Arafath Islam Bachu

Arafath Islam Bachu Awareness and humanity can change you not only society, but also the nation. Let humanity and awaren It feels good to serve people, to help people.

What I learned through my father's work. Maybe I can't help financially most of the time despite wanting to. And whenever I see someone having a hard time doing nothing, I get very upset. I saw my father how to stand next to people. He has tried to work for the people and the society with all his might. My father is a great father, a reliable guardian for the society. Like my father, I want to take place in everyone's heart.

আপনি কি জানেন একজন মানুষকে খাঁটি ঈমানদার মুসলিম হিসেবে গড়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম কে করে? যদি বলি শয়তান বেশি পরি...
02/03/2023

আপনি কি জানেন একজন মানুষকে খাঁটি ঈমানদার মুসলিম হিসেবে গড়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম কে করে? যদি বলি শয়তান বেশি পরিশ্রম করে আপনি কি মানবেন?

তবে বাস্তবতা তো এমনই। সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তান আমাদেরকে প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নানা রকমভাবে ধোকা দিতেই থাকে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত। আর সেই শয়তানের অক্লান্ত পরিশ্রমকে বানের জ্বলে ভাসাতে পারলেই আমরা হতে পারবো খাঁটি ঈমানদার মুসলমান।

শয়তানের এই অক্লান্ত পরিশ্রম যেন সর্বদা ব্যর্থ হয় আল্লাহ। খাঁটি ঈমানর না বানিয়ে ডাক দিওনা আল্লাহ।

কেউ শিশুকাল থেকে নোংরা গাড়ীর হ্যান্ডেল ধরেছে সুন্দর ভবিষ্যতের আশায়, আবার কেউ সুন্দর পোশাকে কাধে ব্যাগ নিয়ে হতাশার (শিক্ষ...
27/02/2023

কেউ শিশুকাল থেকে নোংরা গাড়ীর হ্যান্ডেল ধরেছে সুন্দর ভবিষ্যতের আশায়, আবার কেউ সুন্দর পোশাকে কাধে ব্যাগ নিয়ে হতাশার (শিক্ষিত বেকার) লাইনের দিকে যাচ্ছে।

23/02/2023

ঘরের রানী (রাব্বাতুল বাইত) কেমন হওয়া উচিৎ।

23/02/2023

আমার বিষন্নতার নিশি শেষে
দিন ফুরালো শূণ্যতায়!
আমার সর্ব সুখের শব্দগুলো
লিখবো আমি কোন পাতায়!
লিখবো আমি কোন পাতায়!

 #জরুরী_রক্তের_প্রয়োজনরুগির সমস্যা: গ্যাষ্ট্রিক আলসার🔴রক্তের গ্রুপ: O+( positive)💉রক্তের পরিমাণ: ২ ব্যাগ📆রক্তদানের তারিখ...
16/02/2023

#জরুরী_রক্তের_প্রয়োজন
রুগির সমস্যা: গ্যাষ্ট্রিক আলসার
🔴রক্তের গ্রুপ: O+( positive)
💉রক্তের পরিমাণ: ২ ব্যাগ
📆রক্তদানের তারিখ: ১৭/০২/২০২৩
🕖রক্ত দানের সময়: সকাল
🏥রক্তদানের স্থান: শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, মহাখালী, ঢাকা।
☎যোগাযোগ: 01737287166

ভালোবাসা দিবস বর্জন করাও এক প্রকার ভালোবাসা। আর সেটা আল্লাহ ও তার রাসুল (স:) এর প্রতি ভালোবাসা। -ড. বিলাল ফিলিপস
15/02/2023

ভালোবাসা দিবস বর্জন করাও এক প্রকার ভালোবাসা। আর সেটা আল্লাহ ও তার রাসুল (স:) এর প্রতি ভালোবাসা। -ড. বিলাল ফিলিপস

