুঝবে যে তার কথায় আপনার কিচ্ছু যায় আসে না। তখন সে নিজেই আর এ কাজ করবে না।

12/07/2025

যদি কেউ তোমাকে একবার অপমান করে তবে মনে রেখ, সুযোগ পেলে সে তোমাকে আবারও অপমান করার চেষ্টা করবে।

30/06/2025

ভুড়ুম ভাড়ুম ঝগড়া করার পর যখন মনে হয় পাশের বাসার কেউ শুনলো না তো!

07/06/2025

কোরবানির পশু জবাই করা দেখলে আমার এত খারাপ লাগে কেন😥 আমার মনে হয় এমন কিছু কি আবিস্কার হয় নি যেভাবে করে জবাই করলে পশুর কষ্ট হবে না😭😭😭

Send a message to learn more

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raaisa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raaisa:

Share