Alaq-আলাক

Alaq-আলাক মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যায়-এর সকল প্রকার খবর প্রচার করুন এবং প্রসার করুন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম
(১) পড়ুন, আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন (২) যিনি মানুষকে রক্তপিন্ড হতে সৃষ্টি করেছেন । (৩) পড়ুন, আপনার রব সম্মানিত। (৪) যিনি কলম দ্বারা শিখিয়েছেন। (৫) মানুষকে শিখালেন তার অজানাকে।

এটি একটি শিক্ষাবিষয়ক ম্যাগাজিন। আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল খবর, তথ্য প্রকাশ করতে পারবেন।

26/04/2024

“আব্দুর রশিদ চৌধুরী” একজন সম্মানিত শিক্ষক। মৃদু ভাষী, সহজ সরল জীবন যাপন করেন। সুপরিচিত ‘আই.ই.এস উচ্চমাধ্যমিক বিদ্যালয়’। উত্তরা সেক্টর পাঁচ এর ছয়/এ-তে অবস্থিত। ১৯৮২ সালে স্থাপিত প্রতিষ্ঠানটিতে তিনি দীর্ঘ ২৯ বছর যাবত পাঠদান দিয়ে যাচ্ছেন। এছাড়াও ‘আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ’-এ বিশ বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর জন্মগ্রহণ করেন। তিনি উচ্চশিক্ষা অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
যখনই দেখা হয় তার সাথে তিনি আন্তরিকতার সহিত খোঁজ নেন কেমন আছি। এত ভালো লাগে যখন আমায় “কবি” বলে ডাকে বা সম্বোধন করেন। শিক্ষকের শিক্ষক, বুঝদার ব্যক্তি যিনি জেনে-বুঝে কাউকে সম্মান করেন সত্যি চমৎকার লাগে, সুখকর লাগে! তার সাথে এলাকায় ঘুরতে বের হলে কত মানুষ তার খোঁজ-খবর নেন। তার ছাত্ররা তাকে দেখলেই বিনয়ের সাথে সালাম ও কুশল বিনিময় করে। তিনিও তাদের খবর নেন উপদেশ দেন। খুব অবাক হই তিনি প্রায় সকল ছাত্রদের চিনতে পারেন।

সাইফুল ইসলাম সাঈফ
২৭.০৪.২০২৪

24/03/2024
16/08/2023

আমার নাম মোঃ রাশেদুল ইসলাম। আমি ঢাকা উত্তরাতে বসবাস করি। এখন আমি আমার শিক্ষাজীবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিচ্ছি। আমার প্রথম স্কুল ছিল এ.জি.চার্চ স্কুল। এটি ছিল মূলত খ্রিষ্টানদের স্কুল। অর্থাৎ খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী এই স্কুলটি পরিচালনা করা হতো।
এই স্কুলের আমার প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত অধ্যায়ন ছিল। তারপর আমাকে স্কুল টি পরিবর্তন করতে হয়। পরে আমার এশিয়ান ইউনিভার্সিটি ল্যাব্রটরি স্কুল এ দুর্ভাগ্যবশত আবারো প্রথম শ্রেণীতে ভর্তি হতে হয়।প্রথম শ্রেণী পাস করার পরে দ্বিতীয় শ্রেণীর মাত্র প্রথম সাময়িক পরীক্ষার পর কিছুদিন ক্লাস করে আবারো এই স্কুল টি ছেড়ে দিতে হয়।তার কারণ ছিল এই স্কুলে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি হঠাৎ এই বিদ্যালয় পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ফলশ্রুতিতে এই স্কুলটিও আমাকে ছেড়ে দিতে হয়। অর্থাৎ আমার দ্বিতীয় শ্রেণীর খুব একটা ভালোভাবে পড়া হয়নি।তারপর কয়েক মাস আমাকে বিদ্যালয় জীবন থেকে বিরত থাকতে হয়। ঠিক তার কয়েক মাস পরে আমার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলতে থাকে। প্রায় প্রতিটা পরীক্ষা তে আমার ফলাফল ভালো হতে থাকে।
তারপর অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার ওয়াইড ভিশন স্কুলে শিক্ষার কার্যক্রম চলে। সেখানেও আমার নিয়মিত ফলাফল ভালো হতে থাকে। তারপর সেখান থেকে এসএসসি পাস করে আমার কলেজ জীবন শুরু হয়। আমার কলেজ মূলত উত্তরা হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা কার্যক্রম চলতে থাকে। কলেজে পড়াশোনার মেয়াদ ছিল প্রায় দেড় বছর। তারপর সেখান থেকে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আমার কলেজ জীবন শেষ হয়।তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তরা টাউন কলেজে আমার অনার্স জীবন শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বিশ্ববিদ্যালয় জীবন যেরকম সুখের স্বাচ্ছন্দে আনন্দময় মুহূর্তে কাটানোর কথা ছিল আসলে সেরকমভাবে সেই মুহূর্তটা অনুকূলে ছিল না। শুধুমাত্র পরীক্ষা দিয়েই একেক ধাপ এগিয়ে যেতাম। দীর্ঘ পাঁচ বছর অধ্যয়নের পর আবার অনার্স জীবন সমাপ্ত হয়।

Digonto Efthi

09/03/2023
মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের তৃতীয় সেমিস্টার/ বার্ষিক পরীক্ষার ফলাফল ...
01/01/2023

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের তৃতীয় সেমিস্টার/ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

01/01/2023

ভর্তি চলছে ভর্তি চলছে

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা আল-আতফাল শাখায় ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই প্রতিষ্ঠানটি বিশ্ব অনুষ্ঠেয় প্রতিযোগিতা ও মাদ্রাসা বোর্ডে একের অধিক বার প্রথম স্থান অধিকার লাভ করেছে। এই মাদ্রাসার বৈশিষ্ট্য গুলো হচ্ছে
-অভিজ্ঞ দক্ষ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত।
-দূর দূরান্ত থেকে আসা ও প্রবাসে থাকা অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ।
-ছাত্রদেরকে দ্বীনি শিক্ষায় হিসাবে তৈরি করার জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ।
-নৈতিকতা ও আদব-কায়দা মান উন্নয়নে বিশেষ কার্যক্রম গ্রহণ।
-খাঁটি দেশ প্রেমিক নাগরিক তৈরির জন্য যথাযথ উন্নত কার্যক্রম গ্রহণ।
-পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ গুরুত্ব আরোপ
-ছাত্রদের জন্য তিন বেলা স্বাস্থ্যসম্মত উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা।
-নিজস্ব চিকিৎসকের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা।
-আধুনিক হোটেল ব্যবস্থাপনা।
-শ্রেণিকক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস। পর্যবেক্ষণ করা।
-সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করা।
ঠিকানা: বাড়ি #৬৫, রোড #১৫, সেক্টর:১৪, উত্তরা, ঢাকা-১২৩০
যোগাযোগ: ০১৭৬৭৯৩৪৫৯৯,০১৯১৪৩১৮৩৫০,
০১৮৫৫৯৩৫৩৬৫

Digonto Efthi

17/12/2022

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Alaq-আলাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alaq-আলাক:

Share

Category