
25/06/2025
জীবনে যা ই করেন, কখনো কারো কস্টের কারণ হইয়েন না, পারলে তার দুঃখের সঙ্গী হইয়েন, আপনার দুঃখে পাশে থাকা মানুষটা আপনার জীবনেরই একটা অংশ,প্রকৃত বন্ধু। যে মানুষটা অন্যের দুঃখে, কস্টে ব্যথিত হয়, গভীর ভাবে অনুভব করে, সে আপনার জীবনের আলো। এতটুকু তো ছোট জীবন।
এমন ও তো হতে পারে সে মরার আগে একবার সুযোগ ও পাইলেন না ক্ষমা চাওয়ার.....!!!