প্রাথমিক ও গনশিক্ষা সংবাদ/Primary and Mass Education News

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রাথমিক ও গনশিক্ষা সংবাদ/Primary and Mass Education News

প্রাথমিক ও গনশিক্ষা সংবাদ/Primary and Mass Education News সংবাদ পরিবেসনে কোন বাধাই মানবো না

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচ...
13/08/2025

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:

পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচেয়ে উপকারী।

জলসমৃদ্ধ ফল (তরমুজ, বাঙ্গি, আঙুর) ২০–৩০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খান।

অম্লীয় ফল (কমলা, আনারস, কিউই) ৩০–৪০ মিনিটে হজম হয়। সকালে বা স্ন্যাক্স টাইমে ভালো, তবে খাবারের পরপর খেলে গ্যাস হতে পারে।

আপেল, নাশপাতি, পেঁপে ৪০–৫০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খেলে ভালো।

কাঁচা শাকসবজি (শসা, গাজর, সালাদ) ৩০–৪০ মিনিটে হজম হয়। দুপুর বা রাতের খাবারের আগে খেলে উপকারি।

রান্না করা সবজি ৪০–৫০ মিনিট লাগে। দুপুর বা রাতে খাওয়া যায়।

ভাত, রুটি, আলু প্রায় ১.৫–২ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

ডাল, ছোলা, সয়াবিন ২–৩ ঘণ্টা লাগে। দুপুর বা বিকেলের দিকে খেলে হজম সহজ হয়।

দুধ ও দই ৩-৪ ঘণ্টা লাগে। সকালে বা রাতে খাওয়া ভালো।

সেদ্ধ ডিম ১ ঘণ্টা ৪৫ মিনিট লাগে, ভাজা ডিমে সময় বেশি লাগে। সকাল বা দুপুরে ভালো।

মাছ ১ ঘণ্টায় হজম হয়। দুপুর বা রাতে উপযোগী।

মুরগি ২-৩ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

গরু/খাসি মাংস ৩–৪ ঘণ্টা লাগে। দুপুরে খাওয়া উত্তম, রাতে খেলে হজম ধীর হয়।

বাদাম ও বীজ ২–৩ ঘণ্টা লাগে। সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো।

ফাস্টফুড ও তেলেভাজা ৩–৪+ ঘণ্টা লাগে। যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টিপস:
ফল সবসময় খালি পেটে বা খাবারের অন্তত ১ ঘণ্টা আগে খান।
দুপুরে ভারী খাবার, রাতে হালকা খাবার রাখুন।
পানি খাবারের ঠিক আগে বা ৩০ মিনিট পরে পান করুন।

13/08/2025
কখনো শুনেছেন একজন সাব রেজিস্ট্রার প্লেনে চড়ে অফিসে যায়?  হ্যাঁ, সাব রেজিস্ট্রার শাহীন আলম প্রতি রোববার সকালে বিমানযোগে য...
10/08/2025

কখনো শুনেছেন একজন সাব রেজিস্ট্রার প্লেনে চড়ে অফিসে যায়? হ্যাঁ, সাব রেজিস্ট্রার শাহীন আলম প্রতি রোববার সকালে বিমানযোগে যশোরে নিজ অফিসে যান। বৃহস্পতিবার বিকালে আবার বিমানে ঢাকায় ফিরে পরিবারকে সময় দেন। ফেরার সময় ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফেরেন। অন্তবর্তি সরকার সকল সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী চাইলে, তিনি ক্ষুব্ধ হোন।পরে তার নেতৃত্বই সম্পদের তথ্য নিতে অস্বীকৃতি জানিয়ে সচিবালয় ঘেরাও করেছিলো একদল সাব রেজিস্ট্রার। তিনি দীর্ঘদিন মোহাম্মদপুর ও রুপগঞ্জ ছিলেন। শতকোটি টাকা তার কাছে হাতের ময়লা।

27/07/2025
23/07/2025
23/07/2025
23/07/2025
23/07/2025

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাথমিক ও গনশিক্ষা সংবাদ/Primary and Mass Education News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category