Growth Business Academy-GBA

Growth Business Academy-GBA Growth Business Academy specializes in advertising and social media marketing. Enhance your marketing skills and drive growth with us.

We provide innovative training, expert mentorship, and practical resources to help entrepreneurs and businesses .

আপনার অনলাইন বিজনেস এ যা কিছু একান্ত থাকা প্রয়োজন ।যারা F-Commerce, E-Commerce বিজনেস এ আছেন বা আসতে চাচ্ছেন । তাদের যে...
22/10/2024

আপনার অনলাইন বিজনেস এ যা কিছু একান্ত থাকা প্রয়োজন ।

যারা F-Commerce, E-Commerce বিজনেস এ আছেন বা আসতে চাচ্ছেন । তাদের যে সকল বিষয় একান্ত গুরুত্বপূর্ণ যেটা আপনার বিজনেস আপ্লাই না করলে আপনার কম্পিটিটর থেকে অনেক দূর পিছিয়ে যাবেন। বিজনেস এর শুরুতে যেটা আমাদের দরকার পরিকল্পনা ঠিক করা ,
এই যেমন আমি কি করতে চাই কিভাবে করতে চাই এ বিষয় একেবারে আয়নার মতো স্বচ্ছ থাকা চাই,
আমরা জানি ফেসবুক এ ২টি সিস্টেম এ কাস্টমারের কাছে যাওয়া যায় ।
( ১ ) অর্গানিক বা ফ্রী ( ২ ) পেইড যেটা ডলারের মাধ্যমে করা যায় যেটা আমাদের কাছে পরিচিত বুস্ট নামে । এছারাও আর একটি মাধ্যমে এডস দেওয়া যায় সেটার নাম (বিজনেস এডস ম্যানেজার ) মহাসমুদ্র যেটা আমরা খুব কম মানুষ ব্যবহার করছি কিন্তু বুস্ট করে অনেক ভাল ফলাফল আশা করছি । তাই যারা প্রফেশনাল বিজনেস করতে চাই তাদের এখন থেকে বিসনেস আডস ম্যানেজার থেকে আডস ক্যাম্পিন করা যদি দীর্ঘ-মেয়াদি ভাল ফলাফল পেতে চান ।

18/08/2024

Online Business এ যে সকল Digital Marketing সার্ভিস আমাদের কাছে পাবেন ।

1/ Business page Create & Setup
2/ Ads Campaign & Boosting
3/ Instagram Create & Setup
4/ Organic Social Media Marketing
5/ Social Media Management
6/ Pixel Setup/
7/ Google Tag Manager / Server-Side Tagging
8/ Chat Board Setup
9/ Email Marketing
10/ You Tube Create & Setup & SEO Optimization
11/ Retargeting Audience / lookalike audiences
12/ page Like/ Follower বৃদ্ধি

Online Business এ যে সকল Digital Marketing সার্ভিস আমাদের কাছে পাবেন ।1/ Business page Create & Setup2/ Ads Campaign & B...
18/08/2024

Online Business এ যে সকল Digital Marketing সার্ভিস আমাদের কাছে পাবেন ।
1/ Business page Create & Setup
2/ Ads Campaign & Boosting
3/ Instagram Create & Setup
4/ Organic Social Media Marketing
5/ Social Media Management
6/ Pixel Setup
7/ Google Tag Manager / Server-Side Tagging
8/ Chat Board Setup
9/ Email Marketing
10/ You Tube Create & Setup & SEO Optimization
11/ Retargeting Audience / lookalike audiences
12/ page Like/ Follower বৃদ্ধি

ফেসবুক এডস কি ও কেন ফেইসবুক এডস গুরুত্বপূর্ণ সাধারনত যেসব বিজ্ঞাপনগুলো ফেসবুকের বিজ্ঞাপন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদর্শিত...
14/08/2024

ফেসবুক এডস কি ও কেন ফেইসবুক এডস গুরুত্বপূর্ণ

সাধারনত যেসব বিজ্ঞাপনগুলো ফেসবুকের বিজ্ঞাপন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদর্শিত হয়, তাই ফেসবুক এড।এসব বিজ্ঞাপনসমূহ ফেসবুকের ফিড, মেসেঞ্জার,ফেসবুক সেল পয়েন্টসহ ফেসবুকের সব ধরনের প্লাটফর্মগুলোতে প্রচার করে বিশেষ কোনো প্রডাক্টের মার্কেটিং করা হয়।এসব বিজ্ঞাপনসমূহ বিভিন্ন ফরমেটে আসে। চিত্র, ভিডিও, স্লাইড শো এবং আরও বিভিন্নভাবে বিজ্ঞাপনগুলো দর্শকদের সামনে তুলে ধরা হয়।এড তৈরী ও প্রচারের ক্ষেত্রে সচেতনভাবে সুনির্দিষ্ট দর্শকদের লক্ষ্য করা হয়।যাতে সহজেই বিজ্ঞাপনদাতা তার টার্গেট কাস্টমার পেয়ে যায়।

ফেসবুকে একটি বিজ্ঞাপন তৈরি করা আপনার ব্যক্তিগত পেইজে প্রোডাক্টসের ব্যাপারে পোস্ট করা থেকে অনেক আলাদা।

