Zahan's Happywala World

Zahan's Happywala World Its funny Page�.

পাইলট তৌকির ইসলাম মারা গেছেন।💔বিকাল ৩টা ৪২ মিনিটে সিএমএইচের ডাক্তাররা তাকে মৃ/ত ঘোষণা করে।এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির...
21/07/2025

পাইলট তৌকির ইসলাম মারা গেছেন।💔

বিকাল ৩টা ৪২ মিনিটে সিএমএইচের ডাক্তাররা তাকে মৃ/ত ঘোষণা করে।

এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।💔

20/08/2023

ইন্টারমিটেন্ট ফাস্টিং: কিটোর বিকল্প

সেইম ডায়েট ফলো করেও অমুক ভাইয়ের তো মাসে ৫ কেজি কমল কিন্তু আমার তো ২ কেজির বেশী কমে না। অনেকেই বলে ভাইয়া শুকায়ে গেছি কিন্তু ওজন ধরে রাখতে চাই। কিভাবে কি করব এখন?
আপনি যদি এই দুই দলের কেউ হয়ে থাকেন তবে আজকের পোস্ট আপনার জন্যই।
কিটোর জ্বালায় যখন সবাই দিশেহারা তখন এর বিকল্প ডায়েটের খোজে অনেকেই বেছে নিয়েছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং কে। এই ডায়েট সম্পর্কে খুব কম মানুষ ই জানেন। সুতরাং আজকে আমি সেটা নিয়ে বিস্তারিত কথা বলব। এই ডায়েট সিস্টেম আপনার ওজন কমার গতিবেগ বহুলাংশে বৃদ্ধি করবে। লেখা অনেক বড় হবে তাই সময় নিয়ে পড়বেন।

শুরুতে আসি ইন্টারমিটেন্ট ফাস্টিং কি?
সোজা বাংলায় বললে নির্দিষ্ট সময় পর্যন্ত উপোস থাকার আরেক নাম ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা কিন্তু কোন ডায়েটিং এর মধ্যে পড়ে না। এটি হল এক ধরনের খাদ্যাভ্যাস যা আপনার ওজন কমাবে।

কখন থেকে শুরু হয়েছে এই সিস্টেম?
অনেকেই ভাবতেসেন এইটা মে বি নিউ আইডিয়া। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং(IF) শুরু হয়েছে প্রথম সম্ভবত হযরত ইব্রাহীম (আঃ) এর সময় থেকে। এই সময় থেকে আজ পর্যন্ত এই সিস্টেম চলে আসছে যাকে আমরা মুসলমানরা বলি রোজা, হিন্দুরা বলে উপোস। বৌদ্ধরাও এটা করে তবে তারা এটাকে কি নামে ডাকে সেটা জানি না। কিন্তু আমরা যে ইন্টারমিটেন্ট করব সেখানে খাবার পুরাপুরি বন্ধ থাকবে না। পানি, চা, কফি, স্যালাইন ইত্যাদি হালকা খাবার খাওয়া যাবে।
কেন এটাকে কিটোর বিকল্প বলেছি?
- কিটোতে যেভাবে দেহের বিকল্প জ্বালানী ব্যবহার করা হয় ঠিক তেমনি ইন্টারমিটেন্ট ফাস্টিং এও নির্দিষ্ট সময় পর কিটোন বডি জ্বালানী হিসেবে ব্যবহার হয়। খাবার নির্দিষ্ট সময় পর আমাদের দেহে গ্লুকোজ যখন শেষ হয়ে যায় তখন বডি ফ্যাট ভেংগে কিটোন বডি প্রস্তুত করে। অর্থাৎ যেই লাউউ সেই কদু। মাঝখান দিয়া ফাস্টিং এর কোন সাইড ইফেক্ট নাই। নিশ্চিন্ত মনে করতে পারবেন। কিটো ডায়েটের খারাপ দিকগুলা জানতে হলে গ্রুপের ফাইলগুলি চেক করেন।

কিভাবে করব ইন্টারমিটেন্ট ফাস্টিং?
প্রায় ৬ টি ভিন্ন ভিন্ন উপায়ে করা যায় এই ফাস্টিং। আমি শুধু পপুলার এবং বাঙালীদের জন্য উপযোগীগুলা তুলে ধরছি-
উপায় ১
১৬/৮ ঘন্টা সিস্টেম: মার্টিন বেরখান নামক পুষ্টিবিদ এই সিস্টেম আবিষ্কার করেছেন। এই সিস্টেমে ২৪ ঘন্টার মধ্যে আপনি ১৬ ঘন্টা উপোস থাকবেন এবং বাকি ৮ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করবেন। শুনেই ভয় লাগছে? আরে ১৬ ঘন্টার মধ্যে ৯ ঘন্টা তো

