MrShifat

MrShifat সবার ভালোবাসায় এগিয়ে যেতে চাই…
(1)

27/09/2025

সার্বিয়ায় ১ লক্ষ টাকা ইনকাম করে ৬০ হাজার টাকা দেশে পাঠাতে পারলে, কেন পালায়ে অন্য দেশে গিয়ে অবৈধ হবেন ? সার্বিয়া যারা যেতে ইচ্ছুক মনোযোগ দিয়ে শুনুন ।

26/09/2025

সূরা আন-নাসর আমাদের শেখায় যে, বিজয় ও সাফল্যের সময় অহংকার নয়, বরং আল্লাহর প্রশংসা, শুকরিয়া ও ক্ষমা প্রার্থনা করতে হবে। নবীজীর জীবনের শেষ অধ্যায়ে এই সূরা নাজিল হয়ে মুসলিম উম্মাহকে চিরন্তন এক শিক্ষা দিয়ে গেছে।

সূরা আন-নাসর (النصر) – এর বিষয়ে বিস্তারিত

সূরা পরিচিতি
• সূরা নম্বর: ১১০
• আয়াত সংখ্যা: ৩
• নাজিল হয়েছে: মদীনায়
• এটি কোরআনের অন্যতম শেষ দিকের সূরাগুলোর একটি।



কখন ও কোন পরিস্থিতিতে নাজিল হয়

সূরা আন-নাসর রাসূলুল্লাহ ﷺ -এর জীবনের শেষ দিকে নাজিল হয়। হাদীস ও তাফসীর অনুযায়ী:
• এটি রাসূল ﷺ -এর জীবনের শেষ সূরাগুলির একটি এবং এক ধরনের “বিদায়ী বার্তা” ছিল।
• মক্কা বিজয় ও ইসলামের ব্যাপক প্রসারের পর যখন আরবের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে, তখন আল্লাহ এই সূরা নাজিল করেন।
• মূলত এটি রাসূল ﷺ-এর দায়িত্ব সম্পূর্ণ হওয়ার ঘোষণা ছিল, যা ইঙ্গিত করেছিল তাঁর ইন্তেকালের নিকটবর্তী হওয়ার দিকে।



সূরার শিক্ষা ও উপকারিতা

মূল শিক্ষা:
1. আল্লাহর সাহায্য ও বিজয় নিশ্চিত: যদি কেউ আল্লাহর পথে সংগ্রাম করে, শেষ পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য করেন।
2. বিজয়ের সময় কৃতজ্ঞতা: মুসলমানরা যখন বিজয় পাবে, তখন গর্ব না করে আল্লাহর প্রশংসা, শুকরিয়া ও ইস্তিগফার করতে হবে।
3. দুনিয়ার সবকিছু সাময়িক: নবীজীর মিশন পূর্ণ হওয়ার পর সূরা ইঙ্গিত দেয়, তাঁর দায়িত্ব শেষ হয়েছে এবং তিনি শীঘ্রই আল্লাহর কাছে ফিরে যাবেন।
4. তাওবা ও ইস্তিগফারের গুরুত্ব: জীবনের প্রতিটি সাফল্য ও বিজয়ের পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা জরুরি।

কোন সাহাবীকে “তাফসীরুল কুরআন” বলা হয়?

👉 তিনি হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা)।



কেন তাঁকে এ উপাধি দেওয়া হয়েছে?
1. নবীজীর বিশেষ দোয়া পেয়েছিলেন
• রাসূলুল্লাহ ﷺ ইবনে আব্বাস (রাঃ)-এর জন্য দোয়া করেছিলেন:
“হে আল্লাহ! তাঁকে দ্বীনের গভীর জ্ঞান দাও এবং কুরআনের ব্যাখ্যা (তাফসীর) শেখাও।”
• এই দোয়ার বরকতে তিনি কুরআনের গভীরতম ব্যাখ্যাকারী হয়ে ওঠেন।
2. কোরআনের গভীর জ্ঞান
• তিনি ছিলেন নবীজীর চাচাতো ভাই এবং ছোটবেলা থেকেই নবীজীর সান্নিধ্যে ছিলেন।
• কুরআনের নাজিল হওয়ার সময়, এর প্রেক্ষাপট, শব্দের অর্থ, ব্যাকরণ সব কিছু তিনি মনোযোগ দিয়ে শিখেছিলেন।
3. তাফসীরের প্রথম ও প্রধান আলিম
• সাহাবী ও তাবেয়ীগণ কুরআনের ব্যাখ্যার জন্য তাঁর কাছে আসতেন।
• তিনি ছিলেন “হিব্রুল উম্মাহ” (এই উম্মাহর আলেম) এবং “তুরজুমানুল কুরআন” (কুরআনের অনুবাদক/ব্যাখ্যাকারী) নামে খ্যাত।

একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সাহাবাদের এক সমাবেশে বসেছিলেন। সেখানে হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ) উপস্থিত ছিলেন এবং অন্য প্রবীণ সাহাবীরাও ছিলেন।

উমর (রাঃ) সাহাবাদের বললেন:
“তোমরা বলো, সূরা আন-নাসর দ্বারা কী বোঝানো হয়েছে?”