ফেসবুক বিজ্ঞাপন কি?
ফেসবুক বিজ্ঞাপনগুলি টাকা ব্যায় করে ফেসবুকে ব্যাবসার প্রচারনা চালাতে ব্যাবহার করা হয়। ফেসবুকের এডের বার্তাগুলি আপনার নিজের মতো করে লিখে আপনি নিজের পণ্যের প্রচারনা চালাতে পারবেন। ফেসবুকে এডের মাধ্যমে আপনি অসংখ্য ভোক্তার কাছে আপনার পন্যের সুবিধাগুলো দারুনভাবে তুলে ধরতে পারবেন। বর্তমানে অধিকাংশ মানুষই অনলাইনের দুনিয়ার সাথে যুক্ত আছে।তাই ফেসবুক ব্যাবহার করে তাদের কাছে পৌছানো আপনার জন্য খুবই সহজ।

যে কেউ তাদের ফেসবুক পেইজে বিনামূল্যে পোস্ট করতে পারে ঠিকই। কিন্তু বিনামূল্যে করা পোষ্টটি কাদের সামনে প্রদর্শিত হবে, তা আপনি জানেন না। আপনি কখনই জানেন না কে আপনার পোস্টগুলো দেখতে যাচ্ছে। তবে পেইজ বা পোস্ট প্রমোট করে আপনি খুবই ইজিলি আপনার টার্গেট পিপলের কাছে আপনার পন্যের তথ্য তুলে ধরতে পারবেন। এসব তথ্যগুলো দেখে তারা পন্যটি ক্রয় করবে কিনা, এই সিদ্ধান্ত নিতে পারবে।

ফেসবুক বিজ্ঞাপন বিভিন্ন ফরম্যাটে প্রচার করা সম্ভব।গ্রাফিক্স ডিজাইনিং, এনিমেশন গ্রাফিক্স,ভিডিওগ্রাফির মাধ্যমে যে যত সুন্দর মতো নিজের বিজ্ঞাপনগুলো ফুটিয়ে তুলতে পারবে, তার প্রোডাক্ট তত বেশি জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

ফেসবুক এড কেন ব্যাবসার প্রচারনায় গুরুত্বপূর্ণ :
এই শতাব্দীতে ইন্টারনেট যুগের শুরুর পর থেকে সাড়াবিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কেবল বেড়েই চলেছে। যে কোন কাজে এখন ইন্টারনেটের কোনো বিকল্প যেন একদমই নেই। এমনকি ছোট্ট সোনামনিদের হাতে হাতেও বিভিন্ন গ্যাজেট চলে যাওয়ায় তারাও এখন খুব ইজিলি এটি ব্যবহার করতে শিখে গেছে। ফেসবুক বা যে কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে এখন প্রায় সকলেই জড়িত, কোন না কোন সামাজিক মাধ্যমে সবারই একটি একাউন্ট বা আইডি আছে।

সামাজিক মাধ্যমে এত এত মানুষের এত আগ্রহ স্বভাবতই পন্যের মার্কেটারদের চোখ এড়ায়নি। খুব অল্পসময়েই এ মাধ্যমগুলো বিজ্ঞাপনদাতাদের টার্গেটে পরিণত হয়ে যায়।কারণ, অসংখ্য মানুষের কাছে বিজ্ঞাপনের প্রচার ও প্রসারের সম্ভাবনাটা স্যোশাল মিডিয়ায় দ্বারা খুব সহজে সম্ভব।বিংশ শতাব্দীর শুরুভাগ থেকে ডিজিটাল মার্কেটিং এর ধারণা বেড়ে যাওয়ার ফলে সোশ্যাল নেটওয়ার্কগুলোও তাদের প্রসারিত করে যার ফলশ্রুতিতে তারা মাধ্যমগুলো বিজ্ঞাপনের উপযোগী করে গড়ে তোলায় সচেষ্ট হয়।

প্রথমদিকে মার্কেটাররা নিজেদের মত করে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিলেও আজকাল এই মাধ্যমগুলোতে মোটাদাগে কিছু ফিচার দেয়া থাকে যা বিজ্ঞাপন দেয়ার জন্য খুবই সহায়ক। এর একটি বড় সুবিধা হল, আপনি আপনার নিজের মত করে বিজ্ঞাপন তৈরি করে এখানে প্রচার করতে পারেন। শুধু তাই না, আপনার টার্গেট গ্রুপ কারা হবে তাও আপনি ঠিক করে দিতে পারবেন। ফলে আপনি যাদের উদ্দেশ্য করে বিজ্ঞাপনটি তৈরি করেছেন তাদের কাছে খুব সহজেই তা পৌঁছে যায়। সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকই এ ব্যাপারে প্রথম পদক্ষেপ নেয় কারণ বিজ্ঞাপনদাতাদের নিজেদের মত করে বিজ্ঞাপন দেয়ার ফলে সামাজিক মাধ্যমগুলো আবেদন হারাচ্ছিল।

ফেসবুকের বিজ্ঞাপনের ফিচার ও পদ্ধতিগুলো এত অভাবনীয় যে, যে কেউই খুব সহজেই শিখে নিতে পারবে কীভাবে এখানে এড দিতে হয়। আবার, জনপ্রিয়তা বেশি থাকায় এর ব্যবহারকারীর সংখ্যাও বেশি। ফলে আপনি সহজেই বেশি সংখ্যক লোকের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে পারছেন। এই দুটি বিষয়ই ফেসবুক এডভারটাইজিং এর সুবিধাগুলোকে বেশি শক্তিশালী করেছে এবং এর থেকে সর্বোচ্চটুকু নেয়ার সম্ভাবনাও আপনার হাতেই রয়েছে।

