কপস

কপস ইহা ব্যক্তিগত পেইজ!

শিশুর অবিভাবকের খোঁজ দিন- মোঃ বাপ্পি বয়স (৯),পিতা আবু তালুকদার, মাতা আকলিমা, গ্রাম  বলতে পারেনা,  থানা -  বলতে পারেনা। ...
16/05/2025

শিশুর অবিভাবকের খোঁজ দিন-
মোঃ বাপ্পি বয়স (৯),পিতা আবু তালুকদার, মাতা আকলিমা, গ্রাম বলতে পারেনা, থানা - বলতে পারেনা। সে বরিশালের ভাষায় কথা বলে।
কিছুক্ষণ আগে আদাবর থানা এলাকায় পাওয়া গেছে! বাংলাদেশের কোন থানায় হারানো নিখোঁজ জিডি হয়ে থাকলে বা কারো পরিচিত হয়ে থাকলে! কেউ চিনে থাকলে অথবা এই শিশুর অবিভাবকের কোন সংবাদ আপনারা পেয়ে থাকেন।

অবশ্যই ঢাকায় আদাবর থানায় যোগাযোগ করবেন!

যোগাযোগ- 01320-040893 ডিউটি অফিসার আদাবর থানা (২৪/৭)

শেয়ার করুন।

15/05/2025

ভার*তীয় বিভিন্ন পেইজে কমেন্ট করার কারনে আমার ফেসবুক আইডির উপরে মেটা কর্তৃপক্ষের কু-নজর পরেছে।
আপিল করা হয়েছে। সাজার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই পেইজ ছাড়া আমার কোন ফেসবুক আইডি আপাতত নাই।
আমি ইনেস্টাগ্রাম আইডি থেকে এই পেইজে লগইন করি।
সাথে থাকার জন্য ধন্যবাদ!
খুব জরুরী যোগাযোগ করার জন্য - পেইজের হোয়াটসঅ্যাপে ** মেসেজ করা যাবে।

13/05/2025

ভদ্রলোকের বাসার গেইটে লাগানো সিসিক্যাম রাতে চুরি হইছে!এখন থানায় অভিযোগ দেবে।
চুরির আগের কোন ফুটেজ আছে কিনা জিজ্ঞাসা করলাম!
তিনি জানালেন -তিনি সন্ধ্যায় বাসায় ফেরার পর সিসিক্যাম প্রতিদিনই বন্ধ রাখেন!তাই রাতের ফুটেজ নাই।
আমি জিজ্ঞাসা করলাম! সিসিক্যাম লাগাইছেন কেন?

সামান্য রেগে উনি বল্লেন - ভাই আপনারা পুলিশ শুধু অযথা প্রশ্ন করেন!থাউক আমার জিডি করা লাগবে না।

আমিও প্রশ্নের উত্তর পেলাম না।
কারো জানা থাকলে কমেন্টে জানান!

12/05/2025

প্রবাসী আব্বাস বিয়ে করে বিদেশ চলে গেছিলেন! ৪ বছর পর দেশে ফিরেছেন গত মাসে! দেশে ফেরার ৫ দিনের মাথায় তাহার বউ বাপের বাড়ীতে যায় ও আব্বাস মিয়াকে ডির্ভোস লেটার পাঠায়।
আব্বাস কিছুতেই এটা মেনে নিতে পারেনি। সে বউয়ের সাথে যোগাযোগের চেষ্টা করিয়া ফেল করে।গত কিছুদিন পূর্বে রাতের বেলায় আব্বাস মিয়া শশুড় বাড়িতে যায় ও ঘরের দরজা ভেঙে গোপনে প্রবেশ করে এবং সরাসরি চলে যায় তাহার স্ত্রীর কক্ষে।

পরিস্থিতিঃ আব্বাস মিয়ার ওয়াইফ তাহার বাপের বাড়িতে যে রুমে ঘুমাইত সেই রুমে সেদিন ঘুমাচ্ছিল আব্বাসের শাশুড়ী! বঊ ছিল অন্য কক্ষে।

ফলাফল- জখম হয়ে আব্বাসের শাশুড়ী এখন হাসপাতালে! বউ পুলিশ স্টেশনে।

11/05/2025

।।সরল অংক।।
একজন ভুক্তভোগী নারীর অভিযোগ-
আমাদের গ্রামের বাড়ি বগুড়া। পড়াশুনার জন্য ঢাকা থাকি। বগুড়ায় আমার একজন বয়ফ্রেন্ড আছে। ঢাকা আমার সেকেন্ড বয়ফ্রেন্ড আছে। কিছুদিন আগে আমার বগুড়ার বয়ফ্রেন্ড আমার সাথে কমিটমেন্ট থাকা অবস্থায় আরেক মেয়েকে বিয়ে করে ফেলেছে। এদিকে আমার ঢাকার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানলাম সে নাকি আগে থেকেই বিবাহিত। দুইজনই আমার সাথে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে আমি কি এ্যাকশন নিতে পারি?