হারিয়ে যাবো একদিন আমি, রবোনা এ ভূবনে চিরদিন।
13/02/2023

হারিয়ে যাবো একদিন আমি, রবোনা এ ভূবনে চিরদিন।

তোমরা পুণ্যশীলতা পুণ্যময় ও খোদাভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো: কিন্ত পাপাচার (গুনাহের) ও সীমালংঘনমূলক কাজে কাউকে সহ...
10/02/2023

তোমরা পুণ্যশীলতা পুণ্যময় ও খোদাভীতিমূলক কাজে পরস্পরকে সহযোগিতা করো: কিন্ত পাপাচার (গুনাহের) ও সীমালংঘনমূলক কাজে কাউকে সহযোগিতা করো না; (বরং) আল্লাহকে ভয় করে চলো; নিশ্চই আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। (সূরা: আল-মায়েদা- ২)

কোনো ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের ভেতর এমন কিছুর সৃষ্টি করে যা তার অন্তর্ভূক্ত নয়, তবে তা প্রত্যাখ্যাত। (বুখারী ও মুসলি...
08/02/2023

কোনো ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের ভেতর এমন কিছুর সৃষ্টি করে যা তার অন্তর্ভূক্ত নয়, তবে তা প্রত্যাখ্যাত। (বুখারী ও মুসলিম)

কি ভাবছেন? দুই ভাই-বোন লুকোচুরি খেলছে! না- তারা তুরস্ক ভূমিকম্পে ধ্বংসস্তুপের মধ্যে আটকে পরেছে। এই ভয়ংকর পরিস্থিতিতেও বড়...
08/02/2023

কি ভাবছেন? দুই ভাই-বোন লুকোচুরি খেলছে! না- তারা তুরস্ক ভূমিকম্পে ধ্বংসস্তুপের মধ্যে আটকে পরেছে। এই ভয়ংকর পরিস্থিতিতেও বড় বোন ছোট ভাইকে পরম মমতায় আগলে রাখার চেষ্টা করছে। আল্লাহ তুরস্কবাসিকে হেফাযত করুন। দয়া করে আমাদের উপর এমন ভয়ংকর আজাব দিবেন না আল্লাহ। আমাদেরকে রক্ষা করুন। আমিন🤲

সবকিছু থেকেও যেনকিছুই নেই।বোধের অভাবে বুদ্ধিজ্ঞান লোপ পেয়েছেপচন ধরেছে মগজে।
07/02/2023

সবকিছু থেকেও যেন
কিছুই নেই।
বোধের অভাবে বুদ্ধি
জ্ঞান লোপ পেয়েছে
পচন ধরেছে মগজে।

এত অহংকার করে লাভ কি! সচল পয়সা’ই একটা সময় অচল হয়ে যায়।
06/02/2023

এত অহংকার করে লাভ কি! সচল পয়সা’ই একটা সময় অচল হয়ে যায়।

লাইফে এমন কিছু মুহুর্ত আসে, নিরব হয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না।
04/02/2023

লাইফে এমন কিছু মুহুর্ত আসে, নিরব হয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না।

জীবন নিয়ে আমরা যতই চিন্তা করি না কেন, ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই ঘটে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
02/02/2023

জীবন নিয়ে আমরা যতই চিন্তা করি না কেন, ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই ঘটে।
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

চেহারা কুৎসিত হলে মানুষ কুৎসিত হয় না! মানুষ তখনই কুৎসিত হয়, যখন তার চরিত্র কুৎসিত হয়!
01/02/2023

চেহারা কুৎসিত হলে মানুষ কুৎসিত হয় না! মানুষ তখনই কুৎসিত হয়, যখন তার চরিত্র কুৎসিত হয়!

জীবনে আপনি সবকিছুর বিকল্প পাবেন, কিন্ত মায়ের কোন বিকল্প পাবেন না।
31/01/2023

জীবনে আপনি সবকিছুর বিকল্প পাবেন, কিন্ত মায়ের কোন বিকল্প পাবেন না।

Address

Kallyanpur Nuton Bazar
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafath Islam Bachu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

ABOUT US

It is our commitment to provide good service to our customers with honesty and integrity.