তাই ছোটখাট ব্যবসায় থেকে মাঝারি সাইজের এন্টারপ্রাইজ কিংবা বড় বড় কর্পোরেশন; সবাই এখন ফেসবুকেই বিজ্ঞাপন দিয়ে থাকে। সুতরাং, আপনার ব্যবসায় যত ছোটই হোক না কেন, কিংবা যত বড়ই হোক না কেন, যে কোন প্রকারের বিজনেস থেকেই ফেসবুকের ভিত্তিতে আপনি খুব সহজেই মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। আরও মজার ব্যাপার হল, এক্ষেত্রে আপনি অল্প বাজেটেই ভালো বিজ্ঞাপন তৈরী করে প্রচার করতে পারছেন।

এডভারটাইজিংএর জন্য ফেসবুককেই কেন বেছে নিবেন
ফেসবুকের একটি অনন্য ব্যাপার হল এখানে আপনার যেই প্রোফাইলটি আছে সেটি ব্যবহার করেই আপনি আপনার পেইজটি খুলতে পারছেন। আর যখন আপনার একটি ফেসবুক পেইজ থাকবে তখনই আপনি বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক থেকে এর সর্বোচ্চ সুবিধা গুলো নিতে পারবেন। অর্থাৎ, ফেসবুক পেইজ আপনার বিজ্ঞাপনকে তরান্বিত করে। আপনার ব্যবসায় কিংবা কোন প্রতিষ্ঠান বা যে কোন কিছুকেই আপনি এই পেইজের মাধ্যমে তুলে ধরতে পারেন সবার সামনে।

এই পেইজে আপনি আপনার ব্যাবসার বিষয় সংক্রান্ত যে কোন ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারেন। ফলে আপনার ব্যাবসার বিষয়ে যাবতীয় তথ্য মানুষ এই পেইজ থেকেই খুব সহজে পেয়ে যাবে। আর এই প্রক্রিয়াতেই আপনার সেবা বা পণ্যের ব্র্যান্ডিং ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আপনি ব্যাবসা সম্বন্ধে যা প্রচার করতে চাইছেন, তা সম্পর্কে যাবতীয় ধারণা আপনার পেইজ থেকেই লোকে সহজে জানতে পারবে।

ফলে, আপনার ফেইসবুক পেইজটি এক্ষেত্রে মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সূত্র হয়ে দাঁড়াতে পারে। আবার, এই পেইজ থেকেই আপনি ফেসবুকের কিছু বাড়তি অপশন ব্যবহার করে এটিকে একটি ই-কমার্স স্টোরে পরিণত করতে পারেন।

সুতরাং, আপনার প্রতিষ্ঠানকে মানুষের কাছে সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে ফেসবুক পেইজ একটি অনন্য ভূমিকা রাখতে পারে। এখান থেকে যাবতীয় তথ্য আপনি যেভাবে মানুষকে পৌঁছে দিতে চাচ্ছেন ঠিক সেভাবেই দিতে পারছেন। আপনার পণ্যের প্রচারের জন্য যেসকল ধরনের প্রচেষ্টা বা ভাবনা আপনার নিকট আছে তার সবকিছুই এই পেইজের মাধ্যমে আপনি বাস্তবে রূপ দিতে পারেন, এখান থেকে আপনার ব্যাবসার টার্গেট গ্রুপের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভালো সম্পর্ক গড়তে পারবেন।

ফেসবুকে বুস্ট এবং এড ক্যাম্পেইনের পার্থক্য কী?সবাই ভাল আছেন আশা করি । চলুন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি । এই ব...
17/07/2024