20/08/2023

👎👎👎ফুড ক্যালরি👎👎👎

🤜ভাত/ বিরিয়ানী/পোলাও/খিচুড়ি জাতীয়🤛

সাদা চালের ভাত ১ কাপ ২০০—২২০
লাল চালের ভাত ১ কাপ ২১৮
খুদের ভাত/ বোউয়া ভাত ১ কাপ ২২৫( ডাল এড করলে ২৫০ ক্যালরি)
পান্তা ভাত ১কাপ ২০০
ভাতের মাড় ১ কাপ ৫০
বাসমতি চালের ভাত ১ কাপ ১৯১
পাতলা খিচুড়ি ১ কাপ ১৫০
মুগ ডাল খিচুড়ি ৩/৪ কাপ ১৭৬-২১৫
ভুনা খিচুড়ি (মসুর ডাল/ মুগ ডাল) ১ কাপ ২৭৫
প্লেন পোলাউ ১ কাপ ২৫৮
জাফরানি পোলাও ১ কাপ ১৮৮
কাপসা (Arabian Food) ১কাপ ২৯১
চিকেন বিরিয়ানি ১ কাপ ৪১৮
সবজি বিরিয়ানি ১ কাপ ২২০
খাসির বিরিয়ানি/কাচ্চি বিরিয়ানি ১ প্লেট ৪৭০
বিফ বিরিয়ানি/ তেহারি ১ কাপ ২৪৪
মোরগ পোলাও ১ কাপ ৩০০
ফ্রাইড রাইস(১০০ গ্রাম)১৬৩ ক্যালরি
খাসির বিরিয়ানি এক প্লেট ৪৭০

🤜রুটি/পিঠা/ অন্যান্য শর্করা জাতীয়🤛

সাদা পাউরুটি ১ স্লাইস ৬৭-৯৬
লাল পাউরুটি ১ স্লাইস ৬০-৮৯
বান রুটি ১টি ১৫০
সাদা আটার রুটি ১টি ৭২
লাল আটার রুটি ১টি ৬০
পরোটা তেলে ভাজা ১টি ২৪৩-২৯০
আলু পরোটা ১টি ৩০০
মুঘলাই পরোটা ১ টি ২২০
লুচি ১টি ১৪০
নান রুটি ১টি ৩১২
নান রুটি মাখন সহ ১টি ৪২৪
চালের রুটি ১টি ১০৫
রুমালি রুটি ১টি ২০০
রুমালি রুটি ঘি সহ ১টি ২৪৫
তন্দুরি রুটি ঘি সহ ১টি ১০২-১২০
তন্দুরি রুটি ঘি ছাড়া ১টি ১৪৭
কর্ণ ফ্লাকেস ১ কাপ (৩৫ গ্রাম) ৩৭০
ময়দা ১ কাপ ৩৬৪
সাদা আটা ১ কাপ ৩৬৪
লাল আটা ১ কাপ ৩৫৬
চালের আটা ১ কাপ ৫৭৮
চাপড়ি/ চাপটি / চাপাতি ১ টি ১০৪
পাপড় তেলে ভাজা একটি ৪৩
পাপড় গ্রিল্ড/ মাইক্রোওভেন একটি
৩০
পাটিসাপটা একটি ৩০০
বড় ভাপা পিঠা একটি ৬০০
তেলের পিঠা(মালপোয়া) একটি ৩২৫
বড় চিতই পিঠা ১ টি ১০০
চিতই পিঠা (ছোট একটা)৫০ ক্যালরি
দুধ চিতই পিঠা বড় ১ টি ১৬৭
নারকেলের নাড়ু (মাঝারি) ১০০ গ্রাম ৩৫৪
বড় মুড়ির মোয়া ১ টি ৪০
আমিত্তি ১ টি বড় ১১৩
দুধ পুলি (১ কাপ) ১৬০ ক্যালরি
তালের বড়া/পিঠা ১ টি ৪১

🤜ডাল🤛
মসুর ডাল রান্না করা ১ কাপ ২২৬
মুগ ডাল রান্না করা ১ কাপ ১৫০
বুটের ডাল রান্না করা(১০০ গ্রাম ১৪৫)
মাসকলাইয়ের ডাল ১ কাপ ২০০

🤜মাছ🤛
মাছ কারি/ভুনা ১০০ গ্রাম ৩২৩-৫০০
চিংড়ি মাছ কারি ১০০ গ্রাম ২৬১
চিংড়ি মাছ (বড়, সেদ্ধ) ১০০ গ্রাম ১০০
স্যামন মাছ ১০০ গ্রাম ১৮০
মাছের কাটলেট ১টি ২২৮
ফিশ ফিঙ্গার তিনটি ১৬২
ফিশ ফিঙ্গার ১০০ গ্রাম ২২০
মাছ ভাজা(রুই, কাতল,পাঙ্গাশ ইত্যাদি) বড় একটি ২১১
ইলিশ মাছ ভাজা ১ টি বড় ১০০
মাছ সবজি সহ রান্না ১ বাটি ২৩২
পুঁটি মাছ ১কাপ ১০৬
ট্যাংরা মাছ ১ কাপ ১৪৪
যে

09/08/2023

09/08/2023

09/08/2023

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zahan's Happywala World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahan's Happywala World:

Share