
09/01/2023
নব দিগন্তের গান গাই!
কবি-লেখক-প্রাবন্ধিক বন্ধুদের শুভেচ্ছা ও স্বাগতম!
“প্রকৃতি ও নারী” শিরোনামে বিষয়ভিত্তিক মাসিক সাহিত্যের অঙ্গন এর দ্বিতীয় সংখ্যা জানুয়ারী ২০২৩ প্রকাশনার জন্য কবি-লেখক-প্রাবন্ধিক বন্ধুদের নিকট থেকে বিষয়ভিত্তিক সৃজনশীল সৃজন প্রবন্ধ, কবিতা, ছড়া ও ছোট গল্প লেখা প্রকাশ করার জন্য আহ্বান করছি।
বর্ধিত সময়সীমা ১২ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট পেইজের হোয়াটসঅ্যাপে প্রেরণ করার জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য যে, শুধু প্রকৃতি ও নারী এ দুটো বিষয়ে লেখা অর্ন্তভুক্ত হবে এখানে এবং লেখা প্রকাশিত করার জন্য একমাত্র শর্ত লেখার গুনগতমান ও বিষয়।
কিন্তু প্রথম সংখ্যা'র লেখা সংগ্রহে অভিজ্ঞতার আলোকে পেইজের সঙ্গে থাকার বিষয়টিও লক্ষ্য রাখা হবে লেখা নির্বাচন হওয়ার জন্য!
বিশেষ দ্রষ্টব্য: যাদের লেখা নির্বাচিত হবে শুধু তাদেরই নাম প্রকাশ করা হবে সংশ্লিষ্ট পেইজে এবং নির্বাচিতদের কোনো সম্মানী ও সৌজন্য কপি দেয়া হবে না। নিজ অর্থায়নে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করবেন, কি করবেন না এটা একান্তই যার যার নিজস্ব ইচ্ছে... কোনো বাধ্যবাধকতা নেই।
উপরোক্ত নীতিমালায় সম্মত হয়েই লেখা প্রেরণ করার আহ্বান করছি।
সৃজনশীল লেখা চাই!
নির্ধারিত সময়ে যেন পাই!
সকলকে পেইজের সঙ্গে থাকার আহ্বান করছি এবং প্রথম সংখ্যায় যাঁরা লেখা দিয়ে এই নব দিগন্তের যাত্রা শুরুর সহযোগিতা করেছেন তাঁদেরকে অভিনন্দন!