ফেসবুকে বুস্ট এবং এড ক্যাম্পেইনের পার্থক্য কী?
সবাই ভাল আছেন আশা করি । চলুন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি । এই বিষয়টি নতুন বা পুরাতন উদ্যোক্তা সকলের জন্যই গুরুত্বপূর্ণ ।
আমরা ইদানিং সকলেই রেগুলারলি দেখছি ফেসবুকে পেজ বুস্টিং জিনিসটা অনেক জনপ্রিয় হচ্ছে । এখন কথা হচ্ছে এই বুস্টিং জিনিসটা কী?
এটা ভাল নাকি খারাপ? আবার অনেকে ফেসবুকে এড দেওয়ার কথা বলে । অথবা ক্যাম্পেইন দেওয়ার কথাও বলে । পেইড প্রোমোশনের জন্য পরচিত এই দুই টার্মস নিয়ে আজকের পোস্ট ।
ভাল কোনটা?
বুস্টিং কী?
প্রথমেই জেনে নেই বুস্টিং কী? আপনারা প্রতিনিয়ত শুনে থাকবেন হয়তো, বুস্টিং করুন মাত্র এত টাকা । অথবা ডলার রেট এত আজই বুস্ট করুন । প্রচুর এড দেখা যায় এই টাইপের ।
তো সোজাসুজি বললে, সবচেয়ে সহজ ভাবে ফেসবুকে পেজ প্রোমোট করাটাই হলো বুস্টিং ।
ফেসবুক এই ফিচার টা রেখেছে যারা একেবারেই নতুন তারা যেন অতি সহজে ফেসবুকে পেজ বা ব্যবসা প্রোমোট করতে পারে ।
এই পদ্ধতিতে আপনার বিশেষ ভাবে তেমন কোন কিছু জানা থাকার প্রয়োজন পড়ে না । আপনার ফেসবুক পেজের প্রতিটি পোস্টের নীচেই দেখবেন Boost Post বলে একটা বাটন আছেন ।
এখানে ক্লিক করে অল্প কিছু ধাপ সম্পন্ন করলেই আপনার পোস্টের এড চালু হয়ে যাবে । খুব একটা কঠিন না । একটু সময় দিলেই সহজে করে ফেলা সম্ভব । তবে এখানে একটা বড়সড় কিন্তু আছে ।
আমি সরাসরি কাউকে বলি না এটা করতে । এটাকে খারাপ বলছি না । আপনি দ্রুত একটা এড রান করলে এই অপশন চুজ করতেই পারেন । তবে এটার থেকেও ভাল অপশন আছে ।
এর আবুস্টিং এর মেইন ফিচার ও সীমাবদ্ধতা
দেখুন, ফেসবুকে এড প্রোমোট করা হয় যাতে আপনার এড টা সঠিক অডিয়েন্স বা কাস্টোমার এর কাছে পৌছায় । অডিয়েন্স বিষয়ক আরেকটি বিস্তারিত পোস্ট আছে এখানে ।
যাইহোক সকল ব্যবসারই মেইন টার্গেট এটাই থাকে । কিন্তু বুস্ট ফিচার থেকে এটা ভালোভাবে করা সম্ভব হয় না । ভালোভাবে ডিপ টার্গেট করা সম্ভব হয় না ।
এছাড়া এড অবজেক্টিভ বা এড দেওয়ার মূল উদ্যেশ্য অনুসারে ফেসবুকের যেই ফিচার সেটা বুস্ট ফিচার থেকে ভালোভাবে হয় না । এক্ষেত্রে শুধুমাত্র রিচ ক্যাম্পেইন হয় ।
কিন্তু দেখুন আপনার প্রোডাক্ট এর দাম যদি একটু বেশি হয় অথবা একটু আনকমন প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু এক বার এড দেখিয়েই কাস্টোমারকে মোটিভেট করা সম্ভব না ।
একারণে আপনাকে ভিন্ন পন্থায় এড দিতে হবে কিন্তু বুস্ট ফিচার দিয়ে ভাল হয় না সেটা ।
বুস্টিং কিভাবে করতে হয়?
বুস্টিং করা খুবই সহজ কাজ । যেহেতু ফেসবুক এটা করার জন্য প্রোমোট করে, একারণে ওরা এটাকে সহজ করে প্রেজেন্ট করে । আর আপনি হয়তো খেয়াল করে দেখবেন যদি একটা পেজ থেকে থাকে,
তারা আপনাকে অনেক বেশি উৎসাহিত করে বুস্ট করার জন্য । ফেসবুক এই কাজ করে কারণ এটা ওদের জন্য লাভজনক ।
যাইহোক এরপরো যদি আপনি যদি জানতে চান কিভাবে বুস্ট করতে হয় তাহলে অল্প কিছু ধাপ অনুসরণ করতে হবে ।
ধাপ ১
প্রথমে উপরে আমার পেজের স্ক্রিনশট দেখালাম সেরকম আপনার পেজের যেকোন পোস্টের নিচে Boost Post বাটনে ক্লিক করতে হবে ।
এরপর প্রথমে পোস্টের সাথে কোন বাটন এড করবেন সেটা সিলেক্ট করতে হবে । ম্যাসেজ পোস্ট করতে চাইলে ম্যাসেজ বাটন সিলেক্ট করবেন ।
স্পেশাল এড ক্যাটাগরি অফ রাখতে হবে, যদি আপনি ইলেকশন, পলিটিক্যাল প্রোমোশন করতে চান ।
ধাপ ২
এরপরের অংশটি গুরুত্বপূর্ণ । আপনি কাদের কাছে আপনার পোস্টটি বুস্ট করতে চান সেটাও গুরুত্বপূর্ণ । বয়স, লোকেশন ইত্যাদি সিলেক্ট করে এরপরের ধাপে যেতে হবে ।
ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে । তবে এটি না করাই ভাল । তবে বলে রাখা ভাল যে এখানে শুধু মাত্র স্বল্প সংখ্যক অপশন থাকে অডিয়েন্স নির্বাচনের ক্ষেত্রে । যেটা মোটেও যথেষ্ট নয় ।
এবং রেজাল্ট ও ভাল আসে না । আর শুধুমাত্র রিচ অব্জেক্টিভ ব্যবহার করা যায় এখান থেকে । মার্কেটিং এর যথাযথ প্রয়োগ করা যায় না ।

ধাপ ৩
এই ধাপে আপনি কত টাকা কতদিন ধরে খরচ করবেন সেটা সিলেক্ট করতে হয় । জানিয়ে রাখি বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রেও বেশ খানিকটা লিমিটেশন আছে ।
আপনি জাস্ট ডেইলি বা মোট বাজেট সিলেক্ট করে দিতে পারবেন । এর বেশি তেমন কোন অপশন নেই । তবে দ্রুত পোস্ট বুস্ট বা এড দেওয়ার জন্য ঠিক আছে ।