এই সরল অংকের সমাধান কিভাবে দেয়া যায়?

10/05/2025

!!সরল অংক!!
লক্ষ্মীপুরে থাকতে মারামারি মামলার এক আসামীকে গ্রেফতার করে ফেরার পথে তাহার মন ভাল রাখার জন্য গাড়ীতে বসে তাহার সংসার ও বাচ্চাকাচ্চার খোজ নিতে ছিলাম।
বিয়ে করেছে ১৩ বছর আগে।
২ পুত্র ৩ কন্যা! বড় কণ্যার বয়স প্রায় ১২ বছর।
বাকী ৪ জনের বয়স যথাক্রমে ৬,৪,৩,১ বছর।
মাঝখানের ছয় বছর কোথায় ছিল তার নিকট জানতে চাইলে বলে,মাঝখানের ছয় বছর বাড়ীতে ছিলাম না। বউয়ের সাথে যোগাযোগ ছিলনা।
(প্রমানিত)

09/05/2025

ফেসবুকে রিলেশনের সুত্রে তিন সন্তান রেখে এঞ্জেল ফাতেমা পালিয়ে ছিলেন ড্রিমবয় সাগরের সাথে।
সাগরের বাসায় যাওয়ার পর দেখেন সাগরের আগের ২ বউ ৫ বাচ্চাসহ লাঠি নিয়ে দাঁড়ায় আছে।
এদিকে বউ হারিয়ে তিন সন্তানের জনক (এঞ্জেল ফাতেমার স্বামী) গতকাল থানায় এসে বউ হারানোর জিডি করেছে।
ড্রিম বয় সাগরের দুই বউয়ের মাইর খেয়ে -
ড্রিমবয় সাগর ও এঞ্জেল ফাতেমা থানায়।

দ্বিপক্ষীয় বৈঠক হবে।

07/05/2025

ভারত-পাকিস্তানের প্রতি অনুরোধ থাকবে:
আপনারা বল করলে স্ট্যাম্প বরাবর করবেন!

ওয়াইড হইলে অবস্থা খারাপ করে দেব।

04/05/2025

গত সন্ধ্যায় ও রাতে ৭ জন গ্রেফতার হইছে। এরা সবাই পট করতে যাইয়া এরেস্ট! সবাই এই প্রথম পট করতে ছিল বলিয়া জানায়। ৪৮ বছরের বুড়োটাও বলল- আজকেই প্রথম। পটাসক্তদের আপাতত কাউতাল হিসাবে জেল খানায় পাঠানো হবে।

কারওয়ান বাজার,ফার্মগেট,খেজুর বাগান ও বসুন্ধরা শপিং মল এলাকার প্রায় সব ছিনতাইকারীকে জেল খানায় পাঠানো হয়েছে৷
এই সুযোগে কিছু নতুন ছিনতাইকারী রিক্রুট হইল। নতুনরা বাস্তব প্রশিক্ষনে আছে৷ অনেকে ইন্টার্নি করতেছে।
বেশির ভাগ পাবলিকের হাতেই ধরা খায়া যায়।

জিজ্ঞাসা করলে বলে আজকেই প্রথম৷
এদের পিসি/ পিআর - নাই তেমন।
তেলাপোকার ছোট বাচ্চাদের মত এরা নিস্পাস!

* পট ও *কাউতাল( ম্যান্দারিন ভাষার শব্দ)

02/05/2025

বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে রয়েল বেঙ্গল বার এর সামনে 🙄 কাউতাল করার সময় গ্রেফতার করছি ৩০ জন!
সবার একটাই বক্তব্য - আজকেই প্রথম এসেছিলাম।
আমিও বলেছি - আজকেই প্রথম আসছি।
কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করিনাই। তারাও আমাদেরকে বিশ্বাস করেনাই।

বিশ্বাস - অবিশ্বাসের ফলাফল- প্রিজন ভ্যানে কোর্টে চলে গেলো!

সুদূর আমেরিকা!  ইউরোপ!  কানাডা! অস্ট্রেলিয়া থেকে এই রকম ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে বুঝেশুনে এক্সেপ্ট কইরেন৷এক্সেপ্ট করলে থান...
01/05/2025

সুদূর আমেরিকা! ইউরোপ! কানাডা! অস্ট্রেলিয়া থেকে এই রকম ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে বুঝেশুনে এক্সেপ্ট কইরেন৷এক্সেপ্ট করলে থানায় যাইতে হয়৷

একজন এক্সেপ্ট করে গতকাল থানায় আসছিল। খেতাবালিশ সব নিয়ে গেছে আম্রিকার দিকে।

30/04/2025

কদমতলী থানা ডিএমপিতে একটি বাচ্চা পাওয়া গেছে।
যোগাযোগ - ডিউটি অফিসার- 01320-040572 (২৪/৭) কদমতলী থানা!

শেয়ার করুন।

Address

Dhaka

Telephone

+8801637129660

Website

Alerts

Be the first to know and let us send you an email when কপস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কপস:

Share

Category