True Times

True Times The News people don't want to say

21/08/2024

আসলেই তাকে ফাসি দেয়া হয়েছিল? নাকি জেলখানায় পরিকল্পিত ভাবে জবাই করা হয়॥ মেজর বজলুর হুদা

15/08/2024
কমেন্ট বক্স খালি
14/08/2024

কমেন্ট বক্স খালি

রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে যে গাছ রোপন করা হতো,সেই গাছ রোপন করতে  রাষ্ট্রের ১ পয়সাও খরচ হচ্ছে  না।বিনা পয়সায় সেই ক...
13/08/2024

রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে যে গাছ রোপন করা হতো,সেই গাছ রোপন করতে রাষ্ট্রের ১ পয়সাও খরচ হচ্ছে না।বিনা পয়সায় সেই কাজটি করে যাচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা।এই ছাএ ছাএীরাই আগামিতে সুন্দর একটি দেশ গড়ে তোলবে।

©শামীম আহমেদ

Collected
12/08/2024

Collected

04/08/2024

এ কেমন রাজনীতি 🥹

©️ইত্তেফাক
31/07/2024

©️ইত্তেফাক

ছেলেটা চারতলা নির্মাণাধীন বিল্ডিং এ উঠে একটা কোণায় লুকাইল শুধু আপনাদের হাত থেকে বাঁচার জন্য। সে অপারাধী নয়, শূন্য হাতে ব...
29/07/2024

ছেলেটা চারতলা নির্মাণাধীন বিল্ডিং এ উঠে একটা কোণায় লুকাইল শুধু আপনাদের হাত থেকে বাঁচার জন্য। সে অপারাধী নয়, শূন্য হাতে বাকি দশটা সাধারণ মানুষের সাথে শুধু রাস্তায় নেমেছিল।

ওই মুহূর্তে ছেলেটা কি ভাবছিল তা আমার জানা নেই।হতে পারে মায়ের মুখটা শেষবারের মতন ভেসে উঠেছিল নয়তো ভেবেছিল এ যাত্রায় বেঁচে গেলে আর রাস্তায় নামবে না, আর কখনো একটা শব্দও করবে না। কিন্তু এতটুকু সত্য— সে বাঁচতে চেয়েছিল।

কিন্তু আপনারা কি করলেন?
সেই চারতলা বিল্ডিং অবধি উঠে গেলেন।
কি একটা অস্বাভাবিক টান আপনাদের শিকারী বানিয়ে দিল। যে ছেলেটাকে জীবনেও আগে কখনো দেখেননি, দ্বিতীয়বারও দেখবেন না। যে ছেলেটার সাথে আপনার কোন ব্যক্তিগত শত্রুতা নেই, ঝামেলা নেই। তাকে বিল্ডিং এর কোণা হতে খুঁজে বের করে একের পর এক গুলি করে মৃত্যু নিশ্চিত করলেন।

একটাবারও মনে হলো না, ছেলেটাকে কেন মারছি? ওরও পরিবার আছে, কম বয়সী একটা ছেলে বাঁচার জন্য কেমন ঝুলে আছে। ওকে কেন মারব?
আমার হাতে একটা মানুষের জীবন যাচ্ছে অথচ আমার হাত কাঁপছে না। উল্টো আমি আমার সিনিয়র অফিসারদের বলব, চারতলা বিল্ডিং এ উঠে আমি ৪ রাউন্ড গুলি ছুড়ে একজনের বুক ঝাঝড়া করে দিয়েছি।
এবার আমার প্রমোশন আর ইনাম টা দিয়ে দেন।

কীভাবে সম্ভব! কেমনে সম্ভব!

(সংগৃহীত)

Address

Dhaka

Telephone

+8801950704905

Website

Alerts

Be the first to know and let us send you an email when True Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share