ধাপ ৪ (শেষ ধাপ)
এরপরের ধাপে পেমেন্ট মেথড সিলেক্ট করে এড রান করে দিতে হবে । তবে এখানে কিছু এক্সট্রা অপশন আছে । যেমন পিক্সেল । আপনার ওয়েবসাইট থাকলে হয়তো এটা কাজে আসতে পারে ।
কিন্তু এটাও বিজনেস ম্যানেজার থেকে করতে পারলে ভাল সুবিধা পাওয়া যাবে ।

আপনারা হয়তো জেনে গেছেন এতক্ষণে কিভাবে পোস্ট বুস্ট করতে হয় । এখন কথা হচ্ছে আপনার কি এটা করা উচিত? আমি বলব না এটা করা উচিত না । কেন? সেটা নিয়েই এখন কথা বলব ।
ক্যাম্পেইনের মেইন ফিচার ও এর গুরুত্ব (বিজনেস ম্যানেজারের ভুমিকা)
প্রথম কথা হচ্ছে এটার গুরুত্ব ও সুবিধা এক পোস্টে লিখে শেষ করা যাবে না । তবে যেটা বলতে পারি আপনার বিজনেসের সঠিক মার্কেটিং করতে হলে বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে ।
আর এডভান্স মার্কেটিং করতে হলে ক্যাম্পেইন করতে হবে । উদাহরণ স্বরূপ বলি, আপনি মনে করুন একটা এড একই ব্যক্তিকে সর্বোচ্চ সংখ্যকবার দেখাতে চাচ্ছেন ।
এখন এটা কন্ট্রোল করা এবং ডেটা এনালাইসিস করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে কিন্তু ক্যাম্পেইন করেই করতে হবে । মার্কেটিং করে যদি আপনার কোন রিটার্ন না আসে তাহলে সমসত অর্থই পানিতে যাবে ।
ক্যাম্পেইনের মেইন ফিচার ও এর গুরুত্ব (বিজনেস ম্যানেজারের ভুমিকা)
প্রথম কথা হচ্ছে এটার গুরুত্ব ও সুবিধা এক পোস্টে লিখে শেষ করা যাবে না । তবে যেটা বলতে পারি আপনার বিজনেসের সঠিক মার্কেটিং করতে হলে বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে ।
আর এডভান্স মার্কেটিং করতে হলে ক্যাম্পেইন করতে হবে । উদাহরণ স্বরূপ বলি, আপনি মনে করুন একটা এড একই ব্যক্তিকে সর্বোচ্চ সংখ্যকবার দেখাতে চাচ্ছেন ।
এখন এটা কন্ট্রোল করা এবং ডেটা এনালাইসিস করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে কিন্তু ক্যাম্পেইন করেই করতে হবে । মার্কেটিং করে যদি আপনার কোন রিটার্ন না আসে তাহলে সমসত অর্থই পানিতে যাবে ।
নিম্নোক্ত কাজ গুলো যদি আপনার ব্যবসার জন্য করতে চান তাহলে অবশ্যই ফেসবুক এড কে বেছে নিতে হবে আপনাকে ।গে বলে নেই এটা কেন ভাল অপশন নয়?
আজকের এখানে শেষ ।
এর পর
এড ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ।

ফেসবুকে বুস্ট এবং এড ক্যাম্পেইনের পার্থক্য কী?সবাই ভাল আছেন আশা করি । চলুন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি । এই ব...
17/07/2024

ফেসবুকে বুস্ট এবং এড ক্যাম্পেইনের পার্থক্য কী?

