
02/03/2023
আপনি কি জানেন একজন মানুষকে খাঁটি ঈমানদার মুসলিম হিসেবে গড়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম কে করে? যদি বলি শয়তান বেশি পরিশ্রম করে আপনি কি মানবেন?
তবে বাস্তবতা তো এমনই। সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তান আমাদেরকে প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নানা রকমভাবে ধোকা দিতেই থাকে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত। আর সেই শয়তানের অক্লান্ত পরিশ্রমকে বানের জ্বলে ভাসাতে পারলেই আমরা হতে পারবো খাঁটি ঈমানদার মুসলমান।
শয়তানের এই অক্লান্ত পরিশ্রম যেন সর্বদা ব্যর্থ হয় আল্লাহ। খাঁটি ঈমানর না বানিয়ে ডাক দিওনা আল্লাহ।