সাহাবাদের অনেকে বললেন:
👉 “আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন এবং ইসলাম বিজয় লাভ করেছে।”
👉 “মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে।”

কিন্তু ছোট বয়সের সত্ত্বেও ইবনে আব্বাস (রাঃ) বললেন:
👉 “এটা রাসূলুল্লাহ ﷺ -এর ইন্তেকালের ঘোষণা। আল্লাহ বলছেন, যখন ইসলামের মিশন পূর্ণ হবে এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, তখন নবীজীর দায়িত্ব শেষ হবে।”

এই উত্তর শুনে উমর (রাঃ) আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশংসা করলেন এবং বললেন:
“আমি ঠিক এটিই জানি, যা তুমি বলেছো।”



🌸 এখান থেকে শিক্ষা
• আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বুঝেছিলেন যে সূরা আন-নাসর কেবল বিজয়ের কথা নয়, বরং রাসূল ﷺ -এর বিদায়ের ইঙ্গিত।
• কোরআনের গভীর তাফসীর করতে হলে শুধু বাহ্যিক অর্থ নয়, বরং গভীর ভাবার্থ বুঝতে হয়।
• বিজয় পেলেও অহংকার নয়, বরং আল্লাহর প্রশংসা ও ইস্তিগফার করতে হয়।

24/09/2025

ইতালি ভূত-ভবিষ্যৎ॥২০২৫ এ কত মানুষ ঢুকলো বা ঢুকবে? ইউরোপের অন্যান্য দেশ থেকে ইতালি ই কি শেষ ভরসা ?

20/09/2025

ইতালি আবেদন ২০২৬: কোন এজেন্সী ভালো..🤔? ভিএফএস গ্লোবাল আপডেট । যাদের নাম লিস্টে নাই তাদের কি হবে ?

18/09/2025

আরো খুলেন ফেক একাউন্ট 😎. বাংলাদেশ থেকে খুললে ডাইরেক্ট ডিবির হাতে দিয়ে দিব কেস আর ইউরোপে হলে ই ইউ রুলস এর আন্ডার এ আমার উকিল দিয়ে কেস করে রেখে দিব । জিন্দেগিতে ইউরোপের কার্ড করতে পারবেন না । জার্মানি এসে কেস মিটিয়ে তারপর কার্ড করতে হবে । হয়ত তা ও পারবেন না কারন মামলা গুলো কোনো সাধারণ মামলা হবে না ।

18/09/2025

সুবহানআল্লাহ! সকালটা এমন হলে আর কি লাগে ? 👉 “সূরা আল-বাইয়্যিনাহ আমাদের শিখায়—সঠিক হেদায়েত কেবল কুরআন ও রাসূল ﷺ এর মাধ্যমে। শুধু পরিচয়ে মুসলিম হলেই চলবে না, ঈমান ও সৎকাজ মিলিয়েই মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ঈমানদার বানান। 🤲”

📖 সূরা আল-বাইয়্যিনাহ (৯৮ নং সূরা)

🔹 নাজিলের প্রেক্ষাপট:
এই সূরা মদিনায় নাজিল হয়েছিল। তখন ইহুদি ও খ্রিষ্টানরা দাবি করত যে, তারা হেদায়েতের উপর আছে। আবার মুশরিকরাও নিজেদের সঠিক মনে করত। আল্লাহ জানালেন—আসল হেদায়েত হলো কেবল সেই ‘সুস্পষ্ট দলিল’ (বাইয়্যিনাহ), আর সেই দলিল হলেন রাসূল ﷺ ও আল-কুরআন।

🔹 আমাদের জীবনে শিক্ষা:
• শুধু নামমাত্র মুসলিম হওয়া যথেষ্ট নয়, সঠিক হেদায়েত মানে কুরআন ও রাসূলের সুন্নাহ মেনে চলা।
• দ্বীনের কাজ করতে হলে স্পষ্ট দলিল (কুরআন-সুন্নাহ) অনুসারে চলতে হবে।
• সমাজে যত মতভেদ থাকুক, আসল মাপকাঠি হলো আল্লাহর পাঠানো সত্য।
• ঈমান ও আমল—দুটো একসাথে থাকলেই মুক্তি পাওয়া সম্ভব।

🔹 মূল শিক্ষা:
1. আল্লাহ স্পষ্ট প্রমাণ পাঠিয়েছেন—রাসূল ﷺ এবং কুরআন।
2. আগের কিতাবওয়ালা ও মুশরিকরা ভিন্নমত ছিল, কিন্তু সত্যের সামনে তাদের ভেদাভেদ অর্থহীন।
3. মানুষকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, খাঁটি একত্ববাদে।
4. যারা ঈমান আনে ও সৎকাজ করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ।
5. আর যারা সত্যকে অস্বীকার করে, তাদের জন্য জাহান্নামের সতর্কবার্তা।