সবাই ভাল আছেন আশা করি । চলুন আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি । এই বিষয়টি নতুন বা পুরাতন উদ্যোক্তা সকলের জন্যই গুরুত্বপূর্ণ ।
আমরা ইদানিং সকলেই রেগুলারলি দেখছি ফেসবুকে পেজ বুস্টিং জিনিসটা অনেক জনপ্রিয় হচ্ছে । এখন কথা হচ্ছে এই বুস্টিং জিনিসটা কী?
এটা ভাল নাকি খারাপ? আবার অনেকে ফেসবুকে এড দেওয়ার কথা বলে । অথবা ক্যাম্পেইন দেওয়ার কথাও বলে । পেইড প্রোমোশনের জন্য পরচিত এই দুই টার্মস নিয়ে আজকের পোস্ট ।
ভাল কোনটা?
বুস্টিং কী?
প্রথমেই জেনে নেই বুস্টিং কী? আপনারা প্রতিনিয়ত শুনে থাকবেন হয়তো, বুস্টিং করুন মাত্র এত টাকা । অথবা ডলার রেট এত আজই বুস্ট করুন । প্রচুর এড দেখা যায় এই টাইপের ।
তো সোজাসুজি বললে, সবচেয়ে সহজ ভাবে ফেসবুকে পেজ প্রোমোট করাটাই হলো বুস্টিং ।
ফেসবুক এই ফিচার টা রেখেছে যারা একেবারেই নতুন তারা যেন অতি সহজে ফেসবুকে পেজ বা ব্যবসা প্রোমোট করতে পারে ।
এই পদ্ধতিতে আপনার বিশেষ ভাবে তেমন কোন কিছু জানা থাকার প্রয়োজন পড়ে না । আপনার ফেসবুক পেজের প্রতিটি পোস্টের নীচেই দেখবেন Boost Post বলে একটা বাটন আছেন ।
এখানে ক্লিক করে অল্প কিছু ধাপ সম্পন্ন করলেই আপনার পোস্টের এড চালু হয়ে যাবে । খুব একটা কঠিন না । একটু সময় দিলেই সহজে করে ফেলা সম্ভব । তবে এখানে একটা বড়সড় কিন্তু আছে ।
আমি সরাসরি কাউকে বলি না এটা করতে । এটাকে খারাপ বলছি না । আপনি দ্রুত একটা এড রান করলে এই অপশন চুজ করতেই পারেন । তবে এটার থেকেও ভাল অপশন আছে ।
এর আগে বলে নেই এটা কেন ভাল অপশন নয়?
বুস্টিং এর মেইন ফিচার ও সীমাবদ্ধতা
দেখুন, ফেসবুকে এড প্রোমোট করা হয় যাতে আপনার এড টা সঠিক অডিয়েন্স বা কাস্টোমার এর কাছে পৌছায় । অডিয়েন্স বিষয়ক আরেকটি বিস্তারিত পোস্ট আছে এখানে ।
যাইহোক সকল ব্যবসারই মেইন টার্গেট এটাই থাকে । কিন্তু বুস্ট ফিচার থেকে এটা ভালোভাবে করা সম্ভব হয় না । ভালোভাবে ডিপ টার্গেট করা সম্ভব হয় না ।
এছাড়া এড অবজেক্টিভ বা এড দেওয়ার মূল উদ্যেশ্য অনুসারে ফেসবুকের যেই ফিচার সেটা বুস্ট ফিচার থেকে ভালোভাবে হয় না । এক্ষেত্রে শুধুমাত্র রিচ ক্যাম্পেইন হয় ।
কিন্তু দেখুন আপনার প্রোডাক্ট এর দাম যদি একটু বেশি হয় অথবা একটু আনকমন প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু এক বার এড দেখিয়েই কাস্টোমারকে মোটিভেট করা সম্ভব না ।
একারণে আপনাকে ভিন্ন পন্থায় এড দিতে হবে কিন্তু বুস্ট ফিচার দিয়ে ভাল হয় না সেটা ।
বুস্টিং কিভাবে করতে হয়?
বুস্টিং করা খুবই সহজ কাজ । যেহেতু ফেসবুক এটা করার জন্য প্রোমোট করে, একারণে ওরা এটাকে সহজ করে প্রেজেন্ট করে । আর আপনি হয়তো খেয়াল করে দেখবেন যদি একটা পেজ থেকে থাকে,
তারা আপনাকে অনেক বেশি উৎসাহিত করে বুস্ট করার জন্য । ফেসবুক এই কাজ করে কারণ এটা ওদের জন্য লাভজনক ।
যাইহোক এরপরো যদি আপনি যদি জানতে চান কিভাবে বুস্ট করতে হয় তাহলে অল্প কিছু ধাপ অনুসরণ করতে হবে ।
ধাপ ১
প্রথমে উপরে আমার পেজের স্ক্রিনশট দেখালাম সেরকম আপনার পেজের যেকোন পোস্টের নিচে Boost Post বাটনে ক্লিক করতে হবে ।
এরপর প্রথমে পোস্টের সাথে কোন বাটন এড করবেন সেটা সিলেক্ট করতে হবে । ম্যাসেজ পোস্ট করতে চাইলে ম্যাসেজ বাটন সিলেক্ট করবেন ।
স্পেশাল এড ক্যাটাগরি অফ রাখতে হবে, যদি আপনি ইলেকশন, পলিটিক্যাল প্রোমোশন করতে চান ।
ধাপ ২
এরপরের অংশটি গুরুত্বপূর্ণ । আপনি কাদের কাছে আপনার পোস্টটি বুস্ট করতে চান সেটাও গুরুত্বপূর্ণ । বয়স, লোকেশন ইত্যাদি সিলেক্ট করে এরপরের ধাপে যেতে হবে ।
ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে । তবে এটি না করাই ভাল । তবে বলে রাখা ভাল যে এখানে শুধু মাত্র স্বল্প সংখ্যক অপশন থাকে অডিয়েন্স নির্বাচনের ক্ষেত্রে । যেটা মোটেও যথেষ্ট নয় ।
এবং রেজাল্ট ও ভাল আসে না । আর শুধুমাত্র রিচ অব্জেক্টিভ ব্যবহার করা যায় এখান থেকে । মার্কেটিং এর যথাযথ প্রয়োগ করা যায় না ।

ধাপ ৩
এই ধাপে আপনি কত টাকা কতদিন ধরে খরচ করবেন সেটা সিলেক্ট করতে হয় । জানিয়ে রাখি বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রেও বেশ খানিকটা লিমিটেশন আছে ।
আপনি জাস্ট ডেইলি বা মোট বাজেট সিলেক্ট করে দিতে পারবেন । এর বেশি তেমন কোন অপশন নেই । তবে দ্রুত পোস্ট বুস্ট বা এড দেওয়ার জন্য ঠিক আছে ।

ধাপ ৪ (শেষ ধাপ)
এরপরের ধাপে পেমেন্ট মেথড সিলেক্ট করে এড রান করে দিতে হবে । তবে এখানে কিছু এক্সট্রা অপশন আছে । যেমন পিক্সেল । আপনার ওয়েবসাইট থাকলে হয়তো এটা কাজে আসতে পারে ।
কিন্তু এটাও বিজনেস ম্যানেজার থেকে করতে পারলে ভাল সুবিধা পাওয়া যাবে ।

