08/07/2025
ব্যাড বয় ইমেজ তৈরী করা খারাপ কিছু না যদি সেটা ব্যাক আপ দেয়ার মত সেইরকম পারফরম্যান্স থাকে।উদাহরণস্বরূপ, আজকের ম্যাচটায় সেঞ্চুরি করে ম্যাচ, সিরিজ জিতিয়ে ফেরার মতো পারফরম্যান্স।
পারফরম্যান্স যে খারাপ তা না, কিন্তু ইমেজ ব্যালেন্স করার জন্য এনাফ না। হৃদয় আমার খুব পছন্দের ছিল এবং এখনো পছন্দের কিন্তু মিডিয়ার সামনে অ্যারোগেন্স, আম্পায়ারের সাথে দুর্ব্যবহার, টিমমেটদের ওপর চটে যাওয়া, মেজাজ হারানো এগুলো খুব দৃষ্টিকটু দেখায়। আরো খারাপ লাগে যখন দেখি পারফরম্যান্সে সেই তেজ প্রতিফলিত হচ্ছে না। হয় কম রানে আউট হচ্ছেন নাহয় মোটামুটি ইনিংস খেলছেন কিন্তু স্ট্রাইক রেট কম, ফিল্ডিংয়েও ফাম্বল করছেন যেটার আসলে কোনো এক্সকিউজ নাই...
Be a bad boy but earn it first..