সূরা আল-বাইয়্যিনাহ সম্পর্কিত সহিহ হাদিস থেকে জানা যায়:

🕌 নামাজে তেলাওয়াত
• সাহাবি আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত:
“রাসূলুল্লাহ ﷺ মাঝে মাঝে ফজরের নামাজে ‘সূরা আল-বাইয়্যিনাহ’ তিলাওয়াত করতেন।”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)
• এছাড়া, সাহাবারা বলেছেন যে, কখনও কখনও তিনি ইশার নামাজেও এই সূরা পাঠ করতেন।

14/09/2025

সূরা মাউন আমাদের শিখায় যে প্রকৃত ঈমান শুধু ইবাদতে নয়, বরং সামাজিক দায়িত্ব পালন, দরিদ্রের হক আদায়, ও আন্তরিক আমলেই প্রতিফলিত হয়।

সূরা মাউন (সূরা নং ১০৭, আয়াত ৭টি)
এটি একটি মক্কী সূরা। বেশিরভাগ আলেমদের মতে এটি মক্কাতেই নাজিল হয়েছে, তবে কিছুজনের মতে মদিনায় নাজিল হয়েছিল।



কখন এবং কার জন্য নাজিল হয়েছিল
• সূরাটি ইসলামের প্রারম্ভিক সময়ে নাজিল হয়।
• উদ্দেশ্য ছিল মানুষের ভণ্ডামি, স্বার্থপরতা ও সামাজিক অবহেলাকে প্রকাশ করা।
• যারা নামাজ পড়ে কিন্তু হৃদয়ে ঈমান আনে না, দরিদ্র ও এতিমকে অবহেলা করে, সাধারণ মানুষের ক্ষুদ্র প্রয়োজন (মাউন = ছোটখাটো জিনিস) মেটাতে কার্পণ্য করে – তাদেরকে আল্লাহ কঠোরভাবে সতর্ক করেছেন।



সূরার প্রধান বার্তা
1. এতিমকে অবহেলা করা বড় গুনাহ – ইসলাম সমাজে দুর্বলদের প্রতি দায়িত্বের কথা শিখিয়েছে।
2. গরিব ও অভাবীদের সাহায্য না করা ঈমানের অভাবের লক্ষণ।
3. নামাজ শুধু আচার নয়, জীবনের পরিবর্তন আনার জন্য – যারা নামাজ পড়ে কিন্তু আন্তরিক নয়, শুধু লোক দেখানো, তাদের নামাজ গ্রহণযোগ্য নয়।
4. ছোটখাটো সাহায্যকে হালকা ভাবা উচিত নয় – যেমন থালা, হাঁড়ি, পানির পাত্র, কাপড় ইত্যাদি ধার দেওয়া।
5. সামাজিক ন্যায়বিচার ও সহানুভূতি ছাড়া ধর্ম পূর্ণ হয় না।



আমাদের জন্য শিক্ষণীয় বিষয় (বাংলায়)
• আমরা যেন দীনকে মিথ্যা বলি না, বরং বাস্তবে জীবনে প্রয়োগ করি।
• এতিম, গরিব, অভাবী, অসহায় – সবাইকে ভালোবাসা ও সাহায্য করা মুসলিম চরিত্রের অংশ।
• নামাজ যেন শুধু বাহ্যিক না হয়, বরং অন্তরে বিনয় ও আল্লাহর ভয় থাকে।
• ছোটখাটো জিনিস ধার দেওয়া, একে অপরকে সাহায্য করা – এটিও ইসলামের একটি সুন্দর শিক্ষা।

14/09/2025

ইতালির কোন অঞ্চলে ইনকাম বেশি এবং কোন কাজে বেশি ইনকাম করা যায় ?

13/09/2025

ইতালি ভিসা : VFS গ্লোবাল নতুন আপডেট। নুল্লা ওয়াস্তা সমস্যা সমাধান।আপনাদের করণীয়।

12/09/2025

ইতালি থেকে যারা ইউরোপের অন্য দেশে যাচ্ছেন বা যাবেন। কথা গুলো শুনেন। গতকাল ইতালি থেকে এক ভাই আমার শহরে কিভাবে আসলো ?

ইতালি ভিসা প্রত্যাশীগণ প্রোটোকল নাম্বার মিলিয়ে দেখেন। মিলে গেলে আগামী মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে...
10/09/2025

ইতালি ভিসা প্রত্যাশীগণ প্রোটোকল নাম্বার মিলিয়ে দেখেন। মিলে গেলে আগামী মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে যান বাংলাদেশের যেকোনো VFS গ্লোবালে।

06/09/2025

পর্তুগাল 🇵🇹 Vs সার্বিয়া 🇷🇸

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MrShifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MrShifat:

Share