আপনারা হয়তো জেনে গেছেন এতক্ষণে কিভাবে পোস্ট বুস্ট করতে হয় । এখন কথা হচ্ছে আপনার কি এটা করা উচিত? আমি বলব না এটা করা উচিত না । কেন? সেটা নিয়েই এখন কথা বলব ।
ক্যাম্পেইনের মেইন ফিচার ও এর গুরুত্ব (বিজনেস ম্যানেজারের ভুমিকা)
প্রথম কথা হচ্ছে এটার গুরুত্ব ও সুবিধা এক পোস্টে লিখে শেষ করা যাবে না । তবে যেটা বলতে পারি আপনার বিজনেসের সঠিক মার্কেটিং করতে হলে বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে ।
আর এডভান্স মার্কেটিং করতে হলে ক্যাম্পেইন করতে হবে । উদাহরণ স্বরূপ বলি, আপনি মনে করুন একটা এড একই ব্যক্তিকে সর্বোচ্চ সংখ্যকবার দেখাতে চাচ্ছেন ।
এখন এটা কন্ট্রোল করা এবং ডেটা এনালাইসিস করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে কিন্তু ক্যাম্পেইন করেই করতে হবে । মার্কেটিং করে যদি আপনার কোন রিটার্ন না আসে তাহলে সমসত অর্থই পানিতে যাবে ।
ক্যাম্পেইনের মেইন ফিচার ও এর গুরুত্ব (বিজনেস ম্যানেজারের ভুমিকা)
প্রথম কথা হচ্ছে এটার গুরুত্ব ও সুবিধা এক পোস্টে লিখে শেষ করা যাবে না । তবে যেটা বলতে পারি আপনার বিজনেসের সঠিক মার্কেটিং করতে হলে বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে ।
আর এডভান্স মার্কেটিং করতে হলে ক্যাম্পেইন করতে হবে । উদাহরণ স্বরূপ বলি, আপনি মনে করুন একটা এড একই ব্যক্তিকে সর্বোচ্চ সংখ্যকবার দেখাতে চাচ্ছেন ।
এখন এটা কন্ট্রোল করা এবং ডেটা এনালাইসিস করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে কিন্তু ক্যাম্পেইন করেই করতে হবে । মার্কেটিং করে যদি আপনার কোন রিটার্ন না আসে তাহলে সমসত অর্থই পানিতে যাবে ।
নিম্নোক্ত কাজ গুলো যদি আপনার ব্যবসার জন্য করতে চান তাহলে অবশ্যই ফেসবুক এড কে বেছে নিতে হবে আপনাকে ।

ম্যাসেজ ক্যাম্পেইনঃ আপনার যদি এফ কমার্স ব্যবসা থেকে থাকে । এবং আপনি ম্যাসেজ ক্যাম্পেইন, ম্যাসেঞ্জার মার্কেটিং করতে চান ।
অ্যাপ ইন্সটলঃ আপনার কোন অ্যাপ থাকলে এবং সেটার প্রোমোট করতে চাইলে ।
ওয়েবসাইট ট্রাফিকঃ আপনার কোন বিজনেস ওয়েবসাইট অথবা সার্ভিস ওয়েবসাইট থাকলে সেটার প্রোমোশনের জন্যেও এড ক্যাম্পেইন করতে হবে ।
শপ অর্ডারঃ ফেসবুক শপে আপনার কোন বিজনেস থাকলে সেটার প্রোমোশনের জন্য ।
ভিডিও ভিউ ও রিটার্গেটঃ আপনার কোন ভিডিও প্রোমোট করতে চাইলে এবং সেটার মাধ্যমে পরবর্তীতে রিটার্গেট করতে চাইলে ।
ওয়েবসাইট রিটার্গেটঃ১ ওয়েব সাইটে ভিজিটর নিয়ে এবং ওই ভিজিটরদেরকে আবার রিটার্গেট করার জন্য ।
ব্র্যান্ডিংঃ আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার ব্যবসাকে বড় করতে চান, প্রোপার ব্র্যান্ডিং করতে চান তাহলে ফেসবুক এড ক্যাম্পেইন অবশ্যই করতে হবে ।

কোন একটা পণ্যের মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টোমারকে যথাযথ ভাবে প্রস্তুত করে নিতে হবে অর্থাৎ উক্ত প্রোডাক্ট এর ভালোমন্দ জানাতে হবে ।
এভাবে একটি ফানেল তৈরী করে মার্কেটিং করলে ভাল রেজাল্ট আসবে । কিন্তু এসমস্ত কার্যক্রম কোনভাবেই পোস্ট বুস্ট ফিচার থেকে করা সম্ভব হয় না ।
এভাবে পরিপূর্ণ মার্কেটিং এর সুবিধা পেতে আপনাকে ফেসবুক এড ক্যাম্পেন বেছে নেওয়ার পরামর্শ দিব আমি ।

11/07/2024

🚀 Unlock the Power of Facebook Ads with a Professional! 🚀

Hey there, business owners and marketers! 👋 Are you ready to take your business to the next level? I'm [Md Nayem Hossain] a seasoned Facebook Ads marketer with a proven track record of driving results and boosting ROI for clients across various industries. 🌟

What I offer:
🔹 Customized ad strategies tailored to your business goals
🔹 Advanced targeting to reach your ideal audience
🔹 Eye-catching creatives that convert
🔹 In-depth analytics and performance tracking
🔹 Continuous optimization for maximum ROI

Why Facebook Ads?
📈 Reach millions of potential customers
🎯 Laser-focused targeting options
💰 Cost-effective advertising solutions
📊 Real-time performance insights

Let’s work together to amplify your brand’s presence, drive quality leads, and skyrocket your sales! 🚀

Ready to get started? Drop me a message or visit my website www.jabalia.kesug.com to learn more!

