Sottersomoy.com

Sottersomoy.com সত্যের সময় অনলাইন ভিত্তিক একটি সংবাদ ?

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ...
04/06/2025

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল,
তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল,
যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক;
পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল।

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ।
শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে।

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিলো, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো তারপরের দিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম খন্দকার মোশতাক।

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু-হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে,
তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা।
সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে,
মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না,
সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে।

আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না,আপন মানুষদের নাম দেখতে পাবেন।
শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না, বিশ্বাস ঘাতকতা করে কেবল আপন মানুষরাই।

#কমরেড #বঙ্গবন্ধুরিজার্ভফোর্স #শেখহাসিনাসংগ্রামপরিষদ

মেঝেতে পড়ে থাকা, হাত পিছমোড়া করে বাঁধা, মেরে হাড় ভেঙ্গে পঙ্গু করে হুইল চেয়ারে বসানো হয়েছিল তারেক জিয়াকে, মির্জ ফখরুল সা...
26/05/2025

মেঝেতে পড়ে থাকা, হাত পিছমোড়া করে বাঁধা, মেরে হাড় ভেঙ্গে পঙ্গু করে হুইল চেয়ারে বসানো হয়েছিল তারেক জিয়াকে, মির্জ ফখরুল সাহেবকে মেরে মাঠির সাথে লাগিয়ে দেয়া হয়েছিল, জামায়াতের উপর যে নির্যাতন চালিয়েছিল, ঠিক একই ভাবে বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন চালিয়েছিল, এসব কি ভুলার মত ছিল? কেমনে ভুলে গেল? জামায়াত যদি এক কথার উপর দাঁড়িয়ে থাকতে পারে, বিএনপি কেন পারেনা?
বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের উপর যে অত্যাচার চালানো হল, তার মা খালেদা জিয়ার উপর অমানবিক আচরণ করা হল সব কি নিমিষেই ভুলে গেল?
ভারত কি কি দিচ্ছে আর কি কি নিয়ে যাচ্ছে সেটা কি বিএনপির লোকেরা বুঝেনা? এত কিছু হারাল এত গুলো মানুষের জীবন গেল, বিশেষ করে সালাউদ্দীন কাদের চৌঃ ইলিয়াস আলীর মত মানুষদের হারিয়েও বিচারের কথা বেমালুম ভুলে গেল।
আজ যে সকল বিএনপি নেতা - কর্মীরা ফ্যাসিস্ট আওয়ামীদের টাকার বিনিময়ে পুনর্বাসন করার ধান্দায় লিপ্ত আছেন, তারা যদি দেশকে, দলকে সামান্যতম ভালোবাসতেন তবে সেই দিনগুলোর কথা ভুলে যেতেন না।
ফিরে আসুন অতি লোভের জায়গা থেকে। এতে করে আপনার, দল, দেশ সকলের জন্যই মঙ্গল বয়ে আনবে।
নচেৎ আবারো অন্ধকার অমানিশা চলে আসবে আর আলোর মুখ দেখা যাবেনা!

21/05/2025
আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশিক্ষণ নিচ্ছে!বাংলাদেশ 💔
21/05/2025

আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী কক্সবাজার সমুদ্র সৈকতে প্রশিক্ষণ নিচ্ছে!
বাংলাদেশ 💔

এমন কাঁটার গা‌ছে বা‌লি‌শের নরম তু‌লো জন্মায়, ভাব‌তে অবাক লা‌গে ! সুবহানাল্লাহ ❤️❤️
19/05/2025

এমন কাঁটার গা‌ছে বা‌লি‌শের নরম তু‌লো জন্মায়, ভাব‌তে অবাক লা‌গে ! সুবহানাল্লাহ ❤️❤️

জবি শিক্ষার্থীদের উপর পুলিশের টিয়ারগ্যাস হামলা, আহত প্রায় ১১ জন। #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়  #জবি_লং_মার্চ
14/05/2025

জবি শিক্ষার্থীদের উপর পুলিশের টিয়ারগ্যাস হামলা, আহত
প্রায় ১১ জন।

#জগন্নাথ_বিশ্ববিদ্যালয় #জবি_লং_মার্চ

আহমদ বিন কাশেম আরমানের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে মার্কিন মানবাধিকার কর্মী কেরি কেনেডি
14/05/2025

আহমদ বিন কাশেম আরমানের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে মার্কিন মানবাধিকার কর্মী কেরি কেনেডি

12/05/2025
গোলাম আযম কে ভালোবাসার জন্য কি আর কোন কিছুর দরকার আছে?পাকিস্তান জিন্দাবাদজামাত শিবির জিন্দাবাদ
12/05/2025

গোলাম আযম কে ভালোবাসার জন্য কি আর কোন কিছুর দরকার আছে?

পাকিস্তান জিন্দাবাদ
জামাত শিবির জিন্দাবাদ

১৬ বছর ধরে নির্যাতিত বাঁছুর।।
05/05/2025

১৬ বছর ধরে নির্যাতিত বাঁছুর।।

Address

House No 44, Block 3A, Dhanmondi, Green Road, Dhaka 1209
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sottersomoy.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category