Power Tech Tutorial

Power Tech Tutorial একজন ইলেকট্রিশিয়ান হওয়ার জন্য যা যা শেখার প্রয়োজন সবই এখানে শিখতে পারবেন।

চাকরি পাওয়ার প্রথম ধাপ নিয়োগকারী প্রতিষ্ঠান একটি সুন্দর সিভি পাঠানো । সিভিতে দেয়া তথ্যগুলো যদি নিয়োগকর্তাদের পছন্দ হ...
22/08/2025

চাকরি পাওয়ার প্রথম ধাপ নিয়োগকারী প্রতিষ্ঠান একটি সুন্দর সিভি পাঠানো । সিভিতে দেয়া তথ্যগুলো যদি নিয়োগকর্তাদের পছন্দ হয়। তবেই আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকতে পারে। নিয়োগকর্তাদের সা‌থে প্রথম ধাপে আপনার সরাসরি সাক্ষাতের কোনো সুযোগ নেই। তাই সিভির মাধ্যমে আপনার নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা ভালোভাবে তুলে ধরতে হবে । সিভি বাছাই করার ক্ষেত্রে নিয়োগকর্তারা গড়ে একটি সিভি এক মিনিটেরও কম সময়ে দেখে থাকে। তাই আপনার নিজের সম্পর্কে মূল বিষয়টা সংক্ষেপে সিভির প্রথম অংশে লিখতে হ‌বে। যাতে তারা সহজেই আপনার সম্পর্কে সবকিছু জানতে পারে। সিভি সব সময় এক থেকে দুই পৃষ্ঠার মধ্যে তৈরি করবেন।

গড়পড়তা একয় সিভি প্রত্যেক জায়গায় পাঠাবেন না। যে কাজের জন্য লোক নিয়োগ দেওয়া হবে সেই কাজকে প্রাধান্য দিয়ে সিভি তৈরি করবেন।

ধরুন আপনি একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান পদে চাকরির জন্য সিভি পাঠাবেন। তো প্রথমে জানতে হবে কি ধরনের কাজ তারা করাবে। ইলেকট্রিশিয়ান পদে তো অনেক রকমের কাজ রয়েছে। যেমন হাউজ ওয়ারিং, কনস্ট্রাকশন সাইটের কাজ, গার্মেন্টসের কাজ, কন্ট্রোলিং এর কাজ, ওয়াশ প্লান্টের কাজ,ইয়ং ডাইং স্পিনিং মিলের কাজ, মটরের কয়েল বাধার কাজ আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে। তো যে কাজের জন্য লোক নিয়োগ দেওয়া হবে সেই কাজের উপর আপনার নি‌জের দক্ষতা ও অভিজ্ঞতা প্রধানন দিয়ে সিভি তৈরি করবেন।

আর যদি, তা না করে এই রকম জাতীয় সিভি সব জায়গায় পাঠান তাহলে কখনই আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে না।

এখানে জাতীয় সি‌ভি বলতে আমি বুঝিয়েছি আমাদের আশপাশে কম্পিউটার দোকানগুলো যে সিভি পাওয়া যায় তাকে। এই সিভিগুলো একটি কমন ফরমেট তৈরি করা থাকে যেটাতে শুধু নাম ঠিকানা পরিবর্তন করে যেকোনো চাকরির জন্য পাঠানো হয়। এটার কোনো প্রফেশনাল লুক থাকেনা। এই সি‌ভির প্রথম অংশে থাকে বিশাল পরিসরে একটি পার্সোনাল ইনফরমেশন। তারপরে থাকে শিক্ষাগত যোগ্যতা। তারপর থা‌কে অন‌্য আরও অনেক কিছু।

অথচ যে কাজের জন্য আপনি সিভি পাঠাবেন সেই কাজের যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতা ভালোভাবে সিভির মধ্যে তুলে ধরা হয় না | আর এই কারণে নিয়োগকর্তারা আপনার সিভি দেখে মনে করে আপনি তাদের কাজের জন্য যোগ্য না।

ধারাবাহিক পারফরম্যান্স করার জন্য স্যারদের কাছ থেকে সামান্য কিছু গিফট। চাকরির পাশাপাশি সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে ...
17/08/2025

ধারাবাহিক পারফরম্যান্স করার জন্য স্যারদের কাছ থেকে সামান্য কিছু গিফট।

চাকরির পাশাপাশি সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে এফএ হিসেবে কাজ করতেছি পার্ট টাইম হিসেবে।

আজ ১১ মাস থেকে সাড়ে দশ হাজার টাকা করে বেতন পাচ্ছি। যা আমার দরিদ্র সংসারে অনেক উপকারে আসে।

এ কাজটা করার জন্য নিয়মিত অফিসে যেতে হয় না নির্দিষ্ট সময় নেই, সুযোগ-সুবিধা মত করা যায়। দিনের যে কোন সময় নিজ এলাকা থেকে কাজটা করা যায়।

আপনারা যারা সৎ পথে থেকে চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম করতে চান তারা চাইলে এই কাজটা ট্রাই করে দেখতে পারেন

#পাওয়ার_টেক_টিউটোরিয়াল

কমেন্ট কারীকে কি পুরস্কার দেওয়া দরকার।  #পাওয়ার_টেক_টিউটোরিয়াল
13/08/2025

কমেন্ট কারীকে কি পুরস্কার দেওয়া দরকার।

#পাওয়ার_টেক_টিউটোরিয়াল

ফ্রি ভর্তি চলছে!  ফ্রি ভর্তি চলছে!! ফ্রি ভর্তি চলছে!!!গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে  SICIP-...
11/08/2025

ফ্রি ভর্তি চলছে! ফ্রি ভর্তি চলছে!! ফ্রি ভর্তি চলছে!!!
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে SICIP-BEIOA প্রোগ্রামে সর্বোচ্চ ১৩৫০০/- টাকা সরকারি ভাতা প্রদান সহ সম্পূর্ণ বিনা খরচে ৪ (চার) মাসের বৃত্তিমূলক কোর্সে ভর্তি চলছে।

সরকারি ছুটির দিন, শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ক্লাস চলবে।

সুবিধা সমূহ:
🔹 সরকারি সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ।
🔹 দৈনিক উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণ শেষে ১৩,৫০০/- টাকা ভাতা প্রদান করা হবে।
🔹 প্রশিক্ষণ ক্লাসে ১০০% উপস্থিত থেকে সফলতার সাথে কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান এবং চাকুরীর সহায়তা করা হবে।

প্রশিক্ষণার্থী বাছাইয়ের অন্যতম বিবেচ্য বিষয়সমূহঃ
▶ বয়স সীমাঃ ১৮ থেকে ৪৫ বছর।
▶ নারী, সুবিধা বঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ভিন্নধারায় সক্ষম ব্যক্তি এবং অতি দরিদ্র পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
▶ শতভাগ ক্লাসে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে।
▶ প্রশিক্ষণ শেষে আত্ম-কর্মসংস্থান অথবা সংশ্লিষ্ট সেক্টরে চাকুরীর ব্যবস্থা করা হবে।

ভর্তি হতে যা যা প্রয়োজনঃ
❇️ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
❇️ বয়স ১৮+ হলে জতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।
❇️ সদ্য তোলা পাসপোর্ট সাইজ এর ২ কপি রঙিন ছবি।
❇️ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
❇️ চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক মাসিক আয়ের সনদপত্র।

ভর্তির জন্য যোগাযোগ করুনঃ
বাইওয়া লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট।
প্যারাডাইস ভবন, ২ ফোল্ডার স্ট্রিট ওয়ারী, ঢাকা ।

ইলেকট্রিক্যালঃ 01818349445, 01626481765
আর/এসিঃ 01406885345, 01645471900

আপনার স্যালারি কত? এই প্রশ্নটা করা কতটা যুক্তিসঙ্গত। যদি কেউ প্রশ্ন করে থাকে তাহলে কি সঠিক উত্তর দেওয়া ভালো নাকি এড়িয়...
10/08/2025

আপনার স্যালারি কত? এই প্রশ্নটা করা কতটা যুক্তিসঙ্গত। যদি কেউ প্রশ্ন করে থাকে তাহলে কি সঠিক উত্তর দেওয়া ভালো নাকি এড়িয়ে যাওয়া ভালো।
#পাওয়ার_টেক_টিউটোরিয়াল

09/08/2025

বিসমিল্লাহ বলে শুরু করলাম দৈনন্দিন কাজ

📣📣ফ্রী প্রশিক্ষণ   📣📣ফ্রী প্রশিক্ষণ  📣📣 ফ্রী প্রশিক্ষণ📣📣 - SICIP - AEOSIB কর্তৃক বাস্তবায়নাধীন ট্রেনিং কোর্সঃ ইলেকট্রিক্...
04/08/2025

📣📣ফ্রী প্রশিক্ষণ 📣📣ফ্রী প্রশিক্ষণ 📣📣 ফ্রী প্রশিক্ষণ📣📣
-
SICIP - AEOSIB কর্তৃক বাস্তবায়নাধীন ট্রেনিং কোর্সঃ
ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইন্টান্যান্স (শীপবিল্ডিং)
- ট্রেনিং কার্যক্রম শুরুঃ ১১/০৮/২০২৫
- কোর্স এর মেয়াদঃ ৪ মাস
- সরকারিভাবে International Certificate (বিদেশে চাকরি ক্ষেত্রে দারুন কার্যকর)
- ভর্তি রেজিস্ট্রেশন বা আবেদন লিংক:- https://rb.gy/snwe9n
- হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক:-
https://chat.whatsapp.com/KvafeHXxLdH6HPI8cewudd?mode=ac_t
- ভর্তির শেষ দিনঃ ১০/০৮/২০২৫ ইং তারিখ।
-
>> সুযোগ_সুবিধা_সমূহঃ-
১) সম্পূর্ণ বিনা খরচে দক্ষতা বিষয়ক প্রশিক্ষন প্রদান।
২) প্রশিক্ষন শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করা হয় ।
৩) প্রশিক্ষন শেষে উত্তীর্ন প্রশিক্ষণার্থীদের দৈনিক হাজিরা ভিত্তিতে সর্বোচ্চ ১৪৪০০ টাকা করে ভাতা প্রদান করা হবে।
৪) প্রশিক্ষন শেষে উত্তীর্ন প্রশিক্ষণার্থীদের চাকুরী প্রদানে সহায়তা করা হবে।
৬) থাকা এবং খাবার সুব্যবস্থা আছে (নিজ খরচে)
-
>> ভর্তির জন্য যা যা লাগবে-
1. ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি।
2. এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন [শুধু মাত্র বয়স ২০ এর নিচে প্রযোজ্য] এর ফটোকপি।
3. স্থায়ী ঠিকানার কাউন্সিলর /পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে পারিবারিক বাৎসরিক আয় এর প্রত্যয়ন পত্র।
4. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি।
5. বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে হতে হবে।
-
>> এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থ-মন্ত্রণালয় এর সহায়তাই বাস্তবায়নাধীন এই কোর্সে কি কি শিখতে পারবেন?ঃ-
• হ্যান্ড টুলস ও পাওয়ার টুলস ব্যবহার
• হাউজ ওয়ারিং (চ্যানেল, কন্ডুইট)
• ড্রয়িং অনুযায়ী সার্কিট তৈরি (সিরিজ, প্যারালাল, মিশ্র)
• SDB, MDB ওয়ারিং
• সার্কিট ওয়ারিং টেস্ট
• সিলিং ফ্যান সার্ভিসিং ও রি-ওয়্যান্ডিং
• আর্থিং টেস্ট
• Change Over Controlling
• সোলার সিস্টেম
• মোটর কন্ট্রোলিং
• DOL, Reverse Forward, Auto Star To Delta, Auto
Reverse Forward, Soft Starter.
• ATS (Auto Transfer Switch) controlling
• VFD Motor Controlling
• PFI Calculation
• Panel Board wiring
• Motor Winding ( Single phase & Three phase)
• Generator operating and Servicing ( Single & Three phase)
• Navigation light
• Magnetic Compass
• GPS recorder
• Echo Sounder
-
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:
রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি
২৬/২, ব্লক সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা
মোবাইল: ‪+8801791-940401‬,01777765432 (ফাহাদ স্যার)
01903572659 (মোস্তাফিজুর রহমান স্যার)

গত ২৩ শে জুলাই এই নিয়োগ বিজ্ঞপ্তি টা প্রকাশ করেছিলাম। অনেকে বিশ্বাস করছে অনেকে বিশ্বাস করে নাই। আবার অনেকে বলছে চিটার ব...
03/08/2025

গত ২৩ শে জুলাই এই নিয়োগ বিজ্ঞপ্তি টা প্রকাশ করেছিলাম। অনেকে বিশ্বাস করছে অনেকে বিশ্বাস করে নাই। আবার অনেকে বলছে চিটার বাটপার, ভাওতাবাজি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি আরো অনেক কিছু।

তো যেসব ভাই বিশ্বাস করে সিভি পাঠিয়েছিল তাদের মধ্যে তিনজনকে ২৪ তারিখ ইন্টারভিউ এর জন্য ডাকছিলাম। তিনজনের মধ্যে থেকে এই ভাইকে সিলেক্ট করা হয়েছে। তিনি আগস্ট মাসের ২ তারিখ থেকে চাকরিতে যোগদান করেছেন।

কোনটা আসল নিয়োগ বিজ্ঞপ্তি আর কোনটা নকল নিয়োগ বিজ্ঞপ্তি এটা যদি বুঝতে না পারেন তাহলে এতদিন ধরে ফেসবুক চালাইয়া কি শিখলেন। যে নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করবে তার আইডিতে বা প্রোফাইলে ঢুকে দেখবেন তাহলে তো বুঝা যায় আসল না নকল।

#পাওয়ার_টেক_টিউটোরিয়াল

কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনুন  প্রতিটি কথা প্রতিটি জীবনের অংশ
25/07/2025

কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনুন
প্রতিটি কথা প্রতিটি জীবনের অংশ

23/07/2025

গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার জন্য একজন ইলেকট্রিশিয়ান হেল্পার নিয়োগ দেওয়া হবে। টুকটাক কাজ জানলে হবে আর এসএসসি পাস হতে হবে

এক নজরে দেখে নিন কোন বীমা কোম্পানি ভাল আর কোন বীমা কোম্পানি খারাপ  #পাওয়ার_টেক_টিউটোরিয়াল
22/07/2025

এক নজরে দেখে নিন কোন বীমা কোম্পানি ভাল আর কোন বীমা কোম্পানি খারাপ #পাওয়ার_টেক_টিউটোরিয়াল

গার্মেন্টস জবের জন্য এখন এত হাহাকার কেন?  #পাওয়ার_টেক_টিউটোরিয়াল
22/07/2025

গার্মেন্টস জবের জন্য এখন এত হাহাকার কেন?
#পাওয়ার_টেক_টিউটোরিয়াল

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Power Tech Tutorial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Power Tech Tutorial:

Share