বাংলাদেশে অনলাইন ব্যবসার দশটি উপকারিতা নিম্নরূপ:১. কম খরচে শুরু করা:অনলাইন ব্যবসা শুরু করতে প্রচলিত ব্যবসার তুলনায় কম প...
25/06/2024

বাংলাদেশে অনলাইন ব্যবসার দশটি উপকারিতা নিম্নরূপ:

১. কম খরচে শুরু করা:

অনলাইন ব্যবসা শুরু করতে প্রচলিত ব্যবসার তুলনায় কম পুঁজি প্রয়োজন হয়। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন ইত্যাদি খরচ অনেক কমে যায়।
২. বৃহত্তর বাজারে পৌঁছানো:

অনলাইন ব্যবসার মাধ্যমে দেশের সকল জায়গায় এবং আন্তর্জাতিক বাজারেও ক্রেতাদের কাছে পৌঁছানো সম্ভব হয়। এর ফলে বিক্রয় বৃদ্ধি এবং ব্যবসার প্রসার ঘটে।
৩. ২৪/৭ সার্ভিস:

অনলাইন ব্যবসা সার্বক্ষণিক খোলা থাকে, ফলে যেকোনো সময় ক্রেতারা কেনাকাটা করতে পারে এবং ব্যবসার সুযোগ বাড়ে।
কম অপারেটিং খরচ:
অনলাইন ব্যবসায় সাধারণত অপারেটিং খরচ কম হয়, যেমন বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন, দোকান রক্ষণাবেক্ষণ খরচ ইত্যাদি। এই সঞ্চয়গুলি অন্য খাতে বিনিয়োগ করা যায়, যেমন বিপণন এবং পণ্যের উন্নয়ন।
৫. গ্রাহকদের জন্য সুবিধা:

ক্রেতারা তাদের বাড়ি থেকে কেনাকাটা করতে পারে, পণ্য সহজে তুলনা করতে পারে এবং যেকোনো সময় কেনাকাটা করতে পারে। এই সুবিধা গ্রাহকদের সন্তুষ্টি বাড়ায় এবং পুনরায় কেনাকাটার সম্ভাবনা বৃদ্ধি করে।
৬. স্কেল করার সহজতা:

অনলাইন ব্যবসা সহজে স্কেল করা যায়। নতুন পণ্য বা সেবা যোগ করা, নতুন বাজারে প্রবেশ করা এবং ক্রেতাদের চাহিদা মেটানো সহজ হয়।
৭. ডাটা-ড্রিভেন ইনসাইটস:

অনলাইন প্ল্যাটফর্মগুলি বিশদ এনালিটিক্স এবং ক্রেতাদের ডেটা প্রদান করে, যা ব্যবসার সঠিক সিদ্ধান্ত গ্রহণ, বিপণন কৌশল উন্নয়ন এবং গ্রাহক অভিজ্ঞতা ব্যক্তিগতকরণের জন্য ব্যবহার করা যায়।
৮. ডিজিটাল মার্কেটিং সুযোগ:

অনলাইন ব্যবসায় বিভিন্ন ডিজিটাল মার্কেটিং চ্যানেল ব্যবহার করা যায়, যেমন সোশ্যাল মিডিয়া, ইমেইল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা লক্ষ্যবস্তু গ্রাহকদের কাছে কার্যকরভাবে পৌঁছানোর সুযোগ প্রদান করে।
৯. ফ্লেক্সিবিলিটি এবং অভিযোজনযোগ্যতা:

অনলাইন ব্যবসা বাজারের প্রবণতা এবং গ্রাহকদের পছন্দের সাথে দ্রুত অভিযোজন করতে পারে। পণ্য লাইন, মূল্য এবং প্রচার পরিবর্তন দ্রুত বাস্তবায়ন করা যায়, যা বাজারের চাহিদার প্রতিক্রিয়ার জন্য অধিকতর গতিশীলতা প্রদান করে।
১০. পরিবেশগত সুবিধা:
- শারীরিক দোকানের প্রয়োজন কমিয়ে এবং যাতায়াতের প্রয়োজন কমিয়ে ব্যবসার কার্বন ফুটপ্রিন্ট কমানো যায়। অনলাইন ব্যবসা পরিবেশবান্ধব হতে পারে, যা স্থায়িত্ব লক্ষ্য অর্জনে সহায়ক।

সংক্ষেপে, বাংলাদেশে অনলাইন ব্যবসা উদ্যোক্তাদের জন্য কম খরচে বাজারে প্রবেশ, বৃহত্তর গ্রাহকবৃন্দের কাছে পৌঁছানো এবং কার্যকরভাবে ব্যবসা পরিচালনার সুযোগ প্রদান করে, যা গ্রাহকদের জন্যও সুবিধাজনক।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Growth Business Academy-GBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Growth Business Academy-